Nojoto: Largest Storytelling Platform

Best বাংলাকবিতা Shayari, Status, Quotes, Stories

Find the Best বাংলাকবিতা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 42 Followers
  • 78 Stories

Akash Karmakar

#বাংলা #বাংলা_কবিতা #বাংলালেখা #বাংলাকবিতা #বিচ্ছেদ #ভালোবাসা #অভিমান #সাদাত_হোসেইন

read more

Akash Karmakar

#বাংলা #বাংলা_কবিতা #প্রেম #ভালোবাসা #বিরহ #বিচ্ছেদ #বাংলাকবিতা

read more

Abanti Roy

#alone #বাংলাকবিতা #মনের_কথা

read more

Srimati Tumpa Nayek

#বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #yqdada

read more
আলোক মালায় সজ্জিত আমার ঘর
আর আমি কিনা দুঃখী সাজার নাটক করি
তোমার মতো হতভাগ্য কেউ নেই আর।
জানি, আমার সম্পর্কে এমনি তোমার ধারনা
আসলে নদীর ওপার থেকে দেখো তো
তাই ভেতরের খবর কিছুই জানো না।

লালবাতি নীলবাতি নেভে আর জ্বলে
" আহা! উপচে পড়া সুখ এদের" -
পথ চলতি লোকজন এমনটাই বলে।
বাড়ির মালিক অহমিকায় ডগোমগো
মাটিতে তার পড়ে না যেন পা
ঐ বাড়ির গৃহবধূ - সেও যেন সম্পত্তি ওদের
হোক সে শাড়ি পরিহিতা কিংবা আধুনিকা ।

নারীর উপর মালিকানা যেদিন মুছে যাবে পৃথিবী থেকে
সেদিন আমিও মুক্তি পাবো
এবার তবে ভাবো দেখি
আমিও কি কম দুঃখী তোমার থেকে? #বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #yqdada

Srimati Tumpa Nayek

#বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #পক্ষীরাজেরতুলি #yqdada

read more
মেলায় নিয়ে গেলি না আমায়
ভুলেই গেলি বন্ধু পেয়ে?
আমি কি আর এমন বায়না করি
যে ফেলে গেলি ঘরে খরচার ভয়ে।
সোনাদানা চাইনি কখনো
জানা আছে তোর মুরোদ কতো
জোরি লাগানো সস্তার শাড়ি
দেখতে ঠিক বেনারসির মতো
সেটাও তো তুই পারলি না দিতে
দোকানদারের সাথে দরাদরি
লজ্জায় আমার মাথা কাটা যায়
ইচ্ছে হয় দিই গলায় দড়ি।
জানি আমি মরলে তোর হাড় জুড়োবে
তখন আরেকটাকে আনবি ঘরে
শুনে রাখ তবে মরার পরেও দেবোনা শান্তি
পেত্নী হয়ে থাকবো তোর ঘাড়ে চড়ে।
মেলা থেকে ফিরিস যদি খালি হাতে
তবে শুনে রাখ তুইও
কইবো না কথা দেবো না ভাত
আর জুটবে না সোহাগ তোর বরাতে।
কতো দিনের ইচ্ছে ছিল তোর সাথে মেলায় যাবো
জিলিপি পাঁপড় ভাজা তারপরে নাগরদোলা
আর দুহাত ভরে কাঁচের চুড়ি পরবো
তেমন ভাগ্যি করেছি কি আর যে
তুই নিয়ে যাবি আমায় সাথে করে
নিজে তো বেশ নাচ দেখবি ফুর্তি করবি
আর এদিক সেদিক ফটো তুলবি
আমি তো তোর বাঁধাই আছি
যখন খুশি পাবি ঘরে।
এবার আমি ভুলছি না আর
তোর মিষ্টি কথায় যাবো না গলে
বুকটা খানিক টনটন করবে -সয়ে নেবো ঠিক
নাহলে বারবার তুই এমনই করবি
একটুখানি নরম হলে। #বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #পক্ষীরাজেরতুলি #yqdada

Srimati Tumpa Nayek

#বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #yqdada

read more
অপেক্ষায় আজো যেন আছি পথ চেয়ে
অতৃপ্তি এখনো যেন সবটুকু পেয়েও
ক্ষুধা যেন মেটে না কিছুতেই
চির পিপাসার্ত যেন সাগরে ডুবেও।
ভালো বাসা ভালোবাসা পাওয়া হয়েছে সবই
তবু শূন্য শূন্য হৃদয়
ঘরকন্না তহবিল চাবির গোছা অর্থহীন যেন
অসহ্য লাগে শরীর বিনিময়।
জানি না কিসের অপেক্ষায় বসে থাকি রোজ
ভবঘুরে মনটা পরিশ্রান্ত আজ সত্যিই
আমার আমি টুকু কেউ নিয়ে নিতো এক্কেবারে
তবে বোধহয় শেষ হতো এই চিরকালীন খোঁজ।
নদী আছে পাড় আছে আর আছে তরী
আমির বিস্তৃতি এতোটাই বেশি
মুখ ফিরিয়ে নিয়েছে সেই পারী।
তাই তো চির অপেক্ষিত চির পিপাসার্ত আমি
নিজের পায়ে নিজেই মেরেছি কুঠার
অমৃত পানে গরলের ফল
বৈজয়ন্তি ত্যাগ করে পরি কাঞ্চন - রত্নহার।
 #বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #yqdada

Srimati Tumpa Nayek

ফটোটা আজকের রাতের। চাঁদ তখন জোছনা মেলে অপূর্ব মাধুরীতে মন ভরেছে আমার। মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে গেলাম যখন তখন সে মেঘের আড়ালে লুকোতে ব্যস্ত। তার এই লুকোচুরি খেলায় মনে গুনগুনিয়ে উঠলো এই কটা লাইন। আমি সকলের সাথে share করার লোভ সামলাতে পারলাম না। তাই yq পরিবারের কয়েকজনকে মেনশন করলাম। নীলাম্বরীচাঁদ Srimati Tumpa Nayek Rahul Starrs #yqdada #YourQuoteAndMine #বাংলাকবিতা #চাঁদেরহাসি #নীলদিগন্ত #চাঁদকেনলুকায় #ওচাঁদবলোতুমি

read more
চাঁদ বুঝি লুকোচুরি খেলছে তোমার সনে
তুমি কতোটা ভালোবাসো দেখছে বাজিয়ে
মেঘ যতই করুক আড়াল ও যে তোমার মনে।
শেষে নিজেই না থাকতে পেরে আসবে ও মাটিতে নেমে। ফটোটা আজকের রাতের। চাঁদ তখন জোছনা মেলে অপূর্ব মাধুরীতে মন ভরেছে আমার। মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে গেলাম যখন তখন সে মেঘের আড়ালে লুকোতে ব্যস্ত। তার এই লুকোচুরি খেলায় মনে গুনগুনিয়ে উঠলো এই কটা লাইন।
আমি সকলের সাথে share করার লোভ সামলাতে পারলাম না।

তাই yq পরিবারের কয়েকজনকে মেনশন করলাম।
নীলাম্বরীচাঁদ 
Srimati Tumpa Nayek
Rahul Starrs

Tinku Ranjan Mitra

আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ধরনের খেলা - বাক্যকাব্য। এই খেলাতে উপরে দেওয়া যে কোন ছাই রঙের বৃত্তাকার বাক্সের মধ্যে তুমি লেখো তোমার অনুকবিতা। এবং বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য। একটি কোলাবে সর্বমোট দু'জনকে কোলাব করতে হবে। দুজনের বেশি লেখা গ্রাহ্য করা হবে না। লেখা শেষের সময়সীমা : রাত ৯ টা। ____________________________________ #বাক্যকাব্য৩ #উষ্ণীষ #ushnish #collabwithushnish #অনুকবিতা #মানব #বাংলাকবিতা #YourQuoteAndMine Collaborating with উষ্ণীষ

read more
জাগতিকে জলন্ত বেগতিক রূপ-
সময়'ই শেখায় সর্বদা;

মানব'ই গড়বে সুখের মেলবন্ধন-
দেখো বৈশ্বিক তাগাদা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ধরনের খেলা - বাক্যকাব্য।

এই খেলাতে উপরে দেওয়া যে কোন ছাই রঙের বৃত্তাকার বাক্সের মধ্যে তুমি লেখো তোমার অনুকবিতা। এবং বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য। 
একটি কোলাবে সর্বমোট দু'জনকে কোলাব করতে হবে।  দুজনের বেশি লেখা গ্রাহ্য করা হবে না।
লেখা শেষের সময়সীমা : রাত ৯ টা।
____________________________________
#বাক্যকাব্য৩ #উষ্ণীষ #ushnish #collabwithushnish #অনুকবিতা #মানব #বাংলাকবিতা #YourQuoteAndMine
Collaborating with উষ্ণীষ

Himangsu parai

#বাংলা #বাংলা_কবিতা #বাংলাকবিতা #yqquotes #myquote #myfeelings #midnightpoems

read more
রাত জাগে এ শহর গুনছে প্রহর স্তব্ধ তারারা 
মন শান্ত হয়ে শোন বাড়ছে রাত ভাবনাদের
হতে দূরে থাক,
আজ থাকনা এটুকুই আমি নেই থাক তুই শুধুই, 
চল আর একটু জেগে রই , 
মাখবো রাত খোলা আকাশ আর ভিজবো জোৎস্না তে ওই।

 #বাংলা #বাংলা_কবিতা #বাংলাকবিতা 
#yqquotes #myquote #myfeelings 
#midnightpoems

Tinku Ranjan Mitra

#নিজস্বী #tinku_ranjan_mitra #yqdada #BengaliPoem #Selfie #বাংলা_কবিতা #বাংলাকবিতা #নিজস্বতা

read more
কবিতা :- #নিজস্বী

সদাই আমি, জ্ঞানী গুণীর বাক্যে শুনি ; 
প্রেম সর্বদ্বারে কাড়া নাড়ে, চিরন্তর বাণী।
আকস্মিক উদিত, প্রথম জ্ঞানতঃ দর্শনে ;
নিঃশব্দে বাজে ঘন্টি, পূর্বরাগের দ্বার মনে।
সেই হতে মজেছি তোর উষ্ণ প্রেমে , 
থাক মোর ভোরাকাশের কুয়াশায় জমে।

ভাবছিস তুই , চেহারাহীন রূপেও শূন্য ; 
ভাবায় অন্য, মনকুটির তোর কি দিয়া পূর্ণ ? 

যদিও তুই নও কবি , অন্তরে বুঝি ;
তবু, তোমাতেই রঙিন কবিতা খুঁজি। 
ওগো বড্ড যে ভালোবাসি তোমায় ;
প্রতিচ্ছবি স্বচ্ছ সাদা ভিন্ন আয়নায়।
আপন সদৃশ্য তুই, মুক্তাসনের মনস্বী ;
সাদা কালো রঙিনের একান্ত নিজস্বী। #নিজস্বী
#tinku_ranjan_mitra
#yqdada 
#bengalipoem 
#selfie 
#বাংলা_কবিতা 
#বাংলাকবিতা 
#নিজস্বতা
loader
Home
Explore
Events
Notification
Profile