Nojoto: Largest Storytelling Platform

New srot Quotes, Status, Photo, Video

Find the Latest Status about srot from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, srot.

    LatestPopularVideo

Penname Sayan

যন্ত্রের মন্ত্রালয়ের বিষাক্ত ধোঁয়া আজ অস্তিত্বমান স্বত্তার বৈধতাকে সন্দেহ প্রকাশ করেছে , 
পারিপার্শিক বাতাবরণ আজ কঠিন সময়ে শেষ বার্তা দেয়
প্রকৃতির নেওয়া আর দেওয়া
যন্ত্রের জয় ,
 হৃদয়ের পরাজয় , নিষ্পাপ পদ্মসম্ভবের অঙ্কুরকে
লালন ও জীবাত্মার সৃজনশীলতায় তার 
মৃত্যুদন্ডের রায় ঘোষণা ।
কঠিন পাথরের চাঁই অনন্ত জলের স্পর্শে ভেসে চলে যায় আর 
জীবনধারায় আবেগের বন্যার আজ বাঁধন কে দিলে তবে 
সেই তুমি যে ভালোবাসার উন্মাদনা , সেই তুমি যে চোখের 
তারার প্রতিফলনে অস্তিত্ববাদী , সেই তুমি যে বিশুদ্ধ 
বিরহে জীবনের পূর্ণতার স্বাদ খুঁজতে , অতলের সেই গভীরতা 
আজ ঠাঁই পায় সস্তার যৌনতার ছোঁয়ায় , কামের আগুনে 
প্রেম কে পুড়িয়ে মারলে , ভালোবাসতে পারলেনা ।
আত্মারূপে বিলীন হওয়ার সর্বস্ব লুঠ আজ ধরা দেয় শরীরের
টানে , খাদ্যও জোটে পেটের টানে , অধরাকে ধরার আনন্দ 
আজ ধরার অধরে হার মানে । 
প্রেমের অছিলায় পার্থিবের ছোঁয়ায় মত্ত , অপার্থিবের সন্ধানে ভালোবাসতে প্রতিবন্ধ ।। 

 অনান্দনিক 

- সায়ন

©Sayantan Roy #sroterprotikuke

Penname Sayan

হেরি যায় , সুখ হেরি যায়
দুঃখের নৌকাডুবিতে
ভাসি যায় , মায়া ভাসি যায়
জীবনের দুর্বার তরীতে
চলি যায় , রূপ চলি যায়
কালের নিষ্ঠুর হরণে
নিভে যায় , বাতি নিভে যায়
তমসার গৌর চরনে
খেলি যায় , বিজলী খেলি যায়
অহমিকার কালো বারিদে
হেসে যায় , কে হেসে যায়
রাতির প্রহর সারিতে
বলে যায় , কে বলে যায়
নিঃশব্দে স্ফুলিঙ্গের দাপটে
চলে যায় , কে চলে যায়
সচমকি অদৃষ্টের ললাটে
বয়ে যায় , বেলা বয়ে যায়
মিথ্যার কালো দৃষ্টিতে
গেয়ে যায় , কে গেয়ে যায়
আলোর খোঁজে এ সৃষ্টিতে ।।

- সায়ন

©Sayantan Roy #sroterprotikuke

Penname Sayan

যার খোঁজে যাও আবদ্ধ ঘরে
সে আছে জেগে সৃষ্টির অন্তরে
দেখতে না পাও জাগালে পরে
এ অন্ধত্ব তুমি কাটাবে কেমন করে

জাতের মানে কত প্রাণ নিলে
রক্ত গঙ্গা বইয়ে দিলে
মিলায়ে দেখো রক্তনদী
এক হয়ে যায় হৃদসাগরে

নিংড়ে তোমার হৃদয়খানি
যার তরে দিলে প্রেমের দামী
বাজার দরে সস্তা দানে
বিকায়ে দিলো তোমার মানে

অন্ধকারে ঘুরে ফিরে
দেখতে নারি তোমার ভিড়ে
তাকালে পরে গভীর চোখে
দেখতে পাবে উজ্জ্বল দুখে

জেগে সে আছে তোমার পানে
পথ চেয়ে রয় সবার ভানে ।।

রুদ্ধদ্বার

- সায়ন

©Sayantan Roy #sroterprotikule

Penname Sayan

#FourLinePoetry শ্রাবণের রূপ
ভেঙ্গে মোর চুপ
উঠিয়াছে ঝড়
বিষণ্ণ বিভোর
দূর হতে চায়
আঁখি খোঁজে তায়
আকাশেরও ধারা
নামে বাঁধ হারা
কালো হয়ে আসে
জমাটে নিশ্বাসে
কে ডেকে যায়
দেখিতে না পায়
মিলায়ে বাতাসে
বৃথা আশ্বাসে
ধরিতে না পারি
বুঝি হল দেরি
আবেগের ফেরি
পারাপারে হায়
মোহতরী বায়
সুর ভেসে আসে
চেনা অভিলাষে
চমকি সে ওঠে
আঁধিঝড় হতে
ডুব দিয়ে যায়
খেয়ালী কে গায়
দেখিনু জাগিয়া
অনন্তে মাতিয়া
কাল বয়ে যায়
নদীর স্রোতের প্রায়
আমি পড়ি ফাঁকি
শুধু তারে ডাকি
হাসি চলে যায়
উড়োমেঘে ধায় ।।

- সায়ন

©Penname Sayan #sroterprotikule

Penname Sayan

#FourLinePoetry সবকিছুই শিল্প....
শুধু নজর টা শিল্পীর হওয়া দরকার ।।

©Sayantan Roy #sroterprotikule

Penname Sayan

ব্যার্থতার মুজড়ো গেয়ে সময় যখন উল্লাস করে ,
রক্তাক্ত পায়ে রাজা তখন যুদ্ধে স্নান করে ।।
- সায়ন

©Sayantan Roy #sroterprotikule

Penname Sayan

আমি পোশাক দেখছি , আড়ম্বরের রাত্রি দেখছি
দামী অলঙ্কারশাস্ত্র চর্চা করতে দেখছি
সভ্যতা মনুষ্যত্বের পোশাক খুলে
অজ্ঞানতিমিরে হারিয়ে যেতে দেখছি ক্রমান্তরে 

নারী আর পুরুষের স্বরুপ শৃঙ্খলাবদ্ধ হতে দেখছি
আলো আঁধারের খেলা দেখছি নেগেটিভ ফিল্মে
অস্তিত্ববাদী হৃদয় সন্দেহাতীতভাবে হোঁচট খাচ্ছে
দেখছি সব দেখছি আর কৌতূহলী হয়ে উঠছি

আবার সুসজ্জিত রাস্তার আলোর রোশনাই দেখেছি
তার অন্ধকারে জ্বলজ্বল করতে থাকা আরেকটা পৃথিবী দেখছি
যেখানে পোশাক নেই , অলঙ্কার নেই শুধু খিদে বিচরণ করে
খিদের জ্বালায় নাজেহাল সমাজকে সভ্যতার কাপড় ছিঁড়ে খেতে দেখছি , আমি মানুষ দেখেছি 
ইলেক্ট্রনিক মানুষ দেখেছি ।।

- সায়ন

©Sayantan Roy #sroterprotikule

Penname Sayan

তোমার ধমনীর গভীরে নেশা , উদ্দাম মত্ততা
হারিয়ে যাওয়া দেশ , সমাজ , রাজপথ , আনাচে কানাচে গলি

বেঁচে থাকার শর্তাবলী যখন স্তাবকের দৈনন্দিন রোজনামচা
পাগলা গারদের উন্মুক্ত দরজা আর সাপের বিষাক্ত কামড়
সমগ্র শরীরে বয়ে নিয়ে যাওয়া নীল স্রোতের সুনামি
নর্দমার কীটের মুজরো আর কালো মাথার আন্দোলন
অশান্তির আশঙ্কার মেঘ বলেই শান্তির নিস্প্রভ আলো
রক্তের প্রতি ক্ষিদে তাই ভালোবাসার মুখোশ
পুড়ে যাওয়া গোলাপ আর কিছু লাল চোখ
গিলতে আসা যন্ত্র সভ্যতার ব্ল্যাক হোল আর কিছু
মিথ্যে দেওয়াল চিত্র বেরিয়ে আসে আজ সত্যির মোড়কে
আধুনিক সভ্যতার ফসলের ফলন বুদ্ধিবৃত্তির ছুটি ঘোষনা
প্রেমের স্বার্থে অস্তিত্ববাদকে বিসর্জনের হাসি ঠিক তার
পেছনে শরীরের লোভে গিলতে আসে আবছা মুখোশ
চিৎকারে লাভ নেই বধির মোটর যানে এতো শুধু
হিংসার বাস্পের দাম দিতে জানে রাতের কান্নার 
অছিলা আর উচ্ছাসে ভেসে যাওয়া ফাইভ স্টার রেস্তোরাঁ
আজ দারিদ্রের মূল্যায়ন জানে দুরন্ত নিক্ষেপে
পার্থক্যসূচক টি খুবই নিষ্ঠুর একদিকের মাপ নিতে জানে

তোমার ধমনীর গভীরে নেশা , উদ্দাম মত্ততা 
হারিয়ে যাওয়া দেশ , সমাজ , রাজপথ , আনাচে কানাচে গলি 

- সায়ন্তন

©Sayantan Roy #sroterprotikule

Penname Sayan

বিষাদে তার জগৎ চেনে , রাতের আকাশ তারা
আলোর খোঁজ রাখিস না মন , কালোয় ভুবন ভরা
রাগ থেকে দেয় জন্ম যেথা , অনুরাগের হাতেখড়ি
প্রেমের ডোরে বাঁধবে কে রে , কে সেই দুঃসাহসিক ঘুড়ি ??

অভিমানের নেই যে সময় , উড়ো মেঘে ভাসে
কখন কারে ভেজায় সে যে , বিষন্নতার গ্রাসে
মন রে তবে ভাঙ্গিস কেনো , নরম ভালোবেসে
কাঁটায় তুমি ক্লান্ত হলে , গোলাপ তুমি কিসে ??

মায়ার প্রদীপ জ্বেলে তুমি , কার দহনে সাজো
সাজিয়ে তোমার ব্যাথার ডালা , বিষকে ভালোবাসো
ওরে ও তুই অবুঝ হৃদয় , বলতে যাস না কারে
কে বা জানে তার ছলনা , অন্তহীনের পারে ??

বেদনাতে সুরের খোঁজে , নিভিয়েছিস বাতি
সাঁতরে যা তুই এক লহমায় , শুন্যতার এই রাতি
আলোর হিসাব করিস না মন , কালোর মুখ পানে
সুখের সোহাগ ছেড়ে রে তুই , সাজ না দুখের টানে ।।

- সায়ন

©Sayantan Roy #Sroterprotikule

Penname Sayan

চাঁদের আলোয় 
কত শত কাফনের বুক ছিঁড়ে সত্য ক্রন্দনরত
কত শত নিশাচর ভবঘুরে ক্ষুদা খোঁজে অবিরত
কত অবিরাম বৃষ্টি ঝরে পরে বাস্তবের তৃষ্ণার্ত বালিতে
কত অবিরাম আবেগ খেলা করে নগরীর নিষিদ্ধ গলিতে
চাঁদের আলোয়
কত শত চিৎকার ভেসে আসে কালোর হিংস্র খেলাতে
কত শত নতুন ভেসে যায় মৃত্যুর শেষ ভেলাতে
কত অবিরাম পাগল সোনা ভাঙ্গে পাথুরে খনিতে
কত অবিরাম রক্তের দাগ থেকে যায় রাজার উল্লাসিত ধ্বনিতে
চাঁদের আলোয় 
কত শত ফুল ঝরে পড়ে ঝড়ের দুর্বার গতিতে
কত শত মুখোশ অভিনয় করে জীবনের দুর্বোধ্য মতিতে
কত অবিরাম স্তব্ধতার চিত্রে রঙিন তুলি হার মানে 
কত অবিরাম হৃদয় ভেদিত হয় নিষ্ঠুর হাস্যবানে
চাঁদের আলোয়
কত শত ব্যস্ততা পারাপার করে সময়ের খেয়া ধরে
কত শত ভাবনা ডুবে যায় নীরবতার আধাঁর বন্দরে
কত অবিরাম প্রহেলিকা ঘিরে আসে মেঘের আলতো চাদরে
কত ঘর আলোকিত হয় জ্যোৎস্নার উষ্ণ আদরে ।।

©Penname Sayan #sroterprotikule
loader
Home
Explore
Events
Notification
Profile