Find the Best bengalipoetry Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove poem for her i miss you in bengali, love shayari in bengali for girlfriend, sad quotes of love in bengali, love quotes in bengali for girlfriend, love quotes for her in bengali,
Mishti
আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ #bengalipoetry #bengalilovepoem poetry on love Love #প্রেম
read moreAnanta Dasgupta
White যখন আমি আছি, আমি আছি প্রতি মুহূর্তে, প্রতি সময়। আমি আছি অশান্ত মনের ঝড়ে, আছি নিরবতায়। হাজার মানুষের ভিড় থেকে আলাদা, আছি আমি একাকিত্বের অস্থিরতায়। আমি আছি প্রত্যেক স্পৃশ্য আর অস্পৃশ্য জিনিসে। আমি আছি দিনের রোদ আর রাতের অন্ধকারে। আমি আছি বইয়ের ছোঁয়ায়, আছি আমি চেপে যাওয়া কথায়। সাধারণত সবাই যেখানে নেই, আমি আছি সেই সুক্ষ্ম জায়গায়। কথায় আছি, কবিতায় আছি, আড্ডায় আছি, গল্পে আছি। শান্তি তে আছি, মিলনে আছি, দরকারে আছি, ভাবনায় আছি। আমি আছি ভালবাসার আগলে রাখায়। আমি আছি হারিয়ে যাওয়ায়, খুঁজে পাওয়ায়। যখন আমি নেই, আমি নেই সেখানে কারণে অকারনে। আমি নেই কোনো বাধায়, নেই কোনো বারনে। প্রশ্ন থাকলেও তার উত্তরে আমি নেই। আমি সামনে থাকলেও অস্তিত্বে নেই। আমি নেই কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রনায়। আমি নেই কোনো পরিপূর্নতায়। আমি সম্পর্কে নেই, সংস্পর্শে নেই। আমি চিতকারে নেই, শুন্যতায় নেই। আমি নেই কোনো ঝগড়া, অশান্তি, উদ্বেগে। আমি নেই কোনো চিন্তায়, নেই কোনো আবেগে। আমি নেই কোনো অপেক্ষায়, কোনো ঘটনায় আমি নেই। আমি নেই কোনো হাঁসি তে, কোনো কান্নায় আমি নেই। আমি নেই মনের ক্ষত হওয়ায়, আমি নেই কোনো মধুরতায়। আমি নেই কারোর পৃথিবীতে, নেই কারোর আওতায়। ©Ananta Dasgupta #rajdhani_night #anantadasgupta #bengalipoetry #bengaliwriting #nojotobangla #existence
Ananta Dasgupta
Men walking on dark street একটা চিতকার আছে লুকিয়ে ভিতরে, শুনতে পারবে কি? কিছু কথা আছে বলার জন্য, একটু সময় দিতে পারবে কি? আমি স্বার্থপরের মত চাই তোমাকে, আমার স্বার্থ পুরো করতে পারবে কি? একটা অব্যক্ত কষ্ট আছে মনের ভিতরে, কম করতে পারবে কি? তোমার মনের বাস্তবতা দেখতে চাই, দেখাতে পারবে কি? এক ভাগ অভিমান জমে আছে, ভাঙ্গতে পারবে কি? ক্লান্ত হয়ে গেছি এক জায়গায় দাড়িয়ে, একটু মাথা ঠেকাতে পারবে কি? একটা আশা নিয়ে বেঁচে আছি, পুরো করে দিতে পারবে কি? ঝড় বয়ে যাচ্ছে যার থামার নাম নেই, সেটা থামাতে পারবে কি? প্রতিদিন একটু একটু করে শেষ হচ্ছি, আমাকে সাহায্য করতে পারবে কি? ©Ananta Dasgupta #Emotional #anantadasgupta #Bengali #bengalipoetry #bengaliwriting
Ananta Dasgupta
