Nojoto: Largest Storytelling Platform

New krishna chura flowers with bengali sod love poem Quotes, Status, Photo, Video

Find the Latest Status about krishna chura flowers with bengali sod love poem from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, krishna chura flowers with bengali sod love poem.

Stories related to krishna chura flowers with bengali sod love poem

    LatestPopularVideo

Tapati Bhaiya

###Arjun Krishna chura

read more

Snigdha 's World

ভুলের সাগরে ডুবে গেছি আজ 
হাজার ঠিকের মাঝে, 
না জানা ভুলেরা ভিড় জমিয়েছে 
আমার সকল কাজে, 
দিকভ্রান্ত ঘুরছি ফিরে 
শুষ্ক মরুর দেশে, 
তবু আজও পাইনি দিশা 
মরীচিকার রেশে, 
পথভ্রষ্ট পথিক আমি 
কিই বা আমার পথ, 
দূরের দিশা গোচর হবে 
দর্শনে মনোরথ, 
পার্থসারথি যেমন পার্থে 
দেখালো পথের দিশা, 
এ আঁধারে আলো জ্বলুক কিরণে 
ফিরুক সে ভালোবাসা, 
যে প্রেম মিলাবে মানবে মানবে 
ফিরাবে হারানো সুখ, 
সকল ভুলের শেষ হয়ে ফিরে 
আসবে নবীন যুগ....

©Snigdha 's World #hope #Krishna #Bengali #Bengali_poem #poem #Nojoto

Rohiyal Parveen Rohiyal

sod love #शायरी

read more

𝑺𝒖𝒃𝒊𝒓𝒆𝒔𝒉

#বসন্ত #Bengali #flowers #poem

read more
সে ফেরে নি
®️সুবীরেশ 

গেল বছরের বসন্তে কথা হয়েছিল, 
 হয়েছিল কথা আসবে বলে, 
কই আসলে নাতো !

আবারো বসন্ত এসেছে, 
কিন্তু তুমি কোথায় !
রাঙা পলাশ আজ দিচ্ছে জাগান,  

কথা শুধু রয়ে যায় , 

সে ফেরে নি, 

হয়তো ফিরবে বসন্তের আবহবার্তায় l 
কোনো একদিন এমন দিনে... 
যেদিন দিয়েছি কথা l

©𝑺𝒖𝒃𝒊𝒓𝒆𝒔𝒉 #বসন্ত #Bengali 

#flowers

sooo

ভালোবাসা আবেশ ছিল,আবেগ নয়;
আর যার  প্রতি ভালোবাসা  ছিল,তার জন্য বিরহ নয়। #poem #Bengali #love

ShreyaPahari

Satanik Sil

a bengali poem with deep meaning #poem #Bengali

read more
চোখ খুললেই আলোর শিখা
ভ্রু কুঁচকে মুখ বেকানোর স্বভাব তার যায়নি !
আমি এগিয়ে যাই তার দিকে সরলরেখা দিয়ে ,
কিন্তু এ যে অন্য মানুষ , আমি তাকে খুঁজে পাইনি ।

আমি এগিয়ে গেলাম আরেকটু , আরও দশ পা দূরে ।
ম্যান্ডোলিন আর ব্যাঞ্জো আর সাথে গিটারের সুরে
আমি এসেছি এক প্রাচীন নগরে  , আসতে আমি চাইনি ।
আমি অন্য মানুষ খুঁজে বেড়াই তবু আসল মানুষ পাইনি ।

হটাৎ এলাম অন্ধকারে , পাহাড়ের বুকে ছোট্ট কোনায় ! 
চোখ মেললেই আলোর শিখা , মুকুট তার জ্বলছে সোনায় ।
আমি খুঁজেছি তাকে সেই গ্রামেতে , হারাতে তাকে চাইনি ।
আমি মানুষটাকেই মিথ্যে ভাবি , তাই আসল মানুষ পাইনি ।

©Satanik Sil a bengali poem with deep meaning
#poem
#bengali

Parthasarathi Madhava

love #Krishna #Radha poetry #Bengali #BengaliPoem

read more
                        একটি সে নাম

রক্তকরবীর লাল রঙে 
অধরে তোমার লেখা 
একটি সে নাম
তোমার কাজলকালো নয়নতারায়
জলছবি যার ছলছল, অবিরাম
সে কি আসে তোমার গহনমনে
নিদ্রাহীন রাতের অভিসারে ? 
তোমার হৃদয় করবীর 
লাল রঙের ভালোবাসায় সিক্ত করো তাকে ? 
জানি ভালোবাসো তাকে
কৃষ্ণপ্রিয়া রাধা তুমি ভাসাও তাকে
প্রতিক্ষণে প্লাবনে 
মগ্নমোহন ভালোবাসা বলো তুমি যাকে। 
----  পার্থসারথি 
     #love #krishna #radha #poetry #bengali #bengalipoem

Ishika Sharma

suru hya chilo akti glpo anek abeg niya
sas holo aj say glpo avimaner vira #poem #glpo #love #BENGALI

Subhro Dalal

#Bengali #Bangla #poem love

read more
হয়তো অনেক দূরে চলে গেছিস,
বেশ কেমন যেন আছি তোকে ছাড়া।

আর তোকে বলবো না আমি!
আমার জন্য "একটু দ্বারা"।

সব ঝড় থামার পর,
আজ চারদিক নিস্তব্দ।

হটাৎ লেখা এই কবিতাটিতে,
আছে না বলা অনেক শব্দ।

ভালো থাকিস তুই যেন,
প্রার্থনা করি রোজই!

জানি আর বলবি না কথা,
তাও হাতড়ে তোকেই খুঁজি।
                   -ভালো থাকিস। #bengali #bangla #poem #love
loader
Home
Explore
Events
Notification
Profile