Nojoto: Largest Storytelling Platform

New nayek somashree Quotes, Status, Photo, Video

Find the Latest Status about nayek somashree from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, nayek somashree.

    LatestPopularVideo

Srimati Tumpa Nayek

Shubham Nayek

read more
 শুভ জন্মদিন
নিজের মধ্যে আরেক সত্ত্বা অনুভূতিটা ভারী
বর্ধিষ্ণু ওজন তবু লাগতোনা মোটেও ভারী।
নাড়ুগোপালের ছবি লাগিয়ে দিল দেওয়ালে
অমনি হবে ভাবি সন্তান অহরহ দেখলে।
ভাবতাম পেট থেকে বেরিয়ে  ছবির মধ্যে আছিস
নাকি ছবি থেকে এসে আমার মধ্যে সেঁধিয়েছিস!
দোল দেওয়া গোপাল আমার নেইতো  সিংহাসনে
তুই আমার জ্যান্ত গোপাল এই নিয়েছি মেনে।
কানমোলা  খেয়েছিস অনেক ছোট থেকে এ পর্যন্ত
শাসনের চেয়ে সোহাগ  দিতে চাই কোটি অনন্ত।
তোর মুখে মা ডাক শুনে জুড়িয়ে যায় প্রাণ
তোর সুখের জন্য আমি দিতেও রাজি জান।
প্রচার তোর পছন্দ নয় করিস হওয়াতে বিশ্বাস
মহতী লক্ষ্য পূরবে নিশ্চয় আছে শ্রীচরণে আশ্বাস।
তোর শুভ জন্মদিনে করি ভগবানের চরণে নিবেদন
কাজ এমন করবি যাতে বাড়ে তাঁর মান।
আরো একটা প্রার্থনা আছে প্রভুর শ্রীচরণে
তোকেই যেন কোলে পাই আমি প্রতি জনমে। Shubham Nayek

Parveen Nayek

parveen nayek #कामुकता

read more

সুমন নায়েক

Ayush Nayek #nojotovideo

read more

Srimati Tumpa Nayek

Shubham Nayek #রাতজাগারগল্প #দুপুরের_হিজিবিজি #বাংলা_কবিতা #yqdada

read more
ঘড়ির কাঁটা পেড়িয়ে গেছে রাত বারোটা তবু আসছে না ঘুমের রানী
অনেক দিন পর সেই আগের মতই মা ছেলের হাজার কাহিনী।
আগে ছিল অন্যরকম গল্প বলতো মা আর ছেলে শুধু শুনতো শুয়ে
এখন পাল্টে গেছে নিয়মটা ছেলে বলে আর মা শোনে অবাক-বিস্ময়ে।
মায়ের গল্পের ত্রুটিগুলো ছেলে এখন আবিষ্কার করে
ভুল সুরে গান গাইলে ছেলে ভীষন রাগ করে।
মায়ের যা জানা ছিল সব দিয়েছে বমি করে
বিজ্ঞান অনেক এগিয়ে গেছে ছেলের কাছে শিখছে তাই নতুন করে।
সাগরের গল্প বলেছিল মা কিছুটা কল্পনা কিছুটা বই পড়ে
ডুবুরী হয়ে ছেলে এখন নতুনকে খোঁজার চেষ্টা করে।
ঝিঁঝিঁ পোকারা ডেকেই চলেছে ঘুম আসছে না দুজনেরাই
নাক ডাকার শব্দ পাশে একজন ঘুমিয়ে আছে সংকেত তারই।
ছেলের পড়াশোনার চাপ খুবই তাই সারাদিন সে একাই থাকে
দুপুরেও সে ঘুমায় না এখন রাতেরবেলা শোবার সময় চাই মাকে।
হাত বোলাতে আর দেয়না গায়ে খুব দৈবাৎ মাথা ধরলে
তখন কাছে সরে এসে কপালটা টিপে দিতে বলে।
মা যদি নিজের শরীরের অযত্ন করে ছেলে ভীষন যায় রেগে
সতেরো বছর বয়েস হলো তবু ছেলেবেলার গন্ধটা সারাগায়ে আছে লেগে। Shubham Nayek 



