Nojoto: Largest Storytelling Platform

আইপিএল অভিষেকেই নায়ক তরুণ মায়াঙ্ক, পঞ্জাবকে হারিয়ে

আইপিএল অভিষেকেই নায়ক তরুণ মায়াঙ্ক, পঞ্জাবকে হারিয়ে প্রথম জয় সঞ্জীবের লখনউয়ের

আইপিএলের অভিষেকেই চমক দিলেন মায়াঙ্ক যাদব। তরুণ পেসারের গতির কাছে হার মানতে হল পঞ্জাব কিংসকে। এ বারের আইপিএলে প্রথম জয় পেল লখনউ সুপার জায়ান্টস।

এক দিকে টিকে থাকলেন শিখর ধাওয়ান। ৭০ রানও করলেন। কিন্তু দলকে জেতাতে পারলেন না। পঞ্জাব কিংস ও জয়ের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালেন ২১ বছরের মায়াঙ্ক যাদব। আইপিএল নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩ উইকেট নিলেন তিনি। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় অবলীলায় বল করলেন। মায়াঙ্কের দাপটে এ বারের আইপিএলে প্রথম জয় পেল সঞ্জীব গোয়েন্‌কার দল। অন্য দিকে পর পর দু’ম্যাচ হারতে হল পঞ্জাবকে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিকোলাস পুরান। চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুলকে এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছে লখনউ। সেই কারণে অধিনায়ক পুরান। ওপেন করতে নেমে ডি’ককের সঙ্গে শুরুটা ভাল করেন রাহুল। প্রথম ম্যাচ না খেললেও এই ম্যাচে শুরু থেকে বড় শট খেলছিলেন ডি’কক। রাহুল অবশ্য বেশি রান করতে পারেননি। ১৫ রান করে আরশদীপ সিংহের বলে আউট হন তিনি।

©BANGLE TIMES
  #IPL_2024 #Mayank_Yadav