Nojoto: Largest Storytelling Platform

#আমি_আমার_মত, #মহঃ_হাবিবুল্লাহ_হাবিব। "" "" "" ""

#আমি_আমার_মত,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" ""
নাইবা থাকুক কারো কাছে মূল্য আমার,
সখও নেই আমার ভীষন দামী হবার,
সাধ্যও নেই দু'হাত ভরে কিছু দেবার,
লজ্জা ভীষন দু'হাত পেতে কিছু নেবার,
মনের মাঝে পুষে রাখি দুঃখ যত,
ইচ্ছে আমার থাকবো আমি আমার মত।

মনের মতো প্রেমিক কারো নাইবা হলাম,
ভালোবাসার মানুষ আমি নাইবা পেলাম,
না হয় আমি অশ্রু ফোটায় মিলিয়ে গেলাম,
থাকবো একই,আগে আমি যেমন ছিলাম,
চোখে না হয় বৃষ্টি ঝরুক অবিরত,
আমি শুধু থাকবো জেনো আমার মত।

আব্বু বলে হাবিব মানে বন্ধু সবার,
সখ নেই আর নতুন করে বন্ধু হবার,
বন্ধু হয়ে মারবো কেন পিছে ছুরি,
চাই না লোকে বলুক আমায় বাহাদুরি
চাইনা কোনো বন্ধু বলুক খারাপ কত?
সবার মাঝে থাকবো আমি আমার মত।

চাইনা কেহ বাসা বাঁধুক শূন্য নীড়ে,
চাইনা আমি হারিয়ে যাই লোকের ভিড়ে,
মেঘ জমেছে আমার মনের আকাশ ঘিরে,
জীবন-তরী চাইনা ভিড়ুক তোমার তীরে,
বয়স মেপে নাইবা হলাম পরিণত,
চিরকালই থাকবো আমি আমার মত।
"" "" "" "" "" "" "" "" #Isolated
#আমি_আমার_মত,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" ""
নাইবা থাকুক কারো কাছে মূল্য আমার,
সখও নেই আমার ভীষন দামী হবার,
সাধ্যও নেই দু'হাত ভরে কিছু দেবার,
লজ্জা ভীষন দু'হাত পেতে কিছু নেবার,
মনের মাঝে পুষে রাখি দুঃখ যত,
ইচ্ছে আমার থাকবো আমি আমার মত।

মনের মতো প্রেমিক কারো নাইবা হলাম,
ভালোবাসার মানুষ আমি নাইবা পেলাম,
না হয় আমি অশ্রু ফোটায় মিলিয়ে গেলাম,
থাকবো একই,আগে আমি যেমন ছিলাম,
চোখে না হয় বৃষ্টি ঝরুক অবিরত,
আমি শুধু থাকবো জেনো আমার মত।

আব্বু বলে হাবিব মানে বন্ধু সবার,
সখ নেই আর নতুন করে বন্ধু হবার,
বন্ধু হয়ে মারবো কেন পিছে ছুরি,
চাই না লোকে বলুক আমায় বাহাদুরি
চাইনা কোনো বন্ধু বলুক খারাপ কত?
সবার মাঝে থাকবো আমি আমার মত।

চাইনা কেহ বাসা বাঁধুক শূন্য নীড়ে,
চাইনা আমি হারিয়ে যাই লোকের ভিড়ে,
মেঘ জমেছে আমার মনের আকাশ ঘিরে,
জীবন-তরী চাইনা ভিড়ুক তোমার তীরে,
বয়স মেপে নাইবা হলাম পরিণত,
চিরকালই থাকবো আমি আমার মত।
"" "" "" "" "" "" "" "" #Isolated