#রাতজাগারগল্প 
#দুপুরের_হিজিবিজি 
#বাংলা_কবিতা 
#yqdada

Srimati Tumpa Nayek

#ছুঁয়েথাকগান #চুম্বন #শ্রীমতীটুম্পা #yqdada Shubham Nayek

read more
সারারাত একটা চাপা উত্তেজনা
যেন মাছ পোড়া ঘুম
সকাল হতেই একলা অভিযান
তবু নেই আনন্দের ধুম।
অন্যদিন সে চলে যায় উপরের ঘরে পড়তে
আজ খালি পায়ে পায়ে জড়াচ্ছে;
বড়ো তবে হয়নি এখনও
মনকেমন আমারও যে করছে।
কোথাও যাওয়ার আগে রোজ যেটা করি..
আজও করতে হলো একটু আড়ালে
ছুঁয়ে থাক সকালের গান...
স্নেহের চুম্বন এঁকে দিলাম তার কপালে। #ছুঁয়েথাকগান 
#চুম্বন 
#শ্রীমতীটুম্পা 
#yqdada 
Shubham Nayek

Srimati Tumpa Nayek

#২৩১১ #Challenge #yqdada #ছবি Shubham Nayek #শ্রীমতীটুম্পা

read more
আলোর বন্যায়
ভাসমান, জগতের দীনতা
প্রসন্নময়ী
হৈমন্তিকা। #২৩১১ 
#challenge 
#yqdada 
#ছবি Shubham Nayek 
#শ্রীমতীটুম্পা

Srimati Tumpa Nayek

#ছবি Shubham Nayek #বাংলা_কবিতা #শ্রীমতীটুম্পা #yqbaba #yqdada

read more

তুমি আছো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে
আছো জল স্থল অনল অনীলে;
আমি অতি সামান্য খুঁজি না অসীমে
তোমাকে স্পর্শ করি হাতের নাগালে।
ছবিতেও আছো তুমি আছো হয়তো আকাশে
সকলের হৃদয়েও তুমিই আছো তাই
তোমাকে খুঁজি সবারে শুধু ভালোবেসে।
ভালো বাসাতেই বাস করো তুমি
তাই ভালোবাসতেই শুধু আমি চাই
ভালোবাসা ছাড়া আর কিছুই পারিনা যে
ভালো বাসায় তোমাকেই খুঁজে পাই।
 #ছবি Shubham Nayek 
#বাংলা_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#yqbaba #yqdada

Srimati Tumpa Nayek

Shubham Nayek #মনেপড়ছে #ছেলেবেলারছবি #বাংলা_কবিতা #সন্ধ্যারকবিতা #yqdada

read more
আমার যত অপ্রাপ্তি ছিল, ছিল যত অপূর্ণ আশা
তোকে পেয়ে ভরেছে জীবন, সুখ সায়রে ভাসা।
 মলিন আঁচলে উজ্জ্বলতা আকাশের চাঁদ এসে
মা বলে ডাকলি যেদিন খিলখিলিয়ে হেসে।
রুপোর মলে ঝমঝমিয়ে হাঁটতিস উঠোন জুড়ে
পশু পাখির নকল ডাক আধো আধো সুরে ‌।
নতুন দাঁতের সুড়সুড়িতে দিতিস তুই কাঁমড়ে
ব্যথা পেয়ে হয়তো কখনো দিয়েছি তোকে থাবড়ে।
কখনো বা বেঁধে রেখেছি দড়ি দিয়ে জানলায়
জলের পোকা এমনি ছিলি বড়ো এক গামলায়।
বুকের উপর শুয়ে থাকতিস আমায় জাপটে ধরে
গল্প ছাড়া আসতো না ঘুম মনে কি আজ পড়ে?
সাহিত্য ভাগ্যি পড়া ছিল বেঁচে গেছি সে যাত্রায়
নাহলে দুবেলা নতুন গল্প পেতাম কোথায় হায়!
আজকে ভীষন মনে পড়ছে তোর ছেলেবেলা
কাজও বিশেষ নেই হাতে কবিতা লেখার পালা। Shubham Nayek 

#মনেপড়ছে 
#ছেলেবেলারছবি 
#বাংলা_কবিতা 
#সন্ধ্যারকবিতা 
#yqdada

Srimati Tumpa Nayek

Shubham Nayek #শহরজুড়েতোমারনাম #Collab #Challenge #yqdada #শ্রীমতীটুম্পা

read more
বাবা মায়ের পরিচয়ে সন্তান পরিচিত হয়
এতো চিরাচরিত নিয়ম কিন্তু যখন
সন্তানের নামে বাবা মাকে চিহ্নিত করে সবাই সেটা খুবই গর্বের বিষয়।
এই তো সেদিনের কথা একটা দরকারে গেছিলাম ছেলের স্কুলে
"এই ওটা অমুকের মা আমাদের স্কুলের সেরা যে" বলছিল সকলে ‌।
অহংকার করছি না তবে আলাদাই অনুভূতি একটা ভালো লাগার বিষয়
অধিক প্রশংসা মানুষকে অহংকারী করে আবার কিছু ক্ষেত্রে প্রেরণা জোগায়।
তাই বলছি আজ শহর জুড়ে তোমার নাম
তুমি রেখো কিন্তু এর মান। Shubham Nayek 



#শহরজুড়েতোমারনাম 
#collab #challenge #yqdada 
#শ্রীমতীটুম্পা

Srimati Tumpa Nayek

Shubham Nayek #মনেরউঠোনজুড়ে #ছেলেবেলা #অতীত_বর্তমান #বাংলা_কবিতা #yqdada

read more
শ্রাবণের বারিধারায় মনটা যেন নাচছে
তোর ছেলেবেলা খালি মনে আজ পড়ছে।
আশা কর্মীরা প্রতি মাসে আসতো বাড়িতে
একটা করে চক তারা দিতো ভালোবেসে।
বাড়িময় আঁকিবুকি চলত দিনরাত
এভাবেই খুলে গেল তোর আঁকার হাত।
যা দেখিস তাই আঁকিস পাহাড় পর্বত গাছ
ফুল ফল ছাগল বিড়াল আর পুকুরের মাছ।
পাশেই আছে আঁকার স্কুল দিলাম ভর্তি করে 
সাপ্তাহেতে একটা দিন যেতিস নিয়ম করে।
স্যার কি যে আঁকতে দেয় হাতি ঘোড়া কুকুর
তুমি শুধু আসতে চাস ক্যালেন্ডারের ঠাকুর।
পরীক্ষাও দিলি কটা রেজাল্ট হলো ভালো
পড়ার চাপ অনেক বেশি তাই আঁকা ছাড়তে হলো।
স্যারের কাছে ছেড়ে দিলেও আঁকাতেই মাতিস
আঁকতে না পাড়লে যেন তুই হাঁপিয়ে উঠিস ‌।
মায়ের কোনো ভঙ্গি দেখে পছন্দ হয় তোর
মডেল হয়ে দাঁড়িয়ে থেকে ধরে যেতো কোমর।
পড়ার যত কবিতা সব ছবি হয়ে ভাসে
ঘটনাগুলো আঁকার খাতায় কি সুন্দর হাসে।
মায়ের কাছে জানতে চাইতিস আঁকার নতুন বিষয়
মায়ের সেই একই কথা মানুষ যেন রই।
 Shubham Nayek 



#মনেরউঠোনজুড়ে 
#ছেলেবেলা 
#অতীত_বর্তমান 
#বাংলা_কবিতা
loader
Home
Explore
Events
Notification
Profile