Nojoto: Largest Storytelling Platform

Best bengaliwriter Shayari, Status, Quotes, Stories

Find the Best bengaliwriter Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about letion to me meaning in bengali, i love u in bengali, mera dil bhi kitna pagal hai stebin ben, bengali sad love quotes that make you cry, i love you too in bengali,

  • 9 Followers
  • 19 Stories

Ananta Dasgupta

"যখন এত বড় ক্ষতি সামলে নিয়েছি, তখন এই ছোটোখাটো ক্ষতি তে কিছু হবে না।" এই কথাটা অয়ন ঈশার চোখে চোখ রেখে বলল। ঈশা আর কিছু বলল না। দুজনের মাঝে অদ্ভুত একটা ঝড় বয়ে চলেছে। 

"যাই হোক! তুমি নিজের প্রিয়জনদের সাথে হাঁসি খুশি আছো, দেখে ভালো লাগে। আমিও নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। ভালো লাগলো তুমি নিজে সময় বের করে আসলে আমার সাথে নষ্ট করার জন্য।" অয়ন তৃতীয় সিগারেট ধরিয়ে ফেলল কিন্তু ঈশা ওর মুখ থেকে টেনে ছুড়ে ফেলে দেয় এক দিকে। অয়ন অবাক হয়ে তাকাল। 

"ভালো মুখে বললে শোনো না তাই কিছু করার ছিল না। তোমার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাতে এসেছিলাম। এই জায়গায় তেই এসেছি যাতে তোমাকে....." ঈশা কিছু বলতে যাবে তখন ওর ফোন বেজে উঠল। প্রায় মিনিট একের পর ওর মুখ থেকে "ঠিক আছে" বেড়াল। 

"সময় হয়ে গেছে।" ঈশা কল কেটে বলল। 

"তোমার নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে হয়তো। সাবধানে যাও এন্ড অল দি বেস্ট।" অয়ন বলে এগিয়ে যাচ্ছে কিন্তু ঈশা কিছু বলতে চাইছিল যেটা ও বুঝতে পারে- "কিছু বলবে?"

"বলতে অনেক কিছু চাই কিন্তু ওর জন্য এটা সঠিক জায়গাও না আর অত সময় নেই। তবে একটাই কথা বলব, তোমাকে এরকম দেখে আমার অস্থির লাগছে।"

"আমি ঠিক আছি। তুমি যাওয়ার পরে যেই ফাঁকটি রয়ে গেছিল, সেটা থেকেই নিজের কিছু অংশ জড় করছি।" অয়ন এগিয়ে যাচ্ছে তখন ঈশা অয়নের হাতটা ধরে। হাতের ওপরে হাতটা রেখে বলল- "ফাঁক তোমার একার জীবনে নেই, সবার আছে কিন্তু..."

"কিন্তু কি? মেনে নিতে হবে? এগিয়ে যেতে হবে? তাই করছি। তোমার কোনো অসুবিধা হবে না, যদিও আমার কিছুও হোক।" ঈশা হাতটা ধরে বুঝলো হাত ঠান্ডা হয়ে আসছে। ওকে ধরে বসাল। হয়তো এটা ঈশাই ছিল বলে অয়নের ওপর জিনিসটা সেরকম ক্ষতি করেনি। অয়নের মুখে হালকা একটা হাঁসি ভেসে ওঠে। 

"একটা কথা জানো তো ঈশা, এই কথা আমি মানছি তোমার। ফাঁক সবার জীবনেই থাকে। তোমার জীবনেও একটা ছোট ফাঁক রয়ে গেল। তোমার পার্টনার তোমাকে ভালো রাখতে পারে, কিন্তু আমার মত যত্ন করতে পারবে না। তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবে কিন্তু আমার মত অপেক্ষা করতে পারবে না। ভালবাসবে কিন্তু আমার মত ভালবাসতে পারবে না। আর হ্যাঁ, যদি তোমার মনে হয় কি আমি অহংকারে বলছি, তাহলে এটাই ঠিক। আমার আছে অহংকার নিজের ভালোবাসার ওপর।" 

অয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশা আর কিছু বলল না। দুজনের মনের এক অংশ কথাও এখোনো বাইরে আসেনি। দুজনের কাছে একটাই জিনিস কম, সঠিক সময়, সঠিক জায়গা। 

দুজনে একসাথে এগোলো। অয়ন আগে হাঁটছিল। ওর পায়ের গতির সাথে ওর মনের গতি এক ভাবে এগোচ্ছে আর ফুটে উঠছে জল হয়ে। অয়ন একটু থামল যখন চোখে ঝাপসা হয়ে গেছে। জল মুছে ও একবার পিছনে তাকাল দেখতে ঈশা পিছনে আছে কি নেই। এই বার ঈশা ওর দিকেই তাকিয়ে। লিফটে উঠে ও অয়নের পাশে দাঁড়ায় আর হাতটা ধরে। এইবার একটু জোরে আর কানে একটা কথা বলে- "আমি তোমার জন্যই আছি এখানে।" চোখের জল টা মুছে দিয়ে ঈশা বেড়িয়ে গেল।

©Ananta Dasgupta #anantadasgupta #bengaliwriter #Storywriting #absence #incompletelove

Ananta Dasgupta

দিতির কথা শুনে ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকাল। কিছুক্ষণের জন্য ও বিশ্বাস করতে পারেনি কি অয়ন বিয়ে করবে। 

"এর কথায় কান দিওনা। দিতি সবাইকে বলে অয়ন ওর বর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা পালটে যায়।" ঈশার হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করার জন্য আর্য আসল কথাটা পরিষ্কার করে বলল। ততক্ষণ অয়ন আর সঙ্কল্প সিগারেট খেতে খেতে কথা বলছে। 

"ও হঠাৎ এখানে?" সঙ্কল্প জিজ্ঞাসা করল

"ইন্টারভিউ আছে আজ। ওর মাঝে দেখা করতে এসেছে।" অয়নের কথার কোনো পাত্তা দিল না সঙ্কল্প। 

প্রায় সিগারেট শেষ হওয়ার মুখে সঙ্কল্প বলল- "আসলে একটা কথা বলব। তুই যতই কষ্টের মধ্যে থাক, যতই ছটপট করিস না কেন! তুই ওকে ছাড়তে পারবি না। যদি ও চলেও যায়। তাই তো!"

"এটা কিন্তু তুইও জানিস কি ওর আমার লাইফে থাকা কি মায়নে রাখে। আমি ওকে আমার মত রেখেছি। ও কি ভাবে রেখেছে, কিংবা রাখেনি, সেটা ওর ব্যপার।" অয়নের কথা শুনে সঙ্কল্প কিছু না বলে চলে গেল। 

অয়নের চেহারার অবস্থা দেখে ঈশা আর কোন কথা বাড়াল না। বরং ও বাকি কলিগদের সাথে গল্প করছে। 

অয়ন একটা সিগারেট ছেড়ে আরেকটা ধরাতে যাবে তখন ঈশা আসল- "তুমি না বললে কি তুমি নেশা কমাচ্ছ। দেখে তো মনে হচ্ছে না।"

অয়ন কিছু না বলে ওর বন্ধুদের দিকে ইশারা করল এগোতে। বিল পেয়মেন্ট করার পর ও ঈশার দিকে ঘুরে বলল- "আমি বলেছি আমার মেডিকেশন চলছিল, এইটা বলিনি কি আমি কমিয়ে দিয়েছি। আর এমনিও, আমার নেশা কমলেও বা কি আর বাড়লেও বা কি? তোমার কি যায় আসে?"

"অনেক কিছু।" ঈশা কথাটা একটু জোরে বলেছে কিন্তু অয়নের এই অধিকার বোধ মনে হল না।

"একটা কথা বলছি। প্রত্যেক মানুষের বেচে থাকার জন্য একটা ডিপেন্ডেন্সি লাগে। আমার ডিপেন্ডেন্সি হল এইটা। আমাকে শান্ত রাখে আর আমি কাজে মন লাগাতে পারি। এমন তো হবে না কি আমি যদি অস্থির হয়ে যাই আর তোমাকে খুঁজি তাহলে তুমি সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসে যাবে!" অয়ন বলে সিগারেটের শেষ ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিল। 

"আর যদি এসে যাই!" ঈশার কথা শুনে অয়ন ঘুরে ওর দিকে তাকাল। এই বার ওর অধিকার বোধ মনে করল। 

"এই সবে তোমার ক্ষতি হবে, তাই বললাম।" ঈশা প্রত্যেক বারের মত এড়িয়ে গিয়ে অন্য কথা বলল।

©Ananta Dasgupta #anantadasgupta #Storywriting #absence #incompletelove #Bengali #bengaliwriter

Ananta Dasgupta

দোষ আমার, আমি বিনা বিচার করে পা দিয়েছি। 
দোষ আমার, আমি বিনা কোন কারণে স্বপ্ন দেখেছি। 
তুমি তো আমার জন্য সেরকম কিছু ভাবনা রাখোনি। 
তাহলে আমি কে হই তোমার জন্য আশা রাখার। 
দোষ আমার, আমি নিজের সংসারে তোমাকে সাজিয়েছি। 
দোষ আমার, আমি হয়তো অন্ত জেনেও তোমার কাছে এগিয়েছি। 
তুমি নিজের জায়গায় ঠিক। তোমার জীবন নির্দিষ্ট এক পথে অগ্রসর হওয়া এক যাত্রা। 
দোষ আমার, আমি নিজের পথ তোমার দিশায় ঘুরিয়ে দিয়েছি। 
তুমি স্পষ্টবাদী মানুষ, মনে কিছু রাখোনা। 
দোষ আমার, আমি তোমাকে নিজের কল্পনায় রেখেছি। 
দোষ আমার, আমি আশার ঘর বানিয়েছি। 
তোমার মুখে আর মনে সবসময় না ছিল। 
দোষ আমার, আমি নিজেকে ভুল বুঝিয়েছি। 
দোষ আমার, আমি নিজের জন্য প্রথম বার কিছু চেয়েছি।

©Ananta Dasgupta #Pinterest #Bengali_poem #bengaliquote #bengaliwriter #anantadasgupta

