Nojoto: Largest Storytelling Platform

বুমরার ৫ উইকেট, ঈশান, সূর্যের দাপটে ৪ ওভার বাকি থা

বুমরার ৫ উইকেট, ঈশান, সূর্যের দাপটে ৪ ওভার বাকি থাকতে বেঙ্গালুরুকে হারাল মুম্বই

পর পর দু’ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল তারা। হার্দিক পাণ্ড্যদের কাছে হেরে আরও চাপে পড়লেন বিরাট কোহলিরা।


হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে পর পর দু’ম্যাচে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এ বার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল তারা। প্রথমে ব্যাট করে ১৯৬ রান করেছিল বেঙ্গালুরু। কিন্তু সেই রান করেও মুম্বইকে আটকাতে পারল না তারা। ঈশান কিশন, সূর্যকুমার যাদবদের ব্যাটে সহজেই জিতল মুম্বই। এই জয়ের ফলে প্লে-অফের লড়াইয়ে ফিরে এলেন হার্দিকেরা। অন্য দিকে ছ’ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপ আরও বাড়ল কোহলিদের উপর।

©BANGLE TIMES
  #Bumrah #IPL_2024