Nojoto: Largest Storytelling Platform

New bengal Quotes, Status, Photo, Video

Find the Latest Status about bengal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bengal.

    LatestPopularVideo

Khusantor Bengali Music

Aar Koto Raat Eka Thakbo | Chokher Aloye | Asha Bhosle | Bengali Song #KBMusic #Naturesong #KhusantorBengaliMusic #SongsShorts #Bengalisong #Life #AshaBhosle #bengalireels #SongsReels #BengaliShorts #ChokherAloye

read more

Khusantor Bengali Music

Premero Aynate Mukh Dekhe | Lal Pan Bibi | Kavita Krishnamurthy | Kumar Sanu | Bengali Song #KBMusic #KhusantorBengaliMusic #Naturesong Ben #Videos #Bengalisong #bengalireels #BengaliShorts #BengaliSongsReels #OldBengaliSongs #BengaliSongaShorts

read more

Khusantor Bengali Music

BANGLE TIMES

Ananta Dasgupta

ফাঁকা
(Part 6.1- The influence)

©Ananta Dasgupta #flowers #bengaliquote #bengalistory #anantadasgupta

Ananta Dasgupta

Men walking on dark street একটা চিতকার আছে লুকিয়ে ভিতরে, শুনতে পারবে কি? 
কিছু কথা আছে বলার জন্য, একটু সময় দিতে পারবে কি? 
আমি স্বার্থপরের মত চাই তোমাকে, আমার স্বার্থ পুরো করতে পারবে কি? 
একটা অব্যক্ত কষ্ট আছে মনের ভিতরে, কম করতে পারবে কি? 
তোমার মনের বাস্তবতা দেখতে চাই, দেখাতে পারবে কি? 
এক ভাগ অভিমান জমে আছে, ভাঙ্গতে পারবে কি? 
ক্লান্ত হয়ে গেছি এক জায়গায় দাড়িয়ে, একটু মাথা ঠেকাতে পারবে কি? 
একটা আশা নিয়ে বেঁচে আছি, পুরো করে দিতে পারবে কি?
ঝড় বয়ে যাচ্ছে যার থামার নাম নেই, সেটা থামাতে পারবে কি? 
প্রতিদিন একটু একটু করে শেষ হচ্ছি, আমাকে সাহায্য করতে পারবে কি?

©Ananta Dasgupta #Emotional #anantadasgupta #Bengali #bengalipoetry #bengaliwriting

Ananta Dasgupta

অন্তরাল
(Page 2)

©Ananta Dasgupta #Animals #anantadasgupta #bengalistory

Ananta Dasgupta

White একটি চিঠি লিখে কখনো বোতলের মধ্যে রেখে ফেলে দেব। 
তুমি তো সমুদ্র ভালোবাসো। 
দেখাই যাক, এই পাগলামি তে চিঠি তোমার কাছে পৌঁছায় কি না!

©Ananta Dasgupta #SunSet #anantadasgupta #bengaliquote #incompletelove #bengaliwriting

Ananta Dasgupta

দিতির কথা শুনে ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকাল। কিছুক্ষণের জন্য ও বিশ্বাস করতে পারেনি কি অয়ন বিয়ে করবে। 

"এর কথায় কান দিওনা। দিতি সবাইকে বলে অয়ন ওর বর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা পালটে যায়।" ঈশার হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করার জন্য আর্য আসল কথাটা পরিষ্কার করে বলল। ততক্ষণ অয়ন আর সঙ্কল্প সিগারেট খেতে খেতে কথা বলছে। 

"ও হঠাৎ এখানে?" সঙ্কল্প জিজ্ঞাসা করল

"ইন্টারভিউ আছে আজ। ওর মাঝে দেখা করতে এসেছে।" অয়নের কথার কোনো পাত্তা দিল না সঙ্কল্প। 

প্রায় সিগারেট শেষ হওয়ার মুখে সঙ্কল্প বলল- "আসলে একটা কথা বলব। তুই যতই কষ্টের মধ্যে থাক, যতই ছটপট করিস না কেন! তুই ওকে ছাড়তে পারবি না। যদি ও চলেও যায়। তাই তো!"

"এটা কিন্তু তুইও জানিস কি ওর আমার লাইফে থাকা কি মায়নে রাখে। আমি ওকে আমার মত রেখেছি। ও কি ভাবে রেখেছে, কিংবা রাখেনি, সেটা ওর ব্যপার।" অয়নের কথা শুনে সঙ্কল্প কিছু না বলে চলে গেল। 

অয়নের চেহারার অবস্থা দেখে ঈশা আর কোন কথা বাড়াল না। বরং ও বাকি কলিগদের সাথে গল্প করছে। 

অয়ন একটা সিগারেট ছেড়ে আরেকটা ধরাতে যাবে তখন ঈশা আসল- "তুমি না বললে কি তুমি নেশা কমাচ্ছ। দেখে তো মনে হচ্ছে না।"

অয়ন কিছু না বলে ওর বন্ধুদের দিকে ইশারা করল এগোতে। বিল পেয়মেন্ট করার পর ও ঈশার দিকে ঘুরে বলল- "আমি বলেছি আমার মেডিকেশন চলছিল, এইটা বলিনি কি আমি কমিয়ে দিয়েছি। আর এমনিও, আমার নেশা কমলেও বা কি আর বাড়লেও বা কি? তোমার কি যায় আসে?"

"অনেক কিছু।" ঈশা কথাটা একটু জোরে বলেছে কিন্তু অয়নের এই অধিকার বোধ মনে হল না।

"একটা কথা বলছি। প্রত্যেক মানুষের বেচে থাকার জন্য একটা ডিপেন্ডেন্সি লাগে। আমার ডিপেন্ডেন্সি হল এইটা। আমাকে শান্ত রাখে আর আমি কাজে মন লাগাতে পারি। এমন তো হবে না কি আমি যদি অস্থির হয়ে যাই আর তোমাকে খুঁজি তাহলে তুমি সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসে যাবে!" অয়ন বলে সিগারেটের শেষ ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিল। 

"আর যদি এসে যাই!" ঈশার কথা শুনে অয়ন ঘুরে ওর দিকে তাকাল। এই বার ওর অধিকার বোধ মনে করল। 

"এই সবে তোমার ক্ষতি হবে, তাই বললাম।" ঈশা প্রত্যেক বারের মত এড়িয়ে গিয়ে অন্য কথা বলল।

©Ananta Dasgupta #anantadasgupta #Storywriting #absence #incompletelove #Bengali #bengaliwriter

Ananta Dasgupta

অয়নের কাছে কোন উপায় নেই আর। এত দিন পড়েও যদি কোন একটা যায়গায় ও দুর্বল রয়েছে তো ঈশা হল সেই জায়গা। 

"তোমার বিয়ের পর আমি প্রায় এক মাস নানান জিনিসের মধ্যে জড়িয়ে যাই। স্মোকিং, প্যানিক এট্যাক, ইনসমনিয়া..... মেডিকেশনের মধ্যে ছিলাম আর একমাত্র সংকল্পই ছিল যে আমার সমস্ত বৃত্তান্ত জানত। আমার প্রতি বন্ধুত্বর জন্যই ও এই সবের কারণ তোমাকে ভাবে।" অয়ন একটু থামল যখন ঈশার মুখে একটা চাপা কষ্ট দেখতে পেয়েছে। 

"কারনটা খুবই বোকা বোকা, এইজন্যই তোমাকে বলছিলাম না। প্লিজ়, কিছু মনে কর না।" অয়ন না চেয়েও এই এত দিনের কথা বলে দিয়েছে। ঈশা বুঝতে পাড়ে অয়ন কোন পরিস্থিতি দিয়ে গেছে, হয়তো এখনও যাচ্ছে। কিন্তু ওর কাছে কিছু করার নেই। ঈশা যেই রাস্তায় এগিয়ে গেছে, ওখানে দুর দুরান্তের মধ্যেও অয়ন আসেনা। 

"পেয়ে গেছ উত্তর। হয়েছে শান্তি। চলো এবার।" অয়ন আর ঈশা এগিয়ে গেল একটা স্টলের দিকে। 

"কিরে? কতখানি সময় লাগে তোর? লিফটেও মিটিং নিচ্ছিলি?" অয়নের হাতে চা দিয়ে কার্তিক জিজ্ঞাসা করল। 

"না, না। যতক্ষণ দিতি আসবে না, ও নিচে আসেনা।" পিছন থেকে রহিম বলল। ঈশা এই সব দেখছে কিন্তু ওর নজর সংকল্পের দিকে। 
"তোরা থামবি? এমনিতেই আমার মুড ভালো নেই।" অয়ন এই কথাটা শেষ করতেই ওকে পিছন থেকে একজন জড়িয়ে ধরে। এক সেকেন্ডের জন্য ঈশাও অবাক হয়ে গেছে। 

"কি হয়েছে তোমার? তোমার কিছু হলে আমার ভালো লাগে না। তুমি একবার বলো, আমি কি করব?" অয়ন বুঝতে পারে এইটা দিতি। 

"আপাতত আমাকে ছার। এই করে গত বার আমার সাদা শার্টে চা ফেলে ছিলি।" দিতির হাত ধরে ওকে সামনে দাড় করায়।

"এই নাটক রোজ হয়।" অয়ন ঈশার দিকে তাকিয়ে বলল। "তোমার পরিচয় করিয়ে দেই। এরা আমার ডিপার্টমেন্টের লোক।" 

"কার্তিক, রহিম। সামনে যে বসে আছে ও হল আর্য। সংকল্পকে তুমি দেখে নিয়েছ আর এ হল দিতি।" 
অয়নের পরিচয় করাতেই, দিতি সামনে এসে বলল- "অয়নের হবু স্ত্রী।"

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Storywriting #bengaliquote
loader
Home
Explore
Events
Notification
Profile