Nojoto: Largest Storytelling Platform

Best নয় Shayari, Status, Quotes, Stories

Find the Best নয় Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 45 Followers
  • 165 Stories

kutti

#নিজের#ভাবছো#আমার#নয়#দেবে#ফাঁকি#তোমায়#Kutti #poem

read more
নিজের বলে ভাবছি যাকে
আদৌ সে আমার নয়,
আপন বলে মন ভাবছে যাকে
কাল দেবে সে ফাঁকি আমায়।।

                      -kutti #নিজের#ভাবছো#আমার#নয়#দেবে#ফাঁকি#তোমায়#kutti

Liton Saha

#ব্যর্থ #হওয়া #মানে #হেরে #যাওয়া #নয় #thought

read more
কি ভাবছিস তুই হেরে গেছিস, আর হেরে গেছিস বলে ভেঙ্গে পড়েছিস। তাহলে শোন তোর হারার মধ্যেই তোর সফল হওয়ার রাস্তাটা লুকিয়ে আছে।
  আর যে মানুষ হারতে জানে সে জিততেও জানে। কি কারণে হেরেছিস, সেটা ভাব আর তার উপর কাজ করা শুরু কর। 
     হ্যা তুই সফলতার রাস্তায় চলতে চলতে হাঁপিয়ে যাবি, কিন্তু থামবি না। যতক্ষণ সফলতা না আসছে চলতে থাক। 
     তুই ভাবছিস হয়তো তোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তোকে কেউ পাত্তা দিচ্ছে না, তোকে কেউ সাহায্য করছে না। আবে থাম
     তুই নিজেকে নিজেই শক্তিশালী ভাব দেখবি কারোর সাহায্য লাগবে না তোর। 
      আর কে পাত্তা দিলো কে দিলো না এইগুলো ভাববি না, লোকে কি বলছে ভুলে যা। 
      তুই যেদিন সফল হবি, যারা তোকে আজ পাত্তা দিচ্ছে না তারাই একদিন তোর প্রশংসা করবে। 
       হ্যাঁ তুইও পারবি
        শুধু হাল ছাড়িস না বন্ধু #ব্যর্থ #হওয়া #মানে #হেরে #যাওয়া #নয়

Krishnendu Jana

read more
[ ] একসময় যে ছেঁড়া জিন্স দেখলে বলত- ধুসসসস,এসব ভালো না। আজকাল সেই ছেঁড়া-ফাটা জিন্স পড়ে ঘুরছে।
[ ] একসময় যে তার ফেসবুকে কেউ disturb করলে বলত-দেখনা এই ছেলেটা কেমন জালাচ্ছে,আজ থেকে ফেসবুক টাই বন্ধ করে দেবো।সেই আজ ভয়-ডরহীন ভাবে বিরাজ করছে।যে ভয় পেত কিছু কমেন্ট নিয়ে,ডিলিট করার জন্য মেসেজের বন্যা লাগিয়ে দিত,আজ নিজেই কমেন্টস এর বন্যা বইয়ে দেয়।
[ ] জানিস ওই মেয়েটা/ছেলেটা কেমন?কতজনকে নাচাচ্ছে? কোনোটাতেই স্থায়ী নয়।-আজ সেই পিছনে লাইন লাগিয়ে রেখেছে।নিজেই কোনোটাতে স্থায়ী নয়।
[ ] একদিন-'আর কোনোদিন কাউকে ভালবাসতে পারবো না।মা-বাবার কথামতো চলবো।'-এসব বলে আজ কতগুলো পাল্টাবে তার ঠিক নেই। 
হ্যাঁ,সেই মেয়েটা আজ বড়ো হয়ে গেছে।🙂
ভালো ছেলেকে নেশাখোর বানাতে শিখেছে।🙂

Avijit Srimani ✍️

# মহালয়া #story

read more
আজ "শুভ মহালয়া" বলাটা ঠিক ?

পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে জিজ্ঞেস করা হয়েছিলো ওই ওপরের প্রশ্নটাই। মহালয়া শুভ নয়। আর মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোন সম্পর্কই নেই। কারণ, এই দুর্গাপুজোটাই অকালের পুজো। বসন্তকালের জায়গায় শরৎকালে। ফলে মহালয়া আর পুজোর ধারণাটাই তেল-জল ব্যাপার, মেশার কথাই নয়।উনি যা বললেন, হুবহু লিখছি :

"এটা মিথলজিক্যলি ভুল। এটা যে দেবীপক্ষের শুরু, এই ভাবটা আসতে শুরু করেছে। কিন্তু মহালয়াটা দেবীপক্ষের শুরু নয়। প্রতিপক্ষে (বা, প্রতিপদে - যাকে অনেকেই ভুল করে "প্রথমা" বলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী-র আগে...) দেবীপক্ষের শুরু হয়। মহালয়াটা পিতৃপক্ষের শেষ। এটা সেই হিসেবে একটা বিরহের দিন। পিতৃলোকের সঙ্গে মর্ত্যলোকের সংযোগের দিন। শাস্ত্রমতে পরলোকগত পিতৃপুরুষেরা এই দিনে পিতৃলোক ছেড়ে অনেক নিচে নেমে আসেন বর্তমান পুরুষদের তর্পণ আর পুজো নেওয়ার জন্য। ফলে, মর্ত্যলোকের কাছে তাঁদের একটা বিরাট আলয় বা আবাস তৈরি হয়। তাই, মহা + আলয় - মহালয়। আর, তিথি হিসেবে স্ত্রীলিঙ্গ - তাই শেষে আ-কার যোগ হয়ে মহালয়া। তাই, শুভ মহালয়া না বলে "শুভ পুজো" বলাটাই ভালো।

আর, আজকের এই বিরহের দিনটাকে এইরকম শুভ না বলতে চাইলেও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় এমনই অসাধারণ একটা কাজ করে গেছেন, যে ধন্যবাদটা তাঁকে না দিলেই নয়। একটা মানুষ তাঁর কাজের জন্য মিথ হয়ে যেতে পারেন, একটা বিরহের দিনের ভাবনাকে যে বদলে দিতে পারেন, সেই ভদ্রলোককে তাঁর কাজের স্বীকৃতি দিতেই হবে। এটা একমাত্র ওনার কন্ঠস্বরের যাদুতেই সম্ভব হয়েছে!" # মহালয়া

Dipesh Kumar Dey

পাগল মন

read more
আমি খেলনা নয়, 
তবুও আমায় নিয়ে খেললে ।
আমি পাগল নয়, 
তবুও পাগল বানিয়ে ছাড়লে ।। পাগল মন

SURAJ

বড্ড ভালোবাসি

read more
হবে না এই প্রেমের কোনো ক্ষয়,                মনে হয় এভাবেই দুজন সদা রয়।     তবু কেন জানি মনে লাগে ভয়?        কেন লাগে তুমি আমার কাছে থেকেও আমার নয়?                                     "বড্ড ভালোবাসি তোমায়" একথা কি যথেষ্ট নয়???? বড্ড ভালোবাসি

S M Sohid

read more
মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়. কে আপন কে পর কাজে পরিচয়. মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালবাসি বলা সহজ, ভালবাসা নয়..!!

Mostofa Mahbub

read more
আমি তোমার প্রয়োজন ছিলাম
কখনো প্রিয়জন নয়,
যা ফুরিয়ে গেলে দূরে রয়,
তুমি ছিলে আমার প্রিয়জন
তাই  তোমাকে ই
কখনো হারাবার 
নয়।

Suman Samanta

read more
দুধ দোওয়ার সময় গাভির বাঁটে যে-ফেনা ওঠে, তার থেকেও কোমল ছিল মেয়েটির ভালোবাসা। সে বড় অবোধ ছিল, নিজেকে হারিয়ে ফেলায় ছিল তার বড় সুখ। কেন তার দেওয়াকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বারবার, এই কথা ভেবে অভিমানের বাষ্পমেঘ জমেছিল তার বুকে। স্থির বিদ্যুতের মতো তপ্তকাঞ্চনাভা ছিল তার রূপ, সেই রূপকে সে ঢেকে নিল আত্মবিস্মৃতির মেখলায়। বিবাহের সামাজিক বন্ধন সে কখনও স্বীকার করেনি; পরকীয়া প্রেমই ছিল তার স্বকীয়। বরিষণমন্দ্রিত বিজুরিচমকিত লুক্কায়িত নিষিদ্ধ পন্থায় তার চির অভিসার। নূপুর পরেনি পায়ে শব্দ হবে বলে। প্রসাধন করেনি তাকে নারী বলে চেনা যাবে বলে। সেখানে গিয়েছে চলে, যে-মনোভূমিকায় সে নারীও নয়, পুরুষও নয়। সেই-ই একমাত্র কবি, কেননা পরিণতিতে সে উদাসীন। দুখিনী পৃথিবীর মেয়ে ধুলো হয়ে সে শুয়ে আছে সেই পথে, যে-পথ দিয়ে আনমনে হেঁটে যাবে তার সমর্থ প্রেমিক। সে চেয়েছে সবাই তাকে ভুলে যাক। কবিতার একতমা নারী সেই শ্রীমতী, চিরস্মরণীয়া অতিমুক্তলতার লাবণ্যময়ী মঞ্জরী----
-আজ রাধাষ্টমী-----আজ তার জন্মদিন।

সন্মাত্রানন্দ.

Suman Samanta

read more
তোমার মুখের রূপ যেন রক্ত নয়, মাংস নয়,
কামনা নয়,
নিশীথ-দেবদারু-দ্বীপ;
কোনো দূর নির্জন নীলাভ দ্বীপ;
হেঁটে চলি তার পাশে, আমিও বলি না কিছু, কিছুই বলে না সে;
প্রেম ও উদ্বেগ ছাড়া অন্য-এক স্থির
আলোচনা তার মনে; –আমরা অনেক দূর চলে প্রান্তরের ঘাসে…
দ্রোণ ফুল লেগে আছে মেরুন শাড়িতে তার 
–নিম-আমলকি পাতা
হালকা বাতাসে চুলের উপরে উড়ে উড়ে পড়ে- মুখে চোখে শরীরের সর্বস্বতা
কঠিন এ সামাজিক মেয়েটিকে দ্বিতীয় প্রকৃতি মনে করে।
loader
Home
Explore
Events
Notification
Profile