Nojoto: Largest Storytelling Platform

Best স্মৃতির Shayari, Status, Quotes, Stories

Find the Best স্মৃতির Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 33 Stories

Jayanta Roy

#স্মৃতির ঘ্রান#

read more

করতলে আমি মুখ নামিয়ে স্পর্শ করি বৃষ্টিঘ্রান;
তারপর বেশ খানিকটা স্মিত হাসি খেলে যায় আমার মুখে,
এমন প্রায়ই একটা বিকেল এলোমেলো হয়ে থাকতো টেবিলের উপর,
ভেসে বেড়াতো তোমার খয়েরি
চুলের গন্ধ |
আমি অসম্ভবকে চিরটাকাল তোমার অভিমান বলে জেনেছি;
শরীরকে জেনেছি এক অপার্থিব সেতু বলে,
যে সেতু হৃদয় থেকে হৃদয় বসন্তের হাওয়া পারাপার করে,
আমি প্রতিদিন জন্মের শুভক্ষণ থেকে চুঁইয়ে পড়েছি
উল্কার আলো হয়ে,পাশ ফেরো,পৃথিবীর ঘাসে ঘাসে চোখে পড়বে আমার উজ্জ্বল উপস্থিতি;
আমার নির্বাক স্মৃতিচিহ্ন;
আগুন হাতে হেঁটে চলা মানুষ,
মধ্যরাতের কানাগলি--
আমার উষ্ণ কপালে এবেলা প্রবল তৃষ্ণা,
একবিন্দু মাধুর্যতা ওষ্ঠ থেকে গড়িয়ে পড়ার আগেই,
তোমার গলা জড়িয়ে জ্বরের ঘোরে মা ডেকে ফেলি | #স্মৃতির ঘ্রান#

Jayanta Roy

সুপ্রভাত বন্ধুরা, আজ আমার সাথে #Collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #স্মৃতির শহর# #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada

read more
অবারিত নীল কুয়াশায় মূর্ছিত আমার যত নাগরিক পাপবোধ;বাষ্পরুদ্ধ সব অনুভূতি|
যখন স্মৃতির সরণি ধরে বারবার এই দেশান্তরী
হৃদয় ফিরে গেছে চেনা শহরে;নিয়নসিক্ত রাজপথ,শতাব্দী প্রাচীন বাড়ি,বাড়ির পাশে জমে থাকা রাত্রি,থমকে যাওয়া হাওয়া,হাওয়া সাঁতরে আসা বৃষ্টিছাট,চিরটাকাল ঠাঁই দিলো না আমাকে|আমার সদ্য ঘুম ভেঙে বড় হয়ে ওঠা,
আমার পেটের নীচে দন্ডায়মান জীবিকা আমায় নিয়ে আছড়ে ফেললো কোনও পারাপারহীন সাগরপারে;আমার দিনের সূর্য এখন বহুতল জানলার কাঁচে,আর অস্তরাগ দূর দূরান্তের সুদৃশ্য নগর-বন্দরে,তবে আমার রাতগুলো নিঃসঙ্গ শূন্যতায় ভরা,নাভিমূলে একটা পরিচিত সত্তা,প্রসব বেদনার মতোই যন্ত্রণাদায়ক,তারপর তার জন্ম হয়,সে হামাগুড়ি দিতে শেখে,হাঁটে একপা দু পা করে,অবশেষে দৌড়ে ছুট লাগায় আমার স্মৃতির শহরে,আমার অভিমানী আত্মা শান্তি পায়.... বাবা-মা তোমরা ভালো থেকো,ভালো থাকুক আমার পাড়াপ্রতিবেশী,
ভালো থাক আমার শহর,আর আমার ছোটবেলার খেলার সাথীরা....  সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#স্মৃতির শহর#
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada

Julle Banerjee

#স্মৃতির ডাইরি

read more
যদি কখনো বৃষ্টি নামে অবুঝ নয়ন হতে
ব্যথার কাজল ধোয়া জলে।
স্মৃতির আঁচলে ঢেকে রেখো বুঝতে দিওনা তাকে
রাতের তারা আমায় জাগিয়ে রাখে।
কখনো যদি বসন্ত ফিরে আসে
 হিমেল পরশ গায়ে মেখে।
অবুঝ মনে ফিরিয়ে  দিওনা তাকে।
তুমি সেই অবেলার ব্যাথা
তোমার সেই না বলা কথা
স্মৃতি ঘেরা রূপকথা।
 #স্মৃতির ডাইরি

Tinku Ranjan Mitra

আজ Sree Banerjee -এর লেখা এই দুটি লাইন রইলো তোমাদের জন্য। #Collab করো দু'লাইনে তোমার মনের ভাবনা, অবশ্যই অন্ত্যমিল রেখে। *শর্তগুলি হলো: ১) উষ্ণীষ-এর দেওয়া কোলাব লাইন দুটির শেষ শব্দের সাথে তোমার লেখা লাইনের শেষ শব্দের যেন অন্ত্যমিল হয়। ২) লেখার সময় অবশ্যই তোমার কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো। _____________________________ #YourQuoteAndMine #হৃদয় #স্মৃতির #ushnish #collabwithushnish #যেসুখস্মৃতি

read more
স্মৃতির আকাশে যখন মেঘ জমত, যুক্তির যুদ্ধে লড়েছি একমনে;
চেয়েছিলাম শুধু ওড়াবো বিজয় নিশান, বসাবো তোমায় হৃদয় আসনে। আজ  Sree Banerjee -এর লেখা এই দুটি লাইন রইলো তোমাদের জন্য। 

#Collab করো দু'লাইনে তোমার মনের ভাবনা, অবশ্যই অন্ত্যমিল রেখে।

*শর্তগুলি হলো: ১) উষ্ণীষ-এর দেওয়া কোলাব লাইন দুটির শেষ শব্দের সাথে তোমার লেখা লাইনের শেষ শব্দের যেন অন্ত্যমিল হয়।
২) লেখার সময় অবশ্যই  তোমার
 কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো।
_____________________________

Tinku Ranjan Mitra

💔🕊💔🕊💔🕊💔 🙏কোলাবে অনুরোধ রইল 🙏 #আজ তুমি দুরে দেশে #💔🐇💔🐇💔 #কলমেসোনা #yqbaba #yqdidi #YourQuoteAndMine #স্মৃতির #নীরবে

read more
জড়িয়েছি আমি অজানাকে ভালোবেসে, মরছে হৃদয় স্মৃতির ভাঁজে; 
নিশীথিনীর আঘাত অসহিষ্ণু জেনেও, তুমিও তো গেলে নীরবে চলে। 💔🕊💔🕊💔🕊💔

🙏কোলাবে অনুরোধ রইল 🙏


#আজ তুমি দুরে দেশে
#💔🐇💔🐇💔
#কলমেসোনা

Tinku Ranjan Mitra

#yqdada #bestyqbengaliquotes #স্মৃতির #জোছনা #রাত #tinku_ranjan_mitra #বাংলা_কবিতা poetry

read more
স্মৃতির কুটির সজ্জিত ধাপেধাপে ,
দুঃখ ভরা হৃদয় আকাশ, বিরহের তীব্রতা মাপে।
স্মৃতিরা খেলছিলো জোছনার সাথে ,
ডুবে গেছে আজ চিরতরে, নীরবে অমাবস্যার রাতে।  #yqdada #bestyqbengaliquotes #স্মৃতির #জোছনা #রাত #tinku_ranjan_mitra  #বাংলা_কবিতা #poetry

Tinku Ranjan Mitra

#স্মৃতির #বাংলালেখা #কবিতা #বাংলা #Bengali #bestyqbengaliquotes poetry

read more
স্মৃতির চিলেকোঠায় অ-জানতে ভাসে আজো,
রং মাখানো ডানা উড়ে প্রজাপতির মতো। 
সবুজ ঘেরার ফাঁকে রাঙ্গা পাপড়িতে সাজো,
প্রেম ঘ্রাণে বিলাতাম লুকানো সুবাস যত। #স্মৃতির #বাংলালেখা #কবিতা #বাংলা #bengali #bestyqbengaliquotes #poetry

Tinku Ranjan Mitra

#খেলা #বাংলালেখা #দুলাইন #Challenge #yqdada #tinku_ranjan_mitra #স্মৃতির

read more
কেউ ডোবে, কেউ বা পাড় পায় স্মৃতির ভেলায় ,,,,
তোমারও লড়াই অস্তিত্বে, স্বপ্নচোখে জয়ের খেলায়। #খেলা #বাংলালেখা #দুলাইন #challenge #yqdada #tinku_ranjan_mitra #স্মৃতির

Tinku Ranjan Mitra

#piccontest13 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest13 #Bengali #YourQuoteAndMine #bengaliquotes #স্মৃতির #yqbengali

read more
           #স্মৃতির আকাশ
           ✍#টিংকু রঞ্জন মিত্র 
""""""""""""""""""""""""""""""""""""""""
আজ স্মৃতিরাও মেলছে ডানা, 
                         মনের মুক্ত আকাশে ; 
স্বপ্নসিঁড়ি বয়ে, তোমায় নিয়ে, 
                      পাড়ি দিব চাঁদের দেশে।

জোছনার লগ্নে উড়বি তুই, 
                      নাইবা হলি দিকভ্রান্তর ; 
নিজ খেয়ালে ছড়াবি মুঠোসৌরভ, 
                            এপান্তরে ওপ্রান্তর। #piccontest13

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest13

Kalam

#poem

read more
বহু বসন্ত একাকী বসে কাটিয়ে দিলাম
 আমরা দুজনে জীবনের দুটি প্রান্তে। 
জীবনের ভাঙাগড়ার গল্পটা  
মন পেতে শোনাও তো হল না কখনও।
আচ্ছা! তুমি কখনও শুনেছ সে গল্প?
পাখিদের কাছে শুনেছি সে গল্প নাকি অমৃত.....
জীবন সার্থক করে দেয়। 
আমাদের মাঝে এই যে কয়েক পায়ের ব্যবধান 
যেন তা কয়েক জনমের দূরত্ব হয়ে গেছে..…..
চাইলেই আর তা ঘোচাতে পারবো না।
মিঠে কিছু স্মৃতির হাতছানিই এখন ভরসা
তোমার শীতল স্নিগ্ধ বৃষ্টিতে ভেজার জন্য।
তোমার মনেও হয়তো কখনও বৃষ্টি নেমে আসে,
হয়তো তুমিও ভিজিয়ে নিয়েছো তোমার আঁচল,
আমি জানি না। 
না, আমি জানি না এই দূরত্ব কমাবো কিভাবে? 
আদৌও কমবে কি না? 
তবু আশা রাখি, 
ভিজবো আমরা দুজনে স্মৃতির বৃষ্টিতে 
অকারণে, অবেলায়,  কোনও একদিন 
একসাথে।
loader
Home
Explore
Events
Notification
Profile