Nojoto: Largest Storytelling Platform

Best অভিজিৎবাবন Shayari, Status, Quotes, Stories

Find the Best অভিজিৎবাবন Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 35 Stories

কলমে✒মন(Rabina Sarkar)

ভালোবাসার মানুষটি যখন একটু একটু রোজ আমাদের অবহেলা করতে শুরু করে... তখন সুখের জীবনেও নেমে আশে ঘোর অন্ধকার। আমরা প্রত্যেকে তখন অভিযোগের অগ্নিবান ছুঁড়ে ভালোবাসার মুলস্রোতে ফিরতে চাই বারে বার.. আজ তাই সেই অভিযোগ টা তার জন্যই তোলা থাক #Collab এর মাধ্যমে.. তবে হ্যাঁ, ফিরে পাওয়ার প্রত্যাশায় নয় কল্পনার মোড়কে হোক্ কোলাব রব..... শর্ত : 1. লেখার শুরুতে "তোমার জন্য," কথাটি থাকতে হবে। 2. প্রেমে অভিযোগ বা অভিমান এক লাইনে (1 line) তুলে ধরতে হবে। 3. অন্ত্যমিল রাখতেও পারো। না রাখলেও অসুবিধে #yqdada #YourQuoteAndMine #Aalap #অভিজিৎবাবন #nostalgiacollab

read more
তোমার জন্যই, কাজল চোখ, ধুইয়ে যায় নিথর জলে... ভালোবাসার মানুষটি যখন একটু একটু রোজ আমাদের অবহেলা করতে শুরু করে... তখন সুখের জীবনেও নেমে আশে ঘোর অন্ধকার। আমরা প্রত্যেকে তখন অভিযোগের অগ্নিবান ছুঁড়ে ভালোবাসার মুলস্রোতে ফিরতে চাই বারে বার.. আজ তাই সেই অভিযোগ টা তার জন্যই তোলা থাক #collab এর মাধ্যমে.. তবে হ্যাঁ, ফিরে পাওয়ার প্রত্যাশায় নয় কল্পনার মোড়কে হোক্ কোলাব রব.....

শর্ত : 1. লেখার শুরুতে "তোমার জন্য," কথাটি থাকতে হবে।
        2. প্রেমে অভিযোগ বা অভিমান এক লাইনে (1 line) তুলে ধরতে হবে। 
       3. অন্ত্যমিল রাখতেও পারো। না রাখলেও অসুবিধে

কলমে✒মন(Rabina Sarkar)

ফিরে এলাম আবার সঙ্গে নিয়ে #Collab পর্ব। এবার কোলাব করতে হবে দুই লাইনে। আমার উপরোক্ত লাইনে আমি গিটারের উল্লেখ করেছি, এরপর তোমাদেরও লিখে ফেলতে হবে এমন দুটি লাইন যেখানে যে কোনো বাদ্যযন্ত্রের নাম উল্লেখ থাকবে । তা সে হতে পারে গিটার, পিয়ানো, হারমোনিয়াম অথবা তোমার মনের মতো কোনো বাদ্যযন্ত্র। ** শর্ত:- 1) Theme- প্রেম বা বিরহ নিয়ে লেখা। 2) লাইন সংখ্যা- দুই হওয়া আবশ্যক, তার বেশি allowed নেই। 3) তোমার সৃষ্ট লাইনে যেন কোনো বাদ্যযন্ত্রের নামের উল্লেখ থাকে। 4) আমি তো প্রশ্ন করেছি, তবে তুমিও করতেই পা #Bengali #Bangla #yqdada #YourQuoteAndMine #bestyqbengaliquotes #অভিজিৎবাবন

read more
গিটারের ছেড়া তারে, রাত যখন একলা আকাশে মাখা,
চিবুক টাকে ভিজতে দিয়ে, তখনও তোমার আসার খবরে মন রাখা।  ফিরে এলাম আবার সঙ্গে নিয়ে #collab পর্ব। এবার কোলাব করতে হবে দুই লাইনে। আমার উপরোক্ত লাইনে আমি গিটারের উল্লেখ করেছি, এরপর তোমাদেরও লিখে ফেলতে হবে এমন দুটি লাইন যেখানে যে কোনো বাদ্যযন্ত্রের নাম উল্লেখ থাকবে । তা সে হতে পারে গিটার, পিয়ানো, হারমোনিয়াম অথবা তোমার মনের মতো কোনো বাদ্যযন্ত্র। 

** শর্ত:- 1) Theme- প্রেম বা বিরহ নিয়ে লেখা। 
2) লাইন সংখ্যা- দুই হওয়া আবশ্যক, তার বেশি allowed নেই। 
3) তোমার সৃষ্ট লাইনে যেন কোনো বাদ্যযন্ত্রের নামের উল্লেখ থাকে। 
4) আমি তো প্রশ্ন করেছি, তবে তুমিও করতেই পা

