Nojoto: Largest Storytelling Platform

Best যাওয়া Shayari, Status, Quotes, Stories

Find the Best যাওয়া Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 11 Stories

Liton Saha

#ব্যর্থ #হওয়া #মানে #হেরে #যাওয়া #নয় #thought

read more
কি ভাবছিস তুই হেরে গেছিস, আর হেরে গেছিস বলে ভেঙ্গে পড়েছিস। তাহলে শোন তোর হারার মধ্যেই তোর সফল হওয়ার রাস্তাটা লুকিয়ে আছে।
  আর যে মানুষ হারতে জানে সে জিততেও জানে। কি কারণে হেরেছিস, সেটা ভাব আর তার উপর কাজ করা শুরু কর। 
     হ্যা তুই সফলতার রাস্তায় চলতে চলতে হাঁপিয়ে যাবি, কিন্তু থামবি না। যতক্ষণ সফলতা না আসছে চলতে থাক। 
     তুই ভাবছিস হয়তো তোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তোকে কেউ পাত্তা দিচ্ছে না, তোকে কেউ সাহায্য করছে না। আবে থাম
     তুই নিজেকে নিজেই শক্তিশালী ভাব দেখবি কারোর সাহায্য লাগবে না তোর। 
      আর কে পাত্তা দিলো কে দিলো না এইগুলো ভাববি না, লোকে কি বলছে ভুলে যা। 
      তুই যেদিন সফল হবি, যারা তোকে আজ পাত্তা দিচ্ছে না তারাই একদিন তোর প্রশংসা করবে। 
       হ্যাঁ তুইও পারবি
        শুধু হাল ছাড়িস না বন্ধু #ব্যর্থ #হওয়া #মানে #হেরে #যাওয়া #নয়

Piu Roy

#Love india.. proud for isro

read more
এক বুক স্বপ্ন ছিল।
সফল হয়েও অসফল।
কিন্তু পরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়।
আবার উঠে দাঁড়াব।
আবার চেষ্টা করব।
আমরা করে দেখাবই।

ISRO এর সকল বিজ্ঞানী দের জন্য আমরা গর্বিত।
... piu #love india.. proud for isro

Ami

অন্তর্জলির যাত্রা

read more
নিয়তির নির্ঝরের স্বপ্নভঙ্গ,
বাতাসে আমি আছি, তবুও তোমার চেনা গন্ধ,

নিভিয়ে যাওয়া মোমবাতি আর ধোঁয়ার রাশির টানে,
উপকরণ আর লহমা গোত্র এ,
আমি বিক্রি হচ্ছি বারে বারে।

যদি না তুমি ছুঁতে,
যদি না তুমি ভাবতে,
একলা রাশির দড়িগুলো
আজও হুল ফোঁটাতো মনে।

আমার থমকে যাওয়া হওয়া,
আমার ছেঁড়া ডায়রির পাতা,
গোলাপ গুলো শুকিয়ে গেলেও,
তারা কালো আস্তরণে ঢাকা।
আমার দেহের প্রাচীর ভাঙলে,
তাদের দিয়ো আমার সাথে,
শেষ অন্তর্জলির যাত্ৰা।।।। অন্তর্জলির যাত্রা

ম্যাজিশিয়ান কাজী

কবিতাংশ #Quote

read more
হারিয়ে যাওয়া যায়,
তবে ভুলে থাকা যাওয়া যায় না। কবিতাংশ

Ratul Mahmud

#Quote

read more
★অপূর্ণ ইচ্ছেগুলো★

অপেক্ষার প্রহর ফুরিয়ে আসবে
বিবর্ণ প্রকৃতির মাঝে রঙিন আমাকে খুঁজে নিবে!
শিশিরভেজা সকালে খালি পায়ে হাঁটতে ভুলে যাবে
বর্ষণমুখর দিনে বৃষ্টি দেখলে অপ্রস্তুত ভয়ে কাঁপতে থাকবে
সবকিছু ভুলে এই বিবর্ণ আমাকে রংধনু মনে হবে তোমার কাছে।

বন্ধি খাঁচায় ধুঁকতে থাকা পাখির মতো প্রহর গুণবে 
কখন! মুক্তি পাবে আমার থেকে? 
কণ্ঠে মাংস আটকে যাওয়া তৃষার্ত কাঁকের মতো আপেক্ষা করবে
কিভাবে! আমূলে উপড়ে ফেলবে আমাকে?
হাতকড়া পরানো শোষিত রাজবন্দীর মতো ভয়ার্ত চোখে স্বপ্ন দেখবে
কবে! স্বাধীনতা ফিরিয়ে আনবে রাজ্যে?

তেমার সমস্ত ইচ্ছাকে ধূলিসাৎ করে
মুক্তি কিংবা স্বাধীনতাকে কারারুদ্ধ করা হবে।
প্রেমের মরুভূমিতে শোয়ানো হবে তোমাকে
চিৎকার করে তুমি আগুন জ্বালিয়ে দিবে মরুভূমিতে,
তীব্র দাবানলে ঝলসে যাবো আমি, কিন্তু তুমি?
এক টুকরা গোলাপ হয়ে ফুটবে তুমি, চারণভূমিতে!

