Find the Best yourquotebengali Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove you with all of me, falling in love with your best friend quotes, love with all your heart quotes, to you baby with love, love with your whole heart quotes,
পারমিতা দে
শীতের সকালে আলতো রোদের পরশে; সাধ জাগে তাকে কাছে পাওয়া। তবুও আমার যাত্রা, ইচ্ছের বিপরীতে! সমস্ত দিনের শেষে জাহাজ তো তীরে নোঙর ফেলে, আমার স্বপ্নেরা তখনও কূল-কিনারা খুঁজে ফেরে। হাজারো স্বপ্নের অস্ত যায় সমুদ্রের ওপারে সূর্যাস্তের মতো, ভেঙেচুরে যায় গাঢ় বেদনায় নিস্তদ্ধ রাত্রিগুলো। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "উওুরে হাওয়া।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "উওুরে হাওয়া।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
গাঢ় কাজলের প্রলেপ এঁকে মুদ্ধ করার মনসায় প্রেয়সি প্রহরের পর প্রহর সেজে চলে! তোমার কাছে আসতে হলে সাজতে হয় কেন তাকে? এলোচুলে বেণী বেঁধে পরিপাটি হয়ে কেন বসতে হয় তোমার পাশে? কেন সে ভয় পায় কালিমা চোখ নিয়ে তোমার দিকে তাকাতে? তুমি তাকে গ্ৰহন করো এমন ভাবে, ঘার্মাক্ত দেহে কিংবা রাত্রি ঘুমের পর তৈলাক্ত মুখে- সামনে তোমার আসতে পারে সে নির্ভয় হয়ে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "বিকচ নয়ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "বিকচ নয়ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
চিরস্থায়ী মৃত্যু চিরন্তন সত্য, প্রিয় জলের চোখের জল অধিক পবিত্র। কত সুন্দর শেষ যাত্রা,কত স্নিদ্ধ! শরীর জুড়ে বইতে থাকে কেবল মৃত স্মৃতির গন্ধ। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "মৃতস্মৃতি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "মৃতস্মৃতি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
তোমার বুকের এক চিলতে ভালোবাসা জমির বাসনাতে, আমার স্থাবর-অস্থাবর সমস্ত ভালোবাসাকে অর্পন করলেম তোমার নামে। বিনিময়ে আমায় দিলে এক পৃথিবী,কষ্টের- মানবহীন অনন্ত সে বালিয়ড়ি মাঝে, ক্ষত-বিক্ষত হয়ে তলিয়ে যাই চোরাবালির গর্তে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "চোরাবালি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "চোরাবালি।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
সেই কবে সন্ন্যাসীটি গেল, গেরুয়া মাটির পথ ধরে। একতারা টি হাতে নিয়ে কৃষ্ণ নামে পাগল হয়ে; সংসার হতে বিবাগী,ক্ষুধা-তৃষ্ণা ত্যাগ করে। পাহাড়ে,জঙ্গলে কিংবা সমুদ্র তীরে- আজও সে বেড়ায় ঘুরে কৃষ্ণ পাওয়ার তরে; ভুলে ছিলো সে মানবের মাঝেই ঈশ্বর রহে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "গেরুয়া মাটির পথে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "গেরুয়া মাটির পথে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
ভেজা মেঘের মতো। অবুঝ আকাশে উড়তে উড়তে- যদি জীবন সুতোয় টান পড়ে, চ্ছিন্ন করে সকল মায়া; মহাকাশের বুকে যাব হারিয়ে ভাসতে ভাসতে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "ভেসে থাকতে চাই ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "ভেসে থাকতে চাই ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
তোমার শরীরে জমে রই এক ফোঁটা শিশির হয়ে; তুমি ধরে রাখ মোরে ক্ষণিকের তরে। রাত পোহালেই অবহেলায় আমার মৃত্যু ঘটে- তোমার দেহ বেয়ে- আমি মিশে যাই ভূমিতে। আমাকে ধারন করেছিলে যে শরীরে, অভিকর্ষের টানে সেও জীর্ণ হয়ে মিশে যাবে ভূমিতে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " অভিকর্ষের টানে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! " অভিকর্ষের টানে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
চারদিক করে আলোকিত। মন তবুও যেন আঁধার খোঁজে, ঝলমলে আলোর শহরেও মাঝে মাঝে, লোডশেডিং ভালো লাগে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "আগলে রাখা আলো ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! "আগলে রাখা আলো ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
যার কাঁধে মাথা রেখে শান্তির শ্বাস ফেলো, তোমার সুখের-দুঃখের কাহিনিতে গোধূলি পার করো; সে কাঁধ দেওয়ার মানুষটির কখনো তুমিও সাহারা হও.. নিশ্চুপ তার উদাসীন সাঁজে তোমার কাঁধটি বাড়িয়ে দিও। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " দিবসের শেষ প্রহরে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! " দিবসের শেষ প্রহরে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read moreপারমিতা দে
অভাগী মায়ের উঠোন জুড়ে, আধপেটা,জ্বর চোখে স্বপ্ন তার-পৃথিবী শীঘ্র সুস্থ হয়ে উঠবে। ছেলেটি আবার কাজ ফিরে পাবে, নাতি-নাতনিরা দু-মুঠো ভাত,পেট ভরে খাবে। স্বপ্নের সে সাত রং মেশে কালো রাতে, মায়ের চোখ এখন ঘুমহীন,রাতের আকাশে সে তারা হয়ে জ্বলে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " সাত রঙের স্বপ্ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #CollabChallenge ! " সাত রঙের স্বপ্ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
read more