Nojoto: Largest Storytelling Platform

New bengal Quotes, Status, Photo, Video

Find the Latest Status about bengal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bengal.

    LatestPopularVideo

Ananta Dasgupta

১২ দিন। দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। 

আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। 

জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর অত মাথা ব্যথা নেই অন্যর জীবন নিয়ে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম আমি যেই ভাবে কারোর কথা ভাবি, সামনের লোক সেটা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এত বার ক্ষত হওয়ার পড়ে, এত বার বেহুশ হয়ে যদি আমি আবার দাঁড়াতে পারছি, তার মানে কিছু তো একটা আছে যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। যে আছে সবসময় আমার কাছ, তাই আমি হারিনি। তার সাথে সাথে, আরেকটা জিনিস আছে যেটা আমার ভেতরে ঢুকে আমাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন জীবন কি ভাবে চালাতে হয়।

©Ananta Dasgupta #anantadasgupta #Nojoto #Bengali #bengalistory #bengaliwriting

Susmita Shil

Ananta Dasgupta

White যখন মনের মাটি কষ্টের তাপে ফেটে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন কোনো একটা কথা মনে পড়বে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন একই সময় হাওয়া আমাকে ছুয়ে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের কাছে করে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
অপেক্ষা পুরো করে যখন তোমায় কাছে টানবো, তুমি বৃষ্টির মতো এসো। 
তোমাকে আগলে রাখবো আমি, তুমি বৃষ্টির মতো এসো। 
এক ভাগ মেঘ আছে আমার চোখেও, তুমি বৃষ্টির মতো এসো। 
থাকবে না যখন কোনো অস্তিত্ব আমার, পুড়ে ছাই হয়ে পড়ে থাকবো
আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো।

©Ananta Dasgupta #hindi_poem_appreciation #anantadasgupta #Bengali #bengalistory #BengaliPoem

Ananta Dasgupta

ফাঁকা
(Part 6.1- The influence)

©Ananta Dasgupta #flowers #bengaliquote #bengalistory #anantadasgupta

Ananta Dasgupta

Men walking on dark street একটা চিতকার আছে লুকিয়ে ভিতরে, শুনতে পারবে কি? 
কিছু কথা আছে বলার জন্য, একটু সময় দিতে পারবে কি? 
আমি স্বার্থপরের মত চাই তোমাকে, আমার স্বার্থ পুরো করতে পারবে কি? 
একটা অব্যক্ত কষ্ট আছে মনের ভিতরে, কম করতে পারবে কি? 
তোমার মনের বাস্তবতা দেখতে চাই, দেখাতে পারবে কি? 
এক ভাগ অভিমান জমে আছে, ভাঙ্গতে পারবে কি? 
ক্লান্ত হয়ে গেছি এক জায়গায় দাড়িয়ে, একটু মাথা ঠেকাতে পারবে কি? 
একটা আশা নিয়ে বেঁচে আছি, পুরো করে দিতে পারবে কি?
ঝড় বয়ে যাচ্ছে যার থামার নাম নেই, সেটা থামাতে পারবে কি? 
প্রতিদিন একটু একটু করে শেষ হচ্ছি, আমাকে সাহায্য করতে পারবে কি?

©Ananta Dasgupta #Emotional #anantadasgupta #Bengali #bengalipoetry #bengaliwriting

Ananta Dasgupta

আমি বললাম- "আমি তার মধ্যেই এসে যাবো।" মনের এক কোনে আশা কি ওকে দেখতে পারবো, এক দিকে না দেখা পাওয়ার ভয়, একদিকে এই বৃষ্টির মধ্যে ওকে অপেক্ষা করানোর চিন্তা আর অন্য দিকে অস্থিরতা যে যদি দেখা হয় তাহলে কি বলব। চোখ বন্ধ করে একটাই মিনতি করলাম- "আজ কি ভাবেই হোক, আমাকে পৌঁছে দাও ওর কাছে। বাকি তোমার ইচ্ছার ওপরে ছাড়লাম।"

গাড়ি চলা শুরু করল দ্রুত গতিতে। অন্য একটা রাস্তা ধরে নিয়ে আসল। আমার গায়ে বার বার বৃষ্টির জল আসছে। ও প্রত্যেক ৫ মিনিট পর জিজ্ঞাসা করছে আমি কোথায় আর আমার প্রত্যেক বার মনে হচ্ছে যদি জায়গা বললে ও চলে যায়। তার মাঝে বলল- "আমার শ্বাস কষ্ট হচ্ছে। বৃষ্টির জল লেগে বেশি ব্যথা করছে। কোথাও বসার জায়গা নেই।" 

মনে অনেক ভালো খারাপ চিন্তা ভাবনা চলছে। "এতক্ষন ধরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে?...... আমি বললাম আর একবারে মেনে নিল?..... কেন দেখা করতে চায় হঠাৎ?..... নিজের সুখের রাজপ্রাসাদ ছেড়ে আমার শ্মশানে কি দেখবে?.... শ্বাস কষ্ট হচ্ছে, বাড়ি যেতে বলে দেব?.... এতক্ষণ মেয়েটাকে অপেক্ষা করিয়ে এখন এত ভালো বুদ্ধি কি ভাবে আসে, ভগবান জানে!"

ঘড়ি তে দেখি ৮:৩০ আর আমি পৌঁছে এসেছি। যদি বস না ধরতাম আর প্যাসেঞ্জার পেয়ে গেলে ওকে আর এতক্ষণ দাড়াতে হতো না। মেসেজ করলাম, যত স্ট্যান্ড কাছে আসছে আমার বুকের ভেতর অদ্ভুত চঞ্চলতা কাজ করছে। আমি ভাড়া দিয়ে নেমে আবার সোজা পথে হাঁটা শুরু করলাম। কিছুটা এগোনোর পর দেখি ওর কল আসছে
"বল!" 
"এত তারাতারি চলে গেলে হবে? কখনো একটু পিছনে ঘুড়েও দেখো!"
আমি পিছনে ঘুরলাম, দেখি একটা চেনা চেহারা আমাকে দেখতে দেখতে আসছে। 

যা ভেবেছিলাম ঠিক তাই হলো। কিছুক্ষণের জন্য ভুলে গেছি, আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে, না কিছু শুনতে পাচ্ছি, না দেখতে, চোখ শুধু ওর দিকে তাকিয়ে। পাশে এসে দাড়ালো আর তার পর আমরা রাস্তা পার করলাম। একবার আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানালাম। 

মনে হচ্ছে একটা অন্তরালের পর নতুন কিছু শুরু হচ্ছে। অবশ্য এই অবধি একটু বেশি হয়ে গেছে- ৪ মাস, ১১ দিন, আর ৩ ঘন্টা। 

অবশ্য এর কারন আমিই, কেননা আমার এত সাহস হচ্ছিল না কি ওর সাথে বিয়ের পর দেখা করি। পারতাম না, ওকে অন্য কারোর নামের শাখা সিঁদুর পরে দেখতে। কিন্তু আজ দেখছি। একটা মেয়ে যাকে দেখে মনে হচ্ছে সোনা গয়না পরে একটা পাখি কে খাঁচায় বন্দী করে রাখা। ওর চোখে চাপা কষ্ট, আমি ভেবেছিলাম হয়তো খুব ভালো কাটাচ্ছে নিজের জীবন। কিন্তু ওকে দেখে সেরকম তো লাগছে না। মনে হচ্ছে অনেকটা খালি হয়ে রয়েছে ভিতরে। 

চা খেলাম, আমি সিগারেট খেতে খেতে ইশারা করলাম। ও চাইল, হাতটা এগিয়ে আবার পিছিয়ে নিলাম। মারার চেষ্টা করল কিন্তু ওর গায়ের জোরে আমার লাগেনি। আমরা কথা বলছি না, শুধু কিছু মুহুর্তের মধ্যে একে অপরকে দেখছি। এর আগে ও আমার অস্থিরতা বুঝতে পারুক, আমি ওর থেকে দূরে সরে দোকান থেকে আর একটা সিগারেট নিয়ে এলাম। একটু মনস্থির করে ওর দিকে দেখলাম। অনেক কিছু বলতে চায়, হয়তো হাত বুকে জড়াতে চায়, কাঁধে মাথা রাখতে চায় কিন্তু কিছু করতে পারছে না। হাসার চেষ্টাও ওকে সাহায্য করছে না। 

সময় নিজের নিষ্ঠুর ইশারা দিল। ও বলল, ওকে যেতে হবে। সেই সময় ইচ্ছা করে হাতটা ধরে বলি- "তুই থাক আমার কাছেই। কোথাও যেতে হবে না।" কিন্তু আটকাবো কি করে। আবার ওর কি মনে হলো, পিঠে ৩-৪ টে ঘুষি মেরে আমার পিছনে আসল। বস আসতেই সে চলে গেল। একবার যদি পিছন ফিরে তাকিয়ে দেখত, কিন্তু না। সে চলে গেছে।

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory

Ananta Dasgupta

অন্তরাল
(Page 2)

©Ananta Dasgupta #Animals #anantadasgupta #bengalistory

Ananta Dasgupta

White একটি চিঠি লিখে কখনো বোতলের মধ্যে রেখে ফেলে দেব। 
তুমি তো সমুদ্র ভালোবাসো। 
দেখাই যাক, এই পাগলামি তে চিঠি তোমার কাছে পৌঁছায় কি না!

©Ananta Dasgupta #SunSet #anantadasgupta #bengaliquote #incompletelove #bengaliwriting

Ananta Dasgupta

দিতির কথা শুনে ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকাল। কিছুক্ষণের জন্য ও বিশ্বাস করতে পারেনি কি অয়ন বিয়ে করবে। 

"এর কথায় কান দিওনা। দিতি সবাইকে বলে অয়ন ওর বর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা পালটে যায়।" ঈশার হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করার জন্য আর্য আসল কথাটা পরিষ্কার করে বলল। ততক্ষণ অয়ন আর সঙ্কল্প সিগারেট খেতে খেতে কথা বলছে। 

"ও হঠাৎ এখানে?" সঙ্কল্প জিজ্ঞাসা করল

"ইন্টারভিউ আছে আজ। ওর মাঝে দেখা করতে এসেছে।" অয়নের কথার কোনো পাত্তা দিল না সঙ্কল্প। 

প্রায় সিগারেট শেষ হওয়ার মুখে সঙ্কল্প বলল- "আসলে একটা কথা বলব। তুই যতই কষ্টের মধ্যে থাক, যতই ছটপট করিস না কেন! তুই ওকে ছাড়তে পারবি না। যদি ও চলেও যায়। তাই তো!"

"এটা কিন্তু তুইও জানিস কি ওর আমার লাইফে থাকা কি মায়নে রাখে। আমি ওকে আমার মত রেখেছি। ও কি ভাবে রেখেছে, কিংবা রাখেনি, সেটা ওর ব্যপার।" অয়নের কথা শুনে সঙ্কল্প কিছু না বলে চলে গেল। 

অয়নের চেহারার অবস্থা দেখে ঈশা আর কোন কথা বাড়াল না। বরং ও বাকি কলিগদের সাথে গল্প করছে। 

অয়ন একটা সিগারেট ছেড়ে আরেকটা ধরাতে যাবে তখন ঈশা আসল- "তুমি না বললে কি তুমি নেশা কমাচ্ছ। দেখে তো মনে হচ্ছে না।"

অয়ন কিছু না বলে ওর বন্ধুদের দিকে ইশারা করল এগোতে। বিল পেয়মেন্ট করার পর ও ঈশার দিকে ঘুরে বলল- "আমি বলেছি আমার মেডিকেশন চলছিল, এইটা বলিনি কি আমি কমিয়ে দিয়েছি। আর এমনিও, আমার নেশা কমলেও বা কি আর বাড়লেও বা কি? তোমার কি যায় আসে?"

"অনেক কিছু।" ঈশা কথাটা একটু জোরে বলেছে কিন্তু অয়নের এই অধিকার বোধ মনে হল না।

"একটা কথা বলছি। প্রত্যেক মানুষের বেচে থাকার জন্য একটা ডিপেন্ডেন্সি লাগে। আমার ডিপেন্ডেন্সি হল এইটা। আমাকে শান্ত রাখে আর আমি কাজে মন লাগাতে পারি। এমন তো হবে না কি আমি যদি অস্থির হয়ে যাই আর তোমাকে খুঁজি তাহলে তুমি সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসে যাবে!" অয়ন বলে সিগারেটের শেষ ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিল। 

"আর যদি এসে যাই!" ঈশার কথা শুনে অয়ন ঘুরে ওর দিকে তাকাল। এই বার ওর অধিকার বোধ মনে করল। 

"এই সবে তোমার ক্ষতি হবে, তাই বললাম।" ঈশা প্রত্যেক বারের মত এড়িয়ে গিয়ে অন্য কথা বলল।

©Ananta Dasgupta #anantadasgupta #Storywriting #absence #incompletelove #Bengali #bengaliwriter

Ananta Dasgupta

অয়নের কাছে কোন উপায় নেই আর। এত দিন পড়েও যদি কোন একটা যায়গায় ও দুর্বল রয়েছে তো ঈশা হল সেই জায়গা। 

"তোমার বিয়ের পর আমি প্রায় এক মাস নানান জিনিসের মধ্যে জড়িয়ে যাই। স্মোকিং, প্যানিক এট্যাক, ইনসমনিয়া..... মেডিকেশনের মধ্যে ছিলাম আর একমাত্র সংকল্পই ছিল যে আমার সমস্ত বৃত্তান্ত জানত। আমার প্রতি বন্ধুত্বর জন্যই ও এই সবের কারণ তোমাকে ভাবে।" অয়ন একটু থামল যখন ঈশার মুখে একটা চাপা কষ্ট দেখতে পেয়েছে। 

"কারনটা খুবই বোকা বোকা, এইজন্যই তোমাকে বলছিলাম না। প্লিজ়, কিছু মনে কর না।" অয়ন না চেয়েও এই এত দিনের কথা বলে দিয়েছে। ঈশা বুঝতে পাড়ে অয়ন কোন পরিস্থিতি দিয়ে গেছে, হয়তো এখনও যাচ্ছে। কিন্তু ওর কাছে কিছু করার নেই। ঈশা যেই রাস্তায় এগিয়ে গেছে, ওখানে দুর দুরান্তের মধ্যেও অয়ন আসেনা। 

"পেয়ে গেছ উত্তর। হয়েছে শান্তি। চলো এবার।" অয়ন আর ঈশা এগিয়ে গেল একটা স্টলের দিকে। 

"কিরে? কতখানি সময় লাগে তোর? লিফটেও মিটিং নিচ্ছিলি?" অয়নের হাতে চা দিয়ে কার্তিক জিজ্ঞাসা করল। 

"না, না। যতক্ষণ দিতি আসবে না, ও নিচে আসেনা।" পিছন থেকে রহিম বলল। ঈশা এই সব দেখছে কিন্তু ওর নজর সংকল্পের দিকে। 
"তোরা থামবি? এমনিতেই আমার মুড ভালো নেই।" অয়ন এই কথাটা শেষ করতেই ওকে পিছন থেকে একজন জড়িয়ে ধরে। এক সেকেন্ডের জন্য ঈশাও অবাক হয়ে গেছে। 

"কি হয়েছে তোমার? তোমার কিছু হলে আমার ভালো লাগে না। তুমি একবার বলো, আমি কি করব?" অয়ন বুঝতে পারে এইটা দিতি। 

"আপাতত আমাকে ছার। এই করে গত বার আমার সাদা শার্টে চা ফেলে ছিলি।" দিতির হাত ধরে ওকে সামনে দাড় করায়।

"এই নাটক রোজ হয়।" অয়ন ঈশার দিকে তাকিয়ে বলল। "তোমার পরিচয় করিয়ে দেই। এরা আমার ডিপার্টমেন্টের লোক।" 

"কার্তিক, রহিম। সামনে যে বসে আছে ও হল আর্য। সংকল্পকে তুমি দেখে নিয়েছ আর এ হল দিতি।" 
অয়নের পরিচয় করাতেই, দিতি সামনে এসে বলল- "অয়নের হবু স্ত্রী।"

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Storywriting #bengaliquote
loader
Home
Explore
Events
Notification
Profile