Nojoto: Largest Storytelling Platform

নিজের স্বপ্নের মতো করে একটা পৃথিবী বানানো আর সেটা

নিজের স্বপ্নের মতো করে একটা পৃথিবী বানানো আর সেটা সাজানো মনের সবচেয়ে নিষ্পাপ চেষ্টা। মন সবকটা ভালো মুহুর্ত গুলি বেছে বেছে জমা করে, এক সুন্দর সংসারের জন্য। যত রকমের পরিস্থিতি হতে পারে একটা মন কে শান্তি দেওয়ার জন্য, সে সব ভেবে নেয়। কিন্তু আসলে তো সবকিছুই কল্পনা মাত্র, সেটা ভুলে যায়। আরও এক বার নিজেকে প্রশ্ন করেনা, যেই স্বপ্ন, যেই সুখ, যে শান্তি সে আশা করছে, যেই সুন্দর মুহুর্ত গুলো সে আগলে রাখার চেষ্টা চালাচ্ছে, সেটা কি এই অমানবিক আসল দুনিয়ায় কি প্রযোজ্য? 
ভাবে না, কারন সেই আশার পিছনে দৌড়ানো আর মুখ থুবড়ে পড়ে গিয়ে আঘাত লাগাটা তার নিয়তি।

©Ananta Dasgupta
  #Moon #anantadasgupta #Bengali_poem #bengaliquotes #nojotobengali