Nojoto: Largest Storytelling Platform

কেজরীর ভিডিয়ো সরাতে বলে স্ত্রী সুনীতাকে নোটিস দিল্

কেজরীর ভিডিয়ো সরাতে বলে স্ত্রী সুনীতাকে নোটিস দিল্লি হাই কোর্টের, নির্দেশ ফেসবুক, ইনস্টা, এক্সকেও

গত ২৮ মার্চ কেজরীওয়ালকে আদালতে হাজির করানো হলে তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা শেয়ার করেন স্ত্রী সুনীতাও। সেই মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের একটি ভিডিয়ো সরিয়ে নিতে বলে তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়ালকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে ওই ভিডিয়োটি সমাজমাধ্যম থেকে সরানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবকেও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সমাজমাধ্যম কর্তৃপক্ষকে আদালত জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কিছু চোখে পড়লে তা-ও সরিয়ে দিতে হবে।

©BANGLE TIMES
  #Kejriwal