Nojoto: Largest Storytelling Platform

Best তো Shayari, Status, Quotes, Stories

Find the Best তো Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutরোজ বিকেলের মতো তোমায়,

  • 108 Followers
  • 665 Stories

"বিলম্বিত-লয়"

#durga

read more
পেঁচা নিশাচর যে 
কষ্ট সইতে পারে না সে ...
অমন জ্বলজ্বলে আলোর মাঝে 
চোখে তো দেখেই না, দমবন্ধ হয়ে আসে !!
************
তবু মা লক্ষ্মীর 
তাকে চাই ই চাই ...
আর কতদিন সইবে সে 
এমন যন্ত্রণা ভাই !!
*************
তারওপর সামনেই থাকা 
ওই গণেশ’বাবার মূষীক’টি ...
খাওয়া তো দূর, ছোঁয়াও যাবে না
মায়ের এমন কড়া দৃষ্টি !!?? #Durga

SUBHOTHEPOET

স্বপ্ন ভাঙা

read more
থাকবো না আমি জানি
সেটা তো আমি মানি 
একদিন তো চলে যাবো
এতো কষ্ট আগলে রেখেছি 
শান্তি কি খুঁজে পাবো??? 
কিসের জন্য খুশি থাকি আজ 
কিসের এতো আশা 
চোখের জলে লিখেছি স্বপ্ন 
ফুরিয়ে সকল ভাষা 
জীবন জানো কাটা ঘুড়ি 
শূন্য আকাশে ওড়ে 
হতাশার মোদ খেয়ে আজ আমি 
শূন্য ব্যথার ঘোরে স্বপ্ন ভাঙা

sd

read more
আজও ভিড়ের মধ্যে,"সুখ" তোমায় খুজি,
তুমি তো অন্যের কাছে ব্যস্ত,
সারাদিন তোর অপেক্ষা করে অবশেষে ফিরে আসি, আজো আসিস নি আমার ঘরে,

অভিমান করে ,
তোকে দোষ দিয়েছি বহুবার কিন্তু 
তুই ও তো আমার মতো একাই ঘুরে বেড়াস
তোর একাকীত্ব কে সঙ্গী করে l

তোর দুঃখ জেনে  আজও মাঝে মাঝে তোর কথা মনে পড়ে l

SUBHOTHEPOET

মন ভাঙা

read more
ভাবনা আমার অন্য 
শুধুই তোমার জন্য 
কেন এত রাগ করো 
আমারও তো রাগ হতে পারে 
আমিও যে চাই বুকে নিয়ে তুমি 
আমার মন টা পড়ো 
আমার ও তো কিছু ইচ্ছা আছে 
সেটাও করতে দাওনা 
আমি যে আজ কি চাই পেতে 
একটু ও বুঝতে চাও না 
তুমি শুধু তোমার ই শোনো
আমার দিক টা ভেবেছ??  
শুধুই নিজের স্বপ্ন পূরণ.. 
আমার জন্য কেদেছ..?? মন ভাঙা

Ami

#গোত্র

read more
ক্রমশ পিছিয়ে পড়া হাত দুটো ধরছি,
নিভে যাওয়া আলোয় তোমায় ছুঁতে চাইছি,
উঠানের দোরগোড়ায় তোমায় আবার ডাকছি,
এসো তো একবার আমার হয়ে জীবন ভাসিয়ে দিচ্ছি।

না বলা ভুলগুলো কষ্ট করে বলছি,
আলতো ছোয়াএ তোমায় কাছে পেতে চাইছি,
বুকে তো এসো আমার, দেখো হাত বাড়িয়ে দিয়েছি,
সাথে সাথে চলতে আমার হতে বলছি,
জীবনযুদ্ধে তোমায় পাশে পেতে চাইছি,
সাদা পাতায় তোমারই নাম ফুটিয়ে তুলছি,
কল্পনার রং খেলায় তোমার ছবি আকছি,
এসো তো এবার এসো তো কাছে,
ভালোবাসার নামানকরক হোক আমাদের গোত্রে।।।। #গোত্র

Mir Hossain

Life as a festival

read more
ভালো আছি, ভালো থেকো
ভালো থাকাটাই সব
জীবন মানে তো আর কিছু নয়
জীবন তো এক উৎসব Life as a festival

Indrani Basu Shome

মরিনি তো ভাঙা হৃদয় নিয়ে আজও তো বেঁচে আছি

read more
খুঁজে পেতে চাই আমার আমি কে মরিনি তো ভাঙা হৃদয় নিয়ে আজও তো বেঁচে আছি

Kunal Chanda Rjk

read more
মানুষ বলেই তো জীবনে আশা আকাঙ্ক্ষা থাকে,
কিন্তু সবাই তো আর নিজ লক্ষ্যে পৌঁছাতে পারেনা!
কেউ শুধু ব্যর্থতার গ্লানি টেনেই জীবনের সমাপ্তি টানে।
✍️Kunal chanda rjk

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile