Nojoto: Largest Storytelling Platform

Best একটি Shayari, Status, Quotes, Stories

Find the Best একটি Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about একটি বাড়ি একটি খামার, একটি ছবি আঁকতে সমীরের, একটি খনিতে একটি লিফট, একটি মিশ্র শব্দের উদাহরণ, একটি,

  • 20 Followers
  • 22 Stories
    PopularLatestVideo

কলমে আমি_Jit sah

#একটি বাস্তবিকতা..

read more
উচ্ছিষ্ট যেথা শোভা পায় ডাস্টবিনে
বুভূক্ষুর দল সেথা ছবি,
সে ভূখাপেটের মিছিলে দাঁড়ায়ে কবিতা রচিতে ব্যস্ত
আমি বেমানান এক কবি... #একটি বাস্তবিকতা..

কলমে আমি_Jit sah

#একটি অকপট স্বীকারোক্তি...

read more
এই পৃথিবীর বুকে এখনও এমন মানুষ আছে, যারা নির্দ্বিধায় বলতে পারে _আমি মোবাইল ফোনের কিছুই জানি না! #একটি অকপট স্বীকারোক্তি...

কলমে আমি_Jit sah

#একটি কাব্যের আত্মহত্যা...

read more
শুধু একটি কবিতার জন্য
একটি কাব্যের আত্মহত্যা....
কবি তুমি কি
তোমার সীমানা ভেঙেছিলে অসীমের তরে ? #একটি কাব্যের আত্মহত্যা...

নিস্তব্ধ (misti_madhu)

এসো প্রিয় #প্রেমিক #প্রেমিকা #মনেরমানুষ #সাক্ষাৎ #ভালবাসা #মন #একটি #বার  #misti_madhu #নিস্তব্ধ #thought

read more
এসো আর একটি বার
তোমার সাথে নতুন করে 
সাক্ষাৎ করি প্রিয় ❤️

©নিস্তব্ধ (misti_madhu) এসো প্রিয় #প্রেমিক #প্রেমিকা #মনেরমানুষ #সাক্ষাৎ #ভালবাসা #মন #একটি #বার  #misti_madhu #নিস্তব্ধ

SUSHIL ROY

#একটি#অনুরোধ #Life_experience

read more
একটি আবেদন

যে সকল বন্ধু অন্য কবির কবিতা আবৃত্তি করছেন অথচ শুরুতে (অথবা শেষে) কবি ও কবিতার নাম বলছেন না আমি তাদের এই আচরণের তীব্র নিন্দা করছি। এই প্রবণতাটি অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। কবির কৃতিত্ব কি আপনারা অস্বীকার করে নিজের বাচিক শিল্পকেই বড় করে তুলে ধরতে চান? ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ করি। ভাষার ধারক ও বাহক কবি-সাহিত্যিকদের অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার করুন। #একটি#অনুরোধ

𝑺𝒖𝒃𝒊𝒓𝒆𝒔𝒉

#sholay #একটি ভিন্নধর্মী কবিতা পাঠ করার চেষ্টা করলাম, #poem

read more
mute video

Merajul Islam

যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? সব দিকে হৈচৈ, কত চলে গুজব ঘটনা একরকম, ছড়ায় আরেক রকম নিজে না দেখে লোক মুখে শোনে তার সঙ্গে আবার কিছু যোগ করে আরেককে বাড়িয়ে বলা - এ বুঝি স্বভাব, চারিদিকে হৈচৈ, চলে কত গুজব, বোধের অভাব।

read more
 যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? 
সব দিকে হৈচৈ, কত চলে গুজব
ঘটনা একরকম, ছড়ায় আরেক রকম
নিজে না দেখে লোক মুখে শোনে
তার সঙ্গে আবার কিছু যোগ করে
আরেককে বাড়িয়ে বলা - এ বুঝি স্বভাব, 
চারিদিকে হৈচৈ, চলে কত গুজব, বোধের অভাব।

Choton Mondal

Jokes #Comedy

read more
সিগারেট খোর বল্টু:- 
 এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন 
. 
. 
সিগারেটের অপকারীতা সর্ম্পকে বুঝানোর জন্য । 
. 
. 
প্রথমে তিনি একটি কাঁচের জারে 
সিগারেটের ধোঁয়া ঢুকালেন।. . 
. 
তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে 
দিলেন। . 
. 
. 
কিছুক্ষণ পর পোকাটি মারা গেল। . . 
. 
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, 
. . 
. 
এ থেকে আপনারা কি শিখলেন? . 
. 
. 
সিগারেট খোর বল্টু দাঁড়িয়ে বললো,. . 
. 
এ থেকে আমরা শিখলাম, সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়। Jokes

yash bhattacharjee

plz help mee #Shayari

read more
* আমাদের পাড়ার একটি কাকিমা ক্যান্সার এ আক্রান্ত হয়েছে, সে এখন  ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে ভর্তি আছে (কোলকাতা)..তার জন্য আমাদের আর্থিক সহায়তা প্রয়োজন
 * যদি কেও আগ্রহী থাকেন তাহলে নীচে দেওয়া এই নম্বর এ টাকা দিতে পারেন. অনুসরণকারী দের জন্য, ইউআর অবদানগুলি দেওয়া হলো *
 * গুগল পে: 7501240047 *
 * ভীম ইউপিআই: 7501240047 @ ইউপিআই *
 * নাম: শ্রীকান্ত ভট্টাচার্য *
 * এসবিআই এসি: 20039707277 *
 * আইএফএসসি: SBIN0000011 *
 * আপনার ছোট্ট সহায়তায় একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে *
 * দয়া করে এই এমএসজি অগ্রগতি এবং নিকটতমদের জন্য অগ্রণী করুন *
গ্রাম-এথোড়া. plz help mee

রুহুল আমীন রৌদ্র

নরকের দ্বার হতে বলছি

read more
কবিতা :নরকের দ্বার হতে বলছি

নরকের দ্বার হতে বলছি
আমি পবিত্র রক্তের বিকৃত উত্তেজনার কথা বলছি।
যে পিতৃলয়ে স্বদোহিতাও পিতার ভোগের শরাব হয়ে বাঁচে
লজ্জায় ঘৃণায় আড়ষ্ট হয়ে
নীবরে নিভৃতে অস্তিত্বে লালন করে পিতৃলালসার জারজ সন্তান।
যে শিক্ষকের কামনায় অন্তঃসত্ত্বা দশ বছরের শিশু,
যে সমাজ ক্ষমা করে নি আমার পঞ্চবর্ষীয়া বোনকেও,
যার বুক হতে পুতুল কেঁড়ে নিয়ে
চেপে দিয়েছে
বিকৃত যৌন লালসার বুলট্রেজার,
যে রাষ্ট্র প্রত্যেহ হজম করে নিমতলা চকবাজার বনানীর শশ্মান ট্রাজেডি,
হনন করে গণমানুষের অধিকার 
বেঁচে থাকার রসদ।
যে শহর স্বার্থের প্রয়োজনে মজলুমের টুটি চেপে ধরে
দুর্বলের পেটে লাথি মেরে গড়ে তুলে স্বর্গীয় প্রাসাদ
নিরন্ন মানুষগুলোকে কুকুর ভেবে উষ্ঠি মেরে ফেলে দেয় ডাস্টবিনে,
সে পিতা 
সে শিক্ষক 
সে সমাজ
সে রাষ্ট্র
সে শহরকে আমি ঘৃণা করি।
এ রাজপথে মৃত্যুর মিছিল 
এ দুর্নীতির আখড়াময় বাকশালী রাজনীতি  
এ শোষক মন্ত্রণালয় 
এ বিচারহীন সমাজ
এ র্নিভোটা গণতন্ত্রকে আমি স্বাধীনতা মানি না।
জনতার মুখে আড়ষ্ট শিকল এঁটে উন্নয়নের কলা দেখানো
কভু হতে পারে না মুক্তির স্মারক
কভু হতে পারেনা স্বাধীনতা।

স্বাধীনতা?
তুই কি তিতুমীরের বাঁশের কেল্লার বিদ্রোহী আগুন,
নাকি লক্ষ শহীদের রক্তের স্রোতে ভেসে আসা জারজ সন্তান?
নাকি অত্যাচারী জুলুমবাজের পিশুন?
নাকি ওমরের ন্যায়পরায়ণ খোলা তলোয়ার।
যেখানে কৃষকের ঘাম রক্তের নির্যাস হয়ে ঝরে
শ্রমিকের ফোঁসকাপরা হাতের পরশে গড়ে উঠে সভ্যতার ভিত্তি
যেখানে যুবকের কাঁধে এখনো রাইফেলের কুঁজ বিদ্যমান 
যেখানে ন্যায়ের সূর্য ছিনিয়ে আনিতে বয়ে গেছে পবিত্র রক্তের স্রোতধারা,
সেখানে কেন এ নগ্নতার রাজত্ব?
কেন এ বৈভব বৈষম্যতা?
কেন সুপ্রিমকোর্টের জানালার গ্রিলধরে কাঁদে ন্যায়বিচারের বাণী?
কেন সংসদ সংবিধানে একচেটিয়া রাজত্ব?

তোমরা কি ভুলেছো সেই বীভৎস ইতিহাস -
গাছের সাথে হাত পা বাঁধা বাবার মুন্ডুহীন দেহ
মায়ের জরায়ূ ফাঁটানো বুটের প্রহার,
শিশুর বুক ঝাঁঝরানো ঘাতকের বুলেট নির্মমতা
বারান্দায় পড়ে থাকা অবলা বোনের বস্ত্রহীন ছিন্নভিন্ন দেহের বীভৎসতা ?
যার বিনিময়ে কিনে এনেছি এ স্বাধীন মাটি
সে মাটি কভু  দালালের ঘাঁটি দেবো না।
হতে দেবো না
ধর্ষকের মুড়ির মোয়া।

আজও একটি মেয়ে ধর্ষিতা হলো,
ডাইরীর পাতায় লিখা হলো তার বিবস্ত্রা ইতিহাস 
উরুতে নিতম্বে নখর আঁচড়ে টপটপ করে রক্ত ঝরছে,
অগ্রজ দন্তাঘাতে ছিঁড়ে গেছে  স্তনের নিপল।
না,
আজ আমি তার ব্যাখ্যা দিতে আসি নি,
শুনাতে আসি নি ধর্ষকের অট্টহাসি,
ধর্ষিতার বীভৎস আত্মচিৎকারের অডিও স্কিপ।
এসেছি বুকের ভেতর এক জীবন্ত আগ্নেয়গিরি নিয়ে 
সময়ের প্রয়োজনে যা জ্বলে উঠতে পারে
ছাই করে দিতে পারে এ ধর্ষক সমাজ।
আমি এসেছি ওদের নপুংসক প্রত্যয়ে
যারা বাহুবলে গ্রাস করে 
একটা নবারুন স্বপ্ন 
একটা অবলা পৃথ্বী
একটা নিষ্কলুষ হাসিমুখ
একটা সদ্যফোঁটা ফুলের পাপড়ি।


আমি ওদের মানুষ মানি না 
যারা প্রকাশ্য দিবলোকে অস্ত্রের ঝলসানি দেখায় 
রক্তে রক্তে লাল করে সবুজ পতাকা।
ওরা আদিম  গুহাবাসী জানোয়ার, 
প্লাইটোসিয়ান যুগের কাঁচা মাংসখেকু নিয়ানথার্ডাল
ওরা এজটেক সভ্যতার সেই নৃশংস বর্বর জাতি
ফেরাউনের সহচর
ওরা জাহেলিয়ার নাস্তিক 
অত্যাচারী সামুদের বংশধর।
আমি ওদের 
ঘৃণা করি 
ঘৃণা করি
ঘৃণা করি।
এরাই বাঙালি জাতির পুরানো শকুন,
কালের পরিক্রমায় আজও বেঁচে আছে।
এরাই আমার মাকে ধর্ষণ করেছে তেইশ বছর নয়মাস
যে মা আজ আটচল্লিশ বছর পরেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নি,
যার  বুকের মাঝে আজও  মৃত্যুর মিছিল 
উদরে বুভুক্ষু খিদে
ঘূণেধরা উসন্ন সমাজ
অন্নবস্ত্রহীন উদ্বাস্তু মানুষগুলো বাঁচে খোলা আসমান তলে।

আজও লাশের গন্ধে উৎকট হয়ে উঠে 
শহর 
নগর 
গ্রামগঞ্জ
পথ ঘাট মাঠ।
আজও অন্নবস্ত্রহীন মানুষ পড়ে থাকে শহরের অলিতে গলিতে ফুটপাতে
স্টেশনে কিংবা ডাস্টবিনের পাশে
তারা মানুষ কি কুকুর রাষ্ট্র তা ভাবে না।

এখানে রাজপথে হোলি খেলে রক্তের চাকা
পড়নের জীর্ণ লাল সবুজ শাড়ি জড়িয়ে 
দূর্ভাগ্যের কাঁটাতারে অভাগা ফেলানীর মতো গেঁথে আছে এ দেশের ভাগ্য।
এ পেশীতান্তুিক আলোহীন গণতন্ত্রকে আমি 
স্বাধীনতা মানি না
ক্ষমতার বলে পাতিদের রাজত্বময় এ অনিশ্চিত জীবন ব্যবস্থাকে
আমি স্বাধীনতা মানিনা
এ অর্থের বিনিময়ে মেধার মূল্যায়নকে আমি
স্বাধীনতা মানি না 
মানি না 
মানি না।
কেন আজ অজস্র বেকার চিৎকার করে আমৃত্যু অনশনে
রাজু ভাস্কর্যে
প্রেসক্লাবে
রমনায়
নজরুল মঞ্চে?
কি চাওয়া তাদের?
তারা কোটি টাকার চাকুরি চায় না
শুধু ফেলে আসা গাঁয়ে ভিটেমাটিহীন বিধবা মায়ের মুখে দুমুঠো অন্ন দিবে বলে।

আমরা তো এমন স্বাধীনতা চাইনি
চাইনি কখনো বীভৎস আত্মচিৎকাময়
দুঃষহ যাতনায় ঠুকরে ঠুকরে আধমরা এ দেশ।
চেয়েছি সকল দেশের রানির মুকুটপড়া একটি সোনার বাংলা।

চেয়েছি,
সবুজ শ্যামল কবিতার মতো একটি দেশ 
চেয়েছি উদ্বাস্তু বন্দিশালা থেকে শিকল ছেঁড়া একটি অরুণ্যোদয়
কি পেয়েছি?
পেয়েছি দূষিত বাতাসে উড়ে চলা শকুনের খুবলে খাওয়া এক রক্তাক্ত পতাকা।

_ নরকের দ্বার হতে বলছি
loader
Home
Explore
Events
Notification
Profile