Nojoto: Largest Storytelling Platform

Best যাক Shayari, Status, Quotes, Stories

Find the Best যাক Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 12 Followers
  • 27 Stories

thor haturi

#প্ৰেমৰ সংজ্ঞা প্ৰাঞ্জলৰ দৃষ্টিত
#প্ৰতিটো পোৱা চকু মেলাৰ পাছতেই যাৰ অবয়ব  মনত আহে সেইটোৱেই হৈছে প্ৰেম।।
#যি জনৰ এষাৰি মিঠা মাতৰ বাবে গোটেই দিন টো ক্ষণ গণি থকা যায় সেয়াই হৈছে প্ৰেম,।।
#যি জনৰ লগত দুৰ্বাৰ কাজিয়া হোৱাৰ পাছতো,সৰু হৈ কাষ চপা যায় সেইয়াই হৈছে প্ৰেম,।।
#কাৰোবাৰ কথা মনত পৰি যেতিয়া ওঠৰ কোণত মিচিকিয়া হাঁহি ভাহি উঠে সেয়াই হৈছে প্ৰেম,।।
#পৃথিৱীৰ সমস্ত সুখ উপভোগ কৰা মুহূৰ্তত যদি কোনোবাৰ অনুপস্থিতৰ ভাব হয় সেয়াই হৈছে প্ৰেম,
#তেওঁ ওচৰত নাই,কিন্তু আঁতৰত থাকিলেও মনৰ পৰা অহা আশীৰ্বাদ সেয়াই হৈছে প্ৰেম,।।
#যাক আপোন কৰিব নোৱাৰি বুলি জানিও,প্ৰতিটো মুহূৰ্তত হৃদয়ৰ কোণত সজাই ৰখা যায় সেয়াই হৈছে প্ৰেম,,।।
    #যাৰ অনুভৱত মানৱ দেহত কলিজাৰ উমান পোৱা যায় ,সেয়াই হৈছে প্ৰেম,,।।
   #যাৰ দুখ দেখি তেওঁতকৈ বেছি দুখত ভাগি পৰা যেন অনুভৱ হয় ,সেয়াই হৈছে প্ৰেম,,।।
 #মানৱ শৰীৰে অনুভূতিৰ দলিছা খনত বাগৰিব খোজা মানেই হৈছে প্ৰেম,|
   #আকাশ নীলা গগনৰ, এসোপা মান সেউজীয়াৰ মাজত বিলীন হৈ যাব খোজা মানেই হৈছে প্ৰেম,।।
   #মোবাইলৰ ৰিংটন বজাৰ আগতেই ফোন আহিব বুলি অহা অনুভৱ মানেই হৈছে প্ৰেম,।।
#ত্যাগৰ অন্তিম চৰণৰ ক্ষণয়েই হৈছে প্ৰেম।। #LOVE/প্ৰেম

Linkon

read more
দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের আর চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন।
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে,
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ,
এখনো সবকিছু আমার শরীর মনে
অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন

Linkon

read more
দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের কোন চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ।
এখনো তোমার সবকিছু
 আমার শরীর মনে অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও আর ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন

AS Rabi❤روبي علی شيخ

read more
A Glance কোনো এদিন সময় মিলাই স্বপ্নৰ নগৰীত যাম
যাক মায়া নগৰী বুলি কয় !
সময় পালে আকৌ এবাৰ জয়পুৰৰ
গোলাপী নগৰলৈ যাম !
তাৰ পৰা পোনে পোনে গভীৰ ৰাতিত 
ৰাজস্থানৰ মৰুভূমিৰ বালিত গৈ শুই থাকিম 
নিশাৰ আকাশৰ তৰা গননা কৰিম !
এদিন বাগিছা নগৰী কৰ্নাটকলৈ যাম
প্ৰযুক্তি বিদ্যাৰ ৰাজধানী নগৰীৰ বাগিছাত
ফুলৰ গোন্ধত কেইঘন্টামান মাতাল হৈ শুই থাকিম ।
ছিলিকন উপত্যকাৰ পৰা পোনতেই তাজ নগৰীলৈ যাম 
শ্বাহজাহান-মমতাজৰ প্ৰেমৰ সমাধি দৰ্শন কৰি 
এটি ঐতিহাসিক প্ৰেমৰ কবিতা লিখিম 
প্ৰধানমন্ত্ৰীৰ নগৰীৰ পৰা ডাইৰেক্ট 
হাইটেক নগৰী তেলেংগানালৈ যাম 
নিজামৰ ৰাজতন্ত্ৰৰ ৰাজ্য ভ্ৰমণ কৰি
এখন ভ্ৰমণ কাহিনী লিখিম ।
এয়াৰ ইণ্ডিয়াৰে মিছৰৰ কাইৰো নগৰীলৈ যাম
যাক ৰাতিৰ নগৰী বুলি কয় !
তাৰ পৰা নেদাৰলেণ্ডৰ টিউলিপ বাগিছাত গৈ
সুগন্ধি ফুলৰ সুৱাসত বিদেশৰ মাটিত মাতাল হম
শুই উঠি একেবাৰে পৃথিৱীৰ অন্তিম প্ৰান্তলৈ যাম
নৰওয়েৰ ৰোগালেণ্ড পাহাৰৰ ওপৰত বহি
ছালাত আদায় কৰিম !
বাৰ্সোলানাত যাম প্ৰাগ হৈ 
জেনেভাৰ সেউজ ঘাঁহনিত নিচিন্তে মনে বহি থাকিম ,
এদিন বিষন্নতাৰ মন লৈ হাডশন নৈৰ পাৰত
সম্পূৰ্ণ পূৱাৰ পৰা গধূলি,সন্ধিয়ৰ পৰা মাজৰাতিলৈকে মন বেয়া কৰি বহি থাকিম ।
তাৰ পিছদিনা বিদেশ ত্যাগ কৰি 
দেশৰ সমাবেশ নগৰীলৈ উভতি আহিম !
উজাগৰী নিশা এদিন দেশৰ শিক্ষা নগৰীত যাপন কৰি ,
পোনে পোনে চাহ নগৰী মাতৃভূমিলৈ উভতি আহিম ।
ৰবি আলী সেখ

Azmira Khatun

birthday

read more
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক
দুঃখ গুলো দূরে যাক
সুখে জীবন টা ভরে যাক
জীবন টা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য
শুভ জন্মদিন
😘😘 birthday

Avijit Srimani ✍️

# প্রতিশোধ #Comedy

read more
Revenge অফিসের সোশ্যালে বৃন্দাবনের নামটা ঘোষণা হতেই সদ্য জয়েন করা ছেলেটার শান্ত, নিরীহ, গোবেচারা, গ্রাম্য চেহারাটা চোখের সামনে ভেসে উঠলো। একমাথা তেল চপচপে চুল একপাশে পাতিয়ে আঁচড়ানো। ঢিলেঢালা পোশাক পড়া। কেউ নিশ্চয় মজা করার জন্যই ওর নামটা ঘোষণা করে দিয়েছে।
নারাজ ছেলেটাকে ৩/৪ মিলে ঠেলেঠুলে স্টেজে তুলে দিলো। গুটিগুটি পায়ে লাজুক মুখে মাইক্রোফোনেটাকে দুহাতে আঁকড়ে ধরে সে বলতে শুরু করলো,
'গান আমি ভালোবাসি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আমি খুব বেসুরো। আমার গান শুনে আপনারা কেউ স্থির হয়ে বসে থাকতে পারবেন না।,
একথা শুনে সব্বাই হৈহৈ করে উঠলো, 'হয়ে যাক, হয়ে যাক। কেমন গান শুনি একটু।'
ডান হাত দিয়ে বুকের বাঁ দিকটা খামচে ধরে বৃন্দাবন গাইতে শুরু করলো,
'জনগণমন অধিনায়ক জয় হে...' # প্রতিশোধ

Linkon

read more
এই ভার্চুয়াল পৃথিবীতে ইনবক্স নামক পোস্ট অফিসে শতশত মেসেজের ভিড়। ইচ্ছে নামক পিয়ন কখনো খুলে দেখে না। এতো প্রেমের ছড়াছড়ি, প্রাণ নেই কোথাও। স্পর্শ নেই কারো হাতের, লেগে নেই কারো চোখের জল, কেউ ওতে ঠোঁট ছোঁয়ায়নি, হাত বোলায়নি, মাথা রাখেনি; কারো তপ্ত শ্বাসে উত্তপ্ত হয়নি কাগজের স্থান দখলকারী মোবাইলের স্ক্রিন! ওটাকে ভাঁজ করা যায় না, আঙ্গুলের স্পর্শে কাগজের কচকচ শব্দে আলতো করে খোলা হয় না ওই চিঠি। 
ও শুধু দেখা যায়, পড়া যায়; অনুভব করা যায় না।
সেই যে চিঠি! কাঁপা কাঁপা হাতে, অনেকটা ভেবে-খানিকটা থেমে কয়েকটা লাইন; আর লেখে না কেউ! ভুল শব্দে, ভুল বাক্যে কলমের কাটাকাটি আর করে না কেউ! ২দিন ধরে প্রেম পত্র লিখে ৭দিন ধরে কাকে দিয়ে পাঠাব সেই চিন্তায় আধা পাগল হয়ে লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই নিজের পিয়ন হয়ে, চিঠি হাতে সামনে গিয়ে হাঁটু কম্পনে জর্জরিত অবস্থায় উলটো দিকে হাঁটা ধরে নিজেই নিজেকে গালমন্দ করে না কেউ! কোন রকম কাউকে দিয়ে পৌঁছে দিতে পারলেও আদৌ সেটা পৌঁছেছে কি না, পৌঁছালেও সেটা পড়েছে কি না, পড়লেও সেটার উত্তর দিবে কি না এসব ভেবে রাতের ঘুম হারাম হয় না কারো।
অগভীর গত রাতে গভীর ভালোবাসায় লেখা চিঠিটার উত্তর কবে কোন দিন হাতে আসবে তা নিয়ে আর কাউকে ভাবতে হয় না।
এখনকার তড়িৎ গতির যোগাযোগ ব্যবস্থা যত তাড়াতাড়ি পৌঁছে দেয় মনের খবর, তত তাড়াতাড়িই ভেঙ্গে দেয় মনকে। এখানে কোন অপেক্ষা নেই। তাই আকর্ষণও সাময়িক।
এই যান্ত্রিক যোগাযোগ ব্যবস্থাকে বিদায় বলে দিতে সত্যিই খুব ইচ্ছে করে, একদম ব্রেকআপ যাকে বলে! অপেক্ষা থাকুক প্রাপ্তিতে, আকর্ষণ হোক তীব্র। 
বাজে হাতের লেখা, ভুল বানান, কাটাকাটি যাই থাকুক; শুধু কেউ চিঠি লিখুক! কাগজে কলমে চিঠি লিখুক! একটা চিঠির অপেক্ষায় কয়েকটা রাত নির্ঘুম কাটুক। একটা চিঠি হৃৎস্পন্দন বাড়িয়ে দিক কয়েক গুণ। এই যান্ত্রিক জীবন জলে যাক, তড়িৎ গতির তুচ্ছ সম্পর্ক তড়িৎস্পৃষ্টে জ্বলে যাক। ভালোবাসা বেঁচে থাক, চিঠির ভাঁজে; আগের মতন, আগের সাজে। আবার আসুক সেই উত্তরের আশায় কাটানো নির্ঘুমরাত,তোমাকে চাই আমি কাটাকুটি খেলায়❤  ~Linkon

Sunil Dhali

#OpenPoetry

read more
#OpenPoetry গল্প :- " তোর কারণে "
Part :- 2nd part ~ ( ২য় পর্ব )
আজ একটু ভালো লাগছে তাই কলেজে যাই । রেডি হয়ে কলেজে চলে গেলাম । আমাকে দেখে ,,, মামুন , রিজু , তিশা দৌড়ে আসলো । আর , তিশা আমাকে বললো ...............................................
তিশা :- কিরে আকাশ ,, এতোদিন কই ছিলি ..?
•
আকাশ :- আরে , একটু অসুস্থ ছিলাম ।
•
রিজু :- কিরে আকাশ , এই গুলা কিসের দাগ ..?? আকাশ কে মারছে তোকে ..?
•
আকাশ :- আরে , আমাকে কে মারবে ..? Accident করছিলাম ।
•
মামুন :- না , দোস্ত ..!! এই গুলা Accident এর দাগ না । বুঝায় যাচ্ছে ,, এই গুলা মারের দাগ .! কি হয়েছে , বল ..?
•
আকাশ :- আরে , কিছু না ..! চল ক্লাসের দেরি হয়ে যাচ্ছে ।
•
তিশা :- আচ্ছা , চল ।
¤
সবাই ক্লাসে গেলাম । ভাবছি ,,,, নাদিয়া যদি আমাকে দেখে , তাহলে আবার সমস্যা হবে ..!!
না , আজ নাদিয়া আসেনি । ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিলাম । তারপর মেসে চলে আসলাম । রুমে বসে বসে ফেসবুকিং করছিলাম । এমন সময় আমার Best Friend সবুজের ফোন ...........................
আকাশ :- হ্যালো ,, সবুজ ..! কেমন আছিস ..?
•
সবুজ :- আকাশ , তোকে ছাড়া আর কেমন থাকবো ,, বল ..? তুই চলে গেছিস , আমাদের গ্যাংও ভেঙ্গে গেছে ।
•
আকাশ :- আচ্ছা ; বাদ দে ওইসব । ওরা সবাই কেমন আছে রে ..?
•
সবুজ :- হুমমম ; সবাই ভালো আছে । তোকে খুব Miss করি রে , দোস্ত ..!
•
আকাশ :- হুমমমম ; এতোই যখন Miss করছিস , তাহলে বরিশালে চলে আয় না ..?
•
সবুজ :- হুমমমম ; আমি এই কথাটা বলার জন্যই তোকে ফোন দিছি । আমি পরশু তোর ওইখানে আসতেছি ।
•
আকাশ :- OK...! আয় , অনেক মজা হবে । অনেকদিন ধরে তোকে দেখি না ।
•
সবুজ :- হুমমমম ; আসতেছি , দোস্ত ..!
•
আকাশ :- আচ্ছা ; ঠিক আছে ,, রাখি এখন । যা কথা হবে সরাসরি কথা হবে ,, দোস্ত ।
•
সবুজ :- আচ্ছা , দোস্ত ; ভালো থাকিস ।
¤
যাক অনেক দিন পর সবুজকে দেখতে পারবো । রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম । সকালে ঘুম ভাঙলো , মামুনের ফোনে ..........................
আকাশ :- হ্যালো ..!!
•
মামুন :- কিরে আকাশ ,,, এখনো ঘুমাচ্ছিস ..?
•
আকাশ :- হুমমমমমমমম ।
•
সবুজ :- ঘুম থেকে উঠে , ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি । আজ একটু ঘুরতে যাবো । তাড়াতাড়ি কলেজ গেটের সামনে আয় ।
•
আকাশ :- OK....!! আসতেছি , রাখ ।
¤
ঘুম থেকে উঠে , ফ্রেশ হয়ে নাস্তা করলাম । তারপর কলেজ গেটের সামনে গেলাম । একটু পর তিশা , রিজু আর মামুন চলে আসলো । তারপর সারাদিন ওদের সাথে ঘুরলাম । সবুজ আসার কথা ওদের বললাম । সারাদিন ওদের সাথে ঘুরে , মেসে ফিরলাম ।
¤
রাতে খাওয়া দাওয়া শেষ করে , তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম । সকালে ঘুম ভাঙলো সবুজের ফোনে .................................
আকাশ :- হ্যালো ,, সবুজ , বল ..?
•
সবুজ :- বল মানে , শালা ..? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইখানে ..?
•
আকাশ :- কোথায় দাঁড়িয়ে আছিস ..?
•
সবুজ :- কোথায় মানে ..? আজ কোথায় থাকার কথা ছিলো ..?
•
আকাশ :- ওহ্ ,, Sorry , দোস্ত ..!! একেবারেই ভুলে গেছি ..! ৫ মিনিট দাঁড়া আমি আসতেছি ।
•
সবুজ :- হুমমমম ; সাবধানে আয় ।
¤
তাড়াতাড়ি ঘুম থেকে উঠে , ফ্রেশ হয়ে , বাস স্ট্যান্ড এ গেলাম । বাস স্ট্যান্ড এ গিয়ে আমি তো পুরাই অবাক । আমার সব জানের জিগার ফ্রেন্ডরা আসছে । আমাকে দেখা মাত্রই সবাই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো । তারপর সবাইকে নিয়ে মেসে চলে আসলাম ।
¤
মেসে এসে সব বন্ধুরা মিলে এক সাথে আড্ডা দিতে লাগলাম । সবুজ আমাকে বললো ...............
....................
সবুজ :- দোস্ত , তুই তো দেখছি ,, পুরাই চেঞ্জ হয়ে গেছিস ..!
•
আকাশ :- চেঞ্জ হতেই তো এইখানে আসা রে ,,, ভাই ।
•
সবুজ :- হুমমমম রে দোস্ত ,, তুই পারবি । দেখিস ও তোকে ঠিকি একদিন বুঝবে ..!!
•
আকাশ :- আচ্ছা ; বাদ দে ওইসব । তোরা রেস্ট নে ,, আমি কলেজ থেকে আসি ।
•
সবুজ :- না ,,, আমরাও যাবো তোর সাথে ।
•
আকাশ :- আচ্ছা ,,, চল তাহলে ।
•
সবুজ :- হুমমমম ; চল ।
¤
সবাই মিলে এক সাথে কলেজে গেলাম । মাঠে গিয়ে দেখি ,,, মামুন , তিশা , রিজু বসে আছে । আমরা ওদের কাছে গেলাম । তিশা আমাকে বললো .............................
তিশা :- কিরে আকাশ ,,, কারা এরা ..??
•
আকাশ :- আরে , বলেছিলাম না আমার ফ্রেন্ড আসবে । এরা হচ্ছে আমার জানের জিগার । এই হচ্ছে , সবুজ , সুমন , সুজন , রিপন আর এই হচ্ছে শরীফ ।
•
তিশা :- ওহ্ ,,, আচ্ছা । আর আমরা এখন ঢেউটিন হয়ে গেলাম না রে ..??
•
আকাশ :- আরে , না না ,,, তোরাও তো । তোরা না থাকলে তো আমি এইখানে থাকতেই পারতাম না।
•
মামুন :- হয়েছে , থাক ,,, আর পাম দিতে হবে না ।
¤
তারপর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম । আমি ওদের কে বললাম ................................
আকাশ :- এই তোরা গল্প কর । আমি ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসি ।
•
রিজু :- দাঁড়া আকাশ ,,, আমিও তোর সাথে যাবো ।
•
আকাশ :- আচ্ছা ; চল ।
¤
দুজনে ক্যান্টিন থেকে খাবার নিয়ে ফিরছিলাম । হঠাৎ , করে নাদিয়া আমার সামনে চলে এলো । নাদিয়া আমাকে বললো .....................................
নাদিয়া :- কিরে , তোকে মানা করেছিলাম না কলেজে আসতে ..?? পুলিশের মার খেয়েও হয়নি । আরো মার খাবি । দাঁড়া ,, তোর আজ এমন হাল করবো ,,, যে জীবনে কলেজে কেনো , বরিশালে আসবি না ।
•
আকাশ :- I'm Sorry ..!! আমার ভুল হয়ে গেছে , মাফ করে দেন ..!! আমি আর কলেজে আসবো না ।
•
নাদিয়া :- ভুল যখন করেছিস ,, তখন তোকে শাস্তি পেতেই হবে । এই তোমরা মারো আকাশকে ...!! ( নাদিয়া ওর আব্বুর লোকদের বললো )
¤
ওমনি ৪-৫ জন লোক এসে আমাকে মারতে শুরু করলো । আমাকে মারতে দেখে রিজু দৌড়ে মাঠে ওদের কাছে গেলো । তিশা রিজুকে বললো .................................
তিশা :- কিরে , তুই এমন দৌড়ে আসলি কেনো ..? আকাশ কোথায় ..??
•
রিজু :- আকাশ , আকাশ , আকাশকে ওরা মারছে ।
•
সবাই দৌড়ে আমার কাছে আসলো । ততক্ষণে নাদিয়ার আব্বুর লোক আমাকে মেরে চলে গেছে । মামুন , রিজু , সবুজ , শরীফ সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেলো ।
¤
আমার জ্ঞান ফিরার পর দেখলাম সবুজ ওরা সবাই আমার সামনেই আছে । যাক , তাহলে কিছু করেনি সবুজ ওরা । একটু পর তিশা এসে বললো ...............
...................
তিশা :- আকাশ ,, তোকে যারা মেরে ছিলো ,, তাদের সবাইকে কারা যেনো মেরে হাত ভেঙ্গে দিছে ।
¤
