Nojoto: Largest Storytelling Platform

Best আমার Shayari, Status, Quotes, Stories

Find the Best আমার Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 417 Followers
  • 1974 Stories

Debo

মনের মত ✨ #মন #মনেরমতো #আমার shayeri✍️ #চিন্তা #Nojotoshayeri✍️

read more

Sanchita

#আমার বেরঙ্গিনএ জীবন...✨🌻 #শায়রি

read more

Chaitali Debnath

#আমার লেখা কবিতা।চৈতালীদেবনাথ

read more
#আমার লেখা কবিতা

©Chaitali Debnath #আমার লেখা কবিতা।চৈতালীদেবনাথ

smt

#আমার মনের মানুষের ও শনে #Love

read more

Jayanta Roy

#আমার কবিতা আক্ষেপ

read more
সবাই কত ভালো কবিতা লেখে,শুধু আমি পারি না ;
উপমা, শব্দ রূপকের সমাহারে কী সুন্দর গুছিয়ে উপস্থাপনা সবার ;
আর আমারটা দেখো ম্যাড়ম্যাড়ে অগোছালো
ছন্দহীন বেমক্কা আনাড়ি প্রলাপ যত ;
সবাই কত ভালো ছন্দ মেলায় আবার ছন্দ ভাঙে
ভাঙা গড়ার এক অদ্ভুত উত্থান পতন,
কবিতা থেকে অন্তর্নিহিত এক্সপ্রেশন ঠিকরে আসে
পাঠকের চোখ ঝাপসা হয়, কবিতার আশেপাশে ঘিরে থাকে
অপূর্ব সব ভাবনার অলিখিত বলয় ;
তবু আমারটা কেন নিস্প্রাণ চেতনাহীন বোবা
পাণ্ডুলিপির আখ্যান!
সবাই লেখে, আবেগে আনন্দে ভরপুর প্রেম বিরহ
উদযাপনের উৎসব যেন, কবিতা গান গায়,
উল্লাসে পাখা মেলে, শরতের শুভ্রতায়, বর্ষার
অঝোধারায় হেমন্তের হলুদ ঘাসে, শীতের কুয়াশা
অস্বচ্ছতায় প্রত্যেকের কবিতা রূপে রসে গন্ধে
পরিপূর্ণ, অসম্ভব উচ্চতায় কেমন তরতর করে
বেগবান...
আমি কলম আছড়াই কাগজ স্তুপ করি ডাস্টবিনে
আমার কবিতা নিরস, হীনমন্যতার বেড়াজালে
গজিয়ে ওঠা এলেমেলো লতাঝোপ,বুনো ফুলের মতোই যার অবস্থান | #আমার কবিতা আক্ষেপ

Jayanta Roy

#আমার পছন্দের একটি গানের লাইন তোমরা চাইলে Collab করতে পারো #চিঠি শব্দটা দিয়ে যে কোনো পছন্দের গানের লাইন #Favourite song #YourQuoteAndMine Collaborating with nilpori pakhi

read more
বিরহী মনের ইশারা শুধু ডাক পাঠায় সংগোপনে | #আমার পছন্দের একটি গানের লাইন তোমরা চাইলে Collab করতে পারো #চিঠি শব্দটা দিয়ে যে কোনো পছন্দের গানের লাইন
#favourite song #YourQuoteAndMine
Collaborating with nilpori pakhi

Jayanta Roy

#আমার চলে যাওয়ার পর#

read more
চিৎ হয়ে শুয়ে আছি ঘন ঘাসবনে;
ক্রমেই গাঢ় হয় অন্ধকার,ঘর ফিরতি পাখির ঝাঁক ;পুরানো ক্ষতের ভেতর পুনঃপ্রবেশ;পুরানো তক্তপোশ,নোনা ইটের দেওয়াল;
ষাটওয়াটের বাল্ব,শোয়ার ঘর--জমাট আবছায়া
কুয়োর চাতাল,জাফরি-সিঁড়িঘর,চিলেকোঠা--

আজ ভোরে স্বপ্ন এলো,স্বপ্নের ভেতর আমার
লম্বালম্বি মৃতদেহ,আপাদমস্তক ফুলে-চন্দনে ঢাকা,পিঠের তলায় রক্তে পিচ্ছিল ঘাসজমি--
বারান্দার এককোণে সদ্য স্নান সেরে সাদা থান পরিহিতা সুনন্দা....  #আমার চলে যাওয়ার পর#

