Nojoto: Largest Storytelling Platform
tiashasantra1307
  • 27Stories
  • 14Followers
  • 157Love
    2.9KViews

তিয়াশা সাঁতরা

আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে, কিছু নিজস্ব লেখাও আছে☺️

  • Popular
  • Latest
  • Video
83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

আমি শুধু চেয়েছি তোমায়
তুমি ফাঁকি দিয়ে চলে গেছো অন্য কোথাও।

জানি তুমি আসবেনা মোর হেথায় ,
তাও পথ চেয়ে বসে আছি তোমার আশায়।

যদি কোনদিন মনে হয়, এসো আমার আলয়ে
তবে, দেখবে আমায় তুমি
''ছবির ফ্রেমে'' নিরবে।। #StarsthroughTree
#Alone#BrokenLove
#WrittenByMe 
#Bengali_poem
83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

কাউকে খুব ভালোবাসলে,
হয়তো তাকে পাওয়া যায়না।
কাউকে খুব কাছে পেতে চাইলে,
সে মনে হয় দূরে চলে যায়।
কারুর ওপর একটু অভিমান করলে,
সে সারাজীবন অভিমানী হয়ে জীবন থেকেই চলে যায়।
জীবন কিছু দেয়, আবার কিছু নেয়
তবে ধৈর্য ধরলে ভালো কিছুই পাওয়া যায়।
হারানো ভালোবাসার মানুষটা যদি আর ফিরে না আসে
তবে বুঝবে হয়তো সে তোমার কোনদিন ছিলই না।
হয়তো, তোমার জন্য অন্য কেউ অধিড় অপেক্ষায় তোমার পথ চেয়ে বসে আছে।
জানি, অতীত ভোলা যায় না
তবে, ভবিষ্যৎ কে বেছে নিয়েই নতুন রাস্তায় চলতে হবে।
থাকনা, রাখি অতীতটাকে মনের মাঝে সাজিয়ে,
ভবিষ্যৎ কেই নয় সাজাই ,
দিই এক নতুন জীবন বাঁধিয়ে।। #DryTree#কলমেআমি

#DryTree#কলমেআমি #poem

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

প্রেম,
প্রেমে পড়তে বা,প্রেম করতে কে না চায়
সকল মনুষ্যই চায় তাই নয় কি?
কিন্তু তাকে টিকিয়ে রাখাটা তো খুব কঠিন,
সংসারে প্রেম ই মহান_
তা নিয়ে কেউ খেলে দু-হাত খুলে,
কেউ বা বাঁধে ওই দুই হাতেই শক্ত করে
কেউ ভাঙে, আবার কেউ গড়ে।
প্রেমের পথ ওনেক_কিন্তু প্রেম একটাই,
মানুষ প্রেমের দ্ধারা নৃমিত
প্রেম তো থাকবেই সকল মানুষ্যর ভীতর,
তবে, মানুষের পথ গুলো আলাদা 
প্রেমটাকে খোঁজার_

কিন্তু প্রেম একটাই। #InspireThroughWriting#
#OwnThought#কলমে_তিয়াশা
#প্রেম#একটাই#💜🖤💛💜🖤

#InspireThroughWriting# #ownthought#কলমে_তিয়াশা #প্রেম#একটাই#💜🖤💛💜🖤

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

মুখোশ ই মানুষ
মানুষ ই মুখোশ
সব ই  জালের ধাঁধা
আমিও হয়তো তাই!
সেই আমিই আবার লিখছি বসে
মুখোশ কি রে ভাই? #Life_experience
#মুখোশ 
#মানুষ

Life_experience #মুখোশ #মানুষ

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

ইচ্ছে হল তাই, ফিরে তাকাই
কেমন ছিল আমার জীবন একলা 
শূন্যতায়,
তোমার জন্য দাঁড়ালাম আবার জীবন আঙিনায়,
ভাসতে চাই চিরটাকাল তোমার 
নৌকায়,
তোমায় রাখবো বেঁধে সারাজীবন আমার মদিনায়। #Love#পুরনহলো#তোমায়পেয়ে#
#কলমে_তিয়াশাসাঁতরা#❤️

#Love#পুরনহলো#তোমায়পেয়ে# #কলমে_তিয়াশাসাঁতরা#❤️

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

টুকরো কথা,আবেগ মাখা
কথা গুলো শুনছি
তোমার আমার ভালোবাসার
পূর্ণতার দিন গুনছি। #CupOfHappiness#পথচাওয়া#❤️

#CupOfHappiness#পথচাওয়া#❤️

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

যে কবিতা তোমায় লিখেছিলাম,আজ ও হয়ে ওঠেনি সে কথা বলা ,
খাতার ভাঁজে পরে আছে
চোখের জলে ভেজা।
একটা গোলাপ তোমার জন্য, রেখেছিলাম সজতনে
বুঝতে পারিনি শুকিয়ে যাবে, তোমায় না পেয়ে
আজো আছে গোলাপ খানা, সেই কবিতার ভাঁজে
সময় হলে দেখে নিয়ো
যেদিন বিদায় নেবো চীরতরে। #নাবলাকথা
#লুকোনো_চিঠি 
#নিজেরকথা

#নাবলাকথা #লুকোনো_চিঠি #নিজেরকথা #Shayari

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

Hum to Sadharan Insaan Huu
isliye sirf khare hokar Tamasha Dikh Rahi hu

Jisdin Asadharon bann Jayungi 
usdin sarey Tamasha khatam Kar dungi

Samaj main aya naa?..... #Isolated#Myself
#definately
83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

বাইরের রং গুলো কি ভিষন ঝাপসা
তাই চশমা তোরে করি আমি খুব ভরসা
তোকে ছাড়া আমি অন্ধ।
তাই তুই ই আমার জীবনের অন্যতম ছন্দ
তোর ওই দুটো কাঁচেই আমার সারা পৃথিবী দর্শন
চশমা, তুই আমার সব থেকে প্রিয়জন। #চশমা
#ভরসা😔😔

#চশমা #ভরসা😔😔 #thought

83ed5e2f145602d5affc56d9d180f092

তিয়াশা সাঁতরা

#Alap
#মেঘজমেছে
#টুকরোকথা
#✍️

#Alap #মেঘজমেছে #টুকরোকথা #✍️

loader
Home
Explore
Events
Notification
Profile