কলমে✒মন(Rabina Sarkar)

প্রেমে পড়তে কার না ভালো লাগে! এই প্রেমে মানুষ দিক, কাল, জাতি বিচার করে না। গভীর প্রেমে প্রেমান্ধ হয়ে যাই আমরা ... এমনকি কোনো না কোনো সময় কমবেশি সবাই পড়েছি এই 'প্রেমে'। আর যারা দুর্ভাগ্যক্রমে প্রেমে পড়েনি তারা কল্পনা তো করতেই পারো... তাই না! সেই কথা ভেবেই তোমাদের জন্য নিয়ে এলাম আজকের #Collab পর্ব। শর্ত: ১- এক লাইনে লিখতে হবে নিজের মনের ভাবনা... ২- লাইনের শুরুতে রাখতে হবেই, "তোর প্রেমেতে পড়ে আমি" এই চারটি শব্দ। ৩- অন্তমিল হলে ভালো। না হলেও ভালো। 😊 Theme: প্রেমে পড়ার পর কি কি করে ব #Bengali #yqdada #YourQuoteAndMine #bestyqbengaliquotes #অভিজিৎবাবন

read more
তোর প্রেমেতে পড়ে আমি, তোর গভীরে নিজেকে বিলিয়ে ছিলাম... প্রেমে পড়তে কার না ভালো লাগে! এই প্রেমে মানুষ দিক, কাল, জাতি বিচার করে না। গভীর প্রেমে প্রেমান্ধ হয়ে যাই আমরা ... এমনকি কোনো না কোনো সময় কমবেশি সবাই পড়েছি এই 'প্রেমে'। আর যারা দুর্ভাগ্যক্রমে প্রেমে পড়েনি তারা কল্পনা তো করতেই পারো... তাই না! সেই কথা ভেবেই তোমাদের জন্য নিয়ে এলাম আজকের #collab পর্ব। 

শর্ত: ১- এক লাইনে লিখতে হবে নিজের মনের ভাবনা...
      ২- লাইনের শুরুতে রাখতে হবেই, "তোর প্রেমেতে পড়ে আমি" এই চারটি শব্দ। 
      ৩- অন্তমিল হলে ভালো। না হলেও ভালো। 😊

Theme: প্রেমে পড়ার পর কি কি করে ব

কলমে✒মন(Rabina Sarkar)

কোলাবের আমন্ত্রণ রক্ষার চেষ্টা করলাম। আর রাখলাম কোলাব অন, সক্কলকে আমন্ত্রণ জানাই...... আবার নিয়ে এলাম কোলাব পর্ব। যার ভালো থাকার কামনায় আছো, তাকে ভেবে কোলাব করে ফেলো। তবে এবার কোলাব শুধু এক লাইনে নয়, ইচ্ছে মতো #Collab করো এক বা দুই লাইনে। *** শর্ত:- 'ভালো থেকো তুমি' যেন লাইনের প্রথমে থাকে। অন্ত্যমিল রাখতেও পারো আবার না ও রাখতে পারো। #Bangla #yqdada #YourQuoteAndMine #Nostalgia #bestyqbengaliquotes #অভিজিৎবাবন

read more
ভালো থেকো তুমি...আমি না'হয় অপেক্ষায় থাকবো, তুমি মনকে বুঝলে। কোলাবের আমন্ত্রণ রক্ষার চেষ্টা করলাম। আর রাখলাম কোলাব অন, সক্কলকে আমন্ত্রণ জানাই......

আবার নিয়ে এলাম কোলাব পর্ব।
যার ভালো থাকার কামনায় আছো,
তাকে ভেবে কোলাব করে ফেলো। 
তবে এবার কোলাব শুধু এক লাইনে নয়, ইচ্ছে মতো #collab করো এক বা দুই লাইনে। 
   
   ***  শর্ত:- 'ভালো থেকো তুমি' যেন লাইনের প্রথমে থাকে। অন্ত্যমিল রাখতেও পারো আবার না ও রাখতে পারো।

কলমে✒মন(Rabina Sarkar)

ভুলত্রুটি মার্জনীয়... আর রইলো কোলাব অন, চলে এসো সবাই.. আজ World Thinking Day । আর এমন দিনে কাছের মানুষের কথা একটু ভাবতে পারব না তা কখনো হয় নাকি! তাই তাকে উদ্দেশ্য করে #Collab করো আর লিখে ফেলো মনের কথাটি। শর্ত : ভালোবাসি বলেই, এই দুটো শব্দ প্রথমে ব্যবহার করে বাকিটা এক লাইনের মধ্যে লিখো তোমার মনের কথা। Theme : Love Thinking ❤️ #Bengali #yqdada #YourQuoteAndMine #bestyqbengaliquotes #অভিজিৎবাবন

read more
ভালোবাসি বলেই, তোমায় কখনো আটকে রাখতে চাইনি। ভুলত্রুটি মার্জনীয়... 
আর রইলো কোলাব অন, চলে এসো সবাই..

আজ World Thinking Day । আর এমন দিনে কাছের মানুষের কথা একটু ভাবতে পারব না তা কখনো হয় নাকি! তাই তাকে উদ্দেশ্য করে #collab করো আর লিখে ফেলো মনের কথাটি।

শর্ত : ভালোবাসি বলেই,
এই দুটো শব্দ প্রথমে ব্যবহার করে বাকিটা এক লাইনের মধ্যে লিখো তোমার মনের কথা।
Theme : Love Thinking ❤️

কলমে✒মন(Rabina Sarkar)

ফিরে এসেছি বন্ধুরা 😊 আবারও নিয়ে এলাম কোলাব পর্ব.... আমরা প্রত্যেকেই কোন না কোন সময় প্রেমে পড়েছি কিংবা প্রেমে আঘাত পেয়েছি তবুও ভালোবাসার মানুষটির জন্য কোথাও না কোথাও কিছু একটা যেনো ফেলে এসেছি অজান্তেই... সেটা খুঁজে না পেলেও এখানে লিখতেই পারি সেই ফেলে আসা কথাগুলো। আজ লিখে ফেল সেই লেখাটাই শব্দ সংখ্যা ইচ্ছেমত #তোর_নামে_লেখা রেখে পরে। নিজস্ব লেখা, #Bengali #Collab #yqdada #YourQuoteAndMine #অভিজিৎবাবন

read more
স্বপ্নরা আজও বাঁচে মনের ক্ষতে..
যা কিছু লেখা ছিলো ছন্নছাড়া ডায়েরির ভাঁজে,
আজও তা রাখা আছে তোর নামের নীল খামে..
হয়তো সেই খাম পারবেনা পৌছোতে তোর হাতে,
তবুও ওড়াবো তাদের এক আকাশ মেঘেতে। ফিরে এসেছি বন্ধুরা 😊
 আবারও নিয়ে এলাম কোলাব পর্ব....
আমরা প্রত্যেকেই কোন না কোন সময় প্রেমে পড়েছি কিংবা প্রেমে আঘাত পেয়েছি তবুও ভালোবাসার মানুষটির জন্য কোথাও না কোথাও কিছু একটা যেনো ফেলে এসেছি অজান্তেই...
সেটা খুঁজে না পেলেও এখানে লিখতেই পারি সেই ফেলে আসা কথাগুলো।

আজ লিখে ফেল সেই লেখাটাই শব্দ সংখ্যা ইচ্ছেমত #তোর_নামে_লেখা রেখে পরে।

নিজস্ব লেখা,

কলমে আমি_Jit sah

#Collab করো তোমার লেখা চার লাইনের ভাবনা অবশ্যই নিচের লেখাটির সাথে সামঞ্জস্যতা বজায় রেখে। ভালো লেখাটি আমার ফেসবুক প্রোফাইলে পোষ্ট করা হবে । ❤️ #yqbaba #yqdada #ushnish #collabwithme #অভিজিৎবাবন #YourQuoteAndMine Collaborating with অভিজিৎ বাবন

read more
জীবনের চোরাবালি পথে
এগিয়ে চলেছি পদে পদে
এই আছি এই নেই
তবু তোকে ভালোবেসে কি জানি কোথা যে হারাবো বেঁচে থাকার খেই... #collab করো তোমার লেখা চার লাইনের ভাবনা অবশ্যই নিচের লেখাটির সাথে সামঞ্জস্যতা বজায় রেখে। ভালো লেখাটি আমার ফেসবুক প্রোফাইলে পোষ্ট করা হবে । ❤️
#yqbaba #yqdada #ushnish #collabwithme #অভিজিৎবাবন   #YourQuoteAndMine
Collaborating with অভিজিৎ বাবন

কলমে আমি_Jit sah

আমরা যারা প্রেমে আছি কেউ কি কখনো থেমে আছি? না.. কোন কাজেই থেমে নেই। ধরো যদি আমাদের সম্পর্কটাও এরকম হতো! যেখানে দুজন দুজনেরই পরিপূরক। ওদের ছাড়া গল্পটাই সম্পূর্ণ হতো না। আমাদের গল্পটাকেও তাই আজ চরিত্রের রূপ দেব..আমি যেমন আলাদিন ও আশ্চর্য প্রদীপের জিনকে কাছে পেয়েছি তোমরাও আনতে পারো এমন কিছু চরিত্রদের নিজের লেখার মধ্যে। #Collab করো আমার সাথে... শর্ত : 1. লাইনের প্রথমে ব্যবহার করতে হবে "তোমার প্রেমে হব আমি.." 2. অন্তমিল লেখার মধ্যে রাখতেও পারো / না রাখলেও চলবে। 3. লাইন দুটো হবে। #Bengali #Bangla #yqdada #YourQuoteAndMine #Aalap #অভিজিৎবাবন

read more
তোমার প্রেমে হব আমি মহাকাল মহাপ্রলয়ঙ্কারী।
যদি হও তুমি আমার মহাকালী।। আমরা যারা প্রেমে আছি কেউ কি কখনো থেমে আছি? না.. কোন কাজেই থেমে নেই।
ধরো যদি আমাদের সম্পর্কটাও এরকম হতো! যেখানে দুজন দুজনেরই পরিপূরক।
ওদের ছাড়া গল্পটাই সম্পূর্ণ হতো না। আমাদের গল্পটাকেও তাই আজ চরিত্রের রূপ দেব..আমি যেমন আলাদিন ও আশ্চর্য প্রদীপের জিনকে কাছে পেয়েছি তোমরাও আনতে পারো এমন কিছু চরিত্রদের নিজের লেখার মধ্যে। #collab করো আমার সাথে... 

শর্ত : 1. লাইনের প্রথমে ব্যবহার করতে হবে "তোমার প্রেমে হব আমি.."
        2. অন্তমিল লেখার মধ্যে রাখতেও পারো / না রাখলেও চলবে।
        3. লাইন দুটো হবে।

Tinku Ranjan Mitra

বন্ধুরা, দীর্ঘদিন পর তোমাদের সাথে কোলাব করার ইচ্ছে হল। জানিনা কেমন হয়েছে! তবে আত্মসন্মান আর সন্মান এর বিস্তর ফারাকের মাঝে হারিয়ে ফেলেছে কিছু হৃদয় ও সহৃদয়। তাই পুরোনো ছন্দে #Collab ভালো মন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। ইচ্ছে হলে দুলাইন কলমের কালি ধার দিও, খুশি হবো লেখা পড়তে সুযোগ পেলে। কোলাব শেষে নিজ বন্ধুদের আমন্ত্রন অবশ্যই করবে। তাদেরও তো কলম গতিশীল হবে, তাই না! #yqdada #আত্মসম্মান #অরুন্ধতী #Collaboration #YourQuoteAndMine #collabwithme #অভিজিৎবাবন

read more
কেউ কেউ টানলেও কাছে, বিবেকের সমীপে সে'ও মহা-নির্বোধ,
অনায়াসে বিকোয় যারা, যত্রতত্র নিকৃষ্টতায় নিজস্ব সম্মানবোধ। বন্ধুরা,
দীর্ঘদিন পর তোমাদের সাথে কোলাব করার ইচ্ছে হল। জানিনা কেমন হয়েছে! তবে আত্মসন্মান আর সন্মান এর বিস্তর ফারাকের মাঝে হারিয়ে ফেলেছে কিছু হৃদয় ও সহৃদয়। তাই পুরোনো ছন্দে #Collab ভালো মন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। ইচ্ছে হলে দুলাইন কলমের কালি ধার দিও, খুশি হবো লেখা পড়তে সুযোগ পেলে।

কোলাব শেষে নিজ বন্ধুদের আমন্ত্রন অবশ্যই করবে। তাদেরও তো কলম গতিশীল হবে, তাই না!

 #yqdada
#আত্মসম্মান
#অরুন্ধতী

Tinku Ranjan Mitra

স্বপ্ন আঁকা আমার বদ্ধ আঁখিতেও তোমাকেই খুঁজে পাই। 🌹🌹🌹🌹🌹🌹🌹 Azimuddin Molla এর লেখা ও ক্যালিগ্রাফিতে আমি। কোলাব করতে পারো তোমরা সকলে। ❤️ #Bangla #Collab #yqdada #collabwithme #বাংলালেখা #অভিজিৎবাবন

read more
....



      স্বপ্ন আঁকা 
        আমার 
   বদ্ধ আঁখিতেও 
তোমাকেই খুঁজে পাই।
🌹🌹🌹🌹🌹🌹🌹

 Azimuddin Molla এর লেখা ও ক্যালিগ্রাফিতে আমি। কোলাব করতে পারো তোমরা সকলে। ❤️
loader
Home
Explore
Events
Notification
Profile