Nojoto: Largest Storytelling Platform

Best মায়ের Shayari, Status, Quotes, Stories

Find the Best মায়ের Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about মায়ের ভালোবাসা ছবি, মায়ের কান্দন যাবত জীবন, মায়ের ভালোবাসা, মায়ের কবিতা, মায়ের ভালোবাসার পিক,

  • 7 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

সুকান্ত সরকার

#বিসর্জন

read more
পতিতালয়ের আনলি মাটি দিলি মায়ের রূপ,
শাঁখ বাজালি জ্বাললি প্রদীপ জ্বাললি ধূনো ধূপ।
ধান দূর্বায় বরণ করে আনলি মাকে ঘরে,
পূর্ণ হল সব কামনা মা দুর্গার বরে।
ক্ষীর সন্দেশ সাজিয়ে থালায় দিলি মাকে খেতে,
বসতে দিলি মন্দিরেতে রুপোর আসন পেতে।
মন্ত্র বলে প্রাণ স্থাপিলি মাটির মায়ের দেহে ,
নতুন বস্ত্র পরিয়ে দিলি আপন মাতৃস্নেহে ।
সন্ধ্যারতী ধুনুচি নাচ ছিল কী তার প্রয়োজন,
এইসব যদি করলি তবে কেন দিবি বিসর্জন ?
 মাটি থেকে মা বানালি সবই কি তোর ছলনা,
 আবার, বিদায় বেলায় বলবি তোরা "আবার এসো মা"।
 ঘটা করে আনলি মাকে করলি কত আয়োজন,
 আজকে আবার সেই মা-কেই কেমনে দিবি বিসর্জন? #বিসর্জন

সুকান্ত সরকার

#আসল মা #poem

read more
হাই রে ওরে বাঙালি জাতি তোদের নাটক দেখলে হাসি পায়,
বাস্তবটা দেখার পরে চোখের জলে নিজেকে ভেজায়। 
দূর-দূরান্তে যাচ্ছিস ছুটে দেখতে মাটির মা,
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মায়ের খবরও নিলি না।
স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলি মাটির প্রতিমা,
নিজের মায়ের তুলসীমালা সেটাও জোটে না।
মাটির মায়ের ঘর বানাতে করলি কত পরিশ্রম,
জন্মদাত্রী মায়ের ঠিকানা বল না কেন বৃদ্ধাশ্রম?
কোটি টাকার প্যান্ডেলেতে রাখবি মাটির মা,
নিজের বাড়িতে জননী মায়ের তো জায়গা হল না।
মাটির মায়ের সামনে দিলি কতই-না রাজভোগ,
দেখনা চেয়ে গর্ভধারিনী পোহাচ্ছে দুর্ভোগ।
করবি যদি মায়ের বিচার কোনটা আসল মা,
হারিয়ে যা না একটা কোথাও বাড়ি ফিরিস না।
দেখবি খুঁজে কোন মা তোর বসে আছে পথ চেয়ে,
ফিরলে বাড়ি কোন মা বলে নে না খোকা খেয়ে।
কোন মায়ের ঘুম আসে না তোর শরীর খারাপ হলে,
নিজে না খেয়ে কোন মা খাবার তোর মুখে দেয় তুলে?
তখন যদি বুঝতে পারিস কোনটা আসল মা,
সেই মায়ের পায়ে অঞ্জলিটা দিতে ভুলিস না। #আসল মা

Anuradha (Debika Das)✍️🎙️✍️

#OpenPoetry আমি কে?

দশ মাস গর্ভে ধারণকারিনী মায়ের,
সস্নেহে কোলে তুলে নেওয়া পিতার,
একমাত্র কন্যা- আমি সৃষ্টি।

দুষ্টুমির , আবদারের, 
 মায়ের বকুনির আড়ালে লুকিয়ে রাখা দাদার একমাত্র বোন- আমি চঞ্চল।

গোধূলি বেলায়, পড়ন্ত বিকেলে
তোমার বাহুর আলিঙ্গনে আবদ্ধ
প্রেমিকা - আমি আশ্বাস।

অচেনা কে আপন করা, 
তোমাতেই বিলীন হ‌ওয়া,
অর্ধাঙ্গিনী- আমি দায়িত্ব।

কন্যা থেকে সম্পূর্ণ নারী,
সৃষ্টি হতে নব সৃষ্টি,
মা - আমি স্নিগ্ধ, শান্ত।
দেবিকা দাস। #OpenPoetry

Writer-Ajmal Tarique

মা...!

read more
একমাত্র মায়ের ভালোবাসায় স্বার্থহীন, তাই বোধহয় ঈশ্বর মায়ের পায়ের নিচে স্বর্গের ঠিকানা রেখেছেন! মা...!

Sonali Sarkar

read more
নারী তুমি বাবার ছোট্ট চোখের মণি,
নারী তুমি মায়ের তপস্যার চরম ফল।
কখনো তুমি আধার জীবনের,
কখনোবা তুমিই জন্ম নতুন জন্মের,
কখনো তুমি বন্ধুরপী কখনোবা আরাধ্য প্রেয়সী,
কখনো প্রিয়তমা স্ত্রী কখনো ‌বা দাসীরুপী বধূ,
মাতৃত্বে করুণাময়ী ,বৃদ্ধাকালে বোঝা,
কিন্তু প্রশ্ন,      এটাই কি তুমি?
না 
তুমি আদ‍্যাশক্তি তুমিই অগ্নিশিখা।
তাই পুরুষত্ত্ব তোমার দমনে প্রয়োগ করে শক্তি,
            শক্তিতেই সীমাবদ্ধ তাদের অস্ত্র ,    
              তারা অবুঝ           আদ‍্যা শক্তির জ্বলন্ত আভা
        প্রখর তেজ শক্তি থেকে তারা অনবগত ,                      
তাই চতুর্দিকে আজ জ্বলছে আগুন ,প্রকৃতি মায়ের আগুনে বিশ্ব জগৎ প্রায় পুড়ে ছাই
বাকিটুকুর শেষ প্রায় আগত।

Indranil Sengupta

read more
দিনের শুরু মাকে দিয়েই দিনের শেষেও তাই,
সুপারম্যান এর আসল মানে মায়ের থেকেই পাই।
মায়ের কাছে বকা খেলেও ভালোবাসা থাকে,
দিনের শেষে মনের কথা মায়ের জানা থাকে।
চোখের আড়াল হলে হঠাৎ বড্ড আকুল লাগে,
মায়ের কোলে রাখলে মাথা বড্ড ভালোলাগে।
শুনছেনা কথা এই অভিযোগ মায়ের লেগেই থাকে,
দুঃখ হলে ভোকাল টনিক মায়ের থেকেই মেলে।
সব সমস্যার সমাধান গুলো মায়ের কাছেই পাই,
মা না থাকলে কিযে হতো ভাবতে ভয় লাগে।

Indranil Sengupta

read more
দিনের শুরু মাকে দিয়েই দিনের শেষেও তাই,
সুপারম্যান এর আসল মানে মায়ের থেকেই পাই।
মায়ের কাছে বকা খেলেও ভালোবাসা থাকে,
দিনের শেষে মনের কথা মায়ের জানা থাকে।
চোখের আড়াল হলে হঠাৎ বড্ড আকুল লাগে,
মায়ের কোলে রাখলে মাথা বড্ড ভালোলাগে।
শুনছেনা কথা এই অভিযোগ মায়ের লেগেই থাকে,
দুঃখ হলে ভোকাল টনিক মায়ের থেকেই মেলে।
সব সমস্যার সমাধান গুলো মায়ের কাছেই পাই,
মা না থাকলে কিযে হতো ভাবতে ভয় লাগে।

SNEHA MOITRA

#মায়ের গায়ের গন্ধ

read more
- " জানো , তোমার গায়ে কেমন যেন একটা মা - মা গন্ধ পাই ।"
- " তাই বুঝি !? তাহলে রোজ রাতে টাকা দিয়ে সোহাগ পেতে আসিস ওই কারণেই ? নষ্ট মেয়ের গায়েও কেমন করে ওমন গন্ধ পেলি তুই?"
- " অনাথ তো ! কি করব বলো !? তাই কেউ তালিম দিয়ে শেখায়নি "মা" কাকে বলে !! " #NojotoQuote #মায়ের গায়ের গন্ধ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile