Nojoto: Largest Storytelling Platform

কেজরীর বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ! অভিযোগ খলিস

কেজরীর বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ! অভিযোগ খলিস্তানি জঙ্গি পন্নুনের থেকে ১৩৩ কোটি নেওয়ার

খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনের দাবি, গত আট বছরে কেজরীওয়ালের দলকে প্রায় ১৩৩ কোটি টাকা চাঁদা দিয়েছেন তাঁরা।

আবগারি দুর্নীতির পরে এ বার সরাসরি জঙ্গি-যোগের অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে। খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর থেকে অর্থসাহায্য নেওয়ার অভিযোগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সোমবার কেজরীর বিরুদ্ধে ‘জাতীয় তদন্তকারী সংস্থা’ (এনআইএ) তদন্তের সুপারিশ করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

©BANGLE TIMES
  #Kejriwal