Nojoto: Largest Storytelling Platform

Best ভূত Shayari, Status, Quotes, Stories

Find the Best ভূত Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ভূতের গল্প 2018, ভূতের, ভূত, ভূত চতুর্দশী 2020, ভূত চতুর্দশী কি,

  • 2 Followers
  • 10 Stories

Tinku Ranjan Mitra

অর্পনের ছবিটির সাথে মিল করে লেখার চেষ্টা করলাম ,, অবশ্যই সব্বাইকে কোলাবের জন্য অনুরোধ রইলো 👍👍😛😊 Use - #arpan_background #Gost #vutergolpo #YourQuoteAndMine Collaborating with অর্পন (Arpan) Collaborating with Ripa Dey #ভূত #ইচ্ছেহয় #মনের_কথা #বাংলালেখা

read more
ইচ্ছে ভীষণ দেখবো ভূত, যখন আমি সাহসী;
নিঝুম রাতে পড়লে মনে, ধিক্কারে বলি ছিঃ,
ভীতির স্বরে রাম নামে! ওহ, করবে আমায় কি?
উঠবো বলে "ভূত আমার পুত পেত্নী আমার ঝি"। অর্পনের ছবিটির সাথে মিল করে লেখার চেষ্টা করলাম ,,
অবশ্যই সব্বাইকে কোলাবের জন্য অনুরোধ রইলো 👍👍😛😊

Use - #arpan_background #gost #vutergolpo  #YourQuoteAndMine
Collaborating with অর্পন (Arpan)
Collaborating with Ripa Dey
#ভূত #ইচ্ছেহয় #মনের_কথা #বাংলালেখা

Tinku Ranjan Mitra

#Helloween #helloweenwords #yqbaba #yqdada #বাংলা_কবিতা #ভয় #Challenge #ভূত

read more
অতিপ্রাকৃত কবিতা:- "ভয়ংকর ভয়; গোধূলির সন্ধ্যায়"
                        ✍ কলমে....টিংকু রঞ্জন মিত্র
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পালনে মাতৃ আদেশ, মাতৃভক্তি সু-নন্দন ; 
নিঃসঙ্গে চালান সন্ধান, স্নেহের মুকুন্ধন।
আনয়নে খোঁজে কচি কচি পাতা, কণ্টকময় গাছ;
পত্ররস ঔষধিতে; ভোজ্য খাদ্য, নানাবিধ কাজ। 
এ পান্তর ওপান্তর অমিল, 
ঘন সবুজ পত্রের কুলেখাড়া; 
সন্ধ্যা মাখা লাল আভা, 
গোধূলি বেলা, পেরিয়ে ক্ষেতের নাড়া।

খুঁজিতে খুঁজিতে মুকুন্ধন, চলে বহুদূর ;
নির্জন সন্ধ্যায়, বুক-ভিতর করে ধুরুধুর।
চৈত্রের চড়া সন্ধ্যায়, দূর দূরান্ত হতে ভাস্যমান-
গম্ভীরার ঢাক-কাঁসরের আওয়াজ।
দেবদেবীগণ জাগে উল্লাসে, ভূত-প্রেতাত্মা-পিশাচ-
বাঁধনহারা গ্রাম্য কথনের রেওয়াজ।

আকস্মিক শ্রবণে শিউরে, শঙ্খ-উলুর জয়ধ্বনি ;
ঘনিয়ে আঁধার, কম্প হৃদপিণ্ড, ভীত শিরা-ধমনী।
মুমূর্ষ মুহূর্তে দেখে, বিরল ভয়ময় 
অশ্রু সেঁতে দুটো আঁখি ;
দূর হতে দোলে, জমকালো চামর,
দন্ডমান লাঠি, রক্তিম সিঁদুর মাখি।

দীর্ঘশ্বাস ছাড়ি, নির্ভীক চিৎকারে সপাটে দৌড় ;
ভয়ংকর চিৎকারে; কেউবা জিগায় কি হল বন্ধুর।
শুনি মুকুন্ধনের কথায়, সহসায় বলে যাব সেথায় ;
সকলি দেখে হাস্যময় বিষয়, ভয়গ্রস্থ স্থান যেথায়।
ওপারে কালোচুলো ছাগল, এপারে অনুচ্চ আল।
পাশে দান্ডায় মরা শুকনো,কোন এক গাছের ডাল। #helloween #helloweenwords #yqbaba #yqdada #বাংলা_কবিতা #ভয় #challenge #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
Love Forever  
"এই শুনছো, আমাদের বাড়িতে কেউ ঢুকেছে মনে হয়।" ফিসফিসিয়ে কথাগুলো বললো সবিতা। ঘুম চোখে বিছানায় উঠে বসলাম। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ।
'ও কিছু নয়, ইঁদুরের কাজ। তুমি শুয়ে পড়ো।'
বলে পাশ ফিরে শুয়ে পড়লাম আমি।

চারবছর আগে কালীপুজোর দিনে বাড়িতে ডাকাত পড়েছিলো। একা সবিতা প্রানপনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের। আর তাতেই ক্ষিপ্ত হয়ে দলের পান্ডা ধারালো অস্ত্রের কোপ বসায় সবিতার গলায়। আমার স্ত্রী সবিতা সে আঘাত সহ্য করতে পারে নি। সেই থেকে প্রতি কালীপুজোয় সবিতা খুব আতঙ্কে থাকে... #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
Forget the mistake আমি যেখানে শুয়ে আছি জায়গাটা খুব ছোট্ট, স্যাঁতসেঁতে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশ ফিরতে পারছি না। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

এমনটা হবে জানলে কখনোই বলতাম না আমায় কফিন বন্দী করে কবর দিতে। এর থেকে দেহটা পুড়িয়ে দিলে অনেক ভালো হতো। দিব্যি খোলা আকাশে ভেসে বেড়াতে পারতাম।

বড্ডো ভুল করে ফেলেছি আমি... #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
When life gets blurry "বলো হরি, হরি বোল"- বলে খাটটাকে সবাই কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। আমার স্ত্রী হাউহাউ করে কাঁদছে। তাকে স্বান্তনা দিচ্ছে পুত্রবধূ রঞ্জনা। আমার অবশ্য অত কষ্ট হচ্ছে না। হয়তো বয়েস হয়ে গেছে বলে শোকতাপ অনেক কম। পিছন থেকে চেঁচিয়ে বললাম, 'ওরে তোরা একটু আস্তে আস্তে চল। বুড়ো মানুষ, তোদের সাথে তাল মেলাতে পারবো না।' কথাটা কারুর কানে গেল বলে মনে হলোনা। হনহনিয়ে তারা এগিয়ে গেলো।

শ্মশানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল। ততক্ষণে দাহকার্যের জোগাড় হয়ে গেছে। আমার ছেলে মুখাগ্নি সেরে চিতায় আগুন দিলো। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতায় শোয়ানো আমার শরীরটা... #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
You broke my heart নতুন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে এসেছি আজ দুদিন হলো। বিকেলে বাড়িওয়ালার ঠাকুমা এলেন দেখা করতে। দুজনার জন্য চা করে নিয়ে এসে মুখোমুখি বসলাম। আমি চার মাসের পোয়াতি জেনে অনেক পরামর্শ দিলেন। চা খাওয়া শেষ হলে যাওয়ার আগে আঁচল থেকে একদলা তেঁতুলের আচার দিয়ে বললেন,
'এটা খেয়ো। মুখে স্বাদ আসবে।'

সন্ধ্যায় বাড়িওয়ালার বউকে সে কথা বলতেই সে বলে উঠলো, 'মরেও বুড়ির কুচুটে স্বভাব গেলো না। ওই তেতুলের আচার খাইয়ে আমার পেটেরটাকে নষ্ট করেছিলো এখন তোমারটাকেও মারবে। খবরদার খেয়ো না। ওতে বিষ মেশানো আছে...' #ভূত

Avijit Srimani ✍️

#ভূত

read more
Last night   হোটেলে যখন চেক-ইন করলাম ঘড়িতে তখন রাত দশটা। ডিনারটা রাস্তায় সেরে এসেছিলাম। মার্কেটিংয়ের কাজে খুব ধকল। এখন একটু শুতে পারলেই বাঁচি।
ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। শোবার আগে চারদিকটা ভালো করে দেখে নেওয়া আমার অভ্যেস। দরজা জানলার ছিটকিনি ভালো করে দেখে খাটের নিচে উঁকি দিলাম। কিছু একটা ধাতব জিনিস চকচক করছে মনে হলো। সেটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে জিনিসটা ধরতে যেতেই হাতে একটা ঠান্ডা স্পর্শ লাগলো। কৌতূহল মেটাতে মোবাইলের টর্চটা জ্বেলে ভালো করে দেখতে গিয়ে ভয়ে আমার গায়ের রোম খাড়া হয়ে গেল।
আংটি শুদ্ধু একটা কাটা হাত পড়ে আছে...😱 #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
My heart starts beating মাঝরাত্তিরে ঘুমটা ভেঙে গেল। কে যেন দরজাটায় জোরে জোরে ধাক্কা মারছে। ধড়মড় করে উঠে বসি বিছানায়। কান খাড়া করে বোঝার চেষ্টা করি শব্দের উৎস। যখন বুঝতে পারলাম আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল।

মাঝরাতে আলমারি খোলা কি উচিত হবে... #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
The horrible day  রাত সাড়ে আটটা নাগাদ অমলের স্ত্রী বনানী বাড়ি ফিরে আসতেই আড্ডাটা ভেঙে গেল। ওকে একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। হতেই পারে। বনানীর বাপের বাড়ি আসানসোল তো আর খুব কাছে নয়। উঠে এলাম পাড়ার ঠেকে। এক রাউন্ড চা শেষ করে সবে সিগারেট ধরিয়েছি এমন সময় অমলের ফোন।

কাঁপা কাঁপা গলায় জানালো, 'লোকাল থানা থেকে ফোন করেছিলো। বর্ধমানের কাছে বাস দুর্ঘটনায় বনানী নাকি স্পট ডেড। থানায় যোগাযোগ করতে বলেছে।'

বললাম, 'তবে যে বাড়ি ফিরে এলো সে কোথায়!!'

"তোরা চলে যাওয়ার পর সে বাথরুম গিয়েছিল ফ্রেশ হতে। ফোনটা আসার পর বাথরুমে গিয়ে দেখি বাথরুমে কেউ নেই। তুই আয় ভাই...' #ভূত

Avijit Srimani ✍️

#ভূত #story

read more
Bad Times আমাদের আশেপাশে খারাপ আত্মার দাপাদাপি বাড়লে ঘুমের সময় ভূতের স্বপ্ন দেখা যেমন বেড়ে যায়, তেমনি আরও কিছু লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে। যেমন ধরুন...ঘরে একা থাকার সময় মাঝে মাঝে মনে হবে কেউ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে, সেই সঙ্গে হঠাৎ করে ঠান্ডা লাগতে শুরু করবে, গা ছমছম করতে পারে, বাড়ির আশেপাশে কুকুরের চিৎকার বেড়ে যেতে পারে এবং দরজায় টোকা মারার শব্দ শোনার মতো ঘটনাও ঘটতে পারে।

আর রাতের বেলায় এসবের কোনও একটা যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন তাঁরা আপনার আশেপাশেই আছেন।

সুতরাং সাধু সাবধান... #ভূত
loader
Home
Explore
Events
Notification
Profile