Nojoto: Largest Storytelling Platform

New her absence is a silent grief Quotes, Status, Photo, Video

Find the Latest Status about her absence is a silent grief from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, her absence is a silent grief.

    LatestPopularVideo

HintsOfHeart.

#a flower of grief. #लव

read more

Subha Shree.r

alone is silent it's pain of life #Painful #Pain #Life #Silent

read more

Ananta Dasgupta

"যখন এত বড় ক্ষতি সামলে নিয়েছি, তখন এই ছোটোখাটো ক্ষতি তে কিছু হবে না।" এই কথাটা অয়ন ঈশার চোখে চোখ রেখে বলল। ঈশা আর কিছু বলল না। দুজনের মাঝে অদ্ভুত একটা ঝড় বয়ে চলেছে। 

"যাই হোক! তুমি নিজের প্রিয়জনদের সাথে হাঁসি খুশি আছো, দেখে ভালো লাগে। আমিও নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। ভালো লাগলো তুমি নিজে সময় বের করে আসলে আমার সাথে নষ্ট করার জন্য।" অয়ন তৃতীয় সিগারেট ধরিয়ে ফেলল কিন্তু ঈশা ওর মুখ থেকে টেনে ছুড়ে ফেলে দেয় এক দিকে। অয়ন অবাক হয়ে তাকাল। 

"ভালো মুখে বললে শোনো না তাই কিছু করার ছিল না। তোমার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাতে এসেছিলাম। এই জায়গায় তেই এসেছি যাতে তোমাকে....." ঈশা কিছু বলতে যাবে তখন ওর ফোন বেজে উঠল। প্রায় মিনিট একের পর ওর মুখ থেকে "ঠিক আছে" বেড়াল। 

"সময় হয়ে গেছে।" ঈশা কল কেটে বলল। 

"তোমার নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে হয়তো। সাবধানে যাও এন্ড অল দি বেস্ট।" অয়ন বলে এগিয়ে যাচ্ছে কিন্তু ঈশা কিছু বলতে চাইছিল যেটা ও বুঝতে পারে- "কিছু বলবে?"

"বলতে অনেক কিছু চাই কিন্তু ওর জন্য এটা সঠিক জায়গাও না আর অত সময় নেই। তবে একটাই কথা বলব, তোমাকে এরকম দেখে আমার অস্থির লাগছে।"

"আমি ঠিক আছি। তুমি যাওয়ার পরে যেই ফাঁকটি রয়ে গেছিল, সেটা থেকেই নিজের কিছু অংশ জড় করছি।" অয়ন এগিয়ে যাচ্ছে তখন ঈশা অয়নের হাতটা ধরে। হাতের ওপরে হাতটা রেখে বলল- "ফাঁক তোমার একার জীবনে নেই, সবার আছে কিন্তু..."

"কিন্তু কি? মেনে নিতে হবে? এগিয়ে যেতে হবে? তাই করছি। তোমার কোনো অসুবিধা হবে না, যদিও আমার কিছুও হোক।" ঈশা হাতটা ধরে বুঝলো হাত ঠান্ডা হয়ে আসছে। ওকে ধরে বসাল। হয়তো এটা ঈশাই ছিল বলে অয়নের ওপর জিনিসটা সেরকম ক্ষতি করেনি। অয়নের মুখে হালকা একটা হাঁসি ভেসে ওঠে। 

"একটা কথা জানো তো ঈশা, এই কথা আমি মানছি তোমার। ফাঁক সবার জীবনেই থাকে। তোমার জীবনেও একটা ছোট ফাঁক রয়ে গেল। তোমার পার্টনার তোমাকে ভালো রাখতে পারে, কিন্তু আমার মত যত্ন করতে পারবে না। তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবে কিন্তু আমার মত অপেক্ষা করতে পারবে না। ভালবাসবে কিন্তু আমার মত ভালবাসতে পারবে না। আর হ্যাঁ, যদি তোমার মনে হয় কি আমি অহংকারে বলছি, তাহলে এটাই ঠিক। আমার আছে অহংকার নিজের ভালোবাসার ওপর।" 

অয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশা আর কিছু বলল না। দুজনের মনের এক অংশ কথাও এখোনো বাইরে আসেনি। দুজনের কাছে একটাই জিনিস কম, সঠিক সময়, সঠিক জায়গা। 

দুজনে একসাথে এগোলো। অয়ন আগে হাঁটছিল। ওর পায়ের গতির সাথে ওর মনের গতি এক ভাবে এগোচ্ছে আর ফুটে উঠছে জল হয়ে। অয়ন একটু থামল যখন চোখে ঝাপসা হয়ে গেছে। জল মুছে ও একবার পিছনে তাকাল দেখতে ঈশা পিছনে আছে কি নেই। এই বার ঈশা ওর দিকেই তাকিয়ে। লিফটে উঠে ও অয়নের পাশে দাঁড়ায় আর হাতটা ধরে। এইবার একটু জোরে আর কানে একটা কথা বলে- "আমি তোমার জন্যই আছি এখানে।" চোখের জল টা মুছে দিয়ে ঈশা বেড়িয়ে গেল।

©Ananta Dasgupta #anantadasgupta #bengaliwriter #Storywriting #absence #incompletelove

Disha Shetty

silent #ಜ್ಞಾನಿ

read more

Mohd Sameer

*My Mother Is Fighting For Her Life And We Need Your Support To Save Her* #Quotes

read more

purnima

No matter how bad your heart is broken, the world doesn’t stop for your grief. #Quotes

read more
No matter how bad your heart is broken, the world doesn’t stop for your grief.

©purnima No matter how bad your heart is broken, the world doesn’t stop for your grief.

Ananta Dasgupta

দিতির কথা শুনে ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকাল। কিছুক্ষণের জন্য ও বিশ্বাস করতে পারেনি কি অয়ন বিয়ে করবে। 

"এর কথায় কান দিওনা। দিতি সবাইকে বলে অয়ন ওর বর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা পালটে যায়।" ঈশার হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করার জন্য আর্য আসল কথাটা পরিষ্কার করে বলল। ততক্ষণ অয়ন আর সঙ্কল্প সিগারেট খেতে খেতে কথা বলছে। 

"ও হঠাৎ এখানে?" সঙ্কল্প জিজ্ঞাসা করল

"ইন্টারভিউ আছে আজ। ওর মাঝে দেখা করতে এসেছে।" অয়নের কথার কোনো পাত্তা দিল না সঙ্কল্প। 

প্রায় সিগারেট শেষ হওয়ার মুখে সঙ্কল্প বলল- "আসলে একটা কথা বলব। তুই যতই কষ্টের মধ্যে থাক, যতই ছটপট করিস না কেন! তুই ওকে ছাড়তে পারবি না। যদি ও চলেও যায়। তাই তো!"

"এটা কিন্তু তুইও জানিস কি ওর আমার লাইফে থাকা কি মায়নে রাখে। আমি ওকে আমার মত রেখেছি। ও কি ভাবে রেখেছে, কিংবা রাখেনি, সেটা ওর ব্যপার।" অয়নের কথা শুনে সঙ্কল্প কিছু না বলে চলে গেল। 

অয়নের চেহারার অবস্থা দেখে ঈশা আর কোন কথা বাড়াল না। বরং ও বাকি কলিগদের সাথে গল্প করছে। 

অয়ন একটা সিগারেট ছেড়ে আরেকটা ধরাতে যাবে তখন ঈশা আসল- "তুমি না বললে কি তুমি নেশা কমাচ্ছ। দেখে তো মনে হচ্ছে না।"

অয়ন কিছু না বলে ওর বন্ধুদের দিকে ইশারা করল এগোতে। বিল পেয়মেন্ট করার পর ও ঈশার দিকে ঘুরে বলল- "আমি বলেছি আমার মেডিকেশন চলছিল, এইটা বলিনি কি আমি কমিয়ে দিয়েছি। আর এমনিও, আমার নেশা কমলেও বা কি আর বাড়লেও বা কি? তোমার কি যায় আসে?"

"অনেক কিছু।" ঈশা কথাটা একটু জোরে বলেছে কিন্তু অয়নের এই অধিকার বোধ মনে হল না।

"একটা কথা বলছি। প্রত্যেক মানুষের বেচে থাকার জন্য একটা ডিপেন্ডেন্সি লাগে। আমার ডিপেন্ডেন্সি হল এইটা। আমাকে শান্ত রাখে আর আমি কাজে মন লাগাতে পারি। এমন তো হবে না কি আমি যদি অস্থির হয়ে যাই আর তোমাকে খুঁজি তাহলে তুমি সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসে যাবে!" অয়ন বলে সিগারেটের শেষ ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিল। 

"আর যদি এসে যাই!" ঈশার কথা শুনে অয়ন ঘুরে ওর দিকে তাকাল। এই বার ওর অধিকার বোধ মনে করল। 

"এই সবে তোমার ক্ষতি হবে, তাই বললাম।" ঈশা প্রত্যেক বারের মত এড়িয়ে গিয়ে অন্য কথা বলল।

©Ananta Dasgupta #anantadasgupta #Storywriting #absence #incompletelove #Bengali #bengaliwriter

Tiny glowing star!

What is her story? #Life_Experiences #Inspiration Wish Art @tinyglowingstar #Poetry

read more

Deepak Choudhary

her her mahadev #Videos

read more

Vaishali Jain

#silent#songssss#

read more
loader
Home
Explore
Events
Notification
Profile