Nojoto: Largest Storytelling Platform

New bangla love wallpaper 20 Quotes, Status, Photo, Video

Find the Latest Status about bangla love wallpaper 20 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bangla love wallpaper 20.

    LatestPopularVideo

Gourav Kumar

love #Bangla

read more
हर सड़क, हर गली, हर चौराहा सुनसान था 
ये अन्धेरे की बस्ती में किसका मकान था
लगता है जैसे आया कोई तूफान था 
इश्क़ का बसेरा था जहां आज शमशान था  
कुछ तो था जो खत्म हुआ था और उसे पता नहीं था
वह यही सोचकर परेशान था!!!  #love #bangla

Ainuddin

bangla love story #জীবন

read more

Subhro Dalal

love #wait #Bangla

read more
সময় পেলে বলিস আমায়!
যদি শুনতে ইচ্ছে করে আমার এই বেকার কবিতা।

মন হলে তাকাস একবার দিকে আমার,
যদি বদলায় আমার এই বেকার ছবিটা।

যদি করে খুব ইচ্ছে তোর!
খোঁজ একবার তাহলে নিস আমার।

জানি হয়তো বিরক্ত তুই,
রোজ যথা থেকে আমার।

কোনো এক বেস্ত দিনে আবার হবে দেখা,
সেই দিনও আমি হেঁটে যাবো একা-একা। #love #wait #bangla

Subhro Dalal

#lovequote #Bangla love

read more
আমার রোজ ভোরের আলো হয়ে থাকিস তুই,
ঠিক যেন মিষ্টি ভোরের ছোঁয়া সেই।

ঝড়ের মতো দিনটা গোটা বয়ে যায়,
শুধু তোর একটা চাউনির অপেক্ষায়।

আহা!বৃষ্টি ভেজা মাটির গন্ধ,
কিন্তু আমি যেতা তোতেই মুগ্ধ।

এই দূরপাল্লার রাস্তাতে,শুধুই তোর চিন্তাতে,
কাটে না এই অগুনতি সময়টা যে।

ছন্দহীন কবিটাতে চলেছি খুঁজে তোকে,
ঠিক একদিন খুঁজে পাবো কোনো এক জীবনের বাঁকে। #lovequote #bangla #love

Tareque Rumi

মনে আছে তোমার? 
তোমায় প্রথম যেবার দেখেছিলাম
মিস্টি রঙের ভূষনে আবৃত  ছিলে তুমি
চোখে মুখে উচ্ছাস, ঠোঁটের কোনে লাজুকতা
আর তোমার কপল যুগলে লাল আভার ছোঁয়া।

  মনে আছে তোমার? 
প্রথম হাত ধরা
রিকশা করে ঘুরে বেরানো পুরোটা ঢাকা শহর জুড়ে 
হুড টা কিন্তু তোলাই ছিল, তোমার কথায়
পাছে না বাড়ির লোকে দেখে ফেলে।

   মনে আছে তোমার? 
কত বিনিদ্র রাত কেটেছিল আমাদের
মুঠোফোনের বার্তালাপে 
নিজেদের অনুভূতি ভাগাভাগি আর স্বপ্ন বোনায়
কখন যে রাত গড়িয়ে ভোর, সে দিকে যেন কোন খেয়াল ই নেই।

  মনে আছে তোমার? 
প্রথম যেবার শাড়িতে আমার সামনে এসেছিলে
আমি তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম
মনে হচ্ছিল এতটা স্নিগ্ধ, পবিত্র হয়তো কোন কিছু হতে পারে না
অনিন্দ্য সুন্দর সেই মুহূর্ত। 

  মনে আছে তোমার? 
ঝড়ো বাতাসে তোমার খোপা খুলে দিয়েছিলে
আর তোমার এলোকেশ ছুয়ে যাচ্ছিল আমায়
যার মিষ্টি ঘ্রাণ, আর উন্মাদনার অনুভব এখনো বোধহয় তাজা
সেই অনুভূতি ব্যাখ্যা শব্দ চয়নে করা প্রায় অসম্ভব।

  মনে পরে তোমার? 
নাকি... 
 

জানি না,
তবে স্মৃতি গুলো নিয়ে আমি কিন্তু বেশ আছি

ইতি, ভালবাসি ♥


@TarequeMahmudRumi #Love
#Lovepoem
#Bangla

Its Me

Love poetry .... Bangla....

read more
Jesob premike khela kore tar premikar mon niye...
Tarai to pai biyer somoi sundori ek meye ... Love poetry .... Bangla....

Ainuddin

bangla love shayari #শায়রি

read more

Monisha Biswas

#yqdada love #Bangla

read more
সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে
রাতে যখন চলছিল আবেগের আদান প্রদান 
উদ্দাম তখন আদরের চাওয়া পাওয়া

ঠিক সেই মুহূর্তে ঘুমিয়ে পড়লে তুমি,
ডাক দিয়েছি অনেক বার,..
তবু পায়নি কোনো সাড়া
বলেছি ফোনটা রেখে দাও,
তবু পায়নি কোনো সাড়া,
আমিও কাটিনি ফোন কলটা,

ব্যাস্ত ছিলাম ভীষণ শুনতে তোমার নিশ্বাস প্রশ্বাসের ছন্দোবদ্ধ চলা
সে এক অদ্ভুত ভালো লাগা,
মনে হলো যেনো নেই আর কোনো দূরত্ব আমাদের মাঝে;
খুব কাছে যেনো পেয়েছি তোমায় আমার বক্ষমাঝে,
মনে বারবার একটাই কথা আসছে ঘুরে ফিরে
মনে হচ্ছে কানে কানে তোমায় বলে দিই আবার,
ভালোবাসি আমি তোমায় অনেকখানি
ভালোবাসি আমি তোমায় অনেকখানি... #yqdada #love #bangla

BAPPI RAY

#Love#Bangla #love❤

read more

Dr X

love #Bangla #yqdidi

read more
ভালোবাসলে তার মাশুল তো দিতেই হয়! 




 #love #bangla #yqdidi
loader
Home
Explore
Events
Notification
Profile