পরজন্মে তোমাকে হাতে নিয়ে আমিও অপেক্ষা করবো
হাজার মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সেই তোমারই জন্যে,
দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে যখন দেখা মিলবে 
তখন আলতো চুম্বনে হারিয়ে যাবো তোমার বিদ্ধংসী ঠোঁটে, 
সান্ধ্য নিশিতে খুঁজে ফিরবো নিজেকে তোমার ছড়িয়ে দেওয়া এলোকেশী কেশে।

বৈশা বড়ুয়া

read more
দূর তবু বহুদূর জেনেও খানিকটা পথ এগিয়ে যাওয়া....
ফিরে আসার জন্য ততটা যাওয়া
@বৈশা

Ratul Mahmud

ইচ্ছে

read more
★অপূর্ণ ইচ্ছেগুলি★

অপেক্ষার প্রহর ফুরিয়ে আসবে
বিবর্ণ প্রকৃতির মাঝে রঙিন আমাকে খুঁজে নিবে!
শিশিরভেজা সকালে খালি পায়ে হাঁটতে ভুলে যাবে
বর্ষণমুখর দিনে বৃষ্টি দেখলে অপ্রস্তুত ভয়ে কাঁপতে থাকবে
সবকিছু ভুলে এই বিবর্ণ আমাকে রংধনু মনে হবে তোমার কাছে।

বন্ধি খাঁচায় ধুঁকতে থাকা পাখির মতো প্রহর গুণবে 
কখন! মুক্তি পাবে আমার থেকে? 
কণ্ঠে মাংস আটকে যাওয়া তৃষার্ত কাঁকের মতো আপেক্ষা করবে
কিভাবে! আমূলে উপড়ে ফেলবে আমাকে?
হাতকড়া পরানো শোষিত রাজবন্দীর মতো ভয়ার্ত চোখে স্বপ্ন দেখবে
কবে! স্বাধীনতা ফিরিয়ে আনবে রাজ্যে?

তেমার সমস্ত ইচ্ছাকে ধূলিসাৎ করে
মুক্তি কিংবা স্বাধীনতাকে কারারুদ্ধ করা হবে।
প্রেমের মরুভূমিতে শোয়ানো হবে তোমাকে
চিৎকার করে তুমি আগুন জ্বালিয়ে দিবে মরুভূমিতে,
তীব্র দাবানলে ঝলসে যাবো আমি, কিন্তু তুমি?
এক টুকটা গোলাপ হয়ে ফুটবে তুমি, চারণভূমিতে!

পরজন্মে তোমাকে হাতে নিয়ে আমিও অপেক্ষা করবো
হাজার মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সেই তোমারই জন্যে,
দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে যখন দেখা মিলবে 
তখন আলতো চুম্বনে হারিয়ে যাবো তোমার বিদ্ধংসী ঠোঁটে, 
সান্ধ্য নিশিতে খুঁজে ফিরবো নিজেকে তোমার ছড়িয়ে দেওয়া এলোকেশী কেশে। 

------------রাতুল মাহমুদ ইচ্ছে

Linkon

kkkkkkkk

read more
একটা বিকেল চুরি হয়ে যাওয়া
এমন বৃষ্টি ভেজা সন্ধ্যায়
প্রকৃতি এক অদ্ভুত নিঃস্তব্ধতার
রূপ ধারণ করে।
আমি জানালার গ্রীলে হাত রেখে
আনমনে ঝিরি ঝিরি বয়ে যাওয়া
বাতাসে কান পেতে শুনি
কোন এক অচীন পুরের সন্ধ্যা মালিনী এই 
নৈঃশব্দে আমায় ডাকে।
তবে কি আমাদের গল্প শুরু হয়ে
পথ হারিয়ে ফেলছে আমার মত? kkkkkkkk

Sayantan Bhattacharya

#নেভারমাইন্ড

read more
ছেলেটার নাকেচোখে মিশে যাচ্ছে জঙ্গলের গন্ধ।ভিজে দেয়ালের গা বেয়ে নেমে আসা ডুবে যাওয়ার স্মৃতি এখন মাঝে মাঝে রাতপোশাকের চেয়েও ভয়াবহ চুল টেনে ধরে তার।পাথর ভেঙে ভেঙে গতকাল জন্ম নিলো চাঁদ,তা থেকে লাভার মতো গলগল করে বেরিয়ে এলো তিনদিনের বাসী জ্যোৎস্না,হোমিওপ্যাথিক শিশিতে ভরে তাকে ভাসিয়ে দিয়েছে ছেলেবেলার স্নান করার গামলায়,তাও হয়ে গেল বেশ কয়েক শতাব্দী।

জঙ্গল ভয়ানক একা।যেন দাবার বোর্ড হারিয়ে ফেলা এক ছটফটে বয়স্ক যুবক,আনমনে রদদেনড্রোনের সঙ্গে মিশিয়ে ফেলছে তারকভস্কি,দু কলি নেরুদা অনায়াসে আছড়ে ফেলছে ওপেনহাইমারএর বিহ্বল সংস্কৃত শ্লোকে আবার পরমুহূর্তেই নতজানু হচ্ছে  বিস্ফোরিত কৃতকর্মের কাছে।জঙ্গল অসামান্য সুখী,তার আরামকেদারার  পাশে পোষা কুকুরের মতো বসে থাকে আনড্রোমিডার ঐশ্বর্য,তার কমে যাওয়া চুলের ফাঁকে খেলা করে গর্ভপাত হয়ে যাওয়া বেওয়ারিশ শিশুরা,বাঁ হাঁটুতে থুতনি রেখে সে আনমনে গুনগুন করে বেঠোফেনের ফিফথ সিম্ফনি,কাকভোরে সে একা একা নিজের মধ্যে দিয়ে নির্দ্বিধায় হেঁটে যাওয়ার স্পর্ধা রাখে।

একদিন তার সঙ্গে দেখা হলো একটা নদীর।নদীটা তখন গোধূলির মৃদু আলোর পিঠে পিঠ ঠেকিয়ে একটু খুচরো যৌনতায় গা ভাসাবে কিনা ভাবছে, ঠিক তখনই তার মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়লো টুকরো টুকরো শাখা,নাম না জানা অসংখ্য পাখির বাসা,অজস্র ঘাসফড়িং,লক্ষ লক্ষ ময়ূর আর হরিণ।চন্দ্রাহতের মতো তাকিয়ে রইলো ছেলেটা।তারপর আস্তে আস্তে মাথার পেছনে দু হাত রেখে শুয়ে পড়লো জলের বিছানায়।যেমনটা  আগে থেকেই ঠিক করা ছিল আর কি! তার নেশাতুর আচ্ছন্নতার মধ্যে দিয়ে,অগোছালো শরীরের প্রান্ত থেকে,জমানো যন্ত্রণার মতন, অলৌকিক এক একটা শায়রীর মতন ঝরে পড়তে লাগলো রূপকথার থেকেও সত্যি এক একটা ছিন্নভিন্ন জঙ্গলের অনু-পরমাণু...

#নেভারমাইন্ড #নেভারমাইন্ড

Sayantan Bhattacharya

#নেভারমাইন্ড

read more
কোমল রেখাবের আঁকিবুকি স্পষ্ট হয়ে ওঠে আধবোজা চোখের পাতায় ।ছোটগল্পের স্তনে গত জন্মের স্পর্শ টের পায় কুমারী ঘরদালান।ছলাৎ ছলাৎ পাপহীনতা ভোররাতে শিউরে উঠে জাপটে ধরে সারিবদ্ধ কবিতার ক্লাস।কুয়াশায় মিশে থাকা বেহায়া স্লোগানের জামায় চাপ চাপ যৌনতার অবাধ যাতায়াত ঝরে পড়ে।সরু একটা পথ ধরে অক্লেশে এগিয়ে চলে সূর্যের সন্তানেরা।তাদের উজ্জ্বল অহংকারী ভ্রূভঙ্গি আস্তে আস্তে পরিণত হয় এক একটা রংচঙে বোতামে।কমলালেবুর ক্ষেতের ভেতর মুখ গুঁজে পরে থাকে বন্ধুদের ফ্যাকাশে ডাকনাম।স্বাস্থ্যবান কথাদের খুঁটি  আজীবন পোঁতা থাকে পাড়ার ঘাস উঠে যাওয়া মাঠে।বৃষ্টির মৃত্যুদিনে কালো পতাকা তুলেছিল যারা,তারাই আজ তাজা কল্পনার খুলি দিয়ে বানায় তাজমহল,নদীর আলখাল্লার ভাঁজে ভাঁজে ঘাপটি মেরে বসে থাকে আধবুড়ো চাঁদ।

যীশুর খাটের দুপাশে হাত ধরাধরি করে ওই দাঁড়িয়ে আছেন ডিলান ও কোহেন!
যেন কোন পবিত্র ভোরে আজ উচ্চারিত হবে ছেলেবেলার সমস্ত হারিয়ে যাওয়া গসপেল,
জর্ডন নদীতে ওই ভেসে বেড়াচ্ছেন সাধু জোহান,তার বাঁ হাতের তালুর উল্কিতে পদ্মাসনে বসে আছেন স্বয়ং ঈশ্বর,ছদ্মনামে তিনি পদ্য লিখেছেন এবছর!

গোধূলির ময়লা কলারের নিচে ঝকঝক করছে একটা আনকোরা মৃত্যু,সস্তা দরে নিলামে উঠবে আজ,
ফরেস্ট গাম্পের শেষ রাত!

#নেভারমাইন্ড #নেভারমাইন্ড
loader
Home
Explore
Events
Notification
Profile