Nojoto: Largest Storytelling Platform

New mousumi mohapatra Quotes, Status, Photo, Video

Find the Latest Status about mousumi mohapatra from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, mousumi mohapatra.

Stories related to mousumi mohapatra

    LatestPopularVideo

Mitali

Mousumi

read more

Rimpa Pal

#Art mousumi #poem

read more
সেদিনও চেয়েছিলাম কিছু বলতে
কিন্তু  মনের গভীরে একটা লজ্জা
আমায় থামিয়ে দিয়ে বলেছিল
না......না...... এখনই নয়
আজ এইটুকুই থাক
দিস না আর পিছু ডাক। 
 যেতে দে  ঐ অতিথিকে
তোর মায়ার বাঁধন ছেড়ে
চলতি সময়ের অমসৃণ পথে
সে নিশ্চয়ই আসবে ফিরে
তোর না বলা  কথাগুলো
শোনার টানে
তখন তাকে সব গুছিয়ে বলিস
প্রেমের অভিধানে।। 

সত্যিই হঠাৎ একদিন এসে 
ধরা দিল সে আমার আঙিনায়
আর সেখান থেকেই তো নতুন গল্প শুরু
তবে প্রশ্নটা হল এর শেষ কোথায়? 
যাই হোক না কেন, 
কল্পনার সেই গম্ভীর মুখ 
আজ হৃদয়ের অনুভবে
তাই তো এখন ব্যস্ত থাকি ভীষণভাবে। 

জমানো কথা হবে ধীরে ধীরে
কিন্তু প্রথম শুরুটা যে বড়ই কঠিন
জানি না কীভাবে বলব
বা কী বলব
হয়তো ভুলও হতে পারে
তবুও আজ শুভদিনে শুভেচ্ছা জানিয়ে
শুরুতেই বলছি তোমায় শুভ  জন্মদিন।। 


-মৌসুমী পাল

-জন্মদিনের শুভেচ্ছা #Art mousumi

Rimpa Pal

#darkness mousumi pal #poem

read more
আজ সে হয়তো ভুলে গেছে সব
ভুলে গেছে সেই অতীতটাকে
যেদিন তার কল্পনার নানা রঙে
শুধু আমার ছবিই আঁকত
যেদিন এক এক মুহূর্তের প্রতিটি ক্ষণে
কেবলই আমার কথা ভাবত।। 
কিন্তু এখন তার ঘুমের স্বপ্নে
আমি ছাড়া সব কিছু আসে
বোধহয় তার আর মনে নেই
আমার সাথে কাটানো মুহুর্তগুলো
তাই সেগুলোর ওপর বর্তমানে
স্তরে স্তরে জমেছে ধুলো।। 

সত্যিই কি বিচিত্র ব্যাপার
একটা মানুষের হঠাৎ পরিবর্তন
সময় আর পরিস্থিতির চাপে
কতটা পাষাণ হতে পারে মন।। 
সম্পর্কটা যে কবে এত ঠুনকো হল
তা বুঝতেই পারিনি
এক রাতেই যে সেটা শেষ করে দেবে
এমন কখনো ভাবিনি।। 

স্পর্শকাতর যন্ত্রনায় এখন
তাই খুঁজে চলেছি অকাল মরন
কীভাবে জানাব আর
আমি কতটা অসহায়? 
আজ ও কতটা ভালোবাসি
কীভাবে বোঝাব তোমায়?? 

আজও ভুলিনি তোমায়
না......পারবনা কোনোদিন
 তোমাকে আঁকড়ে ধরে যে
আমি বাঁচতে চেয়েছিলাম
তাই হৃদয়ের ভাঙা ঘরটাও
তোমার স্মৃতিকেই দিচ্ছে নাড়া
হয়তো অতি নগন্যই ছিলাম
তবুও আমি আজ বড় একা
ভেতরটা গুমরে উঠছে বারবার
অথচ আমার এই বিরহে আজ
একবারও দিলে না সাড়া।। 

 -মৌসুমী পাল
-বিরহ #darkness mousumi pal

Bikram kumar Behera

Mousumi Behera #Dreams

read more

Racon Pramanick

#Zindagi Mousumi Mahajan

read more

#NoBoDy

# Mousumi Paul (Notebook) 📓

read more
Tumse dur jane ki 💯 waja vi ho na 
fir vi main tumse dur jake reh nahi payunga 
ha! eisahi pyar karti hu tumse ... # Mousumi Paul (Notebook) 📓

#NoBoDy

Mousumi Paul (Notebook) 📓

read more
WorldDrugDay tum to ab mere nas nas pe rehte ho...
fir vi q juda hone ki baat karte ho,
agar tumhe vulna ho to mere sare nas katne parenge ...sayad tab vi tum yad ayogi Mousumi Paul (Notebook) 📓

#NoBoDy

Mousumi Paul (Notebook) 📓

read more
har fesle dimag se nahi liya jata .....
kuch dil ke liye chorna parta hai❤️ Mousumi Paul (Notebook) 📓

Madhumita Mondal✍️✍️

#peace Mousumi Paul (Notebook) 📓

read more
অভিমান সেই করে 
যে তোমাকে সত্যি ভালোবাসে
কথায় কথায় ঝগড়া সেই করে 
যে তোমাকে fell করে
তোমার দোষ সেই খুজবে
যে তোমাকে সবসময় Miss করে 
আর এটাই হলো ভালোবাসা #peace  Mousumi Paul (Notebook) 📓

#NoBoDy

#Moment Mousumi Paul (Notebook) 📓

read more
pagal pant dekhoge ?
to tumhara purani video ka view dekho #Moment  Mousumi Paul (Notebook) 📓
loader
Home
Explore
Events
Notification
Profile