Ananta Dasgupta

একটা ডায়রি পেলাম, ভাবছি কি লিখবো। 
লিখে ফেলব অফিসের সমস্ত অগোছালো হিসাব
নাকি রেখে দেব পাতা গুলো ফাঁকা সব
নোট করব বসের এক এক জিনিস তারিখে ফেলে, 
যদি ভবিষ্যতে এই কথা যদি কাজেও ফলে! 
নাকি ঘরে নিয়ে আসব, মাসের হিসাবের জন্য, 
খাতায় ভর্তি থাকবে আয় ব্যয়ের অরন্য। 
কাউকে দেওয়া যাবে না, ওখানে যে নাম রয়েছে আমার
বাচ্চা নেই যাকে দিলে বানাতে পাড়বে নিজের আঁকার সংসার
তাহলে কি নিজে ব্যবহার করব? 
নিজের জন্য কিছু লিখবো? 
লিখবো সমস্ত কথা যা গোপন আছে কোন গভীর অন্ধকারে
লিখবো কত জায়গায় না গিয়েও কি ভাবে ঘোরা যায়। 
জানা অজানা কিছু অভিজ্ঞতা, জানা অজানা কিছু ভুল। 
লিখবো পাশ থেকে গিয়েও না নেয়া সেই গোলাপ ফুল। 
এই ভাবে লিখলে তো খাতা ভরে যাবে যে, 
আমার কল্পনা আর আশার ভাড় নিতে পারবে না সে। 
বরঞ্চ এটাকে আপাতত রাখি এমনি, প্যাক করা। 
এখনও যে বাকি আছে আবার ভাংগা, আবার গড়া।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #Bengali_poem #bengaliwriter

Chanchal Jati

wishing you শুভ দোলযাত্রা | Happy Holi #happyholi #happyholi #bengaliwriter #nojotobangla #News

read more

Kakoli

Godhuly Roy

যে প্রশ্নের উত্তরে শুধু নিস্তব্ধতা বিরাজ করে অথবা অসংলগ্ন কথার পাহাড় জমা হয় বছরের পর বছর ধরে। Love #lifetalk #bengaliwriter #জীবন

read more

Tathagata Banerjee

=স্বপ্ন=

শুনেছি স্বপ্ন নাকি অতীতের প্রতিধ্বনি।
তবে তার গভীরতার কিনারা পাইনি আজো।
সেদিনও ঘুমটা ভেঙে গেলো ঠিক সাড়ে চারটায়; স্বপ্নের অলিন্দে ঘুরতে ঘুরতে প্রায় রোজই পৌঁছে যাই চ্যাটার্জীদের পুরানো বাংলোতে...
এক ছায়াময় কায়ার পেছনে দৌড়তে থাকি এ ঘর থেকে ও ঘর ... কি যেন বলতে চায় সে, তার গতির কাছে হার মানি, সে মিলিয়ে যায় চিলে কোঠার বন্ধ ঘরের দরজার পেছনে...
বিমূঢ়, একলা দাঁড়িয়ে থাকি বন্ধ দরজার এপারে!
ঘুম ভেঙে যায়... মনে থেকে যায় এক অস্পষ্ট কোমল ধ্বনি;
"আজো, পারলে না তুমি তবে কি আমার মুক্তি নেই" ।

©Tathagata Banerjee #story
#microtale
#bengaliwriter
#bengalistory
#horror 

#Dhanteras

Tathagata Banerjee

https://youtu.be/k5FrEKyKWdM

শুনুন গোয়েন্দা থ্রিলার গল্প
তাল ঝুমরির কুঠিবাড়ি
অডিও ভার্শন
ও কমেন্টে জানান কেমন লাগলো গল্পটা
আপনাদের অনুপ্রেরণাই
আমার লেখক স্বত্তাকে
উজ্জীবিত করবে!
আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য

©Tathagata Banerjee #डरावनी
#audio
#audiostory
#Youtube
#Detective
#story
#Bengali
#bengaliwriter

shweta Agarwal (sunshine)

उपाधि लौटाकर नाइटहुड की,
 राष्ट्र भक्ति का पैग़ाम दिया था,
नाम कर साहित्य में अपना,
 बंगाल को शिखर पर पहुंचाया था,
जगाया स्वाभिमान हर हिन्दुस्तानी का,
तो पहला नोबेल पुरस्कार भी जीता था,
राष्ट्र गान लिख दो देशों के चिंगारी को ज्वाला बनाया था,
संथालो को स्थान दे अपनी लेखनी में नाम उनका बढ़ाया था,
हां एक लेखक हो कर भी इन्होंने राष्ट्रीयता का फ़र्ज़ निभाया था,
सिखाया इन्होंने बहुत कुछ तो इतिहास को भी नया मोड़ दिया,
लेखन की दुनिया का रुख भी इन्होंने राष्ट्र की ओर मोड़ दिया

sunshine #NobelPrize 
#साहित्य 
#Poet 
#राष्ट्रगान 
#नाइटहुड
#bengaliwriter 
#Bengal 
#Kolkata
loader
Home
Explore
Events
Notification
Profile