Jayanta Roy

#আমার বুকে#

read more
আমিই তোমার সর্বাপেক্ষা ভালো বন্ধু,
আমিই তোমার সর্বশেষ প্রেমিক--
এখানে দ্বিচারিতা কিসের?
আমার বুকে মাথা রেখে কাঁদবার সময়
নিজেকে কখনও কি আশ্রয়হীন মনে হয়েছে তোমার?তোমার গভীর নিঃশ্বাস,ঘন চুলের নিস্তব্ধ
আঁধার;তরপরও জ্বলে-পুড়ে মরা একটা অবাঞ্চিত
স্বামীঘরের কথা তোমার মুখে!
ব্লাউজের ভেতর থেকে উঁকি মারছে কালশিটে দাগ, 
সিগারেটের দগ্ধ চিহ্ন,এসো এখন দুটো শরীর
সম্পূর্ণ ভাবে প্রত্যক্ষ করুক পরস্পরকে---
আর মাঝে... সারারাত একটা স্নিগ্ধ মোমের আলো | #আমার বুকে#

Jayanta Roy

#আমার অসুখ#আধুনিক কবিতা#

read more
আমার অসুখের পাশে
একটা শালবন--
মোরাম মাখা পথ,আড়াআড়ি
শীত বিকেলের ছায়া,পাতায়
পাতায় ঢাকা;
পাতার নীচ থেকে উঠে আসে
কুমারী মেয়ের গন্ধ--
ছিন্নভিন্ন একদলা হাওয়া ঠান্ডা
নিঃশ্বাসের মত মত মুখে
ঝাপটা মারে---
আমার অসুখের পাশে একটা
শালবন....
জঙ্গলের সরু পথ দখল করে
বয়ে যায় নদী,চলো হেঁটে
আসি বলে একটা দীর্ঘ রাত
পেরিয়ে উঠলাম বাংলোর কাঠের সিঁড়িতে---
থুতনির কাছে তিল,বুকের
বাঁ পাশে শেষ রাতের
উস্কোখুস্কো চাঁদ--বলতে না
পারা একটা গুমোট আচ্ছন্নতা;
আমার অসুখের পাশে আজও
দাঁড়িয়ে একটা শালবন---
রুক্ষ পাতার নীচে নীচে উসকে ওঠে
আগুন;গর্জন তুলে ছুটে যায়
গাড়ি,ধূসর পীচরাস্তা চিরে.... #আমার অসুখ#আধুনিক কবিতা#

Jayanta Roy

#আমার দেখা বেলাভূমি#আধুনিক কবিতা#

read more
বৃষ্টি পতনের পর যে নিস্তব্ধতা নামে
সেখানে ঘুমন্ত নদীর অবসাদ;
তাকে তুমি সৃষ্টি বলতে পারো,
সৃষ্টি?সৃষ্টি তো সমুদ্র,সৃষ্টি চাঁদ;
সৃষ্টি শূন্যএ ধুলো,হাওয়া,ঝাউবন--
অন্তহীন ছায়া,ঘুরে কাটুক এ জীবন;
সমুদ্র নীচে যে জনপদ
সোনার আগুন মুখে নিয়ে উপচে পড়ে,
আলোকিত ঢেউ,ভাবছো মুঠোয় স্নান?
গুলিয়ে উঠবে বিষ,জ্বলন্ত সাম্পান;

তারচেয়ে চেনা সহজ ফুল,পাতা,পাখি---
অরণ্য,পাহাড়,মাটি;
নিজের মুখের মত চেনা আজন্ম শৈশবের
আকাশ,দিব্যি হাঁটাহাটি;
সেই কোন ভোররাতের নদী
হাত বাড়িয়ে ডেকে নিল গভীর গিরিখাতে,
সভ্যতার পিছু পিছু ডেকে নিল
তোমায়-আমায়,
একলা পুরুষ,সূর্যাস্তের পর একলা রমণী,
যাকে যেমন ঈর্ষা মানায়;
আবার যদি হতে পারো সহজ,সাবলীল--
আবার যদি বাড়তি তাগিদে
মৃত্যু পেরিয়ে ঘুরে দাঁড়াই তুমি আমি,
জানি সে তো ভস্মকাঠের স্তূপ,
ডুবন্ত সূর্য---নিস্তেজ বেলাভূমি... #আমার দেখা বেলাভূমি#আধুনিক কবিতা#
loader
Home
Explore
Events
Notification
Profile