Nojoto: Largest Storytelling Platform

New aalap raju Quotes, Status, Photo, Video

Find the Latest Status about aalap raju from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, aalap raju.

    LatestPopularVideo

Ajay Mareniyan

কলমে✒মন(Rabina Sarkar)

#২৪৬৮ #আলাপ #Aalap

read more
শিকল ভেঙে,
সমাজ সততার পোশাক পরুক।
রাজনীতি, জাত পাত বিতর্কের মোড়ক চিরে,
ঘুরে দাঁড়াই একবার, সমাজ আরেকবার সোজা পথে হাটুক। #২৪৬৮ #আলাপ #aalap

SOMASHREE PAL

#২৪৬৮ #আলাপ #Aalap

read more
শুনেছ কি?
স্বপ্নভঙ্গের সেই ক্ষীণ আর্তনাদ,
শহরের অলি-গলিতে মিশে থাকা বিচ্ছেদর কাহিনী;
ধর্মান্ধদের গোঁড়ামি যে এখনও সম্পর্কের চেয়ে অনেক দামী! #২৪৬৮ #আলাপ #aalap

SOMASHREE PAL

#গল্পেমতি #আলাপ #Aalap

read more
ল্যাম্পপোস্টের ক্ষীণ- আলোয় পুবের জানালাটা উপচে পড়ার ভনিতায় ব্যস্ত।

ঘরটা এতক্ষণে পরিষ্কার; ওল্টানো আসবাবপত্র, ইতস্তত বিক্ষিপ্ত দ্রব্যাদি, মেঝেতে লেগে থাকা রক্তবিন্দু, চুঁইয়ে পড়া জলের নিম্নশব্দ আর এককোনে পড়ে থাকা নিথর দেহ- সবকিছুতেই যেন বিশ্বাসঘাতকতার স্পর্শ লেগে রয়েছে।

বারান্দায় এসে দাঁড়ালো হিয়া; আক্ষেপ নিশ্বাস ছুঁয়েছে তার; ভালোবাসা আর ছলনার সংজ্ঞা আজ জীবন দিয়ে অনুধাবন করেছে সে। #গল্পেমতি #আলাপ #aalap

SOMASHREE PAL

#বিদীর্ণগোলাপ #আলাপ #Aalap

read more
পুরোনো ডায়েরির পাতা ওল্টাতে ওল্টাতেই চোখে পড়ল শুকনো গোলাপটা; আজও সেইভাবেই রাখা, যেটা একসময় তাদের সম্পর্কটাকে শক্ত সুতোয় বেঁধেছিল।
"আজ যখন সম্পর্কটাই আলগা, তখন আর এটাকে নিয়ে কি হবে?... ফেলে দিলেই হয়।"
কিন্তু সবকিছু কি এত সহজে ঝেড়ে ফেলা যায়?
কিছু জিনিস যতই কষ্ট দিক, কষ্টগুলোও যেন খুব কাছের মনে হয়।
তাইতো, বিদীর্ণ গোলাপেরা বারে বারে, সযত্নে ডায়েরির ভাঁজেই রয়ে যায় । #বিদীর্ণগোলাপ #আলাপ #aalap

SOMASHREE PAL

#ভৌতিকগল্প #আলাপ #Aalap

read more
রাতের রজনীগন্ধা🌾
হলঘরের দৈত্যাকার ঘড়িটায় আবারও শব্দের ঝড়; 
ঘরের খোলা জানলার দিকে অপলক চেয়ে অনিমেষ।
বাইরে ক্রমবর্ধমান বৃষ্টির রেশ;
ব্যালকনির রজনীগন্ধার সুবাস সারা ঘরে ছড়িয়েছে;
বৃষ্টির রাত যে নিশার খুব কাছের;
হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিশ্বাস; কেউ যেন ফিসফিসিয়ে ওঠে,
"ভালোবাসায় বেঁধেছিলে যারে, সে কি তোমায় ভুলতে পারে....." #ভৌতিকগল্প #আলাপ #aalap

SOMASHREE PAL

#বিদ্যাসাগরস্মরণে #আলাপ #Aalap

read more
সেবার হোলিতে যখন হঠাৎ করেই চিরঞ্জীবের রাঙা আঙুল অপুর সিঁথি ছুঁয়েছিল; সেদিন ওই ধবধবে গালে যে রামধনু দেখা গিয়েছিল, আজ কেন তা নেই!

আজ অপুর বিয়ে; না চিরঞ্জীব নয়, বেকারত্বের বিভীষিকা যে এখনও বিদ্যমান।

গোধূলির শঙ্খধ্বনিও বুঝি আজ তার 'অপরাজিতা' নামটিকে নিয়ে তীব্র পরিহাসে ব্যস্ত।
     #বিদ্যাসাগরস্মরণে #আলাপ #aalap

SOMASHREE PAL

#হ্যান্ডশেক #আলাপ #Aalap

read more
বহুতল-অফিসের করিডোর; দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি;

- অভিনন্দন মিস্-সেন! 
   সত্যিই আপনার জবাব নেই, প্রেজেন্টেশনটা যা দিলেন; উফ্!
   এই অধমকে একটু করমর্দন করে ধন্য করুন। (হাত  বাড়িয়ে দেয় )
- না! ওটি হচ্ছে না; আর আমি আপনার মিষ্টি কথায় ভুলছি না, 
   চারশো-চল্লিশ ভোল্ট দ্বিতীয়বার খাবার আমার কোনো সখ নেই মশাই।
- (মনে মনে) না গো আজ আর হ্যান্ডশেক নয়....অন্য কিছুই শ্রেয়; 
   জানতাম হাত মেলাবে না।
  (প্রকাশ্যে) আচ্ছা, তাহলে অন্তত একটা অটোগ্রাফই দিয়ে যান।
- (খুশি হয়ে) এটা আর এমন কি! কিন্তু পেনটা....
- এই আমারটাতেই দিন বরং।
- বাপরেএএএএএএ...!!

তারপর!!....থাক আর বলব না, শুধু এটুকু বলতে পারি যে মিস্-সেন এরপর থেকে পেন ধরতে গেলে অন্তত দশবার ভাববেন। #হ্যান্ডশেক #আলাপ #aalap

SOMASHREE PAL

#শ্রদ্ধেয়বঙ্কিম #আলাপ #Aalap

read more
পাহাড়-প্রমান ঝাড়লন্ঠনটার দিকে স্হিরদৃষ্টিতে চেয়ে ছিল চন্দ্রশেখর। 
দীর্ঘ ত্রিশ বছর পূর্বের তার গুপ্ত অপরাধের সাক্ষ্য তো ওই বাতিটার নীচেই লুকানো আছে- মৃণালিনীর লাশ।
পণের টাকায় খামতি হওয়ায় বিবাহের একপক্ষকাল পরেই তো সে আর তার মা- ইন্দিরাদেবী মিলে তাকে চিরশয্যায় শায়িত করেছিল।
চিরশান্তিতে ঘুমাচ্ছে মৃণালিনী; শুধু ঘুম নেই চন্দ্রশেখরের চোখে, জোশের বশে করা অপরাধই আজ তার বিবেককে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে  অনবরত। #শ্রদ্ধেয়বঙ্কিম #আলাপ #aalap

SOMASHREE PAL

#বিদীর্ণগোলাপ #আলাপ #Aalap

read more
"প্রেমের প্রত্যাখ্যান...ফলস্বরূপ অ্যাসিড রেন";- এটা যেন এখন ট্রেন্ড হয়ে গেছে।
 বারকতক প্রপোজ করার পরেও সদুত্তর না পেয়ে অভিও সেই একই পথ অনুসরণ করল।
আর তনু... সে তো সেদিন অভির ডাকে সাড়া দিতেই গিয়েছিল; ভিতরে ভিতরে সে ও যে অভির প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল।
কিন্তু কে জানতো ওদের গল্পের উপসংহারটা এরকম হবে!
তনুর হাতের সেদিনের সেই লাল পাপড়িগুলো যত্নের অভাবে বিদীর্ণ গোলাপের রূপ নেবে।
 #বিদীর্ণগোলাপ #আলাপ #aalap
loader
Home
Explore
Events
Notification
Profile