যদি পারো, এক বার কখনো মনে করে নিও, তারপর না হয় কাগজের মত ছিড়ে ফেলে দিও। বুঝতে পারবো আলাদা রাখছ কোন এক জায়গায়। যদি পারো, এক দিন আমার মত করে কাটিয়ে দেখো, তারপর না হয় ফিরে যেও নিজের সুখের সংসারে। মেনে নেব কিছুটা অংশ ছিলে আমার সাথে। যদি পারো, আমাদের কথা মুখস্থ রেখো পড়ার মত, তারপর না হয় নতুন জীবনের চাদর দিয়ে ঢেকে দিও। মনে করব স্মৃতি ভাগ করার মত জায়গা আছে আমার। যদি পারো, ঘরের জানলা থেকে তাকিয়ে দেখো আকাশে, তারপর না হয় নিজের মনের দরজার মত সেটাও আটকে দিও। জানব অল্প সময়ের জন্য হলেও দেখেছিলে আমাকে। যদি পারো, এক বার ঘুরে দেখো পিছনে ফিরে, তারপর না হয় কখনো দেখলেই না আর জীবনে। ধরে নেব একটু হলেও পিছুটান টা আছে তোমারও। যদি পারো, কখনো ভালবেসে দেখো আমার মত, তারপর না হয়ে করলে না কখনো কোন পরোয়া আর। জানতে পারব একবার হলেও কাছে গেছি তোমার। ©Ananta Dasgupta #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
#anantadasgupta #Bengali_poem #bengalipoetry
read moreAnanta Dasgupta
যার যেখানে যাওয়ার সে যাবেই, রাস্তায় কিছুক্ষণ সাথে থাকা সবসময় হয় না। যতই যত্ন করে নেয়া যাক সাথে থাকার, রাস্তা পালটে গেলে হাত ধরে রাখা যায় না। তার পিছনে তাকানোর আশা থাকে, শেষ বারের মত দেখার ইচ্ছা থাকে, যখন সে চলে যায় বিনা কোন দ্বিধায়, সব জেনেও নিজেকে সামলানো যায় না। দোষ তার নয়, আমিই তার দিকে তাকিয়ে ছিলাম, সে কখনো হাত ধরেনি, আমিও হাত পিছিয়ে রেখেছিলাম। কিন্তু এর মধ্যেও যে ছোট একটা গল্প আছে, যার ব্যপারে কখনো কোন উল্লেখ করা হয় না। ©Ananta Dasgupta #seagull #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
#seagull #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
read moreAnanta Dasgupta
আশা আর আশা! কি অদ্ভুত ব্যাপার! এই চক্করে কত কিছুই না হয়। কখনো খুশির আলো, কখনো দুঃখের কুয়াশা আর ভয়। কোন এক বরাহানন্দন বলে গেছিল "আশার ওপর পৃথিবী বেছে আছে" ওর এই কথা শুনে না জানে, কত জন বেছে থেকেও মরে গেছে। হয়তো এইটা হতে পারে হয়তো এইটা হবে, আমি এইটা করব হয়তো আজ কিছু হবে, কিছু পাল্টে যাবে হয়তো শেষে আমি সব পাবো। এই "হয়তো"র মধ্যে লুকিয়ে থাকা আশা, তিলে তিলে জ্বালায়, আবার একটু করে বাঁচায়। ঠিক কাঁটা ঘায়ে নুন দিয়ে, যেমন ওর ওপরেই আবার চাবুক চালায়। ©Ananta Dasgupta #snowpark #anantadasgupta #BengaliPoem #bengalipoetry #bengaliquote
Ananta Dasgupta
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই সাবধানে যাবে, পৌঁছে জানাবে বলার জন্য। কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই দাড়িয়ে পিছনে অপেক্ষা করার জন্য। কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই সারাদিনের সব উলটো পালটা গল্প শোনার জন্য। কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই তোমার ক্লান্তি ভাগ করে নেওয়ার জন্য। যখন ঘরের তালা টা খুলে ভেতরে যাও, অসার ভর্তি রুমে কাঁধ থেকে ব্যাগ আলাদা কর, আলো জালাও, আর বসে সিগারেটে আগুন ধরাও। কিন্তু না ব্যাগ রাখার পরে বোঝা হালকা হয়, না রুমের আলো মনের ভিতরের অন্ধকার মেটাতে পারে, আর না নিকোটিনের নেশা মাথার ভার কমায়। খালি মন, খালি চোখে খালি রুমে চোখ ফেরাতে, কেমন লাগে বন্ধু? কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই তুমি অভুক্ত শুয়ে পড়ছো না, এটা দেখার জন্য। দেওয়ালে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, কিন্তু কেন জেগে আছো, জানো না। কেন অশান্ত হয়ে আছো, জানো না। মনের লড়াইয়ে জিতছো না হারছো, জানো না। এই দ্বন্দ্বের মাঝ দিয়ে বেড়োতে, কেমন লাগে বন্ধু? কিছু পোস্ট, কিছু ভিডিও, কিছু মুভি দেখে, কিছু জমে থাকা মেসেজ রিপ্লাই দিয়ে, কোনো পুরোনো এলবামের মত, পুরোনো লেখা কথা গুলো বার বার পড়ে, চোখে অপেক্ষা আর ঠোঁটে হাঁসি সাজিয়ে, কেমন লাগে বন্ধু? দিনের দায়িত্ব পুর্ন করে, সব কাজের পড়ে, কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই তোমার দীর্ঘ নিশ্বাসের মধ্যে ফোঁপানির অবরোধ বোঝার জন্য। ©Ananta Dasgupta #GateLight #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
#GateLight #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
read moreSatyajit Bhuniya
আকাশে দেখো রাত দিচ্ছে তার যাত্রা, দিনের আলো তাকে আর দিচ্ছে না যে পাত্তা। রাত বললো আসবো ফিরে আবার আগামীকাল, তাই তোমাকে জানাচ্ছি আমি শুভ সকাল! ©Satyajit Bhuniya #agni #Bengali #BengalBurning #bengaliquote #BengaliPoem #bengalipoetry
Ananta Dasgupta
কি চাইব আর? এখন তো খুব দামি হয়ে গেছে জিনিসপত্র। খুব দামি এখন কিছুক্ষণের শান্তি। খুব দেরি হয়ে যায় এইটুকু জানাতে, কি সারাদিন তো তোমার কথা ভাবলাম কিন্তু খুব দেরি হয়ে গেল বলতে, খুব দামি হয়ে গেছে সময় একটু স্নেহের জন্য। চাহিদা এত কি গণনা কম হয়ে যাবে, কিন্তু যখন মনে হয়ে, এবার হয়তো পূর্ন হতে চলেছে, ঠিক তখনই ভয় নিজের বাসা বানায়, মনে করায় সম্পর্ক জুড়ে কত দ্রুত সেটা ভেঙ্গে যায়। খুব দামি হয়ে গেছে একমুঠো বিশ্বাস। ©Ananta Dasgupta #anantadasgupta #Bengali #quotation #pinterest #Bengali_poem #bengaliwriting #bengalipoetry
Ananta Dasgupta
সবাই সবসময় সাথে থাকে না, প্রত্যেক রাস্তা নিজের একটা মোড় আনে। কেউ নিজের হয়েও আপন হতে পারে না, কেউ যেন পর হয়েও অনেক কিছু জানে। সবকিছু কিন্তু কিছুক্ষণের জন্য, জলের লেখার মত, সবাই খেলে যাচ্ছে নিজের পাত্রের মত। এই ভীড়ের মধ্যে, সবাই নিজের পথ বেছে নিয়েছে, তার সাথে একটা স্বার্থ নিজের সংগে জুড়ে দিয়েছে। যেখানে এত পথ, এত মতলব, এত চেহারা, সেখানে এক জন চিরস্থায়ী, প্রত্যেক রাস্তা তারই গড়া। সে বিশ্বাসের অস্তিত্ব, এইটাই তার পাত্র, সে ঠিক আসে, এইটাই একমাত্র সত্য। যেখানে আপন-পরের কোন ভেদাভেদ নেই, যে মনের ভরসা, শান্তির ছায়াও সেই। ©Ananta Dasgupta #shiva #thebeginning #theend #theonlysaviour #anantadasgupta #bengalipoem #bengaliquote #bengalipoet #bengalipoetry