Nojoto: Largest Storytelling Platform
abhijeetdey1420
  • 16Stories
  • 27Followers
  • 138Love
    0Views

Abhijeet dey

  • Popular
  • Latest
  • Video
9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

আমি কলম নই!
  তবুও লিখতে পারি ।
আমি সুভাষ নই !
তবুও স্বাধীনতা আনতে পারি । 
আমি যদিও ফুল চিনি !
তবুও জোড়া ফুল কিংবা পদ্ম ।
আমি লাল নই !
তবুও রক্ত । 
যদিও বাংলার মানুষ আমি !
তবুও অন্ধ । 
যদিও ময়ূর চিনি !
তবুও কাক শকুনের ভক্ত ।
যদিও রং চিনি !
তবুও তাদের ভয়ে শান্ত ।
যদিও পান্তা ভাত চিনি !
তবুও আসরের ডিম ভাত পেয়ে তৃপ্ত ।

©Abhijeet dey #Lumi
9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

লজ্জা তো কাল ছিল,
 আজ আবেগ ভালোবাসি | মহানন্দাও আজ খুব রাগ দেখাচ্ছে ,, 
আগামীকাল সেও আবেগে শান্ত হবে | 
"রাগ" "ভয় " "জেদ" "অহংকার" এইসবতো খানিক ক্ষণের মিত্র ! শেষ হবে | 
                 অভিজিৎ দে| #newplace aiito Jibon ❤

#newplace aiito Jibon ❤

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

এখন আর ,, জনহীন, সুনসান নেই |
এখন আবার ,
জনবহুল ,ব্যাস্ত আমার এই শহর | #indinarmy amar sohor ❤❤

#indinarmy amar sohor ❤❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

সব কিছুই তো সাজানো | 
কিছু এলোমেলো থাকলেই নয় ?
 মা তো আসায় থাকে ! 
ঘুমের ওষুধ টেবিলে | 
গুছিয়ে রাখলেই কি গোছানো থাকে ?
 "বড় বাড়ি", "আমের গাছ", "ফুলের বাগান" 
তবে জল দেয়া বারন |
                                                    অভিজিৎ দে| #peace আসা❤

#peace আসা❤

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

আমার সন্তান |
 কিছু প্রশ্ন করলে কেন জানি একই উত্তর দেয় "তুমি বুঝবেনা"|
 হয়তো আমি সত্যি বুঝবো না , তাই তো ও আমাকে বলতে চায়না |
কোনো কোনো দিন,, রাত করে বাড়ি আসে ,
কার কার সাথে মেশে ,
অনেক রাত জেগে  ফোন ব্যবহার করে , 
আমি যদি এই সব না করার ইচ্ছে প্রকাশ করি তাহলেই আমাকে বলে ,
"তুমি বেশি বোঝো" 
ওর বাবা বললো ও নাকি কি একটা ইস্টিটাস দিয়েছে! 
এই লিখে, "আমাদের জন্য কোনো নির্দিষ্ট মাতৃ দিবস , পিতৃ দিবস হতে পারে না, 
আমাদের জন্য প্রত্যেকটা দিন মা আর বাবার জন্য " 
কত সুন্দর "লিখেছে" তাই না ? 
আমার সন্তান | 
                                                                              অভিজিৎ দে| amar sontan ❤

amar sontan ❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

এই নাও শুন্য হাত তোমায় দিলাম ! 
আর দিলাম ,অস্থির মনের তিক্ততা |
সময় আছে |
 লিখতে চাও ? 
বাইরে বেরিয়ে দেখো ,
আকাশ বিকেলের মেগের সাথে ঝগড়া করছে | 
অবশ্য মেঘের দোষ নেই |
এটা তো সূর্য ! 
যে মেঘের গায়ে আবির ছিটিয়ে দিয়েছে | 
আসল কথা হলো , আকাশ রেগে আছে | 
কারণ,বেশ কয়েকদিন ধরে তার প্রেমিকা দেখা করছে না তার সাথে | 
তুমি আবার এই নিয়ে কিছু লিখো না যেন ! 
তার প্রেমিকা বেশ অহংকারী ,অল্পতেই রেগে যায় |  

                                                                             অভিজিৎ দে | ইচ্ছে খুশি ❤

ইচ্ছে খুশি ❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

একবার যদি তুই জানতে চাইতি!!!
যে,"কেন আমি আমার এই ব্যস্ত শহরে এতোটা নিস্তব্ধ?"  
 থাহলে জানিস,,আমি এক অমিল উত্তর দিতাম!! 
"তোকে ভালোবাসি"| 
তবে এ কথা বলবো কিভাবে!!
এই শব্দটা তো আমার কাছে, 
আকাশের মতো অনেক বড়ো!!
 যার শুরু আর শেষ আমি জানি না| 
আমি যদি আকাশ বলি তাহলে কি তুই বুঝবি? 
নাকি কোনোদিনও জানতে চাইবি না?
                                                            অভিজিৎ দে | ecche kore ❤❤

ecche kore ❤❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

"প্রকৃতি"এটা কি তোমার সেই মরণ খেলা !
যে খেলা "পৃথিবীর" উপর করা অত্যাচারের শেষে শুরু করো ?          "এ পৃথিবী"তোমার কষ্ট হয় নাকি আবার ? 
তুমি তো "পৃথিবী" তোমার কষ্ট থাকতে পারে না | 
তুমি জানো ?
  প্রকৃতির এই খেলায় দিন -রাত কিছুই বুঝতে পারিনা !!
 সবসময় মনে হয়  শীতের ক্লান্ত দুঃস্বপ্নে আছি ! 
সকালে ঘুম ভাঙবে |
 সকাল  হচ্ছে না কেন বলতো ? 
"এ প্রকৃতি" 
তোমার এই খেলাতে কেন আমার  সন্তানকে খেলাচ্ছ ?
ওতো এখনো তোমার বুকে পা দেয়নি |
 তুমি তো জানো!!
 প্রসব করার সময় আমার কত কষ্ট হয়েছিল |
 ওতো এখনো আমাকে "মা" বলে ডাকলোনা!
 
                                                                      অভিজিৎ দে | ইচ্ছে ছিল ❤

ইচ্ছে ছিল ❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

কেমন কথা? ইচ্ছে হয়না শুনবো |
ভাবনাটা তোমার !
কথাটা সত্যি আমার | 
ভালো লাগে না আর এইসব অনিচ্ছাকৃত ভাবে জড়াজড়ি, 
  শান্তি দাও !
আমি বলবো | 
তুমি তোমাতেই থেকো ,আমি আমাতে | 
দরজা  বন্ধ করে দাও | 
আমি যাই |
                                                      অভিজিৎ দে| valo theko ❤

valo theko ❤ #poem

9776e3705855c3398a4ef164bae97dba

Abhijeet dey

"ভালো লাগে", বলবো তোকে ? শুনবি তুই ? 
নাকি অন্য কেউ আছে যার পছন্দ তুই আর তোর পছন্দ ওকে |
আমি শুধু বলতে চাই , ইচ্ছে হলে শুনবি যদি তোর মন চায়| কারণ তোকে "ভালো লাগে"|
                                       ---------অভিজিৎ দে ভালো লাগে💗💗💖💖

ভালো লাগে💗💗💖💖

loader
Home
Explore
Events
Notification
Profile