Find the Best Kejriwal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutkejriwala adult jokes and shayri 0, modi and kejriwal cartoon video, kejriwal funny jokes in hindi, what happened to arvind kejriwal, funny shayri on kejriwal 0,
SHIRSENDU KARMAKAR
Unfortunate, should not have happened: Haryana CM slams attack on Kejriwal BJP MP further urged the public to punish Kejriwal through democratic means, such as voting, and demanded an inquiry to determine if Kejriwal staged the attack himself Haryana Chief Minister Nayab Singh Saini criticised the incident in which a liquid was thrown at former Delhi Chief Minister and Aam Aadmi Party (AAP) Convener Arvind Kejriwal, calling it "unfortunate" and underlining that such incidents should not occur. "He should fulfil the promises he made to the people of the state. Such an incident is unfortunate. This should not have happened," the Haryana CM said. BJP MP Manoj Tiwari dismissed AAP's allegation that the attacker, who threw liquid at Kejriwal during his 'padayatra', was a BJP worker. Tiwari claimed that Kejriwal orchestrates such incidents himself, alleging that he has "fallen in the eyes of Delhi." ©SHIRSENDU KARMAKAR #Kejriwal
BANGLE TIMES
কেজরীর ভিডিয়ো সরাতে বলে স্ত্রী সুনীতাকে নোটিস দিল্লি হাই কোর্টের, নির্দেশ ফেসবুক, ইনস্টা, এক্সকেও গত ২৮ মার্চ কেজরীওয়ালকে আদালতে হাজির করানো হলে তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা শেয়ার করেন স্ত্রী সুনীতাও। সেই মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের একটি ভিডিয়ো সরিয়ে নিতে বলে তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়ালকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে ওই ভিডিয়োটি সমাজমাধ্যম থেকে সরানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবকেও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সমাজমাধ্যম কর্তৃপক্ষকে আদালত জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কিছু চোখে পড়লে তা-ও সরিয়ে দিতে হবে। ©BANGLE TIMES #Kejriwal
BANGLE TIMES
ভোট মিটতেই ফুরল জামিন, রাজঘাটে মাথা ঠুকে, হনুমান মন্দির পুজো দিয়ে তিহাড়ে কেজরি ৪ জুন ক্ষমতায় ফিরবে না বিজেপি, তিহাড়ে প্রবেশের আগে দাবি কেজরির। : রবিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, কনট প্লেসের হনুমন্দির পুজো দিয়ে তিহাড় জেলের ২ নম্বর সেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ভোটের মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পান তিনি। জেলমুক্ত হয়ে দলের হয়ে ভোটের প্রচার চালান তিনি। অসুস্থতার কথা জানিয়ে অতিরিক্ত ৭ দিন জামিনের আবেদন করেন। যদিও তা গ্রাহ্য হয়নি শীর্ষ আদালত এবং নিম্ন আদালতেও। এর ফলেই ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আপ সুপ্রিমো। জেলমুখো হওয়ার আগে আপ নেতা-কর্মীদের উদ্দেশ্যে চোখে জল আনা বার্তা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। আজ তিহাড়ে গিয়ে আত্মসমর্পণ করব। বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেরবো। প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাব। সেখান থেকে আমি হনুমানজির আশীর্বাদ নিতে কনট প্লেসের হনুমান মন্দিরে যাব। সেখান থেকে দলীয় কার্যালয়ে গিয়ে সব কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করব। এর পর আমি তিহাড়ের উদ্দেশে রওনা হব।” জেল থেকেই দল চালানোর প্রতিশ্রুতি দিলেন কেজরি। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ভালো থাকলে আপনার কেজরিওয়ালও জেলে ভালো থাকতে পারবে।” ©BANGLE TIMES #Kejriwal
Geeta Sharma
