Nojoto: Largest Storytelling Platform

Best বা Shayari, Status, Quotes, Stories

Find the Best বা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about'english हिन्दी বাংলা తెలుగు मराठी', 'english हिन्दी বাংলা తెలుగు', 'english हिन्दी বাংলা', english বাংলা తెలుగు मराठी தமிழ், english বাংলা తెలుగు म,

  • 51 Followers
  • 251 Stories

Bumba

#durga

read more
ইঁদুর কহে ... ‘
কেউ ডাকে এই নামেতে, 
কেউ বা ডাকে মূষীক
‘তবে সবাই দেখে নাক সিঁটকোয় 
দেখি এদিক ওদিক !
*******
কেউ বা আবার ভীষণ রাগে ‘
পেলেই মারবো’ বলেন
‘এতো নথিপত্র কেটে সাবাড় করি, 
কেউ কি আমায় ছাড়েন !
********
শুধু বাবা আমায় ভালোবাসেন
আদরে ডাকেন ‘ইন্দুর’ ...
শুধু দশমীর দিন মা-মাসীরা ভালোবেসে 
মাখান আমায় সিন্দুর !! #Durga

"বিলম্বিত-লয়"

#Sayantani

read more
জানিই তো, আমার আমি ভীষন দামী...
সে শূন্যস্থান ভরেছিলেম তোমায় দিয়ে আমি!
বেসেছিলাম ভাল প্রাণ ভরে
দিয়েছিলাম সব ভালোলাগা উজাড় করে!
আজ রিক্ত আমি তাই সম্পূর্ণভাবে
আমার চাওয়া, পাওয়া, ভাব বা অনুভবে!
*******
ভালোবাসা শরীরে আসে না সখী?
ও যে সম্পূর্ণভাবে আসে মনে,
যদি বা কখনো অপূর্ণ থাকে তা
সে বেয়াদপ জ্বালায় শুধু খনে খনে!
*********
ছেড়ে যেতে চাইলেও পারছিনা যে যেতে ছেড়ে,
তোমাতেই সারাক্ষণ এ মন আছে পরে!
******
তবে একদিন ঠিক
যাবো আমি তোমায় ছেড়ে.. (দেখো)
শুভ্র বসনে, চোখে তুলসী রেখে
কারও কাঁধের ওপর চড়ে.. (অপেক্ষায় থেকো) #Sayantani

Preksha Acharya

#চেষ্টা

read more
জীবনে কঠিন বা সহজ কোন কাজ হয় কি? 

 অভ্যেস ই যে কোন কাজকে কঠিন বা সহজ বানিয়ে দেয় #চেষ্টা

Anjali Das Gupta

# অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#

read more
#অনুভূতি
#অঞ্জলী দাশ গুপ্ত
ভালোবাসা হলো মনের আত্মার একটি নিবিড় সম্পর্ক।অনেক সময় অব্যক্ত কিছু কথা না বলেও মনের অনুভূতিতে সেটা বুঝে নেওয়া যায়।কখনো বা সামান্য চোখের ইশারাই... না বোঝা ভালোবাসার কথা গুলো বুঝিয়ে দেয়।
ভালোবাসার মধ্যে যখন জোয়ার ওঠে তখন মন সেই জলে প্লাবিত হয়ে যায়।আর জোয়ারের জলে ফেনা রূপে তারই বহিঃপ্রকাশ ঘটে।আকাশে নীল মেঘের মাঝ খান থেকে সাদা মেঘ উঁকি মেরে তাদের ভালোবাসার গভীরতা বোঝায়।
যখন মৃদু মন্দ ঠান্ডা বাতাসটা এসে শরীর কে স্পর্শ করে.... মনে তখন যেন অদ্ভুত এক শিহরণ হয়।মনে হয় যেন ভালোবাসার সেই মানুষটি বাতাসের মধ্যে দিয়ে তার প্রেম নিবেদন করছে।অলি ও ফুলের মধুর জন্য বার  বার ছুটে আসে।ফুল ও ভাবে কখন অলি এসে তার ফুলের উপর এসে বসবে ও তাকে অত্যন্ত কাছ থেকে দেখবে।আর তাদের মধ্যে এই প্রেমালাপ চলতে থাকবে।বৃষ্টির জল যখন গাছের পাতা বা ঘাসের মধ্যে পড়তে থাকে .. গাছের পাতা ও ঘাসরাও মাথা নেড়ে বোঝাতে থাকে  বৃষ্টি যেন তাদের জন্য ঝরে।
এই ভাবেই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে।ভালোবাসাই পারে জীবনকে নতুন ভাবে নতুন রূপে সাজাতে।আর সে  যদি পাশে থাকে তাহলে চিন্তা কি... সব বাধা বিপত্তি পেরিয়ে ,নিজেদের মনের কথা শুনে ,বিশ্বাসের হাত ধরে জীবন টাকে নিজেদের মনের মতো গড়ে তুলে নেওয়া যায়। # অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#

"বিলম্বিত-লয়"

#Sayantani

read more
2 Years of Nojoto দিন হোক বা রাতে, 
চলতে পথে, বা অফিসেতে, 
আড্ডায় মেতে, খাবার পাতে 
আমার আমির একাকীত্বে 
থাকি শুধু তোমারই সুখ স্পর্শেতে.. 
****
মনে হয় পাশে আছ, 
উষ্ণ শ্বাসে আছ
**** 
কখনো করে চল খুনসুঁটি, 
কখনো বা দেখাও ভ্রূকুটি .... 
****
শুধু স্বশরীরে সাথে নেই, 
নতুবা 'শয়নে, স্বপনে আর জাগরণে' 
রয়ে গেছ এভাবেই..
প্রিয়তমা আমার, আমার সোই #Sayantani

Anjali Das Gupta

#নতুন করে সঙ্গী পাবি # অঞ্জলী দাশ গুপ্ত একদিন তুই, তোর সঙ্গী পাবি।তাকে বলবি সব মনের ব্যথা।আজগুবি সব গল্প নিয়ে ঝুলি করবি শুধুই ঠাসা। নতুন করে তাকে কাছে পেয়ে ,ভুলে যাবি এ পথ।বলবি তখন ব্যস্ত ভীষণ সময় হয়েছে এখন কম। সেই দিন হাসতে হাসতে কাঁদবো হয়তো... বোঝাবো নিজের মনকে.. অদৃশ্য ছায়া হয়ে শুধু থাকবি আমার সঙ্গে। চোখের তারায় থাকবি তুই ,খুঁজে নেব রোজ স্বপ্ন ঘোরে।নাই বা পেল এই ভালোবাসা কোনো নাম, নাই বা পেল কোনো পরিচয়। তবুও তোকে বেঁচে থাকতে হবে.. এই দুই চোখের জল হয়ে, যতদিন আছে এ দেহে নিঃশাস...

read more
#নতুন করে সঙ্গী পাবি
# অঞ্জলী দাশ গুপ্ত
একদিন তুই, তোর সঙ্গী পাবি।তাকে বলবি সব মনের ব্যথা।আজগুবি সব গল্প নিয়ে ঝুলি করবি শুধুই ঠাসা।
নতুন করে তাকে কাছে পেয়ে ,ভুলে যাবি এ পথ।বলবি তখন ব্যস্ত ভীষণ সময় হয়েছে এখন কম।

সেই দিন হাসতে হাসতে কাঁদবো হয়তো... বোঝাবো নিজের মনকে.. অদৃশ্য ছায়া হয়ে শুধু থাকবি আমার সঙ্গে।

