Nojoto: Largest Storytelling Platform

Best অতীত_স্মৃতি Shayari, Status, Quotes, Stories

Find the Best অতীত_স্মৃতি Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 9 Stories

sangita

ভণ্টিজনীৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি #অতীত_স্মৃতি #উৰনীয়ামন #সুখ #বেদনা সকলোৱে সহায় সহযোগিতা কৰিব বুলি আশা ৰাখিলোঁ #YourQuoteAndMine Collaborating with Asharani Boruah

read more
মোৰ সেই 
স্বৰ্ণতৰু ফুলা অতিক্ৰান্ত দিনবোৰত
তোমাকো 
যদি গাঁঠি দিওঁ,,
তেন্তে তুমি নিজকে শুভ্ৰপ্ৰেমী বুলি কৈ
হেৰাই যোৱা পীতাভ বুলি মোক অজুহাত দি
মৃদাত সমাধিস্থ  হ'বলৈ 
এৰি দিবা নেকি ...?
নে মইবিহীন তোমাৰ বৰ্তমানটোক
অলপ সোণাৰুৰ 
হালধীয়াখিনি হানি দিবা....?
 ভণ্টিজনীৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি #অতীত_স্মৃতি 
#উৰনীয়ামন 
#সুখ 
#বেদনা 
সকলোৱে সহায় সহযোগিতা কৰিব বুলি আশা ৰাখিলোঁ #YourQuoteAndMine
Collaborating with Asharani Boruah

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌। তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা। #yqdada #উপহার #ছেলেবেলা #রাতের_কবিতা #তোমায়দিলামআজ #মায়ের_ভালবাসা #অতীত_স্মৃতি

read more
বালিশটা দূরে ঠেলে হাতের উপর মাথা
মায়ের গলা জড়িয়ে ধরে নতুন গল্পগাঁথা।
বানিয়ে বললে চলবে না তোর যুক্তি কিছু চাই
ঘটনাগুলো চোখের সামনে ছবি হয়ে যায়।
ছবির কথায় মনে পড়লো ফ্রক পড়া দুর্গা
তখন কতো হবে?পাঁচে দিয়েছিস পা।
খেলা তোর উদ্ঘট ছিল পটতো না কারো সঙ্গে
কাগজের সাপ বানিয়ে জড়িয়ে নিতিস অঙ্গে।
বাবাকে অসুর সাজিয়ে নিজে হতিস সিংহ
মাকে দুর্গা করে চলতো রণরঙ্গ।
খেলাধুলা নিয়ে সে এক মজার কাণ্ড আছে
মাঝখান থেকে লেবু নিয়ে দৌড়ে মায়ের কাছে।
স্টেজে উঠে প্রথম আবৃত্তি শুধুই নিরবতা
আজকে ভীষন হাসি পায় মনে হলে সে কথা।
ক্লাস ওয়ানের বাংলা পরীক্ষা অর্ধেক লিখেই জমা
লিখতে নাকি ভালো লাগছিলো না,শুধালে বলিস মা।
এমনি অনেক গুণের কথা পড়ছে আমার মনে
উদ্ভট যত কাণ্ড -কারখানা তুইও হাসছিস তাই শুনে। Dedicating a #testimonial to Shubham Nayek
অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা
অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌।
তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে
পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা
কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা।

Srimati Tumpa Nayek

#পুরোনো_ডাইরি #অতীত_স্মৃতি #ছেলেবেলা #বাংলালেখা #রাতের_কবিতা #yqdada অতীত ছবি সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।

read more
          অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।
কুড়ি মিনিটের হাঁটা পথ শ্মশানের পাশে আল রাস্তা ধরে
ভূতের ভয় ছিলনা তখন, দুষ্টু মানুষ যদি তাড়া করে?
কুয়াশায় চাদর যেতো ভিজে,হাওয়াই চটির হরকানি
পৌঁছাতে পৌঁছাতে পড়া তখন হয়ে যেতো অনেকখানি।
সাইকেল একটা না হলেই নয়, ধরলাম ভীষন জেদ
চৌদ্দ শো টাকার লাল অ্যাটলাস পেলাম শেষমেশ।
রাত্রি জেগে পড়তে গেলেই কেরোসিনের অভাব
দিনের বেলায় পাশের বাড়ির গান শোনা স্বভাব।
তার উপরে দিদির বিয়ের পণের টাকা, চিৎকার চেঁচামেচি
পড়াশোনা তো ডকে ওঠে, জীবনটাতে ধরে খুব অরুচি।
পুরানো ভিটে বিক্রি হলো অল্প কিছু জমি
ভালোয় ভালোয় মিটলো বিয়ে, মাধ্যমিক দিলাম আমি।
পাড়ার সেরা রেজাল্ট হলো,বলল সবাই এসে
অমুক তুমি পাঁকের উপর পদ্ম ফুটিয়েছো যে।
মোড়ল যারা ছিল পাড়ার দিল পারমিশন
হুক লাগিয়ে এবার থেকে জ্বালবে একটা ল্যাম্প ‌।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে হলো নতুন লড়াই শুরু
একদিনে গল্প হবে না শেষ, ধৈর্য ধরো গুরু। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#বাংলালেখা 
#রাতের_কবিতা 
#yqdada              অতীত ছবি
সকাল হলেই ঘুম ভেঙে পটল গাছে পুরুষ ফুলের খোঁজ
পরাগ মিলন ঘটিয়ে ওদের পড়তে যেতাম দেরি হতো রোজ।

Srimati Tumpa Nayek

কিম্ভূত .... আজকে সন্ধেবেলায় দিয়ে দিলাম ঠাকুমা রাত জাগা নিয়ে বকাবকি করবে না আমায় আমি এখন ভালো তোমার ভালো মেয়ে হবার চেষ্টা করছি।😀 #পুরোনো_ডাইরি #ছেলেবেলা #অতীত_স্মৃতি #yqdada #আজেবাজে_লেখা

read more
লক্ষ্মী রানী গর্ভবতী এখন তখন অবস্থা, খুব সজাগ থাকে সবাই সময় বুঝে ব্যবস্থা।
চুপ করে সে থাকে সদাই নিজের কথা বলে না কিছুই মুখ ফুটে
শান্তিতে ঘুম হয় না কারোর বারবার তাই দেখে উঠে।
সকাল থেকে লক্ষ্মীরাণী খাইনি কোন কুটো, ফুটফুটে ননী শুয়ে আছে ঠিক যেখানে খুঁটো।
লক্ষীর রঙ ধবধবে সাদা ননী হয়েছে লাল, খেলার একটা সঙ্গী পেয়ে হাসি এক গাল ‌।
ননী শুধুই দুধ খায় খায় না অন্য কিছু, আমার সঙ্গে ভাব জমাতে ঘোরে পিছু পিছু।
সকাল-বিকাল কাস্তে নিয়ে দুব্বো ঘাসের জোগাড়, দুই বোনে তে পালা করে আনি নোনীর খাবার।
ননীর গলায় ঘন্টি বাধা ঝুমঝুম করে বাজে, কোন তালে তালে যে মুখ দেয় বাঁটে ফেলেছে তাকে ফাঁদে।
দুব্বো ঘাস কাটতে গিয়ে কাস্তেতে  আঙ্গুল কাটে, খালি পায়ে কখনোবা তিলের খোঁচা ফোঁকে।
জলার ধারে অনেক পানা লক্ষী ভালোবাসে, আবার তালের রস খাওয়ালে নাকি দুধে বালতি ভাসে।
ঘোষ কাকু আসে না যেদিন দুধের ছানা ক্ষীর, পড়া ছেড়ে বারেবারে রান্নাঘরে ভিড়।
এক কড়াই দুধের ওপর মোটা একটা সর, বাটিতে মা তুলে দিলে খেয়ে নিই সরসর।
মায়ের ভীষণ হাতে ব্যথা তাই গাই দোয়ার চেষ্টা, পোক্ত যেই হয়ে গেলাম দায়িত্ব পেলাম শেষটা।
লক্ষ্মী যখন বুড়ো হলো নিয়ে গেল ব্যাপারী, লাল রংয়ের দুর্গা এসে জায়গা নিলো তারি।
দুই বোনে এখন শ্বশুরবাড়ী শূন্য গোয়াল পড়ে, প্যাকেট দুধের আমদানি হয় লক্ষ্মী স্মৃতি জুড়ে। 
কিম্ভূত .... আজকে সন্ধেবেলায় দিয়ে দিলাম ঠাকুমা রাত জাগা নিয়ে বকাবকি করবে না আমায় আমি এখন ভালো তোমার ভালো মেয়ে হবার চেষ্টা করছি।😀



#পুরোনো_ডাইরি 
#ছেলেবেলা 
#অতীত_স্মৃতি

Srimati Tumpa Nayek

দিদি কবিতার জন্মদিনে একটা ছোট্ট কবিতাই উপহার দিলাম। খুব খুব ভালো থাকিস দিদি। এখনো আমাদের দুই বোনের একই সাথে জ্বর সর্দি হয়, শারীরিক দূরত্ব আছে কিন্তু মনে তো নয়। শুভ জন্মদিন দিদি। #পুরোনো_ডাইরি #ছেলেবেলা #yqdada #শুভজন্মদিন #অতীত_স্মৃতি

read more






 
দিদি কবিতার জন্মদিনে একটা ছোট্ট কবিতাই উপহার দিলাম। খুব খুব ভালো থাকিস দিদি। এখনো আমাদের দুই বোনের একই সাথে জ্বর সর্দি হয়, শারীরিক দূরত্ব আছে কিন্তু মনে তো নয়। শুভ জন্মদিন দিদি।




#পুরোনো_ডাইরি 
#ছেলেবেলা

Srimati Tumpa Nayek

অষ্টাদশের যুদ্ধ মিটে গেছে কবে তবু রয়ে গেছে তার রেশ বিষয়সম্পত্তি গৃহবিবাদ লেগেই আছে এটা মহাভারতের দেশ। পুরানো ভিটে ছাড়তে হলো নতুন বসতি ঘোষপাড়া ছোট্ট মেয়েটা কেঁদেই ভাসায় হয়ে সঙ্গীহারা। পুতুল খেলার বন্ধু গুলোর পুরাতন পাড়ায় বাসা কঠিন হয় নতুন এর সাথে সহজ ভালোবাসা। রোজ বিকেলে ওই পাড়াতে চলে যায় মনের টানে বাড়ি ফিরতে সন্ধ্যে হলে টান পড়ে তার কানে। #yqdada #ছেলেবেলা #পুরোনো_ডাইরি #অতীত_স্মৃতি

read more
ছেলেবেলার গল্প অষ্টাদশের যুদ্ধ মিটে গেছে কবে তবু রয়ে গেছে তার রেশ
বিষয়সম্পত্তি গৃহবিবাদ লেগেই আছে এটা মহাভারতের দেশ।
পুরানো ভিটে ছাড়তে হলো নতুন বসতি ঘোষপাড়া
ছোট্ট মেয়েটা কেঁদেই ভাসায় হয়ে সঙ্গীহারা।
পুতুল খেলার বন্ধু গুলোর পুরাতন পাড়ায় বাসা
কঠিন হয় নতুন এর সাথে সহজ ভালোবাসা।
রোজ বিকেলে ওই পাড়াতে চলে যায় মনের টানে
বাড়ি ফিরতে সন্ধ্যে হলে টান পড়ে তার কানে।

Srimati Tumpa Nayek

#পুরোনো_ডাইরি #অতীত_স্মৃতি #ছেলেবেলা #আজেবাজে_লেখা #yqdada

read more
দুই পা হাঁটা পথ বাস থেকে বাড়ি, রাস্তার দুপাশে আছে গাছ বাহারি ‌।
বাড়ির সামনেই রেশন দোকান, চেঁচামেচি উত্তেজনা থাকে টানটান।
সপ্তাহের দুদিন লোক গিজগিজ, সকলেই চায় এসে ফুলের বীজ।
বর্ষায় দোপাটি আর শীতের ফুল গাঁদা,গ্ৰীষ্মে বেলী টগর ফোটে গাদা গাদা।
বাড়িতে ঢোকার মুখেই লাল রঙ্গনা, আছে টাইম জবা আর সাদা কাঞ্চনা।
বাড়ির লাগুয়া আছে সব্জীর জমি,টিনে বাঁধা ঘণ্টা বাজাই আমি।
ঝিঙে বেগুন কপি শশা নানা রকম চাষ, বাড়িতেই পোষা গোরু দুধ বারোমাস।
একদল হাঁস আর গোটা কয়েক মুরগি,জমানো দুধের মাঠা হয় গাওয়া ঘি ‌‌।
খাওয়ার অভাব নেই হরেক প্রোটিন,ডিম ভাজা খাই শুধু রোগা টিংটিং ।
জামাগুলো কাঁধ থেকে খুলে খুলে পড়ে, সবার চিন্তা বুঝি উড়ে যাব ঝড়ে।
রোগা যারা বলতো তারা চিনবেনা এখন, ছেলেবেলায় পড়লো ছেদ আজকের মতন। #পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি 
#ছেলেবেলা 
#আজেবাজে_লেখা 
#yqdada

Srimati Tumpa Nayek

কিম্ভূত .... Rahul Starrs মুকুন্দ কর #পুরোনো_ডাইরি #yqdada #ছেলেবেলা #অতীত_স্মৃতি

read more
দুয়ারেতে  বস্তা পেতে নাম তার সুর
বারে বারে উঠোনেতে দেখি রোদ্দুর।
দেওয়াল ঘড়ি ছিলনা কোন ছিল সূর্য ঘড়ি
পালুই তলায় রোদ গেলেই গুছাই পাততাড়ি।
গায়ে মাথায় সরিষার তেল হাতে নিয়ে গামছা
পুকুরপাড়ে জোটে সবাই আনন্দে ঝাঁপাই ঝাঁ।
নতুন নতুন সাঁতার শেখা কলাগাছ নিয়ে
কেউবা ঘেরাওয়ালা  জামার ভিতর হাওয়া ঢুকিয়ে।
ছোট্ট একটা কাঠি নিয়ে জলের ভেতর লুকোচুরি
অবশেষে ঝগড়া বালি ছোড়াছুড়ি ।
পুকুরের মালিক রাগ করেন খুব
নালিশ করলে তখন বুক ধুকপুক।
পুকুরের পাড় ভাঙে হয় তাদের ক্ষতি
মায়ের হাতের লাঠি আর দাঁত কপাটি।
তারপর নাকে মুখে ঘি আলু ভাত
দল বেঁধে ইস্কুল যাই হাঁটা পথ।
গল্প আরো আছে হয়নি শেষ
এখন তোরা পাড়ি দে স্বপ্নের দেশ।
 
কিম্ভূত .... 
Rahul Starrs 
মুকুন্দ কর 



#পুরোনো_ডাইরি

Srimati Tumpa Nayek

আমার ছেলেবেলার কিছু কথা #পুরোনো_ডাইরি #অতীত_স্মৃতি #yqdada #বাংলালেখা

read more
এঁদোর ধারে ছেলে পোঁতা,মালার মাঠে শ্মশান
দুই দিকেই আছে জমি পেকেছে তখন ধান।
খুব সকালে খালি পেটে জমিতে যান বাবা
বেলার দিকে আমরা দুবোন দিতে যায় খাবার।
গামছায় ভাজা রুটি আর ক্যান ভর্তি জল
আলের ধারে সাপ শুয়ে, হাতে নিই একটা ডাল।
টকাস টকাস শব্দ আর পায়ে বাজে নুপুর
সাপ বাবাজি ভয় পেয়ে পালায় বহুদূর।
গা ছমছম করে খানিক মিথ্যে কথা নয়
পরস্পরকে ভরসা মানে পালিয়ে যায় ভয়।
ছেলেপোঁতার নামটা শুনে বুকটা ধড়াস ধড়াস
হাঁড়ির মতো তাল পাওয়া যায় ছাড়তে নারী আশ।
রুটি তরকারি খেতে বাবার যতটা লাগে সময়
বুকে বল এনে চটপট কখান কুড়িয়ে নিই নাহয়।
মালার মাঠে পাহাড়সম আছে একটা শ্মশান
সেকুলের গাছ সেথায় আছে জানি কখান।
বাবা যখন খেতে লাগে আমরা তখন দৌড়াই
ভাঙ্গা হাঁড়ি পোড়া কাঠ আর দেখি ছাই।
বুক ঢিপঢিপ করে তবু খাওয়ার লোভ প্রবল
কাঁচাপাকা মিষ্টি সেকুল ভোরে নিই কোঁচল।
সাহসের কথা হলো খানিক আরো আছে বাকি
একদিনে সব শুনে শেষ করবে নাকি?
 
আমার ছেলেবেলার কিছু কথা




#পুরোনো_ডাইরি 
#অতীত_স্মৃতি


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile