Nojoto: Largest Storytelling Platform
nojotouser8939227589
  • 16Stories
  • 71Followers
  • 76Love
    100Views

মৌমিতা পাল

জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে ভালোবাসি। প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে এক একটা ছন্দ খুঁজে পাই। লিখতে ভালোবাসি। অতি দুর্বোধ‍্য বিষয়গুলোও আমার সহজ মনে হয়, তাই আমার লেখাতে জটিল অর্থে সহজ লুকিয়ে আছে।

  • Popular
  • Latest
  • Video
adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

ঝাপসা বিকেলে পরিণত কোনো এক প্রেমের উপন্যাস
লেগে থাকে তোর চুমুক দেওয়া সবুজ চায়ের কাপে,
এক-একটা এলোপাথাড়ি ভেসে আসা দমকা হওয়ায় 
চরিত্ররা অভিসারে তোর প্রেমের উষ্ণতা মাপে।

খোঁজ রেখেছিস কখনো?
খোলা পাতা বেয়ে কত কাব্য গড়িয়ে পড়েছে
তোর নামের ওই রোজনামচার আঁতুড়ঘরে,
অন্ধকারের দূরত্বকে কাছে টেনে সাঁঝ আকাশের গল্প হয়ে
কার বুকেতে তোর পতিশ্রুতিদের আকস্মিক উল্কাপাতের বৃষ্টি ঝরে?

যদি বিভেদ কুয়াশার ওই ধূসর রঙের দেওয়াল ভেঙে
কখনো হালকা রোদে তার ডাকেতেও দিস সাড়া, 
তবে বিচ্ছিন্নতার অবসানে হাজার আলোর ঝলকানিতে
শুকনো পাতার শরীর বেয়ে নামতে পারে আরও একটি প্রেমের ধারা। #রোজেরপ্রেম

#রোজেরপ্রেম #poem

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

#জঠরটান

#জঠরটান

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

#পাহাড়েরডাক

#পাহাড়েরডাক #poem

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

|| সবুজ চাই ||
চেনা প্রকৃতিতে চাই সবুজের আনাগোনা
প্রতিদিন সবুজ দেখা যে আমার স্বভাব,
নিজের বৃত্তে যখন চারা খুঁজে চলি
গাছেদের ব্যাথায় বুঝি সবুজের অভাব। 

তরূ তুমি বেঁচে ওঠো এই নীলের মাঝে
তুমি ছাড়া কি এই পৃথিবীর কোনো পথ সাজে;
মাটির বুকে পুষে রাখা থাক তোমাদের চুপকথা
প্রকৃতি হোক দূষণমুক্ত হারাক যত শহুরে যান্ত্রিকতা।

ধ্বংসের আহ্বানে তুমি হয়েছ রোজ ছেদনের শিকার
হরিত এ প্রকৃতিতে বেঁচে থাকা যে তোমারও অধিকার,
এগিয়ে সভ্যতা, তবু চোখ যে সবুজ চাই,
জীবন শুরুর প্রথম প্রশ্বাসে যেন প্রতিবার তোমাকেই পাই। #সবুজচাই

#সবুজচাই #poem

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

|| আমাদের স্বাধীনতা ||

বাতায়নের ফাটল বরাবর অনধীনতা করে অভিমান।
স্থায়িত্বের মর্মটুকু তাই আজ অতীত ইতিকথা।
আমরা শুধু শিকল ভাঙার গানটুকু বুঝি
ফেলে এসে জীবনের বাঁধনঘেরা সকল পিছুটান।
স্তব্ধ যানজটের অলিগলি যখন লুকিয়েছে রাত্রির আলিঙ্গনে,
আমরা তখন মুক্তির দিশারী।
মাথার উপর খোলা আকাশটাতে খুঁজি স্বাধীনতার জয়গান।
আমাদের বাঁশিতে প্রেম জাগে,
কলমে জাগে বিদ্রোহ ধ্বনি।
বদ্ধতাকে পিছনে ফেলে
আমরা আমাদের অন্তরের স্বাধীনতাকে করি আহ্বান। #স্বাধীনতা

#স্বাধীনতা #poem

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

স্বপ্নের ইমারতগুলো বাড়িয়ে তুলেছি,
প্রবল ইচ্ছা শক্তির জোরে।
তবু আদতে আমরা  মধ্যবিত্ত,
আমাদের যে ভিতটাই নড়বড়ে। #wishes
adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

#OpenPoetry শব্দ কেনা মায়াজালে,
কলম-লেখা সেদিনও মুখোমুখি,
অভাব ছিল সাদাটার। #কলম-লেখা

#কলম-লেখা #Quote #OpenPoetry

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

শান্ত এ মনে জ্বালিয়েছো যে আগুন,
তা নেভানোর দায়িত্বটা তুমি নেবে জানি।
তবে তার অধিকার আমি দেব কিনা জেনে নিও,
নেভানোর কৌশলে হয়ত ভাসিয়েই দেবে হৃদয়খানি #infidelity
adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

সময়ের প্রতি পথে তুমি, খুঁজেছ যে মানব জন্মের গদ্য।
কর্ম লিখেছে সেই, জীবন গদ্যে আগামীর ভবিতব্য। #জীবন_কথা

#জীবন_কথা #Quote

adf77638cab4ea9c1f7c61f40f3c72db

মৌমিতা পাল

প্রেমে থাকা সত্ত্বেও যদি,
প্রয়োজন ছিল এত তার,
আমার এ জীবনে তবে,
তুই ফিরে আসিস না আর। #ফিরে_আসিস_না_আর

#ফিরে_আসিস_না_আর #Quote

loader
Home
Explore
Events
Notification
Profile