Nojoto: Largest Storytelling Platform

Best yourquotedada Shayari, Status, Quotes, Stories

Find the Best yourquotedada Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti m in love with your body, love your life quotes, www yourquote in hindi love, a moment to remember your love, cute love quotes for your boyfriend,

  • 70 Followers
  • 269 Stories

Rohit singh

        #rishtey #relationship #yourquotebaba #yourquotes #yourquotedidi #yourquotediary #yourquotedada

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "উওুরে হাওয়া।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
শীতের সকালে আলতো রোদের পরশে;
সাধ জাগে তাকে কাছে পাওয়া।
তবুও আমার যাত্রা, ইচ্ছের বিপরীতে!
সমস্ত দিনের শেষে জাহাজ তো তীরে নোঙর ফেলে,
আমার স্বপ্নেরা তখন‌ও কূল-কিনারা খুঁজে ফেরে।
হাজারো স্বপ্নের অস্ত যায় সমুদ্রের ওপারে সূর্যাস্তের মতো,
ভেঙেচুরে যায় গাঢ় বেদনায় নিস্তদ্ধ রাত্রিগুলো।
 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"উওুরে হাওয়া।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "বিকচ নয়ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more

গাঢ় কাজলের প্রলেপ এঁকে 
মুদ্ধ করার মনসায় প্রেয়সি 
প্রহরের পর প্রহর সেজে চলে!
তোমার কাছে আসতে হলে 
সাজতে  হয় কেন তাকে? 
এলোচুলে বেণী বেঁধে পরিপাটি হয়ে
 কেন বসতে হয় তোমার পাশে?
কেন সে ভয় পায় কালিমা চোখ নিয়ে
 তোমার দিকে তাকাতে?
তুমি তাকে গ্ৰহন করো এমন ভাবে,
ঘার্মাক্ত দেহে কিংবা রাত্রি ঘুমের পর তৈলাক্ত মুখে-
সামনে তোমার আসতে পারে সে নির্ভয় হয়ে।

 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"বিকচ নয়ন।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অন্তর ডায়েরি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন #দুইকোলাব । আমরা আপনাদের দুটি শব্দ দেবো, সেই শব্দের উপর ভিত্তি করে আপনারা একটি কোলাব করবেন প্রথম বক্সে, এবং আপনারা collab অপশন অন রেখে, পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। প্রত্যেকটি কোলাব চার লাইন এর মধ্যে হতে হবে। আর দেরি না করে চটপট লিখে ফেলুন নিজের মনের কথা। আপনাদের জন্য আজকের শব্দ : " দুর্নীতি বিরোধ" এই দুটি শব্দ যেন আপনাদের লেখার মধ্যে অবশ্যই থাকে। সময়সীমা আগামীকাল সন্ধ

read more
দুর্নীতি বিরোধে একতা চাই,
কুকীর্তি দেখলে গরজে ওঠো ভাই।
কেবল স্লোগানে নয়,দুর্নীতিবাদীদের শাস্তি চাই-
দুর্নীতি ঘটানোর কল্পানাতেই,প্রান কাঁপানো চাই। আজ আন্তর্জাতিক  দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অন্তর ডায়েরি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন #দুইকোলাব ।

আমরা আপনাদের দুটি শব্দ দেবো, সেই শব্দের উপর ভিত্তি করে আপনারা একটি কোলাব করবেন প্রথম বক্সে, এবং আপনারা collab অপশন অন রেখে, পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। 
প্রত্যেকটি কোলাব চার লাইন এর মধ্যে হতে হবে। 
আর দেরি না করে চটপট লিখে ফেলুন নিজের মনের কথা।

আপনাদের জন্য আজকের শব্দ : " দুর্নীতি বিরোধ" এই দুটি শব্দ যেন আপনাদের লেখার মধ্যে অবশ্যই থাকে।
সময়সীমা আগামীকাল সন্ধ