চোখের তারায় থাকবি তুই ,খুঁজে নেব রোজ স্বপ্ন ঘোরে।নাই বা পেল এই ভালোবাসা কোনো নাম, নাই বা পেল কোনো পরিচয়। তবুও তোকে বেঁচে থাকতে হবে.. এই দুই চোখের জল হয়ে, যতদিন আছে এ দেহে নিঃশাস... #নতুন করে সঙ্গী পাবি
# অঞ্জলী দাশ গুপ্ত
একদিন তুই, তোর সঙ্গী পাবি।তাকে বলবি সব মনের ব্যথা।আজগুবি সব গল্প নিয়ে ঝুলি করবি শুধুই ঠাসা।
নতুন করে তাকে কাছে পেয়ে ,ভুলে যাবি এ পথ।বলবি তখন ব্যস্ত ভীষণ সময় হয়েছে এখন কম।

সেই দিন হাসতে হাসতে কাঁদবো হয়তো... বোঝাবো নিজের মনকে.. অদৃশ্য ছায়া হয়ে শুধু থাকবি আমার সঙ্গে।

চোখের তারায় থাকবি তুই ,খুঁজে নেব রোজ স্বপ্ন ঘোরে।নাই বা পেল এই ভালোবাসা কোনো নাম, নাই বা পেল কোনো পরিচয়। তবুও তোকে বেঁচে থাকতে হবে.. এই দুই চোখের জল হয়ে, যতদিন আছে এ দেহে নিঃশাস...

Anjali Das Gupta

read more
আমরা আরো একটা নতুন ইভেন্ট নিয়ে হাজির আপনাদের সামনে। আমাদের গ্রুপে আমরা একটি নতুন এলবাম করেছি তার নাম দেওয়া হয়েছে " রং তুলির টানে নতুন ছন্দ " 
  একদম ঠিক ধরেছেন এবার ইভেন্ট আঁকা নিয়ে।সকলের জন্য রইলো দ্বার খোলা। শুধু আপনাকে আঁকতে হবে।যেমন পারেন তেমনই আঁকবেন।নিজের মনের ইচ্ছা মতো আঁকুন আর নানা রঙের ছটায় ভরিয়ে তুলুন।

নিয়মাবলী
১- সমস্ত বয়েসের মানুষ এতে অংশ গ্রহন করতে পারেন।
২-আঁকার সাথে নিজের নাম দেবেন।
৩- ছোটদের আঁকা তাদের পরিবারের   কোনো সদস্য দিতে পারেন।তার নাম বয়েস বা শ্রেণী সঙ্গে লিখে দিতে হবে।
৪- আঁকা গুলো ইনবক্স এ পাঠাবেন।আমাদের যারা এডমিন ও মডারেট আছে তাদের ইনবক্স এ।
৫- আঁকা যখন ইনবক্স এ দেবেন তখন লিখে দেবেন এলবাম " রং তুলির টানে নতুন ছন্দ"
 এই বিষয় কাউর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপের এডমিন বা মডারেট এর সাথে কথা বলুন।উনি আপনাকে সাহায্য করবেন।
সকলের জন্য রইলো অনেক শুভেচ্ছা। তাই আর চিন্তা না করে রং তুলি নিয়ে বসে পড়ুন। আর এঁকে ফেলুন নিজের পছন্দ সহিত আঁকা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।💐💐💐🙏💞💞💞🌹🌹

Kunal Chanda Rjk

read more
ব্যস্ত তুমি,আমিও ব্যস্ত রাখি নিজেকে! 
    সে যাই হোক,সময় নাই বা পাই!
হয়তো কিছুটা বুঝে,বা কিছুটা না বুঝেই! 
    নিজেকে বুঝিয়েছি,বাস্তবতা এটাই!
✍️ Kunal chanda rjk

Kunal Chanda Rjk

read more
ব্যস্ত তুমি, আমিও ব্যস্ত রাখি নিজেকে! 
    সে যাই হোক, সময় নাই বা পাই!
হয়তো কিছুটা বুঝে,বা কিছুটা না বুঝেই! 
    নিজেকে বুঝিয়েছি,বাস্তবতাএটাই!
✍️Kunal chanda rjk

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile