Nojoto: Largest Storytelling Platform

Best কৃষ্ণপ্রেম Shayari, Status, Quotes, Stories

Find the Best কৃষ্ণপ্রেম Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 23 Stories

MANNA DEKA

#কৃষ্ণপ্রেম #Quotes

read more

Jayanta Roy

#আজজন্মাষ্টমী #কৃষ্ণপ্রেম #Challange #yqdada

read more
আজ প্রেমহীন গোকূলে যে মোহন বাঁশি বাজে
তার সুর কৃষ্ণপ্রেমের কাঙাল;
সত্যভামা,তুমি এক লহমায় হারিয়ে দিয়েছো রাধাকে;তবু বলতো,যে নিকষ কালো অন্ধকার
জগৎময় বিরাজমান তার কতটুকুই বা কলঙ্ক হয়ে লাগলো তোমার গায়ে?সে তো চিরন্তন লীলা;
শাখায় শাখায় বিকশিত অকাতরে প্রেম,
ধুলো ওড়ানো গোঠের মাঠ,নীলে নীলে বর্ণময়
মায়াবী রেখাপাত---

হে গিরিধারী,আসন যে তোমার আগুন জ্বালায়
অন্তঃস্থলে,এসো;দুহাতে তুলে নাও যত অভিসারের মৌনমুখর অস্থিভার....  #আজজন্মাষ্টমী
#কৃষ্ণপ্রেম
#challange
#yqdada

Jayanta Roy

#কৃষ্ণপ্রেম#কবিতা#

read more
আজ প্রেমহীন গোকূলে যে মোহন বাঁশি বাজে
তার সুর কৃষ্ণপ্রেমের কাঙাল;
সত্যভামা,তুমি এক লহমায় হারিয়ে দিয়েছো রাধাকে;তবু বলতো,যে নিকষ কালো অন্ধকার
জগৎময় বিরাজমান তার কতটুকুই বা কলঙ্ক হয়ে লাগলো তোমার গায়ে?সে তো চিরন্তন লীলা;
শাখায় শাখায় বিকশিত অকাতরে প্রেম,
ধুলো ওড়ানো গোঠের মাঠ,নীলে নীলে বর্ণময়
মায়াবী রেখাপাত---

হে গিরিধারী,আসন যে তোমার আগুন জ্বালায়
অন্তঃস্থলে,এসো;দুহাতে তুলে নাও যত অভিসারের মৌনমুখর অস্থিভার....  #কৃষ্ণপ্রেম#কবিতা#

Srimati Tumpa Nayek

#কৃষ্ণপ্রেম #শরণাগতি #yqdada

read more
না বুঝে করেছি যত
জেনেবুঝে করেছি ততোধিক;
এখন জ্বলছি আমি অবিরত
নিজেকেই নিজে ধিক।
সাধু গুরু বৈষ্ণবের কানাঘুষোয়
হচ্ছে মনে অনুতাপ;
শুদ্ধ মুক্ত চাই যে হতে
কোথায় ধোবো এতো পাপ!
বলছে ওরা জনে জনে
কলির জীবের নামই গতি;
চঞ্চল মন থাকে না বশে
দাও গো আমায় চরণে মতি।
রত্নাকরের শিক্ষা আমি
নিতে চাই এই অধম জীবনে;
যতগুলো ধান ফলিয়েছি জমিতে
একটাও রাখতে চাই না নিজের জন্যে।
হাঁটবো না আর সেই পুরোনো পথ
সমর্পিত বাকি জীবন;
পড়ে থাক এই দেহরথ
রথী তুমি দাও দর্শন।
  #কৃষ্ণপ্রেম 
#শরণাগতি 
#yqdada

Srimati Tumpa Nayek

#শরণাগতি #কৃষ্ণপ্রেম #শ্রীমতীটুম্পা #yqdada

read more
এক অদ্বিতীয় গ্ৰন্থ শ্রীমদ্ভগবদগীতা
এর উপর আছে জানি অসংখ্য টীকা
কে পেরেছে বোঝাতে আর বুঝতে এর যথার্থতা?
আমার জ্ঞান বুদ্ধি সবই যেন বৃথা
হে ভাবগ্ৰাহী জনার্দন আমি এক নিঃস্ব
কি এই সংসার?কে আমার মাতা কেইবা পিতা?
ভাব দাও ভক্তি দাও তুমিই আমার সর্বস্ব।
মূর্খ আমি, তোমার বাণী সে আমার অসাধ্য
কৃপা করো প্রভু মৌনতায় হৃদয়ে করি উপলব্ধ।
হে পদ্মনাভ গীতা তোমার মুখনিঃসৃত
তব চরণে আমি শরণাগত শরণাগত। #শরণাগতি 
#কৃষ্ণপ্রেম 
#শ্রীমতীটুম্পা 
#yqdada

Srimati Tumpa Nayek

কৃষ্ণপ্রেমে পাগলিনী আমি কৃষ্ণ নামে বিভোর হয়ে রই আন কথায় শুধু সময়ের অপচয় হরিকথা বল না তোরা সই। আসার সময় কেউ ছিল না যাবার বেলাতেও একা আমি অপার হয়ে বসে আছি নাবিকের নাই দেখা। #yqdada #শ্রীমতীটুম্পা #কৃষ্ণকথা

read more





 কৃষ্ণপ্রেমে পাগলিনী আমি
কৃষ্ণ নামে বিভোর হয়ে রই
আন কথায় শুধু সময়ের অপচয়
হরিকথা বল না তোরা সই।
আসার সময় কেউ ছিল না
যাবার বেলাতেও একা
আমি অপার হয়ে বসে আছি
নাবিকের নাই দেখা।

Srimati Tumpa Nayek

সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ। গীতা পঞ্চদশ অধ্যায় (আমিই সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত।আমা হতেই সকলের স্মৃতি জ্ঞান ও অপোহনন হয়ে থাকে।) আচ্ছা ভগবান কি আকাশে থাকে? কিন্তু সেই মহাশূন্যে আমি তো দেখি না তাকে। #yqbaba #yqdada #কৃষ্ণপ্রেম #ভগবানেরডাকবাক্সে #শ্রীমতীটুম্পা

read more






 
সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট
মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ।
                          গীতা পঞ্চদশ অধ্যায়
(আমিই সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত।আমা হতেই সকলের স্মৃতি জ্ঞান ও অপোহনন হয়ে থাকে।)

আচ্ছা ভগবান কি আকাশে থাকে?
কিন্তু সেই মহাশূন্যে আমি তো দেখি না তাকে।

Srimati Tumpa Nayek

#এমনেরডুবসাঁতার #কৃষ্ণপ্রেম #শ্রীমতীটুম্পা #বাংলা_কবিতা #yqdada #bestyqbengaliquotes

read more
আমি সারাদিন সোস্যাল মিডিয়ায় থাকি
গীতা পড়ার ফুরসৎ টুকু পাই না;
আমি অনেক করি লেখালেখি
শুধু কৃষ্ণ নাম একবার লিখি না।
আমি শব্দভাণ্ডার গিলে খাই
যেন আমার লেখা ব্যতিক্রমী হওয়া চাই
যিনি অক্ষরব্রহ্ম পরমানন্দ তাকেই আমি ভুলে যাই।
আমি হাজার ব্যস্ততা আর অজুহাত দেখাই
কৃষ্ণ ভজনার সময় মোটে নাই
যখন ঠুনকো আঘাতে ভেঙে যাবে কাঁচের ঘর
উড়ে যাবে প্রাণপাখি...
তখন হা-হুতাশের অবসরটুকুও নাই!
আমি যার চেতনায় পেয়েছি চেতন
আজ তাকেই হয়েছি বিস্মরণ
ডুব দে রে মন রূপ সাগরে..
কোথায় খুঁজিস বৃন্দাবন? #এমনেরডুবসাঁতার 
#কৃষ্ণপ্রেম 
#শ্রীমতীটুম্পা 
#বাংলা_কবিতা 
#yqdada 
#bestyqbengaliquotes

Srimati Tumpa Nayek

#বিরহিণী #কৃষ্ণপ্রেম #রাতের_কবিতা #শ্রীমতীটুম্পা #বাংলা_কবিতা #yqdada

read more
রাধা থাকে বৃন্দাবনে মন পড়ে তার মথুরায়
উথাল পাথাল ওঠে যে ঝড় তার হৃদয় যমুনায়।
রাধা কালো কেশ বাঁধে না আর শ্যামকে খোঁজে তাতে
ও তার নয়ন শুভদৃষ্টি করে ঐ কালো মেয়ের সাথে।
রাধা কাঁখে কলস নিয়ে যায় যখন তখন ঘাটে
পাগলিনী রাধার পায়ে কাঁটা বিঁধে বাটে।
রাধার দেহ বৃন্দাবনে আর প্রাণটা থাকে মথুরায়
আজি ভাবসাগরে ভাসাও তরী ওগো শ্যামের রাই। #বিরহিণী #কৃষ্ণপ্রেম 
#রাতের_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#বাংলা_কবিতা 
#yqdada

Srimati Tumpa Nayek

ছবিটা আমার ছেলে Shubham Nayek এর আঁকা। #কৃষ্ণপ্রেম #রাতের_কবিতা #বাংলা_কবিতা #yqbaba #yqdada

read more
কি ছবি আঁকলি সখী চিত্রলেখা
কুঞ্চিত কেশ শিরে ময়ূর পাখা।
যার বাঁকা নয়ন জোড়া ভ্রু
সে যেন মোর প্রাণের গুরু ‌।
ও যেন নব জলধর বংশিধারী
পাগলিনী আমি ওই রূপ নিহারি ‌।
ওই বাঁকা তনু নব ঘনশ্যাম
হার মেনে যায় রতির কাম।
ওলো সখী চিত্রলেখা
প্রাণে মোর বড়ই ব্যথা;
নিয়ে চল নিয়ে চল সখী
মোর প্রাণনাথ রয়েছে যেথা। ছবিটা আমার ছেলে Shubham Nayek এর আঁকা।


#কৃষ্ণপ্রেম 
#রাতের_কবিতা 
#বাংলা_কবিতা 
#yqbaba 
#yqdada
loader
Home
Explore
Events
Notification
Profile