Nojoto: Largest Storytelling Platform

Best তোমায়দিলামআজ Shayari, Status, Quotes, Stories

Find the Best তোমায়দিলামআজ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 31 Stories

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek আশীর্বাদ শুভ কামনা রোজই করি তবু আজকের দিনটা বিশেষ শুভ জন্মদিনে অনেক আদর চুমু ভালোবাসা অশেষ। #শুভজন্মদিন #তোমায়দিলামআজ #শ্রীমতীটুম্পা #yqdada #বাংলা_কবিতা

read more
গুপ্ত মনের সুপ্ত আবেগ
স্বপ্নে ভেজা রঙতুলি;
এক দিব্য দোতারা ভুবন ভরা
যেন ইমন হাসি খিলখিলি।
হাজার বাতি উঠলো জ্বলে
আকাশগাঙে ঝলমলি;
হলাম খুশির জোয়ারে আত্মহারা
আমার কোলে যখন তুই এলি।
হোক পক্ষীরাজের লক্ষ্যভেদ
ছুঁয়ে যাক সাফল্যের চূড়া;
সুস্থতা তোর দোসর হোক
শুভ জন্মদিনে অশেষ
আশীষ ধারা...
                   আশীর্বাদিকা মা 💐 Dedicating a #testimonial to Shubham Nayek 
আশীর্বাদ শুভ কামনা রোজই করি তবু আজকের দিনটা বিশেষ
শুভ জন্মদিনে অনেক আদর চুমু ভালোবাসা অশেষ।


#শুভজন্মদিন 
#তোমায়দিলামআজ 
#শ্রীমতীটুম্পা

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to আত্মাহীন_দেহ 💔 জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আদর নিস রে বাবু।জীবনে অনেক বড় মানুষ হ এই প্রার্থনা করি ভগবানের কাছে। খুব খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস আর পাগলামিটা জারি রাখিস 😄💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥪🥫🥣 #শুভজন্মদিন #শুভেচ্ছাবার্তা #yqdada #তোমায়দিলামআজ #শ্রীমতীটুম্পা

read more
ঘাসের উপর শিশিরবিন্দু যেমন মুক্তোর মতো হাসে
তোর ডাগর চোখের স্বপ্নগুলো তেমনি ডানা মেলুক আকাশে।
দুঃখের মেঘ কেটে গিয়ে পূরণ হোক তোর সকল আশা
তোর চলার পথে পাথেয় আমার বুকভরা ভালোবাসা।
জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিলাম গোলাপের পাপড়ি মুড়ে
জীবনটা তোর থাকে যেন রঙিন আলোয় ভরে। Dedicating a #testimonial to আত্মাহীন_দেহ 💔 জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আদর নিস রে বাবু।জীবনে অনেক বড় মানুষ হ এই প্রার্থনা করি ভগবানের কাছে। খুব খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস আর পাগলামিটা জারি রাখিস 😄💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥪🥫🥣





#শুভজন্মদিন 
#শুভেচ্ছাবার্তা

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Sanjukta Acharya না কোনো কারণ নেই। এমনিই কদিন ধরে ভাবছিলাম আমার সোনা মেয়েটাকে একটা উপহার দিই। কিন্তু লিখতে তেমন পারিনা যা মনে আসে তাই লিখি।আজ স্নান করে ছাদে চুল শুকাচ্ছিলাম । তখনই লিখলাম এটা। ছন্দের অমিল থাকলেও ভালোবাসার ঘাটতি নেই এতোটুকুও এই বলে দিলাম।ওর গুণের কথা সবাই জানো আর যেগুলো তোমরা জানো না সেগুলো ক্রমশ জানতে পারবে। #উপহার #তোমায়দিলামআজ #শ্রীমতীটুম্পা #yqbaba #yqdada #বাংলালেখা

read more
আদুরে রোদ যেমন উষ্ণতা দেয় শীতের দিনে
তেমনি তোমার খিলখিলিয়ে হাসি আর মিষ্ট কথায়
হিল্লোল জাগায় আমার প্রাণে।
নিজের জনাও নেয়না খোঁজ হয়তো 
তোমার মতো ভালোবেসে
সকাল-সন্ধ্যায় নিয়ম করে..
কি করছো?খেলে? পায়ের ব্যথাটা কমেছে? 
সাবধানে থেকো ইত্যাদি
মনের অনেক কাছাকাছি অল্পদিনেই yqতে এসে 
পেলাম আমার সোনামেয়ে ।
কোনোদিন হয়তো পড়ার তাড়ায় বেড়িয়ে গেছো ভোরবেলায়
সুপ্রভাত বলার পাওনি সময়।
ফিরে এসেই ম্যাসেজ করো আমার কথা মনে করে
সম্পর্কগুলো বেঁচে থাকুক নিঃস্বার্থ ভালোবাসায় লেখনীর সূত্র ধরে। Dedicating a #testimonial to Sanjukta Acharya
না কোনো কারণ নেই। এমনিই কদিন ধরে ভাবছিলাম আমার সোনা মেয়েটাকে একটা উপহার দিই। কিন্তু লিখতে তেমন পারিনা যা মনে আসে তাই লিখি।আজ স্নান করে ছাদে চুল শুকাচ্ছিলাম । তখনই লিখলাম এটা। ছন্দের অমিল থাকলেও ভালোবাসার ঘাটতি নেই এতোটুকুও এই বলে দিলাম।ওর গুণের কথা সবাই জানো আর যেগুলো তোমরা জানো না সেগুলো ক্রমশ জানতে পারবে।



#উপহার 
#তোমায়দিলামআজ 
#শ্রীমতীটুম্পা

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek উপহারের কোনো উপলক্ষ থাকে নাকি?বিশেষত মা ছেলে যখন এক জায়গাতেই আছি,সে তো যখন তখন দেওয়াই যায়। আসলে কাল আমার এক নাতির ছবি দেখে নিজের এই অনুভূতিগুলো খুব মনে পড়ছিল।কাল রাতেই লিখেছি আজ পোস্ট করলাম। #আত্মজ #মাতৃত্বের_স্বাদ #উপহার #বাংলা_কবিতা #yqdada #yqbestbengaliquotes #তোমায়দিলামআজ

read more





 Dedicating a #testimonial to Shubham Nayek উপহারের কোনো উপলক্ষ থাকে নাকি?বিশেষত মা ছেলে যখন এক জায়গাতেই আছি,সে তো যখন তখন দেওয়াই যায়। আসলে কাল আমার এক নাতির ছবি দেখে নিজের এই অনুভূতিগুলো খুব মনে পড়ছিল।কাল রাতেই লিখেছি আজ পোস্ট করলাম।



#আত্মজ 
#মাতৃত্বের_স্বাদ 
#উপহার 
#বাংলা_কবিতা

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Debasmita জন্মদিনের অনেক অনেক আদর আর ভালবাসা নিস রে মানু।আর খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস। ছবিটা তোর দাদা Shubham Nayek এঁকেছে তাই ওটাতেই লিখলাম হাবিজাবি। তোদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনা করি।আর মাঝে মাঝে এসে ছোটমা বলে ডাক দিয়ে যাস এতেই আমার বুকটা ভরে যায়।আর কি যে বলি তোদের ঐ বস্তাপচা বালুবাসা ওসব আমার আসে না। তোদের কমেন্টগুলা পড়তে খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা নিস আর এতোগুলো হামি দিলাম। #শুভজন্মদিন #তোমায়দিলামআজ #হারিয়েগেলেনদীহবো #yqbaba #yqdada #শ্রীমতীটুম্পা

read more
দুষ্টু মিষ্টি স্বভাব আর পুতুল পুতুল গরণ
কল্পলোকে ভেসে বেড়াস দেখিস দিবা স্বপন।
তোর রঙ তুলিতে রামধনু ধরা দিক এসে
স্বপ্নের রাজ্যে পাড়ি দিস খুশির ভেলায় ভেসে।
ঝর্ণার মতোই চঞ্চল তুই পাহাড়িয়া কন্যে
হারিয়ে গেলে নদী হবো তোকে পাবার জন্যে।
অর্কিড তো পেলাম না এনেছি একমুঠো দোপাটি
সুযোগ যদি থাকতো তবে পায়েস দিতাম একবাটি।
দুর্যোগের কালো মেঘ ঢেকে দেবো আঁচলে
দুষ্টুমি কেউ করে যদি ডাকিস ছোটমা বলে।
সকল আশা পূর্ণ হোক পৌঁছে যা সাফল্যের চূড়ায়
ভগবানের চরণে আমি এই মিনতি জানাই। Dedicating a #testimonial to Debasmita জন্মদিনের অনেক অনেক আদর আর ভালবাসা নিস রে মানু।আর খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস। ছবিটা তোর দাদা Shubham Nayek এঁকেছে তাই ওটাতেই লিখলাম হাবিজাবি। তোদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনা করি।আর মাঝে মাঝে এসে ছোটমা বলে ডাক দিয়ে যাস এতেই আমার বুকটা ভরে যায়।আর কি যে বলি তোদের ঐ বস্তাপচা বালুবাসা ওসব আমার আসে না। তোদের কমেন্টগুলা পড়তে খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা নিস আর এতোগুলো হামি দিলাম।




#শুভজন্মদিন 
#তোমায়দিলামআজ 
#হারিয়েগেলেনদীহবো

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌। তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা। #yqdada #উপহার #ছেলেবেলা #রাতের_কবিতা #তোমায়দিলামআজ #মায়ের_ভালবাসা #অতীত_স্মৃতি

read more
বালিশটা দূরে ঠেলে হাতের উপর মাথা
মায়ের গলা জড়িয়ে ধরে নতুন গল্পগাঁথা।
বানিয়ে বললে চলবে না তোর যুক্তি কিছু চাই
ঘটনাগুলো চোখের সামনে ছবি হয়ে যায়।
ছবির কথায় মনে পড়লো ফ্রক পড়া দুর্গা
তখন কতো হবে?পাঁচে দিয়েছিস পা।
খেলা তোর উদ্ঘট ছিল পটতো না কারো সঙ্গে
কাগজের সাপ বানিয়ে জড়িয়ে নিতিস অঙ্গে।
বাবাকে অসুর সাজিয়ে নিজে হতিস সিংহ
মাকে দুর্গা করে চলতো রণরঙ্গ।
খেলাধুলা নিয়ে সে এক মজার কাণ্ড আছে
মাঝখান থেকে লেবু নিয়ে দৌড়ে মায়ের কাছে।
স্টেজে উঠে প্রথম আবৃত্তি শুধুই নিরবতা
আজকে ভীষন হাসি পায় মনে হলে সে কথা।
ক্লাস ওয়ানের বাংলা পরীক্ষা অর্ধেক লিখেই জমা
লিখতে নাকি ভালো লাগছিলো না,শুধালে বলিস মা।
এমনি অনেক গুণের কথা পড়ছে আমার মনে
উদ্ভট যত কাণ্ড -কারখানা তুইও হাসছিস তাই শুনে। Dedicating a #testimonial to Shubham Nayek
অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা
অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌।
তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে
পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা
কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা।

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ এই নে নীলা তোর ভাইয়ের আর একটা রূপ দেখে নে। আমরা তো একটা পরিবার হয়ে গেছি। তাই আয় একসাথে প্রার্থনা করি সবাই যেন কর্মের মধ্যে ডুবে থাকতে পারে। মুছে যাক যত গ্লানি একাকিত্ব আর ডিপ্রেশন। Rahul Starrs #তোমায়দিলামআজ #yqdada #উপহার

read more
গ্রামগঞ্জ আর মফস্বলের যত আছে যুবক
লেখাপড়া শিখে তাদের শহরে যাবার ঝোঁক।
সবাই ভাবে করবে চাকরি শহরের হাওয়া লাগিয়ে গায়
ওরা ভাবে পড়াশোনা শিখে কি চাষের কাজ করা যায়?
বাপ ঠাকুরদা চাষাভুষো খেতে খেটে নাজেহাল
আমি এখন ডিগ্রী পেয়েছি ধরবো কেন জমিতে হাল?
ওসব করবে অশিক্ষিতরা,কাদামাটি ঘাম প্যাচ প্যাচ 
পাখার নিচে আরামে থেকে গাটা কেমন করে ম্যাচ ম্যাচ।
শিক্ষিত যুবক যাচ্ছে বিদেশে জন্মভূমি পরিত্যক্ত
পরিকল্পনার অভাবে চাষের জমি হচ্ছে অশ্রুসিক্ত।
ধন্য আমার দেশের মাটি জন্মেছেন যুবক শ্রেষ্ঠ
কৃষিকাজ সবার সেরা বলে গেছেন তিনি স্পষ্ট।
আমেরিকা প্রভৃতি দেশের তিনি দিয়েছেন উদাহরণ
এদের থেকে আমরা যেন করি শিক্ষা গ্রহণ।
নতুন নতুন প্রযুক্তি আর নব মাত্রায় উদ্ভাবনা
এগ্রিকালচারেই  লুক্কায়িত প্রভূত সম্ভাবনা।
কোন কাজই ছোট নয় যদি থাকে সততা আর শ্রম
প্রমাণ করে দাও, কারুর চেয়ে তুমিও নও কম। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
এই নে নীলা তোর ভাইয়ের আর একটা রূপ দেখে নে। আমরা তো একটা পরিবার হয়ে গেছি। তাই আয় একসাথে প্রার্থনা করি সবাই যেন কর্মের মধ্যে ডুবে থাকতে পারে। মুছে যাক যত গ্লানি একাকিত্ব আর ডিপ্রেশন।




Rahul Starrs
#তোমায়দিলামআজ

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Debankini Bhattacharya #তোমায়দিলামআজ #ভালোথাকিস #yqdada

read more
ইয়োর কোর্টে আমার এক অতি প্রিয় মেয়ে দেবাঙ্কিনী নাম
স্বভাবটা তার ভারি মিষ্টি সুন্দর করে গান ‌।
লেখাও তার অনবদ্য, ভাষাতেও আছে দখল
উজ্জ্বল বর্ণ ঘন কেশ আর মুক্তায় সজ্জিত দন্তদল।
স্বভাবটা তার খুবই নম্র, মিষ্ট তার ভাষণ
আমাকে সে অতি অল্পেই করে নিয়েছে আপন।
তোর উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ হল,করবি কি আর
নিজেকে সামলে নিয়ে এবার কলমে দে ধার।
সরস্বতীর পুজারী তুই, আজকে তবু পরিস্থিতির শিকার
কলমকে আজ ত্রিশুল করে জয় ধ্বনি দে দুর্গা মাতার।
ভালো থাকিস সুস্থ্য থাকিস এই কামনাই করি
মনটাকে শক্ত কর মোছ রে নয়ন বারি।
আমার সোনা মেয়ে ভালো মেয়ে,সামাল দিস নিজেকে
তোর ছোট্ট কপালে স্নেহভরে একটা চুম্বন দিলাম এঁকে।
 Dedicating a #testimonial to Debankini Bhattacharya
#তোমায়দিলামআজ 
#ভালোথাকিস 
#yqdada

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to উড়নচণ্ডী #তোমায়দিলামআজ #সূর্যমুখীচেয়েছিলযারা #আজেবাজে_লেখা #শ্রীমতীটুম্পা

read more
তুমি মুক্ত বিহঙ্গ উদ্যম তোমার গতি
কুর্নিশ জানাই তোমার সমাজ ভাবনার প্রতি ‌।
তোমার ডানায় শক্তি অনেক, তারচেয়েও বেশি সাহস
জমাট বাঁধা রক্ত ভেঙে ফেরাতে উদ্যোগি হুঁশ।
পোষমানা ময়না তোতা, শেখানো বুলি আওড়াতে থাকে
সত্যাসত্য করেনা বিচার,
তুমি বাতাসের কালিমা ছিন্ন করে, বাস্তবতার আবির ছড়াও
এক মুঠো চেতনা উপহার।
ওগো তরুণ ঊষা, রাঙিয়ে দাও আমার হৃদয়
সূর্যমুখী চেয়েছিলাম একটা, কিন্তু ওরা কথা রাখেনি
মিথ্যা প্রতিশ্রুতিতে সম্মতিপত্র করেছে আদায়।
উড়নচণ্ডীর মতোই আমি বেপরোয়া হতে চাই আজ
আমার বইঘরে স্টুডিও পাড়ার সাজ।
মেনে নিয়েছি সেটাও। কিন্তু বিনা পরাশ্রমের মজুরি?
আমার বাহুতে শক্তি অনেক, দিনরাত খাটতে পারি আমি হাড়ভাঙা খাটুনি।
একুশের মুখে লেপছে কালি ‍, ভবিষ্যতের ইতিহাস করছে কলঙ্কিত ‌
তোমার যাত্রাপথ হোক সুগম, আমিও সঙ্গী হবো
আর,হবোনা ভয়ভীত। Dedicating a #testimonial to উড়নচণ্ডী 
#তোমায়দিলামআজ 
#সূর্যমুখীচেয়েছিলযারা 
#আজেবাজে_লেখা 
#শ্রীমতীটুম্পা

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ #তোমায়দিলামআজ #yqdada

read more
নীলাম্বরীচাঁদ জ্যোৎস্না ভাঙুক বাঁধ
তোমার ধারায় ভেসে যেতে সাধ।
কলমে তোমার যেন শব্দের ফোয়ারা
বেল জুঁইয়ের সুগন্ধে বাতাস মাতোয়ারা।
আমার মাটির উঠোনে এক ছোট্ট নয়নতারা
যদি ভালোবেসে আপন করো,ধন্য হবে তারা।
আমার সাজঘরে জায়গা খানিক ছোট
নাহয় দুই নয়নে কাজল হয়েই থেকো।
সবাই চায়ছে জোছনা গায়ে মেখে এক খাতা কবিতা লিখতে
চাঁদের থেকে অনেক দূরে আছি বামন সম,
তোমার মনের ঘরে জায়গা দিও এক চিলতে। Dedicating a #testimonial to নীলাম্বরীচাঁদ 
#তোমায়দিলামআজ 
#yqdada
loader
Home
Explore
Events
Notification
Profile