পারমিতা দে

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অন্তর ডায়েরি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন #দুইকোলাব । আমরা আপনাদের দুটি শব্দ দেবো, সেই শব্দের উপর ভিত্তি করে আপনারা একটি কোলাব করবেন প্রথম বক্সে, এবং আপনারা collab অপশন অন রেখে, পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। প্রত্যেকটি কোলাব চার লাইন এর মধ্যে হতে হবে। আর দেরি না করে চটপট লিখে ফেলুন নিজের মনের কথা। আপনাদের জন্য আজকের শব্দ : " দুর্নীতি বিরোধ" এই দুটি শব্দ যেন আপনাদের লেখার মধ্যে অবশ্যই থাকে। সময়সীমা আগামীকাল সন্ধ

read more
দুর্নীতি দেখেও কুলুপ এটে থাকি,
চেয়ে দেখি যদি আসে কেহ রক্ষার তরে!
একে অপরের দোহাইয়ে অত্যাচার না সয়ে,
নিজের কন্ঠকে এবার তোলো দুর্নীতি বিরোধে। আজ আন্তর্জাতিক  দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অন্তর ডায়েরি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন #দুইকোলাব ।

আমরা আপনাদের দুটি শব্দ দেবো, সেই শব্দের উপর ভিত্তি করে আপনারা একটি কোলাব করবেন প্রথম বক্সে, এবং আপনারা collab অপশন অন রেখে, পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। 
প্রত্যেকটি কোলাব চার লাইন এর মধ্যে হতে হবে। 
আর দেরি না করে চটপট লিখে ফেলুন নিজের মনের কথা।

আপনাদের জন্য আজকের শব্দ : " দুর্নীতি বিরোধ" এই দুটি শব্দ যেন আপনাদের লেখার মধ্যে অবশ্যই থাকে।
সময়সীমা আগামীকাল সন্ধ

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "মৃতস্মৃতি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
চিরস্থায়ী মৃত‍্যু চিরন্তন সত্য,
প্রিয় জলের চোখের জল অধিক পবিত্র।
কত সুন্দর শেষ যাত্রা,কত স্নিদ্ধ!
শরীর জুড়ে ব‌ইতে থাকে কেবল মৃত স্মৃতির গন্ধ। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"মৃতস্মৃতি।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "চোরাবালি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
তোমার বুকের এক চিলতে ভালোবাসা জমির বাসনাতে,
আমার স্থাবর-অস্থাবর সমস্ত ভালোবাসাকে অর্পন করলেম তোমার নামে।
বিনিময়ে আমায় দিলে এক পৃথিবী,কষ্টের-
মানবহীন অনন্ত সে বালিয়ড়ি মাঝে,
ক্ষত-বিক্ষত হয়ে তলিয়ে যাই চোরাবালির গর্তে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"চোরাবালি।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "গেরুয়া মাটির পথে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
সেই কবে সন্ন‍্যাসীটি গেল,
গেরুয়া মাটির পথ ধরে।
একতারা টি হাতে নিয়ে 
কৃষ্ণ নামে পাগল হয়ে;
সংসার হতে বিবাগী,ক্ষুধা-তৃষ্ণা ত্যাগ করে।
পাহাড়ে,জঙ্গলে কিংবা সমুদ্র তীরে-
আজ‌ও সে বেড়ায় ঘুরে কৃষ্ণ পাওয়ার তরে;
ভুলে ছিলো সে মানবের মাঝেই ঈশ্বর রহে।


 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"গেরুয়া মাটির পথে।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "ভেসে থাকতে চাই ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
ভেজা মেঘের মতো।
অবুঝ আকাশে উড়তে উড়তে-
যদি জীবন সুতোয় টান পড়ে,
চ্ছিন্ন করে সকল মায়া;
মহাকাশের বুকে যাব হারিয়ে ভাসতে ভাসতে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"ভেসে থাকতে চাই ।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

পারমিতা দে

অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! " অভিকর্ষের টানে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।

read more
তোমার শরীরে জমে র‌ই এক ফোঁটা শিশির হয়ে;
তুমি ধরে রাখ মোরে ক্ষণিকের তরে।
রাত পোহালেই অবহেলায় আমার মৃত‍্যু ঘটে-
তোমার দেহ বেয়ে- আমি মিশে যাই ভূমিতে।
আমাকে ধারন করেছিলে যে শরীরে, 
অভিকর্ষের টানে সেও জীর্ণ হয়ে মিশে যাবে ভূমিতে।


 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
" অভিকর্ষের টানে।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
loader
Home
Explore
Events
Notification
Profile