Nojoto: Largest Storytelling Platform

Best বাড়ী Shayari, Status, Quotes, Stories

Find the Best বাড়ী Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about বাড়ির ডিজাইন ও খরচ, বাড়ির কাছে আরশিনগর, বাড়ির নাম, বাড়ির ডিজাইন ছবি, বাড়ি,

  • 2 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

Sraboni Banerjee

জয়ী শোভা।

read more
ভবেশ দাদুদের বাড়ী প্রায় একশো বছরের প্রাচীন দুর্গা পুজো হয়। এবছরও পুজোর সময় ওনার মেয়ে লণ্ডন  থেকে  ছেলে ও বরকে নিয়ে এসেছে। খুব আনন্দে পুজো কাটছে। ভবেশ দাদুর মনটা কিন্তু ভার। আজ নবমী,দেশের বাড়ী বাঁকুড়া থেকে ওনার বিশ্বস্ত কাজের লোক সুরেন আসেনি। সে এসে এত আনন্দ করে,ঢাকিদের সঙ্গে ঢাক বাজাতে লেগে যায়।সকাল বেলায় পুজো শুরু হয়েছে, সুরেন এসে হাজির। দাদুকে জানাল,তার মেয়ে শোভা ষষ্ঠীর সকালে শ্বশুরবাড়ী থেকে মার খেয়ে  পালিয়ে এসেছে। ওরা আরও টাকা চাইছে। সুরেন বলেছে,দুর্গা মায়ের মত রুখে  দাঁড়া।তেছস্বী রূপ ধারণ কর। আমিও গাঁয়ের লোকেরা তোর পাশে আছি,দেখি কেমন করে তোকে  তাড়ায়। তাই দাদু আসতে দেরী হল। দাদু বললেন--সাবাশ,শোভাকে মায়ের বীর রূপ ধারণ করতে বল। ওর জয় হবেই। আয়,অজ্ঞলী দে। জয়ী শোভা।

Sraboni Banerjee

মায়ের মন।

read more
সরলা কাজের বাড়ী কাজ সেরে একটু তিড়াতাড়ী ঘরে ফিরল। এখন একটু তাড়তাড়ি সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিয়ে ছেলে সনতকে নিয়ে ওর জন্য পূজোর জামা কিনতে বেরোবে। বাপ মরা ছেলেটাকে কত কষ্ট করে এগারো বছরের করল। সনত পাশের পড়শীর ঘরে ছিল। খেয়ে নিয়ে দুজনে বেরিয়ে দোকানে গিয়ে
সনতের জন্য দুটো জামা কিনল। ও একবাড়ী থেকে টাকা পেয়েছে। অন্য দুবাড়ী থেকে শাড়ী দিয়েছে। বাড়ী ফিরছে,এমন সময়ে হারু কাকার চায়ের দোকানের সামনে  দেখে একটা ছেলে দিশাহারার মত বসে কাঁদছে। সরলা ওকে জিগেস করে জানতে পারল ছেলেটা একটা বাড়ীতে ফাই ফরমাশ খেটে কিছু টাকা ও খেতে পেত। পূজোয় দেশে মায়ের কাছে যাবে বলে  বেরিয়েছে,ঝোলা ব্যাগ থেকে টাকার ছোট ব্যাগটা কোথায় পড়ে গেছে। কোমল মাতৃমনা সরলা তাকে  বলল,আমাদের ঘরে চল। পূজোর কটাদিন কাটলে তো তোকে দেশের বাসে তুলে দেবআমিও তো মা। মায়ের মন।

Sraboni Banerjee

মা ও মেয়ে।।

read more
কমলীর মার মনটা ভার। ও তো কাজের বাড়ী থেকে পূজোর শাড়ী পেয়েছে,মেয়েটাকে একটা ফ্রক দেওয়া হল না। হাতে টাকা নেই। পরে ঝিমলী বৌদির বাড়ী কাজে গেলে সে কমলীর মায়ের হাতে পাঁচশো টাকা দিয়ে বলল,পূজায় খরচ করিস। ও তাড়াতাড়ি  বাজারের কাছে দোকানটায় গিয়ে কমলীর জন্য একটা সুন্দর জামা কিনে নিয়ে বাড়ী ঢুকে দেখে কমলী নিচু হয়ে খাটের তলা থেকে একটা ব্যাগ বার করেছে।  মা বলল,কি করছিস?কমলী ব্যাগ থেকে কিছু টাকা বের করে মাকে দিয়ে বলল,মা,আমি টিফিনের পয়সা থেকে জমিয়ে এই কটা টাকা রেখেছি। এই দিয়ে তুমি অষ্টমীর দিন দুগ্গা মায়ের পূজো দিয়ো।  মা মেয়েকে বুকে টেনে নিয়ে বলল,ওরে আমার লক্ষী মেয়ে। এবার জামাটা দেখ। মেয়ে  একগাল হেসে বলল, মা খুব ভাল হয়েছে। পুজোর প্রাক্কালে মা মেয়ের মনের মধুর মিলন হল। মা ও মেয়ে।।

Sraboni Banerjee

বস্ত্র।

read more
ছোট্ট মেয়ে পুতুল মায়ের কাছে বায়না ধরেছে ----মা আমাকে
পূজোয় একটা নতুন জামা কিনে দাওনা। তুমি যে বলেছিলে
পুজোয় দেবে।  কমলার মেয়ে পুতুল। বছর সাত। কমলার স্বামী
ওকে ছেড়ে অন্য জায়গায় ঘর বেঁধেছে।কমলা চার বাড়ী কাজ করে কোনমতে সংসার চালায়। মেয়ের কথায় চোখে জল আসে
তার। দুপুরে কাজ থেকে বাড়ী আসতে পাশের ঘরের ময়না 
খবর দিল---বাজারের পাশের মাঠে একটা বড় কাপড় জামা
বাজার বসেছে,নিখরচায় জামা কাপড় দিচ্ছে। নাম দিয়েছে পছন্দমত।রাত নটা পর্যন্ত খোলা। কমলা সন্ধ্যে বেলায় পুতুলকে
নিয়ে সেখানে  গিয়ে দেখল কি সুন্দর জামা কাপড় সাজানো
রয়েছে। সে পুতুলের জন্য একটা নীল রঙের সিল্কের জামা নিল।
বেরিয়ে এসে দেখল একজন ভদ্রলোক গেটের কাছে চেয়ারে
বসে আছেন। ওকে দেখে বললেন কি মা,পছন্দ হয়েছে? পুতুল
একমুখ হেসে বলল--খুব সুন্দর। উনি হেসে কমলাকে বললেন
মা,এগুলো দু একবার পরে বড়লোকেরা দিয়ে গেছে। আমি কাচিয়ে,ইস্ত্রী করে সাজিয়ে রেখেছি। সবাইকে নতুন বস্ত্র দেবার সাধ্য তো আমার নেই। এগুলো একবার দুবার পরেই ওরা বাতিল করে। তা দিয়ে যদি অন্যদের মুখে হাসি ফোটে,তাই আমার এই প্রচেষ্টা। কমলা ওনাকে প্রণাম করে বাইরে এসে ভাবল---এমনও হয়!---সত্য ঘটনা অবলম্বনে। বস্ত্র।

Sraboni Banerjee

নিজের পায়ে। #Quote

read more
মালতী পাপিয়া বৌদির বাড়ী সকাল ছটা থেকে আটটা 
কাজ করে। তারপর বৌদি,দাদা ও ছোট্ট মেয়ে মিঠু
অফিসে ও স্কুলে যায়।  সেদিন  পাপিয়া দেখল মালতী
কিছুটা অন্যমনষ্ক।  কাজ হয়ে এসেছে,পাপিয়া মালতীকে
জিগেস করল,কি হয়েছে রে?মালতী জানাল---
তার ছেলেটা ধূম জ্বরে আচ্ছন্ন।ওর বাবা  কারখানা ফেরে নেশা করে। এখন কি করে ডাক্তার দেখাবে তাই ভাবছে।
পাপিয়া গর্জে উঠে বলল,আর কতকাল পড়ে মার  খাবি?
স্বাবলম্বী হতে শেখ। এই কটা টাকায় কি হবে!  তুই তো টেন 
অবধি পড়েছিলি। আমার চেনা  সিস্টার রমাদির কাছে
কাল তোকে নিয়ে যাব। কিছু প্রাথমিক কাজ শেখ।
তাহলে প্রাইভেটে অনেকের বাড়ী প্রেশার দেখা,
ড্রেসিং,~ইনজেকশন দিয়েকিছু রোজগার করতে
পারবি। ওনার সময়মত তোকে শিখিয়ে দেবেন। এখন
কিছু টাকা নিয়ে যা। ছেলেটাকে চিকিৎসা করা।
পাপিয়ার সহায়তায় মালতী একবছর পর আজ স্বনির্ভর।
তবে শক্ত হাতে হাল ধরেছে। বরকে নেশা করার 
জন্য এক পয়সাও দেয় না। নিজের পায়ে।

Rakhi Bhaumik

#বাড়ী

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile