Nojoto: Largest Storytelling Platform

Best একটা_বাজে_লেখা Shayari, Status, Quotes, Stories

Find the Best একটা_বাজে_লেখা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 182 Stories
    PopularLatestVideo

Sangita Saha

Done. Ei dutoi repost korar chhilo😶 nijer lekha kei jokhon split kore mane pai bes ekta valolaga kaj kore😷 #piu_sangita #কৃষিতা #একটা_বাজে_লেখা

read more

আমি শুকিয়ে যাওয়া দিনের হাওয়ায় 
বাড়ির চাল উড়তে দেখেছি, 
জানলা নেই কোথাও কোনো।
জায়গা ছোটো করে দিচ্ছে আমায়
বাম পাশে সারানো মাত্র দরজা ভাঙে। 

আমাদের উঠোন দেখে নিষ্ঠুর হাসছে 
ছা-পোষা একটা ভীতু সম্প্রদায়। 
মিল খুঁজে পাই।

তোমাদের ঈশ্বর আছে। তোমরা ঈশ্বরে থাকো। Done. Ei dutoi repost korar chhilo😶 nijer lekha kei jokhon split kore mane pai bes ekta valolaga kaj kore😷

  
#piu_sangita 
#কৃষিতা
#একটা_বাজে_লেখা

Sangita Saha

Lekha ta purono. Er kichu kichu ongso as an individual repost korte ichchhe holo r ki😊 #piu_sangita #কৃষিতা #একটা_বাজে_লেখা

read more
যাদের বাড়ি যাওয়ার রাস্তায় আগাছা ঝোপঝাড় 
বরাবর বলি ঈশ্বর আছেন।

অপরূপ নির্যাতন চলবে বলতে পারি তোমায়
বাইরে এসে মুখ থুবড়ে তোমার পড়ার ঘর। 
ঘর উপচে জল
ধুয়ে যেতে পারে সমস্ত স্বপ্ন দেখার রাস্তা
ঈশ্বর মরে যেতে দেন না। 
তুমি শিখবে, বীভৎস;
অস্তিত্বের ভিজে কাঠ। জ্বলে যাবে কোনোদিন!
অপেক্ষা করো।

যাদের দেখে কবিতার বদলে ঈর্ষা লিখছি, 
এরা আসছে সরাসরি ঈশ্বরের বাড়ি থেকে। Lekha ta purono. Er kichu kichu ongso as an individual repost korte ichchhe holo r ki😊
  
#piu_sangita 
#কৃষিতা
#একটা_বাজে_লেখা

Sangita Saha

#বিশ্রী_অঘটন_ঘটে_কবিতায় #piu_sangita #একটা_বাজে_লেখা

read more
গুরুত্ব কমছে বলে পায়ের নীচে এমন ছড়িয়ে যাওয়া

আকাশ থেকে ডাক দিয়ে, রঙিন জলে মুখ দেখে
সারা রাস্তা জুড়ে সে কি বন্যা! মাটি দাঁড়ায় না
ওরই বা কি করার আছে?
ঝোলায় ভর্তি উপড়ে ফেলা গাছ নিয়েছে।
ঘাসফুল শরীর তিরতিরে সুখ
আমাকেই অহেতুক মাটি গড়া শিখিয়ে কি হবে?
এভাবে চেতনার কাছে মাথা ঠোকা...
বিশ্বাস করো, তুমিই ঠিক!
আমি বিচ্ছিরি রোদে রশ্মিমূলক ভেসে যাই। 
হঠাৎ দেওয়াল ছোটো হলে সমস্ত জ্যোৎস্না 
কেড়ে নিয়ে গেছে। কাঁপা দেহ আর যাই হোক
আমার নয়। রাতের নয়। আমি নই

বিন্দু ঘামে যা কিছু ফুটে যায়, তোমার ঝোলা সবুজ হতো যদি!
শেকড় থাকাটা জরুরী। 
অথচ "ভালোবাসা"র ক্ষমতা সীমিত-ই। গলা আছে। ডাক নেই #বিশ্রী_অঘটন_ঘটে_কবিতায়
#piu_sangita 
#একটা_বাজে_লেখা

Sangita Saha

#আলোহয়েআসারআগে #piu_sangita #কৃষিতা #একটা_বাজে_লেখা

read more
|| জলপ্রপাত ||
              
আলো হয়ে আসার আগে, 
আরো কিছুক্ষণ বিষণ্ণ থাকো। 

যে মুখে একটুও মেদ বেঁচে নেই, 
তার ধ্বংসপ্রবণতার সামনে উঠে দাঁড়াই।
দুনিয়ার এমন কোন্ হাত অস্ত্রের মতো
ধারালো নয়? পরিচয়পত্র আছে তোমার?
শিশুর সাথে খেলতে দেখিনি এমনটা নয়
রুফটপে রাতবিরেতে দাঁড়িয়ে থাকার
অভ্যাস নেই, তাও বলছি না!

মানুষকে আমি পাহাড় হতে দেখেছি।
যে প্রতিধ্বনি তোমার বুকে আঘাত করে
ফিরে ফিরে আসে, 
যেন মৃত মানুষের কানে না বাজে!

আমার অঞ্চলে নদীর গতিপথ হারিয়ে 
যাওয়ার আগে একটি বার
                                  তুমুল হয়ে নে 
                                                        মে 
                                                              এসো। #আলোহয়েআসারআগে
#piu_sangita
#কৃষিতা
#একটা_বাজে_লেখা

Sangita Saha

#piu_sangita #কৃষিতা #একটা_বাজে_লেখা #একটা_জলের_মতো_লেখা

read more
আমার নাগালে এ'দের বাড়ির উঠোন। ইচ্ছে মতো
তোমাকে চৌকাঠ বানাই। জানলা দেখাই  
সমস্ত আসন্নপুরের দরজা বন্ধ করে দিতে পারি।
ইচ্ছে মতো তোমার ভেতর তোমাকে নির্বাসন
দিই। যাদের বাড়ি যাওয়ার রাস্তায় আগাছা ঝোপঝাড় 
বরাবর বলি ঈশ্বর আছেন। চোখ মেলে দেখো
অপরূপ নির্যাতন চলবে বলতে পারি তোমায়
বাইরে এসে মুখ থুবড়ে তোমার পড়ার ঘর। ঘর উপচে জল
ধুয়ে যেতে পারে সমস্ত স্বপ্ন দেখার রাস্তা
ঈশ্বর মরে যেতে দেন না। তুমি শিখবে বীভৎস
অস্তিত্বের ভিজে কাঠ। 
যাদের দেখে কবিতার বদলে ঈর্ষা লিখছি, 
এরা আসছে সরাসরি ঈশ্বরের বাড়ি থেকে

আমি শুকিয়ে যাওয়া দিনের হাওয়ায় বাড়ির চাল
উড়তে দেখেছি, জানলা নেই কোথাও কোনো।
জায়গা ছোটো করে দিচ্ছে আমায়। বাম পাশে
সারানো মাত্র দরজা ভাঙে। ঈশ্বর এখানে থাকতে আসেন না 
আমাদের উঠোন দেখে নিষ্ঠুর হাসছে 
ছা-পোষা একটা ভীতু সম্প্রদায়। মিল খুঁজে পাই।

তোমাদের ঈশ্বর আছে। তোমরা ঈশ্বরে থাকো। #piu_sangita
#কৃষিতা
#একটা_বাজে_লেখা
#একটা_জলের_মতো_লেখা

Sangita Saha

References : - 1) Christian Scripture. 2) The song "Nao" written by Ritam Sen, sung by Prasenjit Mukherjee. 3) Salt March by M.K. Gandhi. #একটা_বাজে_লেখা #কৃষিতা #piu_sangita

read more
সকালের হালফিলে-রঙে কি খুঁজবো
এ সংশয়ের আপেল ফালি ছাড়া?
তোমার হানা দেওয়ার অভ্যাস, অথচ
তুমি জানোনা কিচ্ছুটি!

নাও আপেল লাল, দুঃখ উদযাপিত
নাও! বিশ্রী মোহ নাও

আমার সাথে দেখা করার যে তাড়া
ফেলেছো দরকারী তারিখে। জানছো
লাল গোলের ভেতরেই ছুটি!

রুমাল-মন, ফেরাও আজ অভিযানের ডাক
ছুঁয়ে গেলে, নোনার আবিষ্কার।
দাও রমণী গান, বা বিপ্লবী প্রাণ
দাও, স্তব্ধ মোহনাও। References : -
1) Christian Scripture.
2) The song "Nao" written by Ritam Sen, sung by Prasenjit Mukherjee.
3) Salt March by M.K. Gandhi.


#একটা_বাজে_লেখা 
#কৃষিতা

Sangita Saha

এমনিই #তুমি_ও_বাদ_বাকি(২) #piu_sangita #একটা_কিরকম_লেখা_রে_বাবা #কৃষিতা♥️ #একটা_বাজে_লেখা

read more
       || তুমি ও বাদ বাকি ||

অলিন্দ্যের অনিয়মিত ইতিহাসে যে শরীর অভ্যস্ত
ঈশ্বর সমান মোহকাক। ভাগ করে নিই জন্ম
সিঁথি বরাবর-
তোমাকে ছুঁয়ে ফেলার দিকে ঘাসফুল বৃত্তান্ত,
সূর্যোদয়। শিশুমুখে সদ্য পাঠের প্রবণতা

অন্যদিকে ফিরে যাওয়ার রাস্তা। তোমার মতো,
বসিয়ে রেখে, কিছু
অস্ত গিয়েছে অন্ধ বিচারক;
ল্যান্ডমার্ক।

আরও কত প্রস্তাব মাটি হয়ে মিশে যাবে 
প্রত্যাখ্যানের লিপলকে? এবং শেষ 
ট্রাইব্যুনাল, কবিতায়। এমনিই
#তুমি_ও_বাদ_বাকি(২)
#piu_sangita 
#একটা_কিরকম_লেখা_রে_বাবা
#কৃষিতা♥️
#একটা_বাজে_লেখা

Sangita Saha

এমনিই #তুমি_ও_বাদ_বাকি(১) #piu_sangita #একটা_কিরকম_লেখা_রে_বাবা #কৃষিতা♥️ #একটা_বাজে_লেখা

read more
|| তুমি ও বাদ বাকি ||

ভীষণ ভাবে ভালো লাগার জন্যে
শুধু তুমি যথেষ্ট নও
লতাপাতাহীন খরা মৃদু কন্যে

তোমাকে পাবো ভেবে মৃত্যুর পাশে
মোটিভেশনাল গীতা
খুঁড়ে নেওয়া অক্ষর একান্নে
উলুকসুলুক মন ও
স্কচ-কবিতা।  এমনিই
#তুমি_ও_বাদ_বাকি(১)
#piu_sangita 
#একটা_কিরকম_লেখা_রে_বাবা
#কৃষিতা♥️
#একটা_বাজে_লেখা

Sangita Saha

এমনিই #piu_sangita #একটা_কিরকম_লেখা_রে_বাবা #একটা_বাজে_লেখা #কৃষিতা♥️

read more
রাংতায় মোড়া জ্যোৎস্না বিষণ্ণ প্রতিবেশীর মুখে প্রচ্ছন্ন যে আলো সৃষ্টি করে তার প্রতি সহনশীল হওয়া পর্যন্ত ঠিক ছিল! জানলা দিয়ে তাকালে, সকালের এক ব্যাগ সবজি, দুটো ইতস্ততঃ চোখ। সবুজ আলো ঢুকিয়ে নিই, যে কোণে রোদ পৌঁছায় না। তার হাতে বোঝা বেড়ে মেঘের জমাট, গ্রানাইট পাথর অথচ আমি রং মেখে দু'বেলা ইনফ্লেশন, বাবাকে হত্যা, সাত সমুদ্রের চারপাশ ঘুরে সন্ধ্যে হলে জানলার মতো সহজাত হতে দেখি প্রতিবেশীকে। দারুণ ভাবে রপ্ত করছি ওঁর, রাংতার প্যাঁচ খুলতে খুলতে, পেট ভরানোর দক্ষতা। আরো একটা আলো 
নিভে গেলে বিষণ্ণ ঘোমটা টেনে নেয়; ভিন্ন হতে পারিনা। দুজনের সংসারে ঢুকে পড়ছে অর্থনৈতিক অক্ষমতা, ঐতিহাসিক রেপিটেশন- 
পারিবারিক কানেক্টিভিটির ব‍্যস্তানুপাতে।

আমরা, হেরে যাওয়ার পার্শ্ববর্তী কারফিউ এলাকায়,
মুখ ডুবিয়ে বেঁচে যাবো ভাবি... এমনিই

#piu_sangita 
#একটা_কিরকম_লেখা_রে_বাবা
#একটা_বাজে_লেখা 
#কৃষিতা♥️

Sangita Saha

কিচ্ছু না জাস্ট। এমনি। না পোস্টালেও হতো। #একটা_বাজে_লেখা #একটা_কিরকম_লেখা_রে_বাবা #কৃষিতা #piu_sangita

read more
হাত ধরো আমার
কিছুটা হেঁটে যাই এমনি
আমি জানি তুমি বিশ্লেষণ
চাও না। আমিও সে ভাবে 
আয়োজনহীন। বুনো অঙ্গন।

যদি হাত ধরো আমার

(ঘুরতে ঘুরতে 
শিকারীর চক্র কাটায়
পাখার ব্লেডে শুকিয়ে যাবে 
জানি থেমে যাবে
রক্তাক্ত সময়)

ডুবে থাকার মৃত্যু ভয়! কিচ্ছু না জাস্ট। এমনি। না পোস্টালেও হতো।
 
#একটা_বাজে_লেখা 
#একটা_কিরকম_লেখা_রে_বাবা
#কৃষিতা
#piu_sangita
loader
Home
Explore
Events
Notification
Profile