हर जुल्म का होगा हिसाब 💯 #Youtubeshorts #TrendingSong #viralshorts #EXPLORE #fbreels #ViralVideo video
read moreBANGLE TIMES
‘আইনজীবীদের পরামর্শ নেওয়ার নামে অন্য কাজ করছেন’! কেজরীর বিড়ম্বনা বাড়িয়ে দিল আদালত আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য বাড়তি সময় চেয়ে কেজরীর তরফে যে আবেদন জানানো হয়েছিল বুধবার রাউস অ্যাভিনিউ আদালত তা খারিজ করে বলেছে, ‘আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য সময় নিয়ে উনি অন্য কাজ করছেন’। জেল থেকে তাঁর মুখ্যমন্ত্রিত্ব ‘সামলানো’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত অরবিন্দ কেজরীওয়ালকে বুধবার আরও ‘চাপে’ ফেলল রাউস অ্যাভিনিউ আদালত। জেলবন্দি কেজরী তাঁর আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের জন্য বরাদ্দ সময়ের অপব্যবহার করছেন বলে পর্যবেক্ষণে আদালত জানিয়েছে। আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য বাড়তি সময় চেয়ে কেজরীর তরফে যে আবেদন জানানো হয়েছিল বুধবার রাউস অ্যাভিনিউ আদালত তা খারিজ করে বলেছে, ‘আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য সময় নিয়ে উনি অন্য কাজ করছেন’। দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ প্রধান। কিন্তু মঙ্গলবার তাঁর সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছিল। বুধবার রাউস অ্যাভিনিউ আদালতে আবেদনের শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিবেক জৈন। তিনি আদালতকে জানান, কেজরীওয়ালের বিরুদ্ধে ৩৫ থেকে ৪০টি মামলা চলছে। সেই সব মামলা নিয়ে জেলে তাঁর সঙ্গে আলোচনা করতে অনেকটা সময়ের প্রয়োজন। তাই যেন সপ্তাহে পাঁচ দিন আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। কিন্তু সপ্তাহে আইনজীবীদের সঙ্গে দু’বার সাক্ষাতে যে তিনি শুধুমাত্র বকেয়া মামলাগুলি নিয়েই পরামর্শ করছেন, সেই বক্তব্যে দিল্লির মুখ্যমন্ত্রী বিচারককে সন্তুষ্ট করতে পারেননি। ©BANGLE TIMES #Kejriwal
BANGLE TIMES
কেজরীওয়ালের বিরুদ্ধে নয়া অভিযোগ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের, যৌন হেনস্থার মামলা নিয়ে সরব বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে যৌন হেনস্থার ঘটনার তদন্ত নিয়ে আঙুল তুললেন আপ প্রধানের দিকে। তাঁর অভিযোগ, ওই ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের বদলির ফাইল গত ৪৫ দিন ধরে আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী। দিল্লির ধৃত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে যৌন হেনস্থার ঘটনার তদন্ত নিয়ে আঙুল তুললেন আপ প্রধানের দিকে। তাঁর অভিযোগ, ওই ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের বদলির ফাইল গত ৪৫ দিন ধরে আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই সাক্সেনাকে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তার পরেই এই অভিযোগ সাক্সেনার। ©BANGLE TIMES #Kejriwal
BANGLE TIMES
কেজরীওয়ালকে সাত দিন ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত, আবগারি মামলায় চলবে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কেজরীওয়ালকে। নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে হাজির করানো হয়। শুক্রবার বিশেষ সিবিআই আদালতে কেজরীওয়ালের মামলার শুনানি আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কেজরীওয়ালকে। তাঁর রাতটা কাটে ইডি দফতরে। নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে হাজির করানো হয়। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরী বাওয়েজার এজলাসে কেজরীর মামলার শুনানি ছিল। ইডির পক্ষে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু শুক্রবার আদালতে সওয়াল করেন। তিনি দাবি করেন যে, ‘আবগারি দুর্নীতির কিংপিন’ হলেন কেজরীওয়াল। ©BANGLE TIMES #Kejriwal