Nojoto: Largest Storytelling Platform

New saswati mohapatra Quotes, Status, Photo, Video

Find the Latest Status about saswati mohapatra from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, saswati mohapatra.

    LatestPopularVideo

hardes thakur

jay ma saswati #Sports

read more

কলমে আমি_Jit sah

চেষ্টা করলাম...😊😊 #রোদ্দুর #আলাপ #Aalap #YourQuoteAndMine Collaborating with Saswati

read more
তোমার ঐ জানালাটার 
আর
দোষ কি বল!
আসবে বাতাস আসবে আলো,
এরই মাঝে আসেই যদি প্রেম
তবে একটু খানি গোপনীতা মন্দ কি আর বলো ?
যে আসচে 
তারে আসতে দিও ,
মরীচিকা ভেবেও যদি আসি দ্বারে
আমার কথা ভেবেই না হয় এক পশলা বৃষ্টি উপহার দিও তারে !!
 চেষ্টা করলাম...😊😊
#রোদ্দুর #আলাপ #aalap  #YourQuoteAndMine
Collaborating with Saswati

Protesting Mind 💎

Dedicating a #testimonial to Saswati #কলমসাথী #স্বপ্নরুদ্রেক #sapnorudrek #kalamsathi #protesting_mind #yqdada #testimonial

read more
কিছুটা চাওয়া পাওয়ার উদ্দেশ্য,
আর কিছুটা অনশনের প্রয়োজন।
কে জানে কখন,
হারিয়ে ফেলেছি নিজেকে,
পড়ে তোর লিখন।
 Dedicating a #testimonial to Saswati 
#কলমসাথী 
#স্বপ্নরুদ্রেক
#sapnorudrek 
#kalamsathi 
#protesting_mind 
#yqdada 
#testimonial

Sangita Saha

তোমাদের সক্কলকে অনেক ভালোবাসা poke করার জন্য Jyoti Bhattacharjee , soumi bhattacharyya , Saswati #piu_sangita

read more
অভিযোগ নেই নচেৎ যত জড়িয়ে যাওয়া জিভ
গলে গলে লাভার মতো ছড়িয়ে দিত আগুন;
শিশুর সরলতা, আর সম্মুখীন বুকে ভর করা জীব
গুঁটি পায়ে ক্ষিদের দেশে শাসাতো জ্যান্ত মৃত ভ্রূণ। তোমাদের সক্কলকে অনেক ভালোবাসা poke করার জন্য Jyoti Bhattacharjee , soumi bhattacharyya , Saswati 
#piu_sangita

Shuvo Sarkar

• • • • • ................................................... Saswati একরাশ ভালোবাসা রইলো ... 🍁🍁 ........................................... #Challenge #yqbaba #Collab #yqtales #yqdada #প্রতীক্ষা #অনুভূতি_দের_শুভ

read more
আজকাল আর কবিতা মেশে না রক্তে !
মুখ গুজে বসে থাকি দৃষ্টিহীন ঘরে ...
শব্দের সাথে ভাব জমেনা তেমন ,
কেমন যেন খালি খালি লাগে শান্তির ভঙ্গি ।
সন্ধেবলা খুব ভয় হয় ।
ঠোঁট চেপে শব্দছক খেলি ,
এখন আমি স্থান কাল সব গুলিয়ে ফেলি ।
ভাতের ফ্যানের মতো ঝরে পড়ে সময় ।
ঝরণার জল বেয়ে পড়ে ,
মুছে ফেলে ছিঁড়ে ফেলি যত তোমায় বাসানো শব্দের কাগজ !

তবুও আমি স্বপ্ন বুনি মাঝরাতে ,
খামখেয়ালী ইচ্ছেগুলো উঁকি দেয় জানলাতে ।
এখনো চোখে লাগে আবছা আবছা ছবি ,
দাঁড়িয়ে তুমি ভেজা রাস্তাতে ।
তখনও আমি খুঁজেছি অনেক পাইনি , ভালোবাসা ।
প্রতীক্ষা আঁকড়ে ধরে আষ্টেপৃষ্ঠে , এথনও ব্যর্থ আমি ,
দেখি কল্পনাতে, হঠাৎ কখন যেন ঝুপ করে সন্ধ্যে নেমে এলো ! •
•
•
•
•
...................................................
Saswati একরাশ ভালোবাসা রইলো ... 🍁🍁
...........................................

A Non Entity

তোমাদের সক্কলকে অনেক ভালোবাসা poke করার জন্য Jyoti Bhattacharjee , soumi bhattacharyya , Saswati #piu_sangita

read more
অভিযোগ নেই নচেৎ যত জড়িয়ে যাওয়া জিভ
গলে গলে লাভার মতো ছড়িয়ে দিত আগুন;
শিশুর সরলতা, আর সম্মুখীন বুকে ভর করা জীব
গুঁটি পায়ে ক্ষিদের দেশে শাসাতো জ্যান্ত মৃত ভ্রূণ। তোমাদের সক্কলকে অনেক ভালোবাসা poke করার জন্য Jyoti Bhattacharjee , soumi bhattacharyya , Saswati 
#piu_sangita

Shuvo Sarkar

---------------------------------------- #yqbaba #yqdada #yqquotes #yqdidi #সময়পেরিয়েযায় #বাংলা #অনুভূতি_দের_শুভ ——————————————— Priyanki

read more
হারিয়ে যাব আমি বেপরােয়া ঝরাপাতার ভিড়ের মধ্যে ,
খুঁজবাে তােমার বেহিসেবি পথচলা অভিমান যত ।
ভেঙে যাওয়া যত চিত্রলিপি কষে দেখবাে ,
মিলিয়ে দেব তােমায় আঁকড়ে যাওয়া নীল পাতায় ।

বেচে দেব অনুভূতি গুলাে , ক্ষয়ে যাওয়া ভাব হয় ।
বালিশের গায়ে জমে যায় প্রতারণার গল্প !
শালিকের দল কান্না নিয়ে যায় ।

বাউলের মতাে শরীর , পথচলা যাযাবর ।
অস্থির সমুদ্রে নােঙর ফেলে দিয় ,
নেমে যাই গভীর তলে , ঢুলু ঢুলু চোখে ।
পাশফিরে শুতে পারি না ,
কেমন যেন ঘেন্না লেগে থাকে আশেপাশে ।

শৈশব ঘাসে আঙুল ছুঁলে জবাব পাই ,
আঁধাে আলাে ভালােবাসাে তুমি ।

অদূরে গলে যায় সূর্য ,
সময় পেরিয়ে যেতে দেখি ,
তুমি কি আজও পা পেতে সন্ধ্যের অপক্ষায় থাকো ? ----------------------------------------

#yqbaba #yqdada #yqquotes
#yqdidi #সময়পেরিয়েযায় #বাংলা #অনুভূতি_দের_শুভ


———————————————
Priyanki

Shuvo Sarkar

.................................................... Saswati এবং Shreya mouli Dutta 🍁🍁♥♥ ... #yqbaba #Collab #yqtales #yqdada #yqbangla #আবারযদি #অনুভূতি_দের_শুভ

read more
আমার শব্দের ক্ষয় হয় তিলে তিলে ,
মেপে আমি দেখিনি ঠিক কতটা ।
আবার যদি তেমন কান্না পায় ,
তবে বলবো , কিন্তু কাছাকাছি ভালোবাসা হয়না ,
হয়না ভয় কাউকে হারিয়ে ফেলার -
কানে বাজে সময়ের কাঁটার টিক টিক শব্দ ,
সব দূরত্ব গুলো দিনে দিনে মিশে যায় রক্তে ,
ভয় হয় যদি দেখি অপেক্ষাদের মৃত্যু ।
এখন আর যেন প্রশ্ন আসে না ঠিক -
কত কাছে এশে দাঁড়ালে নিজের
বলে বলতে পারবো বলতে পারো ?
অজানা কারণে সম্পর্ক ভালো থাকাদের চেষ্টা ...
স্নায়ু জুড়ে আর আবেগ ভাসে না ।
মনে পরে গেলে ভেঙে পড়ি বিছানায় ,
জেনো আজকাল ঠিক কাব্য আসেনা ,
শূন্যতায় ভালোবাসা বাসি হয় ,
আবদার করি মৃত্যুর ,
ঠিক জেনো তোমার অবহেলায় স্নান করি বারবার ! ....................................................




