Nojoto: Largest Storytelling Platform

ইডেনে জসই বস্! শেষ বলে হার কলকাতার, ম্লান সুনীল না

ইডেনে জসই বস্! শেষ বলে হার কলকাতার, ম্লান সুনীল নারাইনের শতরান, ২ উইকেটে জিতে শীর্ষে সঞ্জুরা

ঘরের মাঠে জেতার কাছে পৌঁছেও হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। সুনীল নারাইনের দাপটে প্রথমে ব্যাট করে ২২৩ রান করে কেকেআর। জস বাটলারের শতরানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস।

ব্যর্থ হল সুনীল নারাইনের শতরান। ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। আরও একটি শতরান করলেন তিনি। ব্যাটারেরা দাপট দেখালেও কেকেআরের বোলারেরা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে থাকল কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল রাজস্থান।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচের নায়ক ফিল সল্ট। আবেশ খানের দুরন্ত ক্যাচে ১০ রানে ফেরেন তিনি। সল্ট রান না পেলেও আর এক ওপেনার নারাইন এই ম্যাচ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন তাঁরা।

©BANGLE TIMES
  #IPL_2024