আমার আর বুঝতে বাকি রইলো না যে কাজটা কারা করতে পারে । সবুজ ওরা সবাই বাহিরে চলে গেলো । আমি তখন রিজুকে ডেকে বললাম ...............
....................
আকাশ :- রিজু ,, তুই কি সবুজ'কে কিছু বলছিস ..??
•
রিজু :- হুমমমম ,, দোস্ত ; সবুজকে আমি বলেছি । সবুজ আমাকে জিজ্ঞাসা করেছিলো , তোকে কারা মারছিলো , তখন আমি সবুককে বলে দিছি । পরে সবুজ ওদের দেখিয়ে দিতে বললো ,, তখন আমি সবুজকে নাদিয়ার আব্বুর লোকদের দেখিয়ে দিছি । কেনো মামা ,, কি হয়েছে ..? তোর কি মনে হয় ,, কাজটা সবুজ ওরা করছে ..?
•
আকাশ :- মনে হয় না রে ,,, এই কাজটা সবুজ ওরাই করছে । তুই অনেক বড় ভুল করেছিস , সবুজ'কে সবকিছু বলে । সবুজ তো এখন সব শেষ করে দিবে ।
•
রিজু :- কস কি , মামা ...??
•
আকাশ :- হুমমমম , দোস্ত । তুই কাউকে কিছু বলিস না ..?
•
রিজু :- আচ্ছা ; বলবো না ।
¤
সুস্থ হতে আমার কিছুদিন লাগলো । এই কয়েকদিন ওরা সবাই আমার পাশে ছিলো । আর , সবুজ তো পুরাই পাগল হয়ে গেছে । সবুজ আর আমাকে এখানে একা থাকতে দিবে না । অনেক বোঝানোর পর সবুজ রাজি হলো ।
¤
সুস্থ হয়ে , আবার কলেজে গেলাম । কলেজে গেটে ঢুকবো , এমন সময় নাদিয়া এসে পথ আটকালো । নাদিয়া আমাকে বললো ..................................
নাদিয়া :- কিরে ,, এতো মার খাস । তারপরেও তোর লজ্জা করে না । নেরি কুত্তার মতো আবার আসছিস ।
¤
নাদিয়া আমাকে এই কথা বলার সাথে সাথে সবুজ নাদিয়ার গালে একটা থাপ্পড় মারলো ...............
..............
সবুজ :- ঠাসসসসসসসসসসসসসসসস ,,,, ( সবুজ নাদিয়াকে থাপ্পড় মারলো )
•
নাদিয়া :- .................................... ( নাদিয়া গালে হাত দিয়ে , নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে )
¤
সবুজ নাদিয়াকে বললো .....................................
সবুজ :- ওই তুই চিনস আকাশকে ..?? আকাশের কতো ক্ষমতা তুই জানিস ..?? অনেক জ্বালাইছিস আকাশকে আর না । ( সবুজ নাদিয়াকে বললো )
¤
নাদিয়াকে মারতে দেখে নাদিয়ার বাবার লোকেরা আসছিলো আমাদের মারতে । এমন সময় সবুজ ওর পিছন থেকে বন্দুক বের করে , সবুজ শূন্য একটা গুলি ছুরলো । নাদিয়ার বাবার লোকেরা আর কেউ এগোলো না ।
¤
পুরো কলেজ আমাদের দিকে তাকিয়ে আছে । অবাক হয়ে তাকিয়ে আছে ,, মামুন , তিশা আর রিজু । কলেজ থেকে বের হয়ে এলাম । পিছন থেকে মামুন ডাক দিলো ....................................
মামুন :- আকাশ , দাঁড়া ...?
•
আকাশ :- হ্যাঁ ,,, বল ..?
•
মামুন :- আকাশ , কে তুই ..?? আর , কেনো এখানে এসেছিস ..??
•
আকাশ :- হুমমমমমম ; আজ তোদের সব বলবো ...!!
•
মামুন :- হুমমমম ; আকাশ , বল ..?
•
আকাশ :- আমার এইখানে আসার মূল কারণ হচ্ছে ,, " মীম " ..!! .............................
# চলবে

Firdus Rahman Pradhani

দুখ #DearZindagi

read more
#DearZindagi মন দিলুঙ যাক । হায় প্ৰান দিলুঙ যাক ।
তাইও আজি গেইল চাৰিয়া ।
ধৰি অন্নেৰ হাত ।
    😭😭😭😭😭 দুখ

Debbu Dutta

বিষয়💍উপহার আমি হেরেও জিততে চাই যদি পৃথিবীর সকল খুশি পাই জয়ের মালা তোমার কন্ঠে থাকুক হাসি শুধু আমার কান্না মুছে দিয়ে যাক । আমি জিতেও হার মেনে যাই

read more
 বিষয়💍উপহার 

আমি হেরেও জিততে চাই 
যদি পৃথিবীর সকল খুশি পাই
জয়ের মালা তোমার কন্ঠে থাকুক
হাসি শুধু আমার কান্না মুছে দিয়ে যাক ।

আমি জিতেও হার মেনে যাই
loader
Home
Explore
Events
Notification
Profile