Saswati এবং Shreya mouli Dutta 
🍁🍁♥♥ ...

shuvabhattacharjee1996

ক্ষুধা । Saswati thank you re bonu poke korar jonno #yqbaba #yqdada #yqbangla #Bengali #বাংলা #Nostalgia

read more
অনাহার ... ঐ দেখা যায় পিঠে লাগা পেটগুলো ,
তর্কের রাজগৃহে সভাসদ বাহবা দেয় রাজার রাজ নীতিকে ,
আর হিসেব চাওয়া ছেঁড়া পোশাক গুলো সারিবদ্ধ , 
ঐ ঐখানে চাওল আছে দুহাত তুলে নিয়ে যাও ,
আমারে মনে রেখো -
নাহলে খবর আছে , থাকবে তোমরা আমার লাল চক্ষুতে ।
অনাদায়ী অথবা অনাথ নামক ভুল বিশেষণে ,
কাগজে কাগজে বিশ্লেষণ , শব্দকে দিয়ে তথ্যকে ধর্ষণ ।
তারপর উচ্চশিক্ষিতের দল , সমাজবাদী সমাজতত্ত্ব দেখিয়ে ,
চিত্র দেখায় ঐ আধপেটাদের -
আর বাহবার স্বরে শোনা যায় ... ক্ষয়ে যাওয়া শিশুর " ক্ষুধার কবিতা " । ক্ষুধা ।
Saswati  thank you re bonu poke korar jonno
#yqbaba #yqdada #yqbangla #bengali #বাংলা #nostalgia

shuvabhattacharjee1996

নীহার । Saswati thanks bonuu poke korar jonyo...sorry onek deri holo re bonu lekha dite...

read more
গল্পটা নীহারের , নীহার আমার দিদি । ছোটবেলা থেকে দিদি ভাইয়ের অভিমান , আদর , সখ্যতার আবশ্যকতায় আমাদের গল্পও অন্যথা ছিল না । দেখতে দেখতে বয়সগুলো কিভাবে হারিয়ে গেল বোঝা গেল না । অঘোষিত সামাজিক নিয়মে দিদির বয়স্কালে , সেও অন্য বাড়ি চলে গেল । আমার দিদি তখন পরের বাড়ির লক্ষ্মী । এইভাবেই আমি আর আমার দিদি আলাদা হলাম । ছোটবেলায় ডিম , মাছের ভাগাভাগি নিয়ে যে ঝগড়া হত , তা এখন অনর্থ । শব্দহীন ঘরের কোণে অপেক্ষা করে থাকতাম ভাই ডাক শোনার জন্য । কোনো খবর নেই , আমিও তাকে ভুলতে বসেছিলাম স্বাভাবিক অভিমানে । একবেলা খবর এল , দিদি আমার নিরুদ্দেশ । আশপাশ থেকে শুনলাম , ওরা আমার দিদিকে খেতে দিত না , মারধর করত । ছোপ ছোপ দাগ গুলোতে আমার দিদিকে চেনা যেত দূর থেকে । আমি মাটিতে বসে খুব মন খারাপি স্বরে বললাম - " তুই কোথায় ? , আমার কথা কি তোর মনে পড়ে না ? , আমার কাছে আসবি না ? " । পরক্ষনেই মন বললো , " তোর দিদি যে স্বাধীন , সে ফিরতে চাই না মানিয়ে নেওয়ার নিয়মে " । আমি তখন আনমনা ভাবে ভাবি - সে ছুটে চলেছে খালি পায়ে , ওই পরাধীন কাঁটাতার পেরিয়ে । এই ভালো , এইভাবেই ভালো । সে মুক্ত হোক তার ভাইয়ের একলা থাকার বিনিময়ে । নীহার ।

Saswati  thanks bonuu poke korar jonyo...sorry onek deri holo re bonu lekha dite...
loader
Home
Explore
Events
Notification
Profile