Nojoto: Largest Storytelling Platform
utpaldassujan9745
  • 15Stories
  • 63Followers
  • 66Love
    30Views

Utpal Das Sujan

Student but a Businessman

  • Popular
  • Latest
  • Video
9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

আবার দেখা হবে

আবার দেখা হবে নতুন করে,
নতুন তোমার সাথে।
সূর্যের রক্তিম আভা যেদিন তোমায় ম্লান হতে দেবে না,
আর যেদিন তুমি তোমার প্রাক্তনের ভয়ে মূর্ছিত না হয়ে
 আমার কাছে নিজেকে নিরাপদ মনে করবে
সেদিন তোমার সাথে আবার দেখা হবে ।
প্রতিটি সম্পর্ক একটা নির্দিষ্ট জায়গা চায়
আর সেটাও আমি কখনো চাইনি।
পুরোনো সমস্ত ভালো- মন্দ ঘটনাবলীর নিরিখে 
এইবারও কোনো আশা যেন বীজ বোনেনি
 আমার হৃদয়ে।
কখনো তোমাকে নিজের ইচ্ছার জন্য 
টিয়া বা কাকাতুয়ার মতো খাঁচায় বন্দি করে রাখতে চাইনি ;
প্রথমদিনের মতো তুমি আজও মুক্ত এক পরী।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আর টেলিফোনের মধ্যে দিয়েই না হয় 
আমাদের সম্পর্কটা বেড়ে উঠুক।
জীবনের শত ব্যস্ততার মধ্যে 
হঠাৎ কোনো একদিন আবার দেখা হবে বিপরীতমূখী পারাপারে - কথা হবে সেদিন, 
শুরু হবে দুজনের নতুন করে পথ চলা। #আবার দেখা হবে#

#আবার দেখা হবে# #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

কফি হাউস
বুধবার দাদার সাথে কফি হাউসে যাত্রা
নতুন দিগন্তের উন্মোচন ঘটায়;
পুরাতনের সাথে নতুনের এক অদ্ভূত মেলবন্ধন ঘটেছে সেখানে।
আধুনিকতার ছোঁয়ায় কফি হাউসও যেন বিরক্ত হয়ে উঠছে রোজ;
আধুনিক নরনারীর আধুনিক জীবনযাত্রার ছবি
কফি হাউসের প্রতিটি কোণে যেন অঙ্কিত, প্রস্ফুটিত 
হয়ে চলেছে যেমন করে প্রতি ভোরে প্রতি গাছে 
নতুন নতুন ফুলের আগমন পরিলক্ষিত হয়।
দিনান্তের শেষে কফি হাউস যেন 
সারাদিনের সব ক্লান্তি থেকে মুক্তির একমাত্র কান্ডারী।
কফি হাউসের চারিদিকে পুড়ছে একের পর এক সিগারেট -  তার ধোঁয়ায় 
কফি হাউসের নাভিশ্বাস ওঠে রোজ:
কিন্তু সে তো বলতে পারে না আমাদের মতো,
সহ্য করে চলেছে নির্বাক রোগীর মতো।
সেখানে এক আগন্তুকের সাথে পরিচয়
তারও যেন রোজকার ক্লান্তি নিবারণের পথ এই
কফি হাউস - এক কাপ ইনফিউশন , একটা সিগারেট 
তার সাথে দাদুকে পাঁচ টাকা বকশিশ।
আধুনিক জীবনকে অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে
আধুনিকতার যে ধ্বংস রূপের বহিঃপ্রকাশ ঘটেছে
তা যেন কফি হাউসের প্রতিটি দেওয়ালে উদ্ভাসিত।
প্রতি মুহূর্তে তার যেন রুদ্ধশ্বাস ওঠে
কিন্তু সে তো বলতে পারে না আমাদের মতো,
সহ্য করে চলেছে নির্বাক রোগীর মতো। # আধুনিক জীবন #

# আধুনিক জীবন #

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

দূরদেশ
হারিয়ে যাবো এক মুঠো রোদ্দুরে
নীল নদী বয়ে আনবে চিঠি,
সেই নাম না জানা দূরদেশে পারি দেবো হলুদ পাখি হয়ে;
সেই ছোট্টো কুঁড়েঘরটি হবে আমাদের ঠিকানা।
এক ফালি রোদ্দুর ভিজিয়ে দেবে তোমাকে
বৃষ্টিধারা বর্ষিত হবে নরম ঠোঁটের ওপরে।
সমুদ্রের লবনতায় ভাসিয়ে দেবো আমাদের প্রত্যাশিত
তরী;
রাত্রির নি:স্তব্ধতায় সবাই যখন ঘুমের দেশে
আমি আর তুমি তখন পাড়ি দেবো
ওই নাম না জানা দূরদেশে।
ভোরের আলোয় খুঁজে পাবে না কেউ 
আমাদের - কেননা আমরা তো তখন ওই নাম না জানা দূরদেশে। #দূরদেশ#

#দূরদেশ# #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

ইতি
গতমাসের ২২, ২৩, ২৪ তারিখের কথা
আজও মনে পড়ে।
সারাদিনের ব্যস্ততার মাঝে একবারের জন্য
স্মৃতিরোমন্থন আর নিকোটিন 
আমার বেঁচে থাকার আধুনিক পথগুলির মধ্যে অন্যতম।
সোশ্যাল মিডিয়া আর ক্যান্টিন 
মুখ বুঝে বন্দী হয়েছে স্মৃতির অগোচরে।
যখন ভালোবাসা তীব্র আকার ধারণ করে
তখন মাঝ পথে হাত ছেড়ে চলে যাও তুমি।
গত দিনের দেওয়া কথা তুমি আজও রাখোনি,
কিছুদিন আগে আমাকে ছাড়া কিছু বুঝতে না ?
ঠিক তেমনি এখন আমাকে ছাড়া তোমার দিন কেটে যায়
গভীর আনন্দে, ভালোবাসার আবেগে!
তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না
বা হয়তো এখনো ভালোবাসো?
আগে ভালোবাসতে বা ভালোবাসতে না ?
- তা এখনো আমার কাছে স্পট নয়।
কিন্তু সত্যি কথা বলতে গেলে
ভালোবাসার উত্থান পতন হতে হতে 
সেই বুধবার তোমায় ভালোবেসে ফেলি, 
আজ পর্যন্ত তোমায় ভালোবাসি।
আর তোমার ভালোবাসার মানুষটিকে ভালো রেখো, 
ভালো থেকো তুমি নিজে - আমার পৌলমী। ইতি

ইতি #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

আজও তোমার অপেক্ষায়
নির্বাপিত চন্দ্রের মতো উদ্ভাসিত 
হওয়ার আকাঙ্খা শরীর জুড়ে বর্তমান।
চারিদিকের নক্ষত্রগুলো ঠিক আগের মতোই 
উদ্ভাসিত, দীপ্তিময়;
আর আমার আমি কখনও
হারিয়েছি জনশুন্য প্রান্তরে, 
আবার কখনও খোলা জানালা দিয়ে হাওয়াদের কোলে।
 শহরের ব্যস্ততা হার মানিয়েছিল
তবুও রয়েছি আজও তোমার অপেক্ষায়।

নতুন পুরাতনের দ্বন্দে বিদ্ধ তুমি একজন
কখনো জানতে চাওনি আমায়
সময় অতিবাহিত করেছো বহুক্ষণ।
কলেজের ব্রেঞ্চগুলো সাক্ষী রয়েছে 
আমাদের একদিনের ভালোবাসা আর খুনসুটির;
রেস্টুরেন্টের সাজসরঞ্জাম ও পরিচিত মানুষগুলোর
কথা তো না বললেই নয়।
নতুন কি এতটাই কুৎসিত?
এতটাই কি জীর্ণ শীর্ণ?
আবার পুরাতনকে নতুন করে পাওয়া 
আর নতুনকে দূরে সরিয়ে ফেলা - এখনো
তা প্রশ্ন চিহ্নের মুখোমুখি;
তবুও রয়েছি আমি আজও তোমার অপেক্ষায়।

হাতে হাত রাখা , পায়ে পা মেলানো 
নতুন করে শিখেছিলাম, পান করেছিলাম 
নতুন করে বেঁচে থাকার সুধা;
ফিরে পেয়েছিলাম নতুন আমিকে:
আমাদের একদিনের ভালোবাসা আজও মনে পড়ে
মনে পড়ে সেই তুমিকে - তাইতো 
রংহীন, বৈচিত্র্যহীন আমি
আজও তোমার অপেক্ষায়। নামকরণ:- অরুণ কুমার বর্মন।
কথা:- উৎপল দাস।
ভাবনা:- উৎপল দাস।

নামকরণ:- অরুণ কুমার বর্মন। কথা:- উৎপল দাস। ভাবনা:- উৎপল দাস। #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

মনন চয়ন
ঘটনার মেদুরতা , আবেগের মলিনতা
যখন আকাশ ছুঁলো ,
ঠিক তখনই ধ্বংসস্তূপ থেকে উত্থান ঘটে
নতুনের আগমনের ছলে।

দ্বগ্ধ মরুভূমি তৃষ্ণাকাতর পরিশ্রান্ত
সর্বদা জলবিন্দুর অভাবে,
রিক্ত বালির তপ্ত উষ্ণতা
আবেগের মলিনতায় জীর্ণকায় হয়েছে আপন স্বভাবে।

শীর্ণ মেঘ হারিয়েছে ভারসাম্য
আকাশ হয়েছে গতিহীন,
বৃষ্টিধারা হারিয়েছে আপন মননের গভীরতায়
হয়েছি চাতক রাত্রিদিন।

পরিশ্রান্ত পথিক নির্জন পথে
ভয়হীন একাকী,
স্মৃতিরোমন্থনে দিবাস্বপ্ন ভেসে ওঠে
সূচহীন অন্ধকারে হঠাৎ-ই।

ঢেউ-এর উচ্ছলতায় উচ্ছ্বলিত বারিধারা
ভুলেছে নিজ কলতান,
শুভ্র চন্দ্রিমা অপ্রকাশিত , নির্বাপিত
নব উন্মোচনের ভয়ার্ত ব্যস্তটান।

নতুন-পুরাতন, ভালো-মন্দের
উত্থান পতনে দুর্বল তুমি রাজকন্যে,
বিষণ্ন হৃদয় নীলাভ রক্তিম
ডুবেছে প্রেমিক নিকোটিনে। মনন চয়ন

মনন চয়ন

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

তুমি
আমি হয়তো বড্ডো বেমানান তোমার কাছে
তাই একটু হাতটা ধরিস আমার সাথে।
অনাদর একটা মস্ত স্বাধীনতা অপেক্ষা করছে তোমার
জন্য,
তোমার জন্য রোজ বিকেলে কলেজে মোড়ে যাওয়া তোমার জন্য চোখের পলক মেলে রাখা নিদ্রাহীন রাত্তিরে:
এ সব কি আমার আবেগ , নাকি তোমার প্রতি ভালোবাসা এখনো বুঝে উঠতে পারি নি ;

আমার সমস্ত সৃষ্টি তোর জন্য 
তার যেন মৃত্যু নেই;
কত রোদ এলো তবু আমায় দগ্ধ করতে পারেনি 
কেন জানিস তুই পাশে আছিস বলে,
বৃষ্টি নেমেছিল আমার জানালার কাঁচে
কিন্তু  নরম কোলবালিশটি ভেজেনি 
কেননা ও তো তোর ভীষণ প্রিয় ছিল বলে,
আঁধারের সেই কালো মেঘ চাইছিল ভোরের সূর্যকে বিলীন করতে
কিন্তু তোর সৌন্দর্যের কাছে আঁধার ফিকে হয়ে গেছে ।।

যদি পারিস বন্ধুত্বের হাত বাড়াতে 
আমি রাজি তোর পায়ে পা মেলাতে,
আমার সব যন্ত্রনা গুলো পাবে মুক্তি 
ইচ্ছে গুলো ফিরে পাবে এক খোলা আকাশ ঘুড়ি।
নীল পাখির মতো উড়বে তোর পথ দিয়ে 
সীমাহীন সমুদ্র সৈকতে,
গড়ে তুলবে এক নতুন সোনালী পৃথিবী
ভালোবাসার রঙিন মাটিতে।। তুমি

তুমি #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

অপেক্ষা
বিষণ্ণ হৃদয় আর অবুজ মনের মাঝে 
হঠাৎ করে নেমে এলো বর্ষা
সবকিছুকে যেন তোলপাড় করে দিলো ;
তোমাকে পাবো কিনা জানি না 
হয়তো কাছে পাবো ,
কিন্তু সিগারেটের গন্ধ আর ধোঁয়ায় 
তৈরি হওয়া ক্ষত তবু মিটবে না।
তোমার প্রতি আমার ভালোবাসা দিনে দিনে প্রকট আকার ধারণ করতে শুরু করে ;
তুমি হয়তো তা বুঝবে একদিন, এখন তো সময় হয়নি ।
তুমি হয়তো আমাকে ভালোবাসো না আমি জানি ,
কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা নীল মোহনার মতো ।
তুমি আমার জলছবি হবে একদিন
ডাকবে তোমার দেওয়া মিষ্টি নাম ধরে
কলেজ গেটের প্রতীক্ষার অবসান হবে ।
ঊষর মরুভূমিতে এক ফোঁটা জলবিন্দু আঁচড়ে পড়বে
শুরু হবে এক নতুন জীবন কাহিনি ,
অপেক্ষায় রইলাম আমি । # Broken Heart# ❤️

# Broken Heart# ❤️ #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

পূজোর ইচ্ছে

ষষ্ঠী থেকে দশমী
সবদিনই নতুন লাগবে।
কিন্তু সেটা হয়তো
ইচ্ছে থাকলেও উপায়ে পরিণত হয়নি তাদের কাছে।
কিন্তু তাদের হাত ধরে মণ্ডপে যাওয়া
আর নিজের হাতে বন্দুক যেন 
একটা আলাদা জগৎ , নতুন আমি।

এখন হয়তো নতুনের সমারোহ আছে আমার কাছে,
কিন্তু মনে পরে এই পূজোতে যারা একটা নতুন জামার অপেক্ষা করে - তাদের কথা।
এটাই কি বড়ো হয়ে ওঠা ?
এবার তাদের জন্য ভেবেছিলাম নতুন কিছু
কিন্তু বাস্তবে পরিণত করতে পারিনি।
পরের বছর হয়তো বাস্তবে পরিণত করবে পারবো ,
তারাও পড়বে আমাদের মতো নতুন জামা।
আচ্ছা এই সব ভাবনা কোথা থেকে এলো জানি না
কিন্তু, একটা প্রশ্ন - এটাই কি বড়ো হয়ে ওঠা ? পুজোর ইচ্ছে♥️

পুজোর ইচ্ছে♥️ #poem

9a018db097756accc47f5f18173f7aaa

Utpal Das Sujan

ভালোথাকার চুপকথা

বৃষ্টি তো পড়েছে আজ
আমিও ভিজেছি নতুন কিছু সৃষ্টির টানে।
বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে
কারণ আমার চোখে তো জলই নেই।
আচ্ছা এই বন্ধুকে নিয়ে খুব ভাবিস তাইনা
বন্ধু তোর ভালোই আছে হয়তো।

আমি জানি তুই আমাকে আঁকড়ে ধরে নেই
তুই নিজে নিজে ভালো থাকতে জানিস
কারণ তোর প্রিয় তোর সাথে আছে সবসময়।
আর তোর ওই ভালোবাসার দিব্যি
আমি কাঁদবো না, গুমরে গুমরে বাঁচবো না
কারণ আমাকে সেসবও মানায় না,
তাহলে কি নিয়ে বাঁচবো বল।

আমি জানি তুই আমাকে বেঁধে রাখিস নি
তুই সবসময় চেয়েছিস এমনকি আজও চাস আমি যেন ভালো থাকি !
আমি ভালো আছি আমার মতো!
বৃষ্টি তো পড়েই চলেছে জানিস
টুপটাপ থেকে অঝোর ধারায়।
বৃষ্টি তো এখনও স্তব্ধ হয়নি
কিন্তু জানালা দিয়ে মুখ বাড়ালেও তাকে দেখা যায় না কেনো-
তা নাইবা জানলি।
ওই বৃষ্টির জলের ফোঁটায় ভিজে গেছে
তোর মুখ-দেহ-মন?
ওই বৃষ্টি আজ জলশুন্য 
মেঘ আছে জল নেই, নদী আছে ঢেউ নেই। Love# Forever # Emotion #

Love# Forever # Emotion #

loader
Home
Explore
Events
Notification
Profile