Nojoto: Largest Storytelling Platform

তিন ম্যাচ পরে হার লখনউয়ের, কুলদীপের ঘূর্ণিতে জয়ের

তিন ম্যাচ পরে হার লখনউয়ের, কুলদীপের ঘূর্ণিতে জয়ের সরণিতে দিল্লি

জলে গেল আয়ুষ বাদোনির দুরন্ত অর্ধশতরান। ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি।

লখনউ সুপার জায়ান্টস- ১৬৭/৭ (রাহুল ৩৯, আয়ুষ অপরাজিত ৫৫, কুলদীপ ২০/৩)
দিল্লি ক্যাপিটালস- ১৭০/৪ (ফ্রেসার ৫৫, ঋষভ ৪২, বিষ্ণোই ২৫/২)
৬ উইকেটে জয়ী দিল্লি। 

 পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার। লিগ টেবিলে সবার শেষে পড়ে আছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে শুক্রবার লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারাতেই হত। কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) দুরন্ত বোলিং পারফরম্যান্সে সেই কাজটাই করল তাঁরা। কে এল রাহুলের (K L Rahul) লখনউকে ৬ হারিয়ে জয়ের সরণিতে ফিরল দিল্লি।

©BANGLE TIMES
  #IPL_2024 #DC_Beats_LSG