Nojoto: Largest Storytelling Platform

Best নাম Shayari, Status, Quotes, Stories

Find the Best নাম Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 31 Followers
  • 88 Stories
    PopularLatestVideo

Shankar Nath Upadhaya

#নাম বিরহের দেনা #কবিতা

read more
ইচ্ছে গুলো দিলাম তোকে নাম বিরহের দেনা 
এমন যদি হয় না ফিরি দিস পরিয়ে ডানা

©Shankar Nath Upadhaya #নাম বিরহের দেনা

BIDISH GOSWAMI

#বৃষ্টি , #নাম

read more
বৃষ্টিয়ে যি পৃথিৱী চুলে,
ডাৱৰে যি আকাশ ধাকিলে,
কোনোবাই জাম,
আৰু কোনোবাই তেওঁৰ নাম মনত পেলালে। #বৃষ্টি , #নাম

𝑺𝒖𝒃𝒊𝒓𝒆𝒔𝒉

#নাম #Bengali #leftalone #thought

read more
নাম /সুবীরেশ 

তুমি তো আমাকে দিয়েছো নাম, 
ভালোবাসার নয় ঘৃণার বদনাম, 
সেই ছোটবেলা বাবা মা দিয়েছিলো ভালোবেসে যে  নাম, 
সে নাম গেছে হারিয়ে, এখন শুধুই বদনাম, 
তুমি তো দিয়েছো সেই নাম, 
কেন মনে নেই, 
যেদিন আমার হাত ছেড়ে ধরেছ অন্যের হাত, 
ভালোবাসার বিনিময়ে শুধু প্রত্যাঘাত, 
দিতে পারিনি কোনো বাঁধা, 
ছেড়ে হয়তো গেছো, দিয়ে গেছো নাম শুধুই বদনাম, 
তোমার নামেই আমার নাম, না, না এ নামে আমি না, 
তোমরাই দিয়েছো যে.... কেন কে জানি না.... #নাম #Bengali 

#leftalone

DEBABRATA MALLICK

#নাম

নদীর নাম শূন্যতা
আর ভোরের নাম স্থবির
মেঘের নাম ইমন দিলাম
রোদের নাম কবি।

চোখের নাম চুম্বক
আর চাউনির নাম ভ্রূ
ঠোঁটের নাম মন্দির হোক
মদের নাম উরু।

মনের নাম কৃষ্ণকলি
আর আলোর নাম রবি
সোহাগ তবে বহ্নি হোক
পোড়াক ব্রাত্য সবই।

বৃষ্টির নাম অস্থিরতা
আর প্রেমিকা দেবদারু
ভেসে যাওয়ার অপর নামই
নতুন করে শুরু।

| দে ব ব্র ত ম ল্লি ক | #weather

Debmalya Mukherjee

বিদ্যাসাগর #poem

read more
বিদ্যাসাগর
দেবমাল্য মুখোপাধ্যায়

এক যে ছিল সাগর, ঈশ্বর তার নাম।
জগৎ জুড়ে তিনি করেছিলেন অনেক কাম।।
বিধবা বিবাহ থেকে অক্ষর পরিচয়।
সব কিছুতেই তার নাম নেওয়া হয়।।
মধুসূদনের প্রিয় পাত্র তিনি ছিলেন।
বর্ন পরিচয় তিনি মোদের উপহার দিলেন।।
খরবাকৃতি চেহারার একজন মানুষ তিনি।
জগৎ জুড়ে বিদ্যাসাগর নামে তাকে চিনি।। বিদ্যাসাগর

jinia❤️

dekbi 💌

read more
আমার জীবনের রক্তিম সীমায়
লিখেছি আমি তোর নাম 
যেদিন ডুবতে পারবি আমাতে 
সেদিন দেখবি ওখানে আমার নাম 
-jinia dekbi 💌

S M Sohid

read more
নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে জাগিয়ে তোলে।

Sanjit Kr ekka

read more
সেই ব্ন্ধু


আমার এক বন্ধু আছে,
খুব ভালো ছেলে।
যার যেটা দিয়ে দেয়,
যদি সে পেলে।।
নাম তাঁর মোতিবুল,
বহুদুর ঘর।
মিলেমিশে আছে ওরা,
নেই কেহ পর।।
গ্রামের নাম সেনাপুর,
দুই মাইল দুরে।
সেই গ্রামটি নেমে আসে,
জয়পুরের পরে।।
এক বেঞ্চে বসি আমরা,
এক শ্রেণীতে পড়ি।
উওর না পারলে,
নিজের নিজের কান ধরি।।
এক বিদ্যালয়ে পড়ি আমরা,
জামার রঙ সাদা।
সে আমার বড়ো তাই,
তুই আমার দাদা।।

Sanjit Kr ekka

read more
সেই ব্ন্ধু


আমর এক ব্ন্ধু আছে,
খুব ভালো ছেলে।
যার যেটা দিয়ে দেয়,
যদি সে পেলে।।
নাম তাঁর মোতিবুল,
বহু দুর ঘর।
মিলেমিশে আছে ওরা,
নেই কেহ পর।।
গ্রামের নাম সেনাপুর,
দুই মাইল দুরে।
সেই গ্রামটি নেমে আসে,
জয়পুরের পরে।।
এক বেঞ্চে বসি আমরা,
এক শ্রেণীতে পরি।
উওর না পারলে,
নিজের নিজের কান ধরি।।
এক বিদ্যালয়ে পড়ি আমরা,
জামার রঙ সাদা।
সে আমার বড়ো তাই,
তুমি আমার দাদা।।

Avijit Srimani ✍️

# মা #story

read more
Dads Angel সোনা মা আমার,
শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছি না।
তুই যেদিন ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকেই তোকে মা বলে জানি। তোকে মা ডাকতে ডাকতে নিজের মা হারানোর কথা ভুলেই গেছি কবে। তোকে স্কুলে ভর্তি করতে গিয়ে যখন তোর নাম জিজ্ঞাসা করলো, বলতে পারিনি। ভুলেই গিয়েছিলাম তোর আসল নাম। তুই যে শুধুই আমার মা...

কিন্তু হঠাৎ করে তুই যে এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা বাইরে তোর জন্য অপেক্ষা করছিল সেটা আমি জানতাম। আমি তখন ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছিলাম, 'আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে যাবি না'। সেদিন তুই  হয়তো ভেবেছিলি আজ যেতে না পারলে  তোর ভালোবাসা ছোট হয়ে যাবে।
মা'রে, তোর দু বছরের ভালোবাসার কাছে আমার বিশ বছরের ভালোবাসা এভাবে হেরে যাবে আমি কল্পনাও করিনি।
যেখানেই থাকিস ভালো থাকিস মা আমার...

চিঠিখানায় একবার চোখ বুলিয়ে ইন্সপেক্টর বললেন,
'লাশটা গাড়িতে তোলো। # মা
loader
Home
Explore
Events
Notification
Profile