Nojoto: Largest Storytelling Platform

Best বিন্দু Shayari, Status, Quotes, Stories

Find the Best বিন্দু Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about বিন্দু আমি তুমি আমায় ঘিরে lyrics, বিন্দু আমি তোমায় ঘিরে লিরিক্স, বিন্দু আমি তাহসান, বিন্দু আমি লিরিক্স, বিন্দু ভালোবাসা দাও,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

উষ্ণীষ

সুপ্রভাত সদস্যবন্ধুরা, আজ 🍂Arunima Nath🖋️🖊️ এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য। #Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো। প্রতিদিনের BEST of USHNISH সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । ----------------------------------------- #yqbaba #বিন্দু #উষ্ণীষ #ushnish #collabwithushnish

read more
ভাঙার শেষ বিন্দু থেকেই গড়তে শুরু করি...  সুপ্রভাত সদস্যবন্ধুরা,

আজ   🍂Arunima Nath🖋️🖊️    এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য।

#Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো।

প্রতিদিনের   BEST of USHNISH   সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । 
-----------------------------------------

Penname Sayan

কালরাত্রী

read more
জ্বরটা আমার অনেকদিনের , ভাল্লুকের মত।
আসে যায়।
রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল , দেখলাম বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে!
বুঝলাম ভাল্লুক বুঝি ফিরে এসেছে।
চোখ খুলে দেখলাম একটা মেয়ে বসে চুপ করে , জামাকাপড় ছেড়া।কান দিয়ে রক্ত ঝড়ছে , আর মিলিয়ে যাচ্ছে মেঝের নীলাঞ্জনে!
আমি নীলাঞ্জনাকে আগে কখনও দেখিনি , না দেখতে চায়নি???

সেও বোধ হয় আমার মনের ভিতরের হিংস্রতার স্বীকার!
মাথার মধ্যে এত দ্বন্দ চলার মাঝে দেখলাম আবছা আলোয় মেয়েটার গলার একপাশে একটা কার্ড ঝুলছে!ভালো করে দেখে বুঝলাম সেটাতে মর্গের একটা নম্বর বসানো।
চমকে উঠলাম!বিছানা থেকে উঠে বসে এগিয়ে দেখলাম মেয়েটি উধাও!
ঘরের মধ্যে এক অদ্ভুত পরিবেশের ছাপ স্পস্ট লক্ষ্য করলাম।
বাঁদিকে ঢাকা পরে থাকা মৃতদেহেরা যেন হঠাৎ করে অট্বহাস্য করে উঠলো।তারপর আবার চুপচাপ।
রাত দুটো।
ভাবলাম ঘুম চোখে কি ভুল দেখলাম?
আবার চোখ বন্ধ করলাম।কিছুটা অস্থিরতা মনে কাজ করলেও , রাতের ঘুম গ্রাস করলো।
আবার ফিরে আসা আর চলে যাওয়ার লড়াইয়ে জড়িয়ে পরলাম।বেশকিছুক্ষন পর চোখ খুলে তাকিয়ে থাকলাম সিলিং এর দিকে।
বেশ কিছুদিন ধরে একটি চরিত্রের দিকে আকর্ষিত হয়ে চলেছি!
এমন একজন যে কথা বলেনা , ফিরে দেখেনা।
সময় তার স্তম্ভিত।আর তার সাথে থমকে দাড়নোর চেস্টায় প্রতিমুহূর্তে মৃত্যুবরন করছি আমি!
আমি চোখের সামনে শেষ নিঃশ্বাস ফেলতে কাউকে দেখিনি , কিন্ত আমি তাদেরই মাঝে বাস করছি  , যেখানো কোনো বাতাস নেই।
কিন্তু কখনও ভাবতে পারিনি মৃত্যু কখনও মৃত্যুকে ভালবাসিয়ে তুলতে পারে!
না।
আমি আমার নিজস্ব মর্গের মালিক।
আমি খুনি , কিন্তু কখনও কাউকে মারিনি।
এই গতিশীল সমাজ অনেক আগেই আমায় ত্যাগ করেছে , তাই আশ্রয় নিয়েছি এই মৃতদেহের ভীড়ে।
আমি বেচেঁ থাকতে মানুষ মারি , আমি পিপাসায় মানুষ মারি , আমি মারব বলে মানুষ মারি।
আমার বনলতা আমায় দেখতে পায়না , আমি তার ঘ্রান পাই।বলতে গিয়েও বলতে পারিনা যে আমায় মৃত্যুসন্ঞ্জীবন বশ করতে ব্যার্থ শুধুমাত্র তার কারনে!
এত চিন্তাভাবনায় আবার দেখি মেয়েটি ফিরে এসেছে!
রক্তের ধারা কমেনি , জীবনের প্রতি ঘৃনা কিছুমাত্র জমেনি মানিয়ে নেওয়ার খাতায়!
চোখ পরলো তার হাতের দিকে , রক্ত চুইয়ে পরছে তার হাতের ছুরি দিয়ে!
অন্যদিকে তাকিয়ে দেখি আমার বনলতা বসে।
আজ সে সেজেছে আমায় নিয়ে যাবে বলে অনির্দিস্ট গন্তব্যে!মন বললে "তাহলে আর দেরি কিসে"??

ছুরি দিয়ে আঘাত করতে থাকলাম মাথায় , মেয়েটির হাত থেকে নিয়ে!!
রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে পড়লো মেঝেতে!!
আর দুরে বাজছে বীরেন ভদ্রের মহিষাসুরমর্দিনী।
অর্গলাস্তোত্র বাজছে " ওঁঃ দেবী প্রপন্যার্তীহরে প্রসিদ , প্রসিদমাতারজগৎও অখিলস্যঃ , প্রসিদবিশ্বশ্বরী পাহীবিশ্বম ত্ব্যমেশ্বরীদেবী চরাচারায্যঃ"

এভাবেও অসুর মারা যায় , এভাবেও দেবীপক্ষের আগমনী ঘটে!
বটে।।
মৃত মন হেসে ওঠে " বোধনে শাপমুক্তি , বোধনে শাপমুক্তি"!!

#কালরাত্রী
 - সায়ন কালরাত্রী

Subhajit Chakraborty

বিন্দু বার্তা #poem

read more
বিন্দু বিন্দু ভালোবাসা,বিন্দুতে বিশ্বাস-
   অনুভূতির প্রতি ফোঁটায়,চলতে থাকে শ্বাস;

  বিন্দু কবে সিন্ধু হবে,হিসেব করা ভার-
     বাছাই করা বিন্দু দিয়ে,সাজিয়ে রাখব ঝাড় ৷
                                             -©হিন্দোল বিন্দু বার্তা

Sahin Iqbal

#বিন্দু #আঘাত #ব্যস্ত #একলা #আকাশ #নীরব #poem

read more
বিন্দু বিন্দু প্রেমে আমি খুজিব তোমারে,
শত শত আঘাত চেয়ে নিবো জোর করে |
একদিন তুমিও ব্যাস্ত হয়ে সুখ সাগরে পাড়ি দিবে,
তবে আমার একলা আকাশ আজও থমকে ! নীরবে || #বিন্দু #আঘাত #ব্যস্ত #একলা #আকাশ #নীরব


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile