Nojoto: Largest Storytelling Platform

Best আধুনিক Shayari, Status, Quotes, Stories

Find the Best আধুনিক Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about আধুনিক কবিতা, আধুনিক ইতিহাসের জনক কে, আধুনিক রসায়নের জনক কে, আধুনিক কম্পিউটারের জনক কে, আধুনিক অর্থনীতির জনক কে,

  • 3 Followers
  • 18 Stories
    PopularLatestVideo

Jayanta Roy

#ভুল #আধুনিক কবিতা

read more
একটা তো ভুল চাই সম্পর্কটা ভাঙার আগে |
হ্যাঁ---জাস্ট ছোট্ট একটা ভুল ;
যতটা ছোটো হওয়া সম্ভব,
যতটা ছোটো হলে মানায় আলপিন--
অতর্কিতে যেমন হারায় নাকের ফুল |

ভীষণ সাবধানে,যত্ন নিয়ে তৈরী করা
আপোসহীন একটা মীমাংসা,বহু সময় একসাথে কাটানোর পরেও---
বাগানে শুকিয়ে আসে গোলাপের চারা
স্নানঘরে খসে পড়ে পলেস্তারা,
ভ্রুক্ষেপহীন চোখ এখন দেখেও দেখে না---
ইগোর লড়াই আর নিত্য দিনের বোঝাপড়া ;

এখন আর আয়না ঘনঘন ঠিক করে না কপালের টিপ,
ঘরের কোণা-কোণা থেকে ভেসে আসেনা সুগন্ধি পারফিউম,
দুটো শরীর হয়তো বা কাছে আসে তবু হাতড়ে
বন্ধ করতে হয়না লাইটের সুইচ---
এক চিরন্তন অভ্যেসের পলি স্তরে স্তরে জমা হয়
বুকের মজা নদীখাতে ;
খোলা জানলা,আলো ঢোকে--এক চিরকালীন গা সওয়া.... 

এখন একটাই ভুল চাই,পরস্পরের থেকে মুখ ফেরানোর জন্য |
হ্যাঁ,একটা পরিকল্পনামাফিক কিংবা মনগড়া ভুল, 
যতটা দূরে যাওয়া সম্ভব হাত ছাড়িয়ে---
যতটা দূরে গেলে অদৃশ্য হয় জাহাজের মাস্তুল |
 #ভুল
#আধুনিক কবিতা

Jayanta Roy

#আধুনিক কবিতা#

read more
আধুনিক কবিতা পড়তে হয়;

নইলে???বেশ কিছু আলোকবর্ষ পিছিয়ে পড়তে হয়....  #আধুনিক কবিতা#

Jayanta Roy

#প্রাসাদ#আধুনিক কবিতা#

read more
নিরুত্তর সমূদ্র পারে যে স্তব্ধতার প্রাসাদ তুলেছিলাম,তার নাম প্রেম;হ্যাঁ---
সংযত বিশুদ্ধ এক প্রবাল প্রাচীরে ঘেরা;
---হোক না একাকিত্ব,নির্জন;তবু তো সেরা |
না থাক অবিরাম কলরব,শুধু ঢেউ গুনে চলা ;
নিজের কাছে নয়,অস্ফুটে মনের কথা বলা,

সে প্রাসাদ আজও নিরুত্তর,নির্বিকার এক বোধ ;
আলোকিত ঝিনুক খুঁজে,
মনের স্তরে মন মিশিয়ে দুঃখ-সুখে
রাত্তিরে চোখ বুজে;
সে রাত,আর থাকবে না কেউ,ঝলমলে চাঁদ এসে, উজ্জ্বলতায় ভাসবে প্রাসাদ,তার মুখখানি ভালোবেসে....

 #প্রাসাদ#আধুনিক কবিতা#

Jayanta Roy

#হত্যাকারী#আধুনিক কবিতা#

read more
অনুভব সে রূপের তটে দাঁড়িয়ে,
অসম্ভব ছায়া-ছায়া,স্থবির---
সময় নিরাকার,নির্ভেজাল জন্ম তার,
তবু শেষ আঁচড়টুকু নিরন্তর,গভীর;
সে গভীরতাকেই বুঝি তোমরা সম্পর্ক বলো !
কিংবা বলো প্রেম?
আমি তো ধূসর বোধের নীচে জমতে দেখেছি,
ধুলোয় ঢাকা কত প্রিয় ফটোফ্রেম;
আমি নিঃশ্বাস খুঁজে গেছি সেখানে অবিরত,
খুঁজেছি জন্ম-মৃত্যু,পুণ্য কিংবা পাপ--
অপার্থিব মগ্নতা শুধু গ্রাস করেছে আমায়
আধো জাগরণে,তন্দ্রার অভিশাপ;
জানি তখন ঘাসের বনে জ্বলবে জোনাকি,
রহস্য ফুঁড়ে উঠবে বীজে-বীজে
আমি মাঝরাতে তখন ছিন্নভিন্ন,টালমাটাল চাঁদ,
আমি আমার নিজের হত্যাকারী নিজে....  #হত্যাকারী#আধুনিক কবিতা#

Jayanta Roy

#অবিকৃত#আধুনিক কবিতা#

read more
এ বৃত্তে,তোমার যত আয়ু রাখো;
তোমার নির্ভেজাল,পরিচ্ছন্ন ডুব সাঁতার,
তোমার পিতৃ পদধূলি,মায়ের আদর মাখা ললাট,
তোমার প্রেমের বালিয়াড়ি,সমুদ্রতট কিংবা নদীর পাড়;

এ আয়না গুঁড়ো কাঁচ,তুষের আগুন,বংশ পরম্পরা,
নিরুদ্দেশ সংকেত,নিয়তির সূক্ষ্ম যবনিকা--
...মায়াময়,আদতে কুয়াশায় ছায়াশরীর,
হিমের গন্ধ,নিঃশব্দ প্রহেলিকা;

নিয়ন ভেজা গলি-মোড়,মনে পড়ে ফাঁকাফাঁকা;
কুমারীর গর্ভে ক্ষত,নিঃশ্বাসে শিউলি-ছাতিম গাঢ়,
শুদ্ধ পরিধান--অগ্নিশিখা অরণ্য দাবানলে--
দুঃসাহসী ডানা দুটো কতদূর মেলতে পারো? #অবিকৃত#আধুনিক কবিতা#

Jayanta Roy

#ঝাউবন#আধুনিক কবিতা#

read more
ঝাউবন,তুমি আকাশ কে ভালোবাসো |
মাটির বুকে টেনে নামাও মেঘেদের গন্ধ;
---আর আমাকে হতে বলছো পাখি !
বলো,ঝাউবন তোমার প্রেমিকের বুকে আমি
কি করে মাথা রাখি?
তোমার মাথায় জড়ানো ভোরের প্রথম আলো,
সেই ছেলেবেলায় পাহাড় আঁকতে
    লাগতো ভীষণ ভালো;
বাতাসে ভাসে তুলোর মতো সাদা ধোঁয়া,জলভরা;
তুমি ঠোঁট বুলিয়ে চলো একান্তে,সন্তর্পনে--
ঝাউবন... তুমি  তো কবির অপরাহ্নের কল্পনা,
আর আমায় বলছো ডানা মেলতে?
এই একচিলতে উঠোনের ব্যাবধানে !! #ঝাউবন#আধুনিক কবিতা#

Jayanta Roy

#বিবর্তন#আধুনিক কবিতা#

read more
তিন রাস্তার মোড় থেকে ভাজা
মাছের গন্ধ নাকে এসে লাগে,
তবে ভয় পাওয়ার কিছু নেই, সেটা নির্দ্বিধায় উল্টে খাওয়া আমি রপ্ত করে নিয়েছি;
তাই আমার আমিত্ব নিয়ে এখন অহংকার প্রচুর--
এযাবৎকাল খানিকটা দার্শনিকের মতই মনে হয় নিজেকে,তবে সত্যি বলতে কি
মনখারাপ কিংবা কান্নার আধুনিক কোনও সংজ্ঞা সময়ের ব্যাকরণে এখনও তৈরী হয় নি,ফলে বৃথা চেষ্টা আর ক্লান্তির যোগফল থেকে
নিজেকে কিছুটা তফাতে রেখে বেশ আরাম করে আপাতত ঈশ্বরের মত আরেকটু জিরিয়ে নেওয়া যাক.... #বিবর্তন#আধুনিক কবিতা#

Jayanta Roy

জীবিকারটানে #আধুনিক কবিতা#

read more
অন্ধকার--তুমি মিথ্যে নও, 
তোমার দেহ থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোতি;আলোয় আলোয় ভাঙছে চেতনার সব রুদ্ধ দ্বার---
মহাশূন্য থেকে গলে গলে পড়ছে গাঢ় নীল রঙ, শুকনো নদীর বুকে আজ ভরা যৌবন, 
অন্ধকার তুমি বিমূর্ত নও, 
ইন্দ্রিয়ের কোনায় কোনায় আজ তোমার স্পষ্ট আবেদন 
যে মায়াবী সত্তা বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেছে তাকে জাগিয়ে তুলছো তুমি--
ইথার তরঙ্গে তীব্র থেকে তীব্রতর তোমার সংকেত, 
যেন এক নৈসর্গিক সঙ্গীতের অনুরণনে রোমকূপে রোমকূপে উঠছে সাগরের ঢেউ--
অন্ধকার তুমি ভালোবাসার পাশে দুঃখ হয়ে বসে থাকো সারারাত,আমার নগ্ন শরীর ভাসাই তোমার বুকে,তরল হয়ে যাক এই শরীর মিশে যাক তোমার প্রবাহে;
একটু পরেই পৃথিবীতে আবার এক লজ্জার ভোর---
তার আগেই আমাদের মিলিয়ে যেতে হবে শূন্য থেকে শূন্যএর পথে---
সদ্য ঘুম ভাঙা ঐ শুকতারাটার কাছাকাছি.... জীবিকারটানে #আধুনিক কবিতা#

Jayanta Roy

#কিশোরী#আধুনিক কবিতা#

read more
বৃষ্টি,আমি পথ হারালাম;
আমার চরাচর ঝাপসা,অতীত--
বাঁধ ভাঙা জল,প্রবাহিত বর্তমান,
বৃষ্টি,আমার প্রেমিক,সে তো প্রেমিক নয়,
ও যে আমারই সন্তান;

সে আমার বুক থেকে অবিরত শুষে চলে
ফোঁটাফোঁটা গাঢ় সাদা পবিত্রতা,
বৃষ্টি,মেঘে মেঘে মেঘে গড়ালো যে বেলা
বলো--সে কি আমার অভিমানের নীরবতা !
নাকি ফুঁফিয়ে কেঁদে উঠা তার পায়ে পড়ে,
বৃষ্টি,এ অসময়ে কেনই বা চৌকাঠ ভেজালে
দুব্বো-ঘাস গজায়,আমার কিশোরী শরীর জুড়ে | #কিশোরী#আধুনিক কবিতা#

Jayanta Roy

#গিরিখাত#আধুনিক কবিতা#

read more

যে প্রেমিক তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো,
তাকেই কিনা শেষ পর্যন্ত তোমার শরীর ছুঁতে দিলে !
 বুঝি লাগেনি সে বেলা ঘেন্নার রঙ? 
বাতাস বুঝি তখনও বয়ে চলেছিলো
নদী লাগোয়া মন্দিরের গা ঘেঁষে---
আহা,কোথায় লুকাও সব সতিত্বের আব্রু ;
আমি বৃষ্টির ঝাপটাকে সহজ সৌন্দর্য ভাবি,অপরূপা দিগন্তে
আলোয় আলোর ছড়িয়ে পড়তে দেখি
আমার মুক্তমনা বিস্ময়,
সেটাকে কোনও অপাপবিদ্ধ দুর্বলতার
সঙ্গে তুলনা করা চলে---
আমার পায়ে পায়ে জড়িয়ে পড়ে
সবুজ কচি ঘাসের বন,চোখের সাথে অরণ্যের পরিচয়,
এতটাই নিরাপত্তার সদুত্তর যদি মেলে 
এবার তবে বুকে হাত রেখে বলো তো--
আরও কতটা নীচে নামতে হতে পারে
সে গিরিখাতে তলিয়ে যেতে গেলে !! #গিরিখাত#আধুনিক কবিতা#
loader
Home
Explore
